অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স, ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায় আমাদের এই ওয়েবসাইট আপনি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবে অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স Online Learning
Table of Contents
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আমরা যেমন পরিশ্রম করবো তেমনি তার ফল পাবো। As we labour, so shall we be rewarded. এ্যজ উই লেবর, সো শ্যাল উই বী রিওয়ার্ডেড।
ইংরেজীর কোন কোন বই তুমি পড়েছ? Which books in English have you read? হুইচ বুকস্ ইন ইংলিশ হ্যাভ ইউ রিড?
আমি এত পরিশ্রান্ত যে ক্লাশ করতে পারব না। I am too tired to attend classes. আই এ্যাম টু টায়ারড টু এ্যাটেন্ড ক্লাসেস।
ওর পরীক্ষা কবে থেকে আরম্ভ হবে? When does her examination comence. হোয়েন ডাজ হার এগজামিনেশন কমেনস?
আমি এ বছর বি, এ, পাশ করব। I shall pass my B. A. this year. আই শ্যাল পাস মাই বি, এ, দিস ইয়ার।
আমি আজ কিছুই পড়তে পারিনি। I couldn’t study anything today. আই কুড নট স্টাডি এনিথিং টুডে।
সে বি,এ, পরীক্ষায় পাশ করতে পারেনি। He failed at the B. A. examination. হী ফেলড এ্যাট দি বি, এ, এগজামিনেশন |
প্রশ্ন অত্যন্ত সহজ। The question is very easy. দি কোয়েশ্চেন ইজ ভেরি ঈজী।
না নাজমা, না তার বোন নিয়মিত স্কুলে আসে। Neither Nazma nor her sister comes to school regularly. নাইদার নাজমা নর হার সিসটার কামস টু স্কুল রেগুলারলি।
আমি নিশ্চয়ই পাশ হয়ে যাব। I shall certainly get through. আই শ্যাল সার্টেনলি গেট থ্রু।
কাল রাত্রে আমি একটা মজার বই পড়েছি। I read a very interesting book last night. আই রিড এ ভেরি ইনটারেসটিং বুক লাসট নাইট।
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
সে ইংরেজীতে দুর্বল । He is weak in English. হী ইজ উইক ইন ইংলিশ।
আজকাল ক্লাশ তাড়াতাড়ি শুরু হয়ে যায়। Classes start early now-a-days. ক্লাসেস স্টার্ট আর্লি নাউ-এ-ডেজ।
আমরা সম্পূর্ণ পাঠ্যক্রম পড়ে নিয়েছি। We have completed our course of studies. উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার কোর্স অফ্ স্টাডিজ।
হয় তাঁর কাছে ক্ষমা চাও, না হ’লে জরিমানা দাও। You should either beg his pardon. or you should pay the fine. শুড আইদার বেগ হিজ পারডন অর ইউ শুড পে দি ফাইন।
সে কিছুই জানে না । He doesn’t know anything. হী ডাজনট নো এনিথিং |
সে বুধবার থেকে অনুপস্থিত। She is absent since Wednesday. শী ইজ এ্যাবসেন্ট সিনস ওয়েডনেসডে।
আমার কাজ শেষ করার সময় ছিল না। I hadn’t time to finish my work. আই হ্যাডনট টাইম টু ফিনিশ মাই ওয়ার্ক।
এর অর্থ কি? What does it mean? হোয়াট ডাজ ইট মীন।
সে মন দিয়ে পড়াশুনা করে। She takes keen interest in her studies, শী টেকস কীন ইনটারেষ্ট ইন হার স্টাডিজ।
ছাত্ররা পরীক্ষার ফল কাল জানতে পারবে। The sudents will know the result tomorrow. স্টুডেন্টস উইল নো দি রেজাল্ট টুমোরো।
তুমি পরীক্ষয় উত্তীর্ণ হয়েছ। You have passed the examination. ইউ হ্যাভ পাসড দি এগজামিনেশন।
আমাকে পড়তে দিচ্ছ না কেন? Why don’t you allow me to read? হোয়াই ডোন্ট ইউ এ্যালাও মী টু রীড?
তুমি পাস করলে তোমার পিতা-মাতা সুখী হবেন । Should you pass, your parents would be happy. শুড ইউ পাস, ইয়োর পেরেনটস উড বী হ্যাপী ৷
আমি ইংরেজী বলতে পারি। I know how to speak English. আই নো হাউ টু স্পীক ইংলিশ।
তুমি কোন কলেজে পড়? In which college do you study? ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি?
তোমার পড়াশুনা কেমন চলছে? How are you getting on with your studies? হাউ আর ইউ গেটিং অন উইথ ইয়োর স্টাডিজ?
আমি দু’বছর এই কলেজে আছি। I have been in this college for two years. আই হ্যাভ বীন ইন দিস কলেজ ফর টু ইয়ারস।
আমি ১৯৭৫ সাল থেকে এই কলেজে আছি। I have been in this college since 1975. আই হ্যাভ বীন ইন দিস কলেজ সিনস নাইনটিন সেভেন্টি ফাইভ।
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
তোমার স্কুলটা ভাল । Your school is good. ইয়োর স্কুল ইজ গুড।
সে ইংরেজীতে পাকা। He is strong in English. হি ইজ স্ট্রং ইন ইংলিশ।
সে এ’বছর পরীক্ষায় বসছে না। He is droping out of the examination this year. হী ইজ ড্রপিং আউট অফ দি এগজামিনেশন দিস ইয়ার।
সে খেলাধূলায় খুব ভাল। He is very good at games. হী ইজ ভেরি গুড এ্যাট গেম্স।
তোমার হাতের লেখা ভাল নয়। You do not write a good hand. ইউ ডু নট রাইট এ গুড হ্যান্ড।
বইটা আপাততঃ তোমার কাছেই থাক। Keep the book with you for the present. কীপ দি বুক উইথ ইউ ফর দি প্রেজেন্ট।
সে প্রায়ই স্কুল থেকে পালিয়ে যায়। He often plays truant from school. হী অফেন প্লেজ ট্রয়ানট ফ্রম স্কুল
কি দেখছ? What are you looking at? হোয়াট আর ইউ লুকিং এ্যাট?
তোমার প্রধান শিক্ষকের ওপর কোনই জোর নেই? Have you no influence with the headmaster? হ্যাভ ইউ নো ইনফ্লুয়েন্স উইথ দি হেড মাস্টার ?অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আমাদের স্কুলে কাল থেকে ছুটি আরম্ভ হবে। Our school will remain closed for vacation from tomorrow. আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজড ফর ভেকেশন ফ্রম টুমরো।
বালকগণ, সময় হয়ে গেছে। উত্তরপত্র দিয়ে দাও। Boys, time is up, hand over your papers. বয়েজ, টাইম ইজ আপ, হ্যান্ড ওভার ইয়োর পেপার্স।
নতুন টাইম টেবিল ১লা মে থেকে শুরু হবে। The new time table will come into force from 1st May. দি নিউ টাইম টেবল উইল কাম ইন্টু ফোর্স ফ্রম ফার্স্ট মে।
কেন বকবক করছো চুপ কর। Why do you chatter? Hold your tongue. হোয়াই ডু ইউ চ্যাটার? হোল্ড ইয়োর টাং।
আমার কাছে অতিরিক্ত পেনসিল নেই। I have no spare pencil. আই হ্যাভ নো স্পেয়ার পেনসিল।
আমাদের মধ্যে কথা-বর্তা বন্ধ। We are not on speaking terms. উই আর নট অন স্পীকিং টার্মস।
আমাদের যাতায়াত নেই। We are not on visiting terms. উই আর নট অন ভিজিটিং টার্মস।
এই ছাত্রটি দশম শ্রেণীতে পড়ার উপযুক্ত। This boy will not be able to get on in the tenth. দিস বয় উইল নট বা এবল টু গেট অন ইন দি টেনথ।
বকবক করো না। Don’t chatter. ডোনট চ্যাটার।
ক্লাশে উপস্থিতি ডাকা হয়ে গেছে। Has the roll been called? হ্যাজ দি রোল বীন কলড।
আমি অঙ্ককেই ভয় করি। Mathematics is my bugbear. ম্যাথমেটিকস ইজ মাই বাগবিয়ার।
সব প্রয়াসই বিফল হ’ল। All efforts failed. অল এফর্টস ফেলড।
সুমন ক্লাশের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র। Sumon is the topmost boy of his class. সুমন ইজদি টপমোষ্ট বয় অফ হিজ ক্লাস।
সে আমার চেয়ে এক বছর পিছনে আছে। He is junior to me by one year. . হী ইজ জুনিয়র টু মী বাই ওয়ান ইয়ার ।
ভাল ছেলে ক্লাশের মুখ উজ্জ্বল করে। A good boy brings credit to his class. এ গুড বয় ব্রিংস ক্রেডিট টু হিজ ক্লাস।
অঙ্কে সে আমার থেকে ভাল। He is ahead of me in Mathematics. হী ইজ এ্যাহেড অফ মী ইন ম্যাথমেটিকস।
এই প্রশ্নপত্র কে তৈরী করেছেন? Who has set this paper? হু হ্যাজ সেট দিস পেপার?
স্কুলে যাবার সময় হয়ে গেছে। It is time for school. ইট ইজ টাইম ফর স্কুল।
ছেলেটা স্কুলে আসেনি । The boy did not come to school. দি বয় ডিড নট কাম টু স্কুল।
বালকটি কবিতা আবৃত্তি করল। The boy recited a poem. দি বয় রিসাইটেড এ পোয়েম।
তোমার কাছে একটা অতিরিক্ত খাতা হবে? Have you a spare exercise book with you. হ্যাভ ইউ এ স্পেয়ার একসারসাইজ বুক উইথ ইউ?
প্রধান শিক্ষক মহোদয় আমার জরিমানা মওকুফ করে দিলেন। The headmaster waived my fine. দি হেডমাষ্টার ওয়েভড মাই ফাইন।
সে ইংরেজীতে বিশেষ যোগ্যতা প্রাপ্ত। He got distinction in English. হী গট ডিসটিংশন ইন ইংলিশ।
তুমি কলা না বিজ্ঞান নিয়েছ? Have you taken up arts or science. হ্যাভ ইউ টেকন আপ আর্টস অর সাইন্স।
আমি পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, ও জীববিজ্ঞান নিয়েছি। I have taken Physics, chemistry and biology. আই হ্যাভ টেকন ফীজিকস, কেমেস্ট্রি এন্ড বায়োলজি।
এখানে মেয়েদের কি গৃহবিজ্ঞান পড়ানো হয়। Do they also teach girls domestic science here? ডু দে অলসো টীচ গার্লস ডোমেসটিক সাইনস হিয়ার।
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
এই কথাটা ইংরেজীতে কেমন করে বলবে? How do you say this in English? হাও ডু ইউ সে দিস ইন ইংলিশ?
কাল রাত্রে আমার জ্বর হয়েছিল। Last night I had an attacked of fever. লাস্ট নাইট আই হ্যাড এ্যান এ্যাটাকড অফ ফিভার।
ডাক্তার সাহেব, আমি কি ভাত খেতে পারি? May I take rice, Doctor. মে আই টেক রাইস, ডক্টর?
জ্বর ছাড়ার পর তিনবার কুইনাইন নিও। Take quinine three times after the fever is down. টেক কুইনাইন থ্রী টাইমস আফটার দি ফিভার ইজ ডাউন।
আমার স্বাস্থ্যের জন্য চিন্তা হচ্ছে। I am worried about my health. আই এ্যাম ওয়ারিড এ্যাবাউট মাই হেল্থ।
সে গাঢ় ঘুমে অচেতন । He is fast asleep. হী ইজ ফাসট এ্যাম্লীপ। তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞ। He is an eye specialist. হী ইজ এ্যান আই স্পেশালিস্ট।
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স সহজে এবং অল্প সময়ে
তার স্বাস্থ্য ভাল যাচ্ছে না। He does not keep good health. ই ডাজ নট কীপ গুড হেল্থ।
আমার পায়ের বড়ো আঙ্গুলে চোট লেগেছে। I hurt my big toe. আই হার্ট মাই বিগ টো।
আমার পায়ে ফোস্কা পড়েছে। I am feeling fot-sore. আই এ্যাম ফেলিং ফট-সোর।
তাঁর সব কটা দাঁতই মজবুত আছে। All his teeth are intact. অল হিজ টীথ আর ইনট্যাকট।
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
তাঁর স্মরণশক্তি তীক্ষ্ণ । He has a wonderful memory. হী হ্যাজ এ ওয়ানডারফুল মেমরী |
তার এক চোখ কানা। He is blind of one eye. হী ইজ ব্লাইন্ড অফ্ ওয়ান আই।
সে একপায়ে খোঁড়া। He is lame in one leg. হী ইজ লেম ইন ওয়ান লেগ।
আমি প্রায়ই কোষ্ঠবদ্ধতায় ভুগি। Usually I have constipation. ইউজুয়ালী আই হ্যাভ কনসটিপেশন |
আমার পেট খারাপ হয়েছে। My stomach is upset. মাই স্টম্যাক ইজ আপসেট।
আমার মাথা হালকা করে টিপে দাও। এতে আমার আরাম লাগে। Press my head gently. It gives me some relief. প্রেস মাই হেড জেনটলি । ইট গিভস মী সাম রিলিফ।
তাঁর চোখ উঠেছে ও চোখ দিয়ে পানি গড়াচ্ছে। His eyes are sore and running. হিজ আইজ আর সোর এ্যান্ড রানিং।
তার সারা শরীরের ফোড়া হয়েছে। His body is covered all over with boils. হিজ বডি ইজ কভারড অল ওভার ইথ বয়েলস্।
আজকাল শহরে সর্দি-কাশির প্রকোপ বেড়েছে। Now-a-day cough and cold have spread in the city. নাও-এ-ডেজ কাফ এ্যান্ড কোল্ড হ্যাভ স্প্রেড ইন দি সিটি ।
ব্যায়াম অসুস্থতায় মহৌষধি। Exercise is a panacia for all physical ailments. একসারসাইজ ইজ এ প্যানাসিয়া ফর অল ফিজিক্যাল এলমেন্টস।
তোমার ভাই কার চিকিৎসা করাচ্ছে? Under whose treatment is your brother? আনডার হুজ ট্রিটমেন্ট ইজ ইয়োর ব্রাদার?
আমি ছুটিতে ঢাকা যাচ্ছি। I am going to Dhaka on a holiday. আই এ্যাম গোয়িং টু ঢাকা অন এ হলিডে।
ম্যালেরিয়ায় কুইনাইন অব্যর্থ। Quintine is a sure remedy on malaria. কুইনাইন ইজ এ শিওর রেমেডি অন ম্যালেরিয়া।
আমার জ্বর-জ্বর ভাব হয়েছে। I am felling feverish. আই এ্যাম ফীলিং ফিভারিশ।
ডাক্তার দেখাও। Consult a doctor. কনসালট এ ডকটর।
এ জ্বর তার বহুদিনের। He has chronic fever. হী হ্যাজ ক্রনিক ফিভার।
তার জ্বর ছেড়ে গেছে। His fever is down. হিজ ফিভার ইজ ডাউন।
মহিলাটির অসুখ সেরে গিয়েছিল। The lady was cured of her illness. দি লেডি ওয়াজ কিয়োরড অফ হার ইলনেস।
রোগীর অবস্থা এখন আর বিপজ্জনক নয়। Now the patient is out of danger. নাউ দি পেশেন্ট ইজ আউট অব ডেনজার।
তার আঘাত গুরুতর । He is badly hurt. হী ইজ ব্যাডলি হার্ট। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আপনার আরও ব্যায়াম করা উচিত। You ought to take more exercise. ইউ অট টু টেক মোর এক্সারসাইজ।
বেশী খাটুনিতে তাঁর স্বাস্থ্যহানি হয়েছে। Overwork told upon his health. ওভারওয়ার্ক টোল্ড আপন হিজ হেলথ।
সে বদজমে ভুগছে। He is suffering from indiestion. হী ইজ সাফারিং ফ্রম ইনডিজেশন।
মশা অতিষ্ঠ করে তুলেছে। Mosquitoes have become intolerable nuiance. মসকিটোজ হ্যাভ বিকাম ইনটলারেবেল নুইসন্স।
চিন্তার কোন কারণ নেই। There is no cause for worry. দেয়ার ইজ নো কজ ফর ওয়রি।
তিনি হৃদরোগে পীড়িত। He has heart trouble. হী হ্যাজ হার্ট ট্রাবল।
কুইনাইন তেতো; কিন্তু জ্বরে অব্যর্থ ওষুধ। Quinine is very bitter, but it is a sure remedy in fever. কুইনাইন ইজ ভেরি বিটার বাট ইট ইজ এ শিওর রেমেডি ইন ফিভার।
আজকাল খুব জ্বর হচ্ছে আর ডাক্তাররাও খুব পয়সা করছেন। Now-a- days fever is raging in the city and doctors are minting money. নাও-এ-ডেজ ফিভার ইজ রেজিং ইন দি সিটি এ্যান্ড ডকটরস আর মিনটিং মানি। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
তুমি থার্মোমিটার দেখতে জানো? Can you read a thermometer? ক্যান ইউ রীড এ থারমোমিটার?
শহরে জ্বর ও বসন্তের প্রকোপ খুব বেড়ে গেছে। Small pox and fever are working havoc in the city. স্মল পক্স এ্যান্ড ফিভার আর ওয়ার্কিং হ্যাভক ইন্ দি সিটি।
আপনার ভায়ের কবে থেকে জ্বর হয়েছে? How long has your brother been down with fever? হাউ লং হ্যাজ ইয়োর ব্রাদার বীন ডাউন উইথ ফিভার?
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
তিনি ওজন কমাতে ব্যস্ত। He is trying to reduce her weight. শী ইজ ট্রাইং টু রিডিয়স হার ওয়েট।
মুন্নীর শরীর ছিপছিপে । Monni is very slim. মন্নী ইজ ভেরি স্লিম।
রাণীর স্বাস্থ্য নিতান্তইদুর্বল। Rani has a frail built. রাণী হ্যাজ এ ফ্রেল বিল্ট।
সন্তোষের চেয়ে ভাল ওষুধ নেই। Happiness is the best tonic. হ্যাপিনেস ইজ দি বেস্ট টনিক।
স্বাস্থ্য- HEATH ( হেলথ)
আমার গা গুলোচ্ছে। I feel like vomiting. আই ফীল লাইক ভমিটিং।
চার ঘন্টা অন্তর একদাগ ওষুধ খাবে। Taka a dose of the medicine every four hours. টেক এ ডোজ অফ দি মেডিসিন এভরি ফোর আওয়ারস। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
খোলা হাওয়া স্বাস্থ্যলাভের উপযোগী। Fresh air is invigorating. ফ্রেশ এয়ার ইজ ইনভিগারেটিং।
আমার শরীর আজ ভাল ঠেকছে না। I am not feeling wel today. আই এ্যাম নট ফিলিং ওয়েল টুডে।
হাঁটতে হাঁটতে তার পা ফুলে গেছে। His feet are sollen form weaking. হিজ ফিট আর সোওয়ালেন ফ্রম ওয়াকিং।
আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। My heath is down. মাই হেলথ ইজ ডাউন।
জোলাপ নেবে। Take a purgative. টেক এ পারগেটিভ।
কোনো ভাল ডাক্তারকে দেখাও। Consult a good doctor. কনসাল্ট এ গুড ডকটর।
সে জীবনে অতিষ্ঠ হয়ে উঠছে। He is fed up with his life. হী ইজ ফেড আপ উইথ হিজ লাইফ।
হাতুড়ে ডাক্তার থেকে সাবধান। Avoid quacks. এ্যাভয়েড কোয়াক্স।
ডাক্তার তার রোগ ধরতে পারলেন না। The doctor could not diagnose his disease. দি ডক্টর কুড নট ডায়গানোজ হিজ ডিজীজ।
মৃত্যুহার বাড়ছে। The death rate is increasing. দি ডেথ রেট ইজ ইনক্রিজিং।
ডাক্তারের পরামর্শ নাও। Consult a doctor. কনসালট এ ডক্টর।
তোমার নাক ঝরছে। Your nose is running. ইয়োর নোজ ইজ রানিং।
আমার হাতের হাড় ভেঙ্গে গেছে। I have fractured my arm. আই হ্যাভ ফ্র্যাকচারড মাই আর্ম।
কাল তার শরীর ভাল ছিল না। He was not well yesterday. হী ওয়াজ নট ওয়েল ইয়েসটারডে।
আমি অত্যন্ত পরিশ্রান্ত। I am dead tried. আইম এ্যাম ডেড টায়ারড | অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আজ সে কেমন আছে? How is he today. হাউ ইজ হী টুডে।
ভলিবল খেলার সময় তার হাত মুচড়ে গিয়েছিল। His hand was dislocated whlie playing volleyball. হিজ হ্যান্ড ওয়াজ ডিসলোকেটেড হোয়াইল প্লেয়িং ভলিবল।
কালকের চেয়ে আজ সে ভাল আছে। Today he is better than yesterday. টুডে হী ইজ বেটার দ্যান ইয়েস্টারডে।
আমি হাওয়া বদলাতে চট্টগ্রাম গিয়েছিলাম। I went to Chittagong for a change of climate. আই ওয়েন্ট টু চিটাগাং ফর এ চেনজ অপ ক্লাইমেট।
তোমার কাজকর্ম কেমন চলছে আজকাল। How are you getting on your business? হাউ গেটিং অন ইন ইয়োর বিজনেস?
এই ওষুধটিতে তোমার জ্বর ছেড়ে যাবে। This medicine well bring your fever down. দি মেডিসিন উইল ব্রিং ইয়োর ফিভার ডাউন।
তার মাথা ধরেছে। He has a headache. হী হ্যাজ এ হেডেক।
কাল জ্বর ছেড়ে যাবে। The fever will be down tomorrow. দি ফিভার উইল বি ডাউন টুমরো।
তোমার গলা কেন বসে গছে? Why are you hoarse? হোয়াই আর ইউ হোর্স।
আমি তাকে দেখতে যাবো। I shall go to enquire after his health. আই শ্যাল গো টু এনকোয়্যার আফটার হিজ হেলথ।
কঠিন পরিশ্রম করায় আমার স্বাস্থ্য ভেঙে গেছে। My health has broken down on account of hard work. মাই হেলথ হ্যাভ ব্রোকেন ডাউন অন এ্যাকাউন্ট অফ হার্ড ওয়ার্ক। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আমার ওজন দুই কিলো বেড়ে গেছে। My weight has increased by two kilos. মাই ওয়েট হ্যাজ ইনক্রিজড বাই টু কিলোজ |
তোমার কি হয়েছে। What is wrong with you? হোয়াট ইজ রং উইথ ইউ?
রোগী শীতে কাপছে । The patient is shivering with cold. দি পেশন্ট ইজ শিভারিং উইথ কোল্ড।
ম্যালেরিয়ায় অনেক লোক মারা গেছে। Many people died of malaria. মেনি পিপল ডায়েড অপ ম্যালেরিয়া।
এই ঔষুধটি যাদুর মত কাজ করে। This medicine works wonder. দিস মেডিসিন ওয়ার্কস ওয়ান্ডার।
কাল রাত ভর ঝির ঝির বৃষ্টি হচ্ছিল। It kept drizzing all through the night. ইট কেপট ড্রিজলিং অল থ্র দি নাইট।
আকাশ মেঘে ঢেকে আছে। The sky is overcast. দি স্কাই ইজ ওভারাকাস্ট।
আজ খুব গরম। It is very hot today. ইট ইজ ভেরি হট টুডে।
গরমে মাথা ঘুরছে। I am feeling giddy on account of the heat. আই এ্যাম ফীলিং গাডি অন এ্যাকাউন্ট অফ দি হীট।
মুষলধারে বৃষ্টিতে ছাতা কোন কাজেই লাগে না। An Umberella is of no use in heavy rain. এ্যান আমব্রেলা ইজ অফ নো ইউজ ইন হেভী রেন।
ঠান্ডাদিন বেড়েই চলছে । It is getting colder day by day. ইট ইজ গেটিং কোলডার ডে বাই ডে।
আজকাল খুলনায় ভীষণ ঠান্ডা পড়েছে। It is bitterly cold in Khulna these days. ইট ইজ বিটারলী কোল্ড ইন খুলনা দীজ ডেজ।
এত জোর হাওয়ায় বাতি জ্বলবে না, ঘরের মধ্যেই থাকতে দাও। There is a strong wind, the lamp will go out, Let it remain inside. দেয়ার ইজ এ স্ট্রং উইন্ড, বি ল্যাম্প উইল গো, উইট লেট ইট রিমেন ইনসাইড। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
দেখা হবে আবার ৷ See you again. সী ইউ এগেন।
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
তাঁকে আমার সালাম জানাবে। Give myregards to him. গিভ মাই রিগার্ডস টু হিম|
মাঝে মাঝে চিঠি লিখো যেন। Do write to me now and them. ডু রাইট টু মী নাউ এ্যান্ড দেন।
সামনের রবিবার আমার সাথে দেখা করো । See me next Sunday. সী মী নেকসট সানডে।
তুমি ওঁর সাথে দেখা করার সময় নিয়েছ? Have you fixed an appointment with her? হ্যাভ ইউ ফিকসড এ্যান এ্যাপয়নটমেন্ট উইথ হার?
সাক্ষাৎকারটি মধুর হয়েছিল। It was a cordial meeting. ইট ওয়াজ এ করডিয়াল মীটিং।
যখন খুশি আসুন। এ বাড়ির দরজা আপনার জন্য সব সময় খোলা । Come any time our doors are open to. কাম এনি টাইম আওয়ার ডোরস আর ওপন টু ইউ।
লৌকিকতা করবেন না। Do not stand on formalities. ডু নট স্ট্যান্ড অন ফরমালিটিজ।
আমি সেই মহিলাকে দেখলাম যে আমাদের কর্তা বলেছিলেন চলে গেছে। I saw the woman who the boss said was away. স দি উওম্যান হু দি বস সেড ওয়াজ এওয়ে। –
কেনাকাটা SHOPING [শপিং]
সে একজন ছোট দোকানদার । He is a petty shopkeeper. হী ইজ এ পেটি শপকীপার।
এখন তুমি যেতে পার । You may go now. ইউ মে গো নাও।
আমাকে চারটের সময় তুলে দিও। Wake me up at 4. O’clock. ওয়েক মী আপ এ্যাট ফোর ও ক্লোক।
আলো (কেরোসিন তেলের) জ্বালাও। Light the lamp. লাইট দি ল্যাম্প।
আলো (বিদ্যুতের) জ্বালাও। Switch on the light. সুইচ অন দি লাইট।
আলো (বিদ্যুতের) নিভিয়ে দাও। Switch off the light. সুইচ অফ দি লাইট।
সরে দাড়াও । Move aside. মুভ এ্যাসাইড।
বুদ্ধি খাটাও। Use your intelligence. ইউজ ইয়োর ইনটেলিজেনস।
কাল তাড়াতাড়ি আসতে ভুলো না । Don’t forget to come early tomorrow. ডোনট ফরগেট টু কাম আরলি টমরো।
এবার একটু বিশ্রাম কর। Go and take some rest. গো এ্যান্ড টেক সাম রেস্ট।
আপনার আসায় আমি খুবই আনন্দিত হলাম । Your visit gave me great pleasure. ইয়োর ভিজিট গেভ মী গেট প্লীজার। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আবার কবে দেখা হবে? When shall we meet again? হোয়েন শ্যাল উই মীট এগেন?
আপনার সাথে সাক্ষাৎ হওয়ায় অত্যন্ত আনন্দিত হলাম । I am very glad to meet you. আই এ্যাম ভেরি গ্ল্যাড টু মীট ইউ।
একটা দরকারী কাজে এসে গিয়েছিল। There was an urgent plece of work to be done. দেয়ার ওয়াজ এ্যান আরজেন্ট পীস অফ ওয়ার্ক টু বী ডান।
আপনি সেদিন আসেননি কেন? Why did you not come that day? হোয়াই ডিড ইউ নট কাম দ্যাট ডে?
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স স্পোকেন ইংলিশ
তোমার ভুল হয়েছে। You are mistaken. ইউ আর মিসটেকেন।
অনেকদিন তোমায় দেখিনি । I have not seen you for long. আই হ্যাভ নট সীন ইউ ফর লং।
তিনি আপনাকে স্মরণ করেন। He remembers you. হী রিমেমবারস ইউ।
আমার কাজ এখনও শেষ হয়নি। My work is not yet over. মাই ওয়ার্ক ইজ নট ইয়েট ওভার।
আমি আপনার পরামর্শ নিতে এসেছি। I have came to consult you. আই হ্যাভ কাম টু কনসালট ইউ।
তোমার সাথে কথা আছে । I want to talk to you. আই ওয়ানট টু টক টু ইউ।
আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। I waited long for you. আই ওয়েটেড লং ফর ইউ।
আপনার আধা ঘন্টা দেরী হয়েছে। You are late by half an hour. ইউ আর লেট বাই হাফ এ্যান আওয়ার।
তুমি এখন যাও, আমার কাজ আছে। Go now, I have some work to do. গো নাউ, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
রাস্তা দেখাও। Show the way. শো দি ওয়ে|
এনাকে বাইরের রাস্তা দেখাও। Show him out. শো হিম আউট।
কথার মধ্যে বাধা দিও না । Don’t interrupt. ডোনট ইনটাররাপট।
শোনতো। Just listen. জাস্ট লিসন।
চিন্তা করো না । Don’t worry, ডোনট ওরি|
একটু অপেক্ষা কর। Wait a bit. ওয়েট এ বিট।
পাখা চালিয়ে দাও । Switch on the fan. সুইচ অন দি ফ্যান।
গোলমাল করো না। Don’t make a noise. ডোন্ট মেক এ নয়েজ।
দেখতো, শিশুটি কেন কাঁদছে । Go and see why the child is crying. গো এ্যান্ড সী হোয়াই দি চাইল্ড ইজ ক্রায়িং।
একটু কাগজ পেনসিল দাওতো।. Give me a pencil and paper. গিভ মি এ পেনসিল এ্যান্ড পেপার।
আমি না আসা পর্যন্ত এখানেই বসে থাক । Wait here till I come. ওয়েট হিয়ার টিল আই কাম।
এখানে ট্যাক্সি পাওয়া যায় কি? Is a taxi available here? ইজ এ ট্যাক্সি এ্যাভেলেবল হিয়ার?
যেমন করেই হোক সভাতে আমাদের ঠিক সময় পৌঁছতে হবে। At any cost we should rach the meeting in time. এ্যাট এনি কস্ট উই শুড রীচ দি মীটিং ইন টাইম। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
এই রাস্তাটা সাধারণের জন্য বন্ধ । This road is closed to the public. দিস রোড ইজ ক্লোজড টু দি পাবলিক ৷
বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ । No entry without permission. নো এনট্রি উইদাউট পারমিশন।
ভৃত্যকে SERVANT (সারভ্যান্ট)
এখানে এসো ছোকরা । Come here, boy. কাম হেয়ার, বয়৷
খাবার আন । Bring the food. ব্রিং দি ফুট।
এক গ্লাস পানি আনো । Bring me a glass of water. ব্রিং মী এ গ্লাস অফ ওয়াটার।
ওখানে গিয়ে চিঠি ডাক বাক্সে ফেলে এসো ৷ Go there and post the letters. গো দেয়ার এ্যান্ড পোষ্ট দি লেটারস।
কাপড় কাঁচ Wash the clothes. ওয়াশ দি ক্লোদস।
তাড়াতাড়ি কর । Hurry up. হ্যারি আপ।
বান্ডিলটা তোল । Pick up the bundle. পিক আপ দি বান্ডল।
আমাকে অর্ধেক (পাউ) রুটি দাও । Give me half a bread. গিভ মী হাফ এ ব্ৰেড।
ভিজে কাপড় রোদে দাও । Put wet cothes in the sun. পুট ওয়েট্ ক্লোস্ ইন দি সান।
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আমি তৈরি হয়ে নিই। Let me get ready. লেট মী গেট্ রেডী।
তুমি খুব দেরী করছ। You are taking too long. ইউ আর টেকিং টু লং।
আমরা নির্ধারিত সময়ের আগেই পৌঁছব। We shall reach before time. উই শ্যাল রীচ বিফোর টাইম।
আসুন আপনি স্বাগত । You are welcome. ইউ আর ওয়েলকাম।
তোমার প্রতিজ্ঞাচ্যুত হওয়া উচিত নয় । You should not go back on your promise. ইউ শুড নট গো ব্যাক অন ইয়োর প্রমিজ।
সে অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ ব্যবহার করেছিল । He behaved very rudely. হী বিহেভড্ ভেরী রুডলি।
জুতো খুবই আট হয়েছে। This pair of shoes is too tight. দিস পেয়ার অফ সুজ ইজ টু টাইট ।
এই রাস্তাটা কোনদিকে যায়? Where does this road lead to? হ্যোয়ার ডাজ দিজ রোড লীড টু?
এই রাস্তাটা রোহতক যায় । This road Leads to Rohtak. দিজ রোড লীডস টু রোহতক।
আমার সাইকেলটা একটু ধর তো । Just hold my cycle. জাস্ট হোল্ড মাই সাইকেল।
আমায় রাত জাগতে হয় । I have to keep awake at night. আই হ্যাভ টু কীপ এ্যাওয়েক এ্যাট নাইট।
সব সময় বা দিকে চলবে | Always keep to the left. অলওয়েজ কীপ টু দি লেফট|
সব সময় ফুটপাত দিয়ে চলবে। Always walk on the footpath. অলওয়েজ ওয়াক অন দি ফুটপাথ।
পকেটমার হ’তে সাবধান ! Beware of pickpockets. বিওয়ের অফ পিকপকেটস |
নাটক দেখতে আমার ভাল লাগে না । I am not found of going to the theatre. আই এম নট ফন্ড অফ গোয়িং টু দি থিয়েটার | অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আমি বাড়ি বদলেছি । I Have changed my house. আই হ্যাভ চেনজড মাই হাউস৷
Remind me of it at the proper time. রিমাইন্ড মী অফ ইট এ্যাট দি প্রপার টাইম।
আমার সাথে সাথে চলো। Keep pace with me. কীপ পেস উইথ মী|
শিশুটিকে ঘুম পাড়িয়ে দাও। Put the child to bed. পুট দি চাইল্ড টু বেড।
আমাকে কাল এই ব্যাপারটা মনে করিয়ে দিও। Remind me about it tomorrow. রিমাইন্ড মী এ্যাবাউট ইট টুমরো।
সব ব্যবস্থা করে রেখো । Keep everything ready. কীপ এভরিথিং রেডী।
সাবধানে চলো । Walk cautiously. ওয়াক কশাসলি।
চতুর্থ অভিযানে আমরা নিমন্ত্রণ, অভিবাদন, স্বীকৃতি, অস্বীকৃতি, আজ্ঞা, অনুমতি, কলহ, অসন্তুষ্টি, ক্ষমা প্রার্থনা ইত্যাদি প্রসঙ্গে ব্যবহৃত ইংরেজি অভিব্যক্তির সাথে পরিচিত হয়েছি। পঞ্চম অভিযানে আমরা শিখব সেই সমস্ত বাক্য যার প্রয়োজন হয় স্বাস্থ্য, আবহাওয়া, চরিত্র, বেশ ভূষা, অধ্যয়ন ও খেলাধুলা আলোচনা প্রসঙ্গে। আমরা আরও শিখব বাড়িতে বা বাড়ির বাইরে কারও সাথে দেখা হলে বা দোকানে জিনিসপত্র কিনবার সময় যে যে কথা বলা হয়। এ অভিযান একদিকে যেমন ইংরেজীতে কথা বলার ক্ষমতা বাড়াবে তেমনি প্রত্যেক পাঠের শেষে দেয়া টিপ্পনীর সাহায্যে আপনি ক্রমশঃই নতুন নতুন শব্দ শিখবেন ও আৱবিশ্বাসের সাথে তাদের ব্যবহার করতেও আরম্ভ করবেন। তবে এবার নতুন বিষয়ের বাক্যের শৃক্মখলা একধার থেকে শিখতে আরম্ভ করা যাক । অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
ঘরে AT HOME (এ্যাট হোম)
দেখ, এখানে একটা বিছানা করে দাও তো। Look, make a bed over here. লুক, মেক এ বেড় ওভার হিয়ার
দুধ ফেটে গেছে। The milk has turned sour. দি মিল্ক হ্যাজ টারড সাওয়ার।
গরুটা বেঁধে আসি । Let me tether the cow. লেট মী টেদার দি কাউ।
ঘরটা পরিষ্কার করতে হবে। The room requires dusting. দি রুম রিকোয়ার্স ডাস্টিজ।
কয়লা জ্বলে ছাই হয়ে গেল । The coal was burnt to ashes. দি কোল ওয়্যাজ্ বার্নাট টু এ্যাশেস্।
আপনার সন্তান কতগুলো? How many children have you? হাউ মেনি চিলড্রেন হ্যাভ ইউ?
আমাদের বাড়িতে রোজ আলু রান্না হয় । Potato is a standing dish on our menue. পোটেটো ইজ স্ট্যান্ডিং ডিস অন্ আওয়ার মেনু (বা মীনু)
আজ নতুন কি রান্না হয়েছে? What is the new dish today? হোয়াট ইজ দি নিউ ডিশ টুডে?
ধোপা কবে শেষ কাপড় নিয়ে গিয়েছিল? When did the washerman take the last wash. হোয়েন ডিড় দি ওয়াশারম্যান টেক দি লাস্ট ওয়াশ?
এই কোটটাকে আবার ইস্ত্রী করে নিয়ে এসো। Get this coat ironed again. গেট দিস আয়রনড এগেন।
আমরা এখানে একটু জিরিয়ে নিই? May we rest here for a while ? মে উই রেস্ট্ হিয়ার ফর এ হোয়াইল।
নিজের কাজ করো। Go about you business. গো এ্যাবাউট ইয়োর বিজনেস।
ওঁকে গাড়িতে বসিয়ে এসো। Please see him into the train. প্লীজ সী হিম ইনটু দি ট্রেন।
সত্য বলবে, মিথ্যাভাষণ করবে না। Speak the truth and tell no lies. স্পীক দি ট্রুথ এ্যান্ড টেল নো লাইস
এই কোটটা পরে দেখো । Try this coat on. ট্রাই দিস কোট অন।
মন দিয়ে কাজ করো । Work whole- heartedly. ওয়ার্ক হোল হার্টেডলি।
মদ্যপান করিও না । Abstain from drinking. এ্যাবসটেন ফ্রম ড্রিঙ্কিং।
আমাকে এক গ্লাস টাটকা পানি এনে দাও । Fetch me a glass of fresh water. ফেচ্ মী এ গ্লাস অফ ফ্রেস ওয়াটার।
নম্রভাবে কথা বল । Talk polittely. টক পোলাইটাল।
আমি আলোটা নিবিয়ে দিই? Can I switch off the light? ক্যান আই সুইচ্ অফ্ দ্য লাইট?
আমি কি আপনার ঘরে আসতে পারি ? May / can I enter your room? মে/ক্যান আই এন্টার ইয়োর রূম?
আমি ভেতরে আসতে পারি? May I come in please? মে আই কাম ইন প্লিজ?
আমি আমার বইগুলো তোমার কাছে রেখে দিই? Can leave my books with you? ক্যান্ আই লিভ মাই বুস্ উইথ ইউ?
আমরা তোমার ঘরে সিগারেট খেতে পারি? Can we smoke in your room? ক্যান উই স্মোক ইন ইয়োর রূম।
নিশ্চয়ই, স্বচ্ছন্দে। Of course, with great pleasure. অফ্ কোর্স, উইথ্ গ্রেট প্লেজার।
আপনি কি আপনার গাড়িতে আমাকে নেবেন? Will you please give me a lift/take me in you car. উইল ইউ প্লিজ গিভ মি এ লিফ্ট/টেক মি ইন্ ইয়োর কার? অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
কিছুক্ষণের জন্য আপনার সাইকেলটা নিতে পারি? May I borrow your bike for a while. মে আই বরো ইয়োর বাইক ফর এ হোয়াইল?
আমি আপনাকে বিরক্ত করতে পারি? Can I disturb you? ক্যান আই ডিস্টার্ব ইউ?
আমি এই ঘরটায় থাকতে পারি? Can I stay in this room? ক্যান্ আই স্টে ইন দিস্ রুম।
best spoken english book in bangladesh
ফেরৎ ডাকে উত্তর দিও। Reply by return of post. রিপ্লাই বাই রিটার্ণ অফ্ পোস্ট।
হিসাব মিলিয়ে নাও ৷ Check tha accounts. চেক দি এ্যাকাউন্টস।
গরম চা আস্তে খাও । Sip hot tea slowly. সিপ ইট টী স্লোলি।
বেবী স্ট্যান্ট থেকে একটা বেবী ভাড়া করো । Hire a baby-taxi from the baby-taxi stand. হায়ার এ বেবী-ট্যাক্সি ফ্রম দি বেবী-ট্যাক্সি স্ট্যান্ড ৷
এখানে গাড়ি রাখা বারণ । Parking is prohibited here. পার্কিং ইজ প্রহিবিটেড হেয়ার।
দুটো কমলালেবুর রস করো । Squeeze two oranges. স্কুইজ টু অরেঞ্জস।
বাঁদিক দিয়ে চলো । Keep to the left. কীপ টু দি লেফট।
আমাকে সকালে তাড়াতাড়ি উঠিয়ে দিও। Wake me up early in the morning. ওয়েক মী আপ আর্লি ইন দি মরনিং।
তোমার চাল-চলন শোধরাও। Mend your ways. মেন্ড ইয়োর ওয়েজ।
পর্দা উঠিয়ে দাও। Draw the curtain. ড্র দি কারটেন।
তাকে শহরটা দেখিয়ে দাও। Show him round the city. শো হিম্ রাউন্ড দি সিটি ।
অতিথিকে ভেতরে নিয়ে এসো । Show the guest in. শো দি গেস্ট ইন।
ঠিক সময়ে আমাকে এই কথা মনে করিয়ে দিও।
তিনি দশটার একটু আগে পৌঁছে যান । He reaches there a little beofre ten. হি রিচ্ হিজ্ অপিস- এ লিট্ল বিফোর টেন্?
তিনি কটার সময় অফিস ছাড়েন? And what time does he leave his office? এ্যাণ্ড হোয়াট টাইম ডাজ্ হি লিভ হিজ অফিস?
আরম্ভ করি? Do/ Should we begin? ডু/শুড্ উই বিগিন?
আমি যাব? May I go/ leve? মে আই গো/ লিভ্?
আমিও যাব? May I join you? May I also come along? মে আই জয়েন ইউ!/ মে আই অলসো কাম এ্যালং? অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আচ্ছা, আমি চলি । Well, allow me to go. ওয়েল, অ্যালাও মি টু গো।
আমাকে যেতে দাও । Let me go. লেট মি গো ।
আপনি এবার যেতে পারেন। You may go leave now. ইউ মে গো/লিভ নাও।
এবার আমায় যাবার আজ্ঞা দিন। Now, please permit me to go. নাও, প্লিজ পারমিট মি টু গো।
আমি আপনার টেলিফোনটা ব্যবহার করতে পারি? Can I use your phone? ক্যান আই ইউজ ইয়োর ফোন?
আপনার ঘড়িতে কটা বাজে? What is the time by your watch? হোয়াট জি দি টাইম ‘বাই ইয়োর ওয়াচ?
অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
সাড়ে সাতটা । It is half past seven. ইট ইজ হাফ পাস্ট সেভেন।
তুমি ক’টার সময় ওঠো? When do you get up? হোয়েন ডু ইউ গেট আপ?
আমি রোজ সকাল সাড়ে ছটার সময় উঠি । I get up every morning at half past six. আই গেট আপ এভরি মরনিং এ্যাট হাঠ পাস্ট সিক্স।
তোমার বোন ক’টার সময় ভোরের নাস্তা খায়? When does your sister have her breakfast? হোয়েন ডাজ ইয়োর সিসটার হ্যাভ হার ব্রেকফাস্ট? অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
সে আটটা নাগাদ ভোরের নাস্তা খায় । She has her breakfast at about 8 O’clock. শী হ্যাজ হার ব্রেকফাস্ট এ্যাট এ্যাবাউট এইট ওক্লক।
শিক্ষিকা কখন স্কুলে আসেন? When does the teacher come to the school? হোয়েন ডাজ দি টিচার কাম টু দি স্কুল?
তিনি ন’টার একটু আগেই এসে যান। She comes to the school a little before nine. কামস টু দি স্কুল এ লিটল বিফোর নাইন।
তার স্কুলের ছুটি কখন হয়? When do the classes end in her school? হোয়েন ডু দি ক্লাসেস এনড ইন হার স্কুল?
সোয়া তিনটার সময় পড়া শেষ হয় । The classes end at quarter past three. দি ক্লাসেস এন্ড এ্যাট কোয়ার্টার পাস্ট থ্রী।
আপনি রাত্রের খাবার কখন খান? When do you have you dinner? হোয়েন ডু ইউ হ্যাভ ইয়োর ডিনার ।
আমরা সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাত্রি ভোজন করি। We have our dinner at half past seven. উই হ্যাব আওয়ার ডিনার এ্যাট হাফ পাস্ট সেভেন। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
আমি পৌনে চারটার সময় বাড়ি পৌছাই । I reach home at quarter to four. আই রীচ হোম এ্যাট কোয়ার্টার টু ফোর।
এখন তিনটে বেজে দশ মিনিট। It’s ten past three now. ইটস টেন পাসট থী নাও।
আমার চারটে বাজতে কুড়ি মিনিটে যেতে হবে। I have to go at twenty to four. আই হ্যাভ টু গো এ্যাট টোয়েনটি টু ফোর।
শিশুরা সকালে আটটা নাগাদ বাড়ি থেকে যায় । The children have home every morning around eight. দি চিলড্রেন লীভ হোম এভরি মরনিং এ্যারাউন্ড এইট।
আপনি কি আপনার গাড়িতে আমাকে নেবেন? Will you please give me a hift in your car. উইল ইউ প্লীজ গিভ মী এ লিফট ইন ইয়োর কার?
বেয়ারা, চামচ পরিষ্কার নয় । Watter, the spoon is not clean. ওয়েটার, দি স্পুন ইন নট ক্লীন।
আমাকে একটু নুন দেবেন? Help me with the salt, please? হেলপ মী উইথ দি সল্ট, প্লীজ ।
আমাকে একটু তাজা মাখন দাও । Give me some fresh butter. গিভ মী সাম ফ্রেশ বাটার।
আর একটু দিন। Bring some more. ব্রিঙ্গ সাম মোর।
নিজেই নিয়ে নিন। Help yourself please. হেলপ ইয়োরসেলফ প্লীজ।
দয়া করে প্লেটগুলো বদলে নিন। Change the plates, please. চেজ দি প্লেটস, প্লীজ।
আপনি কি নিরামিষাসী? Are you a vegetarian? আর ইউ এ ভেজিটেরিয়ান?
না, আমি মাংসাহারী। No, I am a non-vegetarian. নো, আই এ্যাম এ নন- ভেজিটেরিয়ান।
আজ রাত্রে আমি বাইরেই খাব । I will dine out today. আই উইল ডিন আউট টুডে।
আপনি কি দুধ খাবেন ? Will you have milk? উইল উউ হ্যাভ মিল্ক?
আমি এক্ষুণি খেতে বসলাম । I have just sat down to my meals. আই, হ্যাভ জাস্ট স্যাট ডাউন টু মাই মীলস ।
আমি ভাত খেতে অব্যস্ত নই। I am not used to rice. আই এ্যাম নট ইউজড টু রাইস।
আপনি কি রুটি মাখন খাবেন? Would you have some bread and butter? উড ইউ হ্যাভ সাম ব্রেড এ্যান্ড বাটার?
দুটো রুটি খেয়ে তো আমার ক্ষিদে মিটালো না । Two breads have not been enough for me. টু ব্রেড হ্যাভ নট বীন এনাফ ফর মী।
আলু-মটর এর তরকারী আমার প্রিয় খাদ্য। Pea-n-potato is my favourite dish. পী-এন- পেটেটো ইজ মাই ফেভারিট ডিশ।
খাবার সময় হয়ে গেছে, তৈরি হয়ে নাও । It is dinner time, get ready. ইট ইজ ডিনার টাইম, গেট, রেডী।
তরকারীতে নুন কম । Salt is lesser is dish. সল্ট ইন লেসার ইন ডিশ।
খালি পেটে পানি পান করো না । Do not take water on an empty stomach. ডু নট টেক ওয়াটার অন এ্যান এম্পটি স্টম্যাক।
আজ কী রান্না হয়েছে? What dishes are cooked today? হোয়াট ডিসেস আর ফুড টুডে ?
তোমার মায়ের কাছ থেকে সামান্য নুন নিয়ে এসো। Bring a pinch of salt from you mother. ব্রিঙ্গ এ পিনচ অফ সল্ট ফ্রম ইয়োর মাদার।
তার ওপর সম্পূর্ণ আস্থা আছে। I have full faith in him. আই হ্যাভ ফুট ফেথ ইন হিম।
একটু দাঁড়াবেন? Please wait ? প্লীজ ওয়েট?
আমার ক্ষিদে পেয়েছে । I feel hungry. আই ফিল হাঙ্গরী।
কি খাবেন? What will you like to eat? হোয়াট উইল ইট লাইক টু ইট?
আপনার কাছে কত প্রকারের আচার আছে? What piekles do you have? হোয়াট পিকলস্ ডু ইউ হ্যাভ?
আপনি ভোরে নাস্তা খেয়েছেন? Have you had your breakfast? হ্যাভ ইউ হ্যাড ইয়োর ব্রোকফাস্ট?
এখনই খাইনি, সুমি। Not yet, Shumi. নই ইয়েট, সুমী।
ভোরের নাস্তা তৈরি করো। Get the breakfast ready. গেট দি ব্রেকফাস্ট রেডী।
আসুন, ভোরের নাস্তা খাওয়া যাক। Let us have the breakfast. লেট আস হ্যাভ দি ব্রেকফাস্ট।
চেখে দেখ । Just taste it . জাস্ট টেস্ট ইট।
সকলের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাই । I congratlate you on behalf of all. আই কনগ্র্যাচুলেট ইউ অন বিহাফ অফ্ অল। অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স
তোমার কাজে সাফল্য কামনা করি।/ [তুমি] সফল হও। Wish you all the best. উইশ ইউ অল দ্যা বেস্ট।
আমি আসতে পারব না । I shall not be able to come. আই শ্যাল নট বী এবল টু কাম।
আপনি যা চান তা আমি করতে পারব না। I shall not be able to do as yo desire. আই শ্যাল নট বী এবল টু ডু এ্যাজ ইউ ডিজায়ার।
আমি আসতে চাই না । I do not want to come. আই ডু নট ওয়ান্ট টু কাম।
অসম্মতি জানাবার জন্য আমি দুঃখিত। I am sorry to refuse. আই এ্যাম সরী টু রিফিউজ।
তারা এই ব্যাপারে সম্মত হবে না । They will not agree to this. দে উইল নট এগ্রী টু দিস্।
এটা সম্ভব নয় । It is not possible. ইট ইজ নট পসিবল।
আমি দুঃখিত যে আমার পক্ষে এই প্রস্তাবে সম্মত হওয়া সম্ভব নয় । I regret I can’t accept this proposal. আই রিগ্রেট আই কান্ট এ কসেপ্ট দিস্ প্রোপোজাল।
না আমাকে একটা পার্টিতে যেতে হবে। No, I have to go to a party. নো, আই হ্যাভ টু গো টু এ পার্টি।
আপনার কাছে মিষ্টান্ন কি কি আছে? What sweet dishes do you have? হোয়াট সুইট ডিসেস ইউ হ্যাভ?
মুনা কি ভাত খেয়েছে? Has Muna had her meals? হ্যাজ মুনা হ্যাড হার মীলস?
তাড়াতাড়ি, ভাত বাড়া হয়ে গেছে । Come soon, food has been served. কাম সুন, ফুড হ্যাজ বীন সার্ভড।
অতিথি : আমি দুঃখিত। একদম সময় পাইনি। হঠাৎ আমার ঠিক হয়ে গেল। Guest: I’m sorry there was no time for a letter. The visit was decided upon a little too suddenly. আই’ম সরি দেয়ার ওয়াজ নো টাইম ফর এ লেটার । দি ভিজিট ওয়াজ ডিসাইডেড আপন এ লিটল টু সাডেনলি|
অতিথি সেবক : ভাবী কোথায়? তাঁকে সংগে কেন আনেন নি? Host : And where is Sister-in-law? Why did not you bring her along? এ্যান্ড হোয়ার ইজ সিসটার-ইন-ল? হোয়াই ডিড নট ইউ ব্রিং হার এ্যালং?
অতিথি : সে আসবে ভেবেছিল, কিন্তু শেষ মুহূর্তে মত বদলাল। আগামী বারে নিশ্চয়ই আসবে। Guest: She did think of coming. But changed her mind at the last moment. She will certainly come next time. সি ডিড থিংক অফ কামিং, বাট চেঞ্জড হার মাইন্ড এ্যাট দি লাস্ট মোমেন্ট। সি উইল সারটেনলি কাম নেক্সট টাইম।
অতিথি সেবক : বসুন, কি খাবেন, চা না কফি? Host : Well, please take a seat, would you like to have tea or coffee? ওয়েল, প্লিজ টেক এ সিট, উড ইউ লাইক টু হ্যাভ টি অর কফি?
অতিথি : চা হলেই চলবে। Guest : Tea will do. টি উইল ডু।
অতিথি সেবক : পথে কোন অসুবিধা হয়নি তো? গাড়ীতে কি খুব ভীর ছিল? Host : How was he journey ? Was the train crowded? হাউ ওয়াজ দি জারনি? ওয়াজ দি ট্রেন ক্রাউডেড?
অতিথি : হ্যাঁ, ভীড় ছিল, তবে আমার আসন সংরক্ষিত ছিল, সেইজন্য বেশ আরামেই এসেছি। Guest : Yes, it was. But I had reserved my seat. So I travelled Quite comfortable. ইয়েস, ইট ওয়াজ। বাট মাই হ্যাড রিজার্ভড মাই সিট, সো আই ট্রাভেলড কোয়াইট কমফোরটেবল।
Crowded = crow + ed অর্থাৎ crowed ক্রিয়ার Past Participle, কিন্তু এখানে বিশেষণরূপে প্রয়োগ করা হয়েছে— Was the train crowded? ক্রিয়ার অর্থ এইভাবে প্রয়োগ হবে— People crowd the main bazars of Delhi in the evening (লোকেরা বিকালবেলা দিল্লীর প্রধান বাজারগুলোতে ভীর করে) এইভাবে reserved, tired ইত্যাদি শব্দের প্রয়োগ করুন।
অতিথি সেবক : খুব ভাল। Host : That’s nice. দ্যাটস নাইস।
অতিথি সেবক : আপনি প্রাতঃরাশ কি পছন্দ করেন? Host: What would you like to have for breakfast? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর ব্রেকফাস্ট?
অতিথি : এক পিস সেঁকা রুটিই যথেষ্ট। তার সঙ্গে চা, সাধারণতঃ দু’কাপ খাই৷ Guest: Just a piece of toast would be enough. And of course tea, usually I take two cups. জাস্ট এ পিস অফ টোস্ট উড বি এনাফ। এ্যান্ড অফ কোর্স টি ইজ্যুয়েলি আই টেক টু কাপস।
অতিথি সেবক : সুন্দর! নিজের ঘর বলে মনে করুন। এখানে লৌকিকতার বালহি নেই। Host : Fine, Please feel at home. There’s no need to be formal. ফাইন, প্লিজ ফিল এ্যাট হোম। দেয়ার’স নো নীড টু বি ফরম্যাল।
অতিথি : আমি বাড়ির মতই আছি। আমি কি আপনাকে বলিনি যে এক ক্যাপের জায়গায় দু’কাপ চা খাই? Guest : I am quite at home. Didn’t I tell you my self that I take two cups of tea instead of one? আই এ্যাম কোয়াইট এ্যাট হোম। ডিডন’ট আই টেল ইউ মাইসেলফ দ্যাট আই টেক টু কাপস অপ টি ইনসটিড অফ ওয়ান।
অতিথি সেবক : আচ্ছা, আপনার এখন কি কাজ আছে? Hoat : Right, what is your programme now? রাইট,হোয়াট ইজ ইউর প্রোগ্রাম নাউ।
অতিথী : অফিস খোলার পর আমি ব্যবসায়িক যোগাযোগ করব। দুপুরে খাওয়ার পর আরও কিছু লোকের সংগে দেখা করতে হবে। Guest: Ater office business calls. Then ater lunch have to meet some more people. আফটার অফিস বিজনেস কলস। দেন আফটার লাঞ্চ আই হ্যাভ টু মিট সাম মোর পিপলস।
অতিথি সেবক : বেশ, দুপুরের খাবার একটা নাগাদ তৈরি হবে। Host : Good, Lunch will be ready around one. গুড,লাঞ্চ উইল বি রেডি এরাউন্ড ওয়ান।
Read More: অনলাইনে ফ্রি ইংরেজি কোর্স