ইংরেজি শেখার সেরা বই সহজে ইংরেজি ভাষা শিখুন প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষা শিক্ষা
ইংরেজি ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল বাসা তাই আমাদের সবার প্রয়োজন ইংরেজি ভাষা শিক্ষা ইংরেজি ভাষা শেখার সেরা বই থেকে ইংরেজি ভাষা শিক্ষার দিয়ে আমাদের এই পোস্ট তৈরি করা হয়েছে তাই আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন বিশেষ করে আমাদের বাংলাদেশী প্রবাসী ভাইদের জন্য এই ইংরেজি শেখার সেরা বই টি
Table of Contents
ইংরেজি শেখার সেরা বই Online Learning
ইংরেজি শেখার সেরা বই ঘরে বসে spoken english course
- কেউ কি এত অপমান সহ্য করতে পারে?Can anybody bear such an insult? (ক্যান এনিবডি বেয়ার সাচ্ এ্যান ইনসাল্ট?)
কেউই এত অপমান সহ্য করতে পারে না ।Nobody can bear such an insult.(নোবডি ক্যান বেয়ার সাচ্ এ্যান ইনসাল্ট।)
- অর্থের চেয়ে স্বাস্থ্য কি অধিক শূন্যবান নয়?Is not health precious than wealth?(ইজ নট হেলথ মোর প্রেশাস দ্যান ওয়েলথ?)
স্বাস্থ্য অর্থের চেয়ে বেশি মূল্যবান ।Health is more precious than wealth. ..(হেলথ ইজ মোর প্রেশান দ্যান ওয়েলথ।)
- তারা কি – পার্টিতে আনন্দ উপভোগ করে নি?Did they not enjoy at the party?(ডিড দে নট এনজয় এ্যাট দি পার্টি?)
তারা পার্টিতে আনন্দ উপভোগ করেছিল।They enjoyed at the party.(দে এনজয়েড এট দি পার্টি।)
- আমরা কি ভাল দিনগুলো কখনই ভুলতে পারবো না?Shall we ever for get these good days? (শ্যাল উই এভার ফরগেট দীজ গুড ডেজ?)
আমরা এই ভাল দিনগুলো কখনই ভুলব না ।We shall never forget these good days.(উই শ্যাল নেভার ফরগেট দীজ গুড ডেজ।)
বিস্ময়বাচক (Excplamatory)
ইতিবাচক (Affirmative)
- কি সুন্দর দৃশ্য ছিল ওটি?What a beautiful scene it was! (হোয়াট এ বিউটিফুল সীন ইট ওয়াজ!)
দৃশ্যটি অত্যন্ত সুন্দর ছিল।It was a very beautiful scene:(ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সীন।)
- আমি যদি মন্ত্রি হতাম!If I were a minister(ইফ আই ওয়্যার এ মিনিস্টার!)
ইচ্ছে হয় আমি মন্ত্রি হই ।I wish I were a minister.(আই উইশ আই ওয়্যার এ মিনিস্টার।)
- কি ভীষণ ঠাণ্ডা এই রাত্রি! What a cold night it is! (হোয়াট এ কোল্ড নাইট ইট ইজ!)
রাত্রে ভীষণ ঠাণ্ডা।It is a bitterly cold night. (ইট ইজ এ বিটারলি কোল্ড নাইট।)
- আমরা কত কঠিন জীবন যাপন করি!What a hard life we live!(হোয়াট এ হার্ড লাইফ উই লিভ!)
আমরা অত্যন্ত কঠিন জীবন যাপন করিWe live a very hard life.(উই লিভ এ ভেরি হার্ড লাইফ।)
বিধার্থক ( Imperative)
প্রশ্নবাচক (Interrogative)
- অনুগ্রহ করে দরজা খুলুন। Please open the door. (প্লীজ ওপেন দি ডোর।)
অনুগ্রহ করে কি দরজা খুলবেন? Will you please open the door? (উইল ইউ প্লীজ ওপেন দি ডোর?)
- দয়া করে এক কাপ দুধ খান । Please take a cup of milk.(প্লীজ টেক এ কাপ অফ মিল্ক।)
আপনি কি দয়া করে এক কাপ দুধ খাবেন? Will you please have a cup of milk?(উইল ইউ প্লীজ হ্যাভ এ কাপ অফ মিল্ক?)
- চুপ করে থাক।Keep quiet.(কীপ কোয়ায়েট।)
তুমি কি চুপ করবে?Will you keep quiet? (উইল ইউ কীপ কোয়ায়েট?)
- আপনি খুবই দয়ালু ৷You are very kind. (ইউ আর ভেরি কাইন্ড।)
- না না, এতো আমার সৌভাগ্য ।Not at all—my pleasure. (নট এ্যাট অল-মাই প্লেজার।)
- এতে দয়ার কি আছে, এতো বরং আমার আনন্দ।This is no matter of kindness. It would rather please me.(দিস ইজ নো ম্যাটার অফ্ কাইন্ডনেস ইট উড রাদার প্লীজ মী।)
ইংরেজি শেখার সেরা বই অভিনন্দন ও শুভকামনা
- নববষের শুভকামনা গ্রহণ করবেন। We wish you a happy new year. (উই উইশ ইউ এ হ্যাপী নিউ ইয়ার।)
- আপনার জন্মদিনে অভিনন্দন জানাই।Happy felicitations on your birthday.(হ্যাপী ফেলিসিটেসনস্ অন ইয়োর বার্থডে।)
- এদিন বার বার আসুন ।Many happy returns of the day. (মেনী হ্যাপী রিটার্নস অফ দি ডে।)
- আপনার সাফল্যে অভিনন্দন গ্রহণ করুন।Congratulations on your success,(কনগ্র্যাচুলেশন্স অন ইয়োর কাসেস।)
- আপনার বিবাহে অভিনন্দন জানাই ৷Congratulations on your wedding (কনগ্র্যাচুলেশন্স অন ইয়োর ওয়েডিং।)
- আপনার বেতন বৃদ্ধির জন্য অভিনন্দন ।Congratulations on your increment.(কনগ্র্যাচুলেশন্স অন ইয়োর ইনক্রিমেন্ট।)
- আপনার ইহলোক ও পরলোক দুইই সুখী হোক ।May you have the best of both the worlds. (মে ইউ হ্যাভ দি বেস্ট অফ বোগ্ দি ওয়ান্ডস্।)
- আপনি সদা সৌভাগ্যশালী হউন ৷May good fortune always smile upon you.(মে গুড ফরচুন অলওয়েজ স্মাইল আপন ইউ।)
- পরীক্ষায় আপনার সফলতা কামনা করি।May you fare well in your examination.(মে ইউ ফেয়ার ওয়েল ইন ইয়োর এক্জামিনেশন।)
- তোমার জীবনে উন্নতি হোক ।May you flourish.(মে ইউ ফ্লোরিশ্
- সকলের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন করি।I congratulate you on behalf of all.(আই কনগ্র্যাচুলেট ইউ অন বিহাফ অফ অল।)
- তোমার কাজে সাফল্যের কামনা করি ।I wish you success in your work. (আই উইশ ইউ সাকসেস ইন ইয়োর ওয়ার্ক।)
ইংরেজি শেখার সেরা বই নির্দেশ আজ্ঞা
- নিজের কাজ করো।Go about your business.(গো এ্যাবাউট ইয়োর বিজনেস।)
- ওকে গাড়িতে বসিয়ে এসো।Please see him into the train. (প্লীজ সী হিম ইনটু দি ট্রেন।)
- সত্য বলবে, মিথ্যা ভাষণ করবে না।Speak the truth and tell no lies.(স্পীক দি ট্রুথ অ্যান্ড টেল নো লায়েজ।)
- এই কোটটা পরে দেখ।Try this coat on.(ট্রাই দিস কোট অন।)
- মন দিয়ে কাজ করো।Work whole heartedly. (ওয়ার্ক হোস্ট হার্টডেপি )
- মদ্যপান করিও না।Abstain from drinking. (এ্যাবসটেন ফ্রম ড্রিংকিং)
- নম্রভাবে কথা বল।Talk politely. (টক পোলাইটলি।)
৪. ফেরত ডাকে উত্তর দিও।Reply by return of post. (রিপ্লাই বাই রিটার্ন অফ পোস্ট।)
- হিসাব মিলিয়ে নাও।Check the accounts.(চেক দি এ্যাকাউন্টস )
- গরম চা আস্তে খাও।Sip hot tea slowly. (সিপ হট টা স্লোলি।)
- এখানে গাড়ি রাখা বারণ।Parking is prohibited here. (পার্কিং ইজ প্রহিবিটেড হিয়ার।)
- দুটো কমলালেবুর রস করো। Squeeze two orange. (স্কুইজ টু অরেঞ্জন।)
- বাঁ দিক দিয়ে চলো।Keep to the left. (কাপ টু দি লেফট।)
- আমাকে সকালে তাড়াতাড়ি উঠিয়ে দিও। Wake me up early in morning.(ওয়েক মী আপ আর্লি ইন দি মরনিং।)
- তোমার চালচলন শোধরাও।Mend your ways.(মেন্ড ইয়োর ওয়েজ।)
- পর্দা উড়িয়ে দাও ।Draw the curtain.(ড্র দি কারটেন।)
- তাকে শহরটা দেখিয়ে দাও।Show him round the city.(শো হিম রাউন্ড দি সিটি।)
- সকলের সাথে নম্রভাবে কথা বল।Speak gently to all.(স্পীক জেন্টলি টু অল ।)
- ঠিক সময়ে আমাকে এই কথা মনে করিয়ে দিও। Remind me of it at the proper time.(রিমান্ড মী অফ ইট এ্যাট দি প্রপার টাইম।)
- আমার সাথে সাথে চলো।Keep pace with me. (কীপ পেস উইথ মী।)
- শিশুটিকে ঘুম পাড়িয়ে দাও ।Put the child to bed.(পুট দি চাইল্ড টু বেড।)
- আমাকে কাল এই ব্যাপারটা মনে করিয়ে দিও। Remind me about it tomorrow.(রিমাইন্ড মী এ্যাবাউট ইট টুমরো।)
- সব ব্যবস্থা করে রেখো।Keep everything ready. (কীপ এভরিথিং রেডি।)
- সাবধানে চলো।Walk cautiously.(ওয়াক কশাসলি।)
- পরে এসো।Come later. (কাম লেটার।)
- আমাকে পাঁচটার সময় উঠিয়ে দিও।Wake me up at 5 O’clock.(ওয়েক মী আপ্ এ্যাট ফাইভ ও’ক্লক।)
- যাবে যদি তৈরি হয়ে নাও।Get ready if you want to come. (গেট রেডি ইফ ইউ ওয়ান্ট টু কাম।)
spoken english book pdf
- আমি না আশা পর্যন্ত অপেক্ষা করো।Wait till I come.(ওয়েট টিল আই কাম।)
- এ রকমভাবে কথা বলা উচিত নয় ।It’s not proper to talk this way.(ইটস নট প্রপার টু টক দিস ওয়ে।)
- মন দিয়ে কাজ করো ।Do your work diligently. (ডু ইয়োর ওয়ার্ক ডিলিজেটলি।)
- নিজে নিজের কাজ করো।Do your own work.(ডু ইয়োর ওন ওয়ার্ক।)
- তুমি এখন যেতে পারো, আমার একটু কাজ আছে ।You may go now, I have some work to do.(ইউ মে গো নাও, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু।)
- এটা লিখে নাও ।Note this down. (নোট দিস ডাউন।)
- শীগগির ফেরত এসো।Come back soon. (কাম ব্যাক সুন।)
- আবার এলে আমার সাথে দেখা করো। Come and see me again.(কাম অ্যান্ড সী মি এগেন।)
- নিজের চরকায় তেল দাও ।Please mind your own business. (প্লীজ মাইন্ড ইয়োর ওন বিজনেস।)
- একটু ধৈর্য্য ধর।Have a little patience. (হ্যাভ এ লিটল পেটিয়েন্স।)
- বয়োজ্যেষ্ঠদের সম্মান কর।Respect your elders. (রেসপেক্ট ইয়োর ইলডারস ।)
- শিশুটির প্রতি লক্ষ্য রেখো।Look after the baby. (লুক আফটার দি বেবী।)
- তুমি নিজেই যাও । Go your self. (গো ইয়োর সেলফ।)
- তেরি হও। Be ready. (বী রেডি।)
- লাইট নিবিয়ে দাও ।Switch off the light. (সুইচ অফ দি লাইট।)
- পাখাটা চালিয়ে দাও ।Switch on the fan. (সুইচ অন দি ফ্যান।)
- তাকে ডেকে পাঠান Send for him. (সেন্ড ফর হিম।)
- এদের কাজ করতে দাও।Let these people do their work. (লেট দীজ পিপল ডু দেয়ার ওয়ার্ক।)
- হাত ধোও।Wash your hands. (ওয়াস ইয়োর হ্যান্ডস।)
- শীগগির এসো। Come soon. (কাম সুন।)
- গাড়ি থামাও। Stop the car (স্টপ দি কার।)
- ফিরে যাও।Go back. (গো ব্যাক।)
- দেরি করো না ।Don’t delay. (ডোন্ট ডিলে।)
- পেনসিল দিয়ে লিখ না।Do not write with a pencil.(ডু নট রাইট উইথ এ পেনসিল।)
- কলম দিয়ে লিখ ।Write with a pen. (রাইট উইথ এ পেন। )
- অন্যের নকল করো না।Do not ape others. (ডু নট এপ আদারস।)
- একটা ট্যাক্সি ভাড়া করো । Hire a taxi. (হায়ার এ ট্যাক্সি।)
- কোটের বোতাম লাগাও ।Button up the coat. (বটন আপ দি কোট।)
- আগুনটা জ্বালিয়ে রাখ ।Keep the fire on.(কীপ দি ফায়ার অন
- ঘোড়াকে ঘাস দাও ।Feed the horse with grass. (ফিড দি হর্স উইথ গ্রাস।)
- ভবিষ্যতে এরকম আর করো না।Do not do so in future.(ডু নট ডু সো ইন ফিউচার।)
- তুমি নিজেই এই চিঠিটা তাকে দাও ।Post this letter yourself.(পোস্ট দিস লেটার ইয়োরসেলফ।)
- সময়ানুবর্তিতা হও । Be punctual. (বী পাঞ্চুয়াল।)
- কথা এড়িয়ে যেয়ো না ।Do not beat aboutthe bush.(ডু নট বীট এ্যাবাউট দি বুশ।)
- ফুল তুলো না ।Do not pluck the flowers. (ডু নট প্লাক দি ফ্লাওয়ার্স।)
- বদভ্যাস ত্যাগ করো।Give up bad habits. (গিভ আপ ব্যাড হ্যাবিটস।)
- ভাল করে চিবিয়ে খাও।Chew your food well. চিউ ইয়োর ফুড ওয়েল।)
- দাঁত মাজ।Brush your teeth. (ব্রাশ ইয়োর টীথ ।)
- বকবক করো না।Do not be silly.(ডু নট বি সিলী ।)
- সবকিছু যথা স্থানে রাখ ।Put everything in order. (পুট এভরিথিং ইন অর্ডার
- বোকামি করো না ।Don’t chatter. (ডোন্ট চ্যাটার।)
- নিজের জন্য সর্বস্ব অর্পণ করো। Mind your own business.(মাইন্ড ইয়োর ওন বিজিনেস।)
- দেশের জন্য সর্বস্ব অর্পণ করো। Lay down your life in the service of the mother land.(লে ডাউন ইয়োর লাইফ ইন দি সার্ভিস অফ দি মাদারল্যান্ড।)
- কাজে বাধা দিও না ।Do not hold up the work.(ডু নট হোল্ড আপ দি ওয়ার্ক।)
- বদভ্যাসের বিরুদ্ধে সতর্ক থেকো। Be carefull against bad habits. (বী কেয়ারফুল এগেনসট ব্যাড হ্যাবিটস।)
ইংরেজি শেখার সেরা বই উৎসাহিত করা
- নিশ্চিত থাকুন । Rest assured. (রেস্ট এ্যাশিওর্ড।)
- তোমরা কিসের জন্য উদ্বিগ্ন?What are you anxious about? (হোয়াট আর ইউ এ্যাঙ্কশাস্ এ্যাবাউট?)
- ভয়ের কোন কারণ নেই।There is nothing to fear. (দেয়ার ইজ নাথিং টু ফীয়ার।)
- আমার জন্য চিন্তা করো না ৷Don’t worry about me. (ডোনট্ ওয়রি এ্যাবাউট মী।)
- ভয় পেয়ো না।Don’t be afraid. (ডোনট্ বী এ্যাফ্রেড।)
- ইতস্ততঃ করো না।Don’t hesitate.(ডোনট্ হেজিটেট।)
- চিন্তার কোন কারণ নাই।There is no need to worry. (দেয়ার ইজ নো নীড টু ওয়রি।)
৪. আমি এর পরোয়া করি না।I Don’t care for this. (আই ডোনট্ কেয়ার ফর দিস।)
- কোন অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে পার ।You can ask me if there is any difficulty.(ইউ ক্যান আস্ক মী ইফ্ দেয়ার ইজ এ্যানি ডিফিকাল্টি।)
- যা দরকার নাও ।Take what ever you need.(টেক হোয়াট এভার ইউ নীড।)
- তুমি অনর্থক উদ্বিগ্ন হচ্ছ। You are unnecessarily worried.(ইউ আর আননেসেসারিলী ওয়ারীজ্।)
- আমি আপনার জন্য গর্বিত ।I am proud of you.(আই এ্যাম প্রাউড অফ ইউ।)
- তাতে কি হয়েছে?It dosen’t matter.(ইট ডাজন্ট ম্যাটার।)
- ঘাবড়াবে না ।Don’t get nervous. (ডোন্ট গেট নারভাস।)
- চিন্তা করো না ।Don’t worry. (ডোন্ট ওয়রি।)
ইংরেজি শেখার সেরা বই সান্ত্বনা CONSOLATION
- যা তোমার ইচ্ছা। As you like. (এ্যাজ ইউ লাইক।)
- একবারে ঠিক This is quite right. (দিস্ ইজ কোয়াইট্ রাইট।)
- আপনার কথাই ঠিক You are right. (ইউ আর রাইট।)
- আমার কোন আপত্তি নেই ।I have no objection. (আই হ্যাভ নো অবজেক্শন।)
- কিছু এসে যায় না।It does not matter. (ইট্ ডাজ্ নট ম্যাটার।)
- তাই-ই হবে।It will be so. (ইট্ উইল বী সো ।)
- আমি রাজী।I agree. (আই এ্যাগ্রী।)
- আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।I entirely agree with you. (আই এনটায়ালি এ্যাগ্রী উইথ ইউ।)
9 আপনার উপদেশ অনুযায়ীই আমি চলব।I shall act according to your advice. (আই শ্যাল এ্যাক্ট এ্যাকডিং টু ইয়োর এ্যাডভাইস।)
- আপনার নিমন্ত্রণ স্বীকার করলাম।I accept your invitation. (আই এ্যাকসেপট ইয়োর ইনভিটেশন।)
- আমি অনুমতি দিলাম ।I consent to this. (আই কনসেনট টু দিস।)
- পিতার আজ্ঞা পালন কর। Do your fathers bidding. (ডু ইয়োর ফাদারস্ বিডিং।)
13.মনে হয় তুমি আমার সাথে সহমত নও।You do not seem to agree with me. (ইউ ডু নট সীম টু এ্যাগ্রী উইথ মী।)
শর্ট টেকনিক ইংরেজি শেখার সেরা বই pdf
- আপনারও কি এই অভিমত? Do you also hold this view? (ডু ইউ অলসো হোল্ড দিস ভিউ?)
ইংরেজি শেখার সেরা বই দুঃখ SADNESS
- ক্ষমা করবেন/ মার্জনা করবেন/ মাফ চাইছি।Excuse me/Forgive me. (একসকিউজ মী/ ফরগিভ মী)
- দুঃখিত, আমার জন্য আপনার কষ্ট হল ।I’m very sorry, you have had to suffer on my account. (আই এম ভেরি সরী, ইউ হ্যাভ হ্যাড টু সাফার অন মাই এ্যাকাউন্ট।)
- শুনে আমার অত্যন্ত দুঃখ হল ।I’m very sorry to hear this. (আই এম ভেরি সরি টু হিয়ার দিস।)
- আমার সহানুভূতি গ্রহণ করুন।You have all my sympathy. ইউ হ্যাভ অল মাই সিম্প্যাথি.
বিবাদ QUARREL (কোয়ারেল)
- কেন মাথা খারাপ করছেন?Why are you losing your temper? (হোয়াই আর ইউ লুজিং ইয়োর টেমপার?)
- সাবধান এ কথা আর মুখ থেকে উচ্চারণ করো না।Be ware, do not utter it again. (বি ওয়্যার, ডু নট আটার এগেন
- তুমি অত্যন্ত রগচটা ।You are very shorttempered. (ইউ আর ভেরি শর্ট টেম্পারড।)
- যাই হোক না কেন ।Come what may. (কাম হোয়াট মে।)
- আমি তোমার কি ক্ষতি করেছি? What harm have I done to you? (হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ?)
- তোমার স্বভাব বদলাতে হবে।You have to mend your ways. (ইউ হ্যাভ টু মেন্ড ইয়োর ওয়েজ।)
- কেন মিথ্যে তার সাথে ঝগড়া করছ? Why do you pick a quarrel with him for nothing? (হোয়াই ডু ইউ পিক এ কোয়ারেল উইথ হিম ফর নাথিং।)
- উত্তেজিত হয়ো না । Don’t be excited.(ডোন্ট বী একসাইটেড।)
- যা করেই হোক ব্যাপারটা নিষ্পত্তি করে ফেলো ।Settle the matter now some how or the other. (সেটল দি ম্যাটার নাও সামহাউ অর দি আদার।)
- আমার সামনে থেকে দূর হও।Get out of my sight! (গেট আউট অফ মাই সাইট।)
- কথা বাড়িও না।Don’t stretch matters. (ডোনট স্টেচ ম্যাটার্স।)
ইংরেজি ভাষা বাংলা উচ্চারণ
- এঁকে মধ্যস্থতা করতে দিন।Let him arbitrate between the two parties. (লেট হিম আরবিট্রেট বিটউইন দি টু পার্টিজ।)
- কলহর নিষ্পত্তি হয়ে গেছে ।The quarrel is setteled.(দি কোয়ারেল ইজ সেটলড।)
- এখন দুজনে মিটমাট করে ফেলো।Now make up with each other.(নাউ মেক আপ উইথ ঈচ আদার।)
ইংরেজি শেখার সেরা বই ক্ষমা প্রার্থনা
- আপনি রেগে গেলেন?Are you angry? (আর ইউ এ্যাংরি?)
- আমি তো কেবল পরিহাস করছিলাম । I was just joking. (আই ওয়াজ জাস্ট জোকিং।)
- মাফ করবেন, আমি সময়মত আসতে পারি নি।Please excuse me I could not come intime. (প্লীজ একসকিউজ মী, আই কুড নট কাম ইন টাইম।)
- শুনে আমি দুঃখিত হলাম ৷I was paind to hear this. (আই ওয়াজ পেন্ড টু হিয়ার দিস।)
- কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।Excuse me if there has been mistake. (একসকিউজ মী ইফ দেয়ার হ্যাজ বীন এনি মিসটেক।)
- ক্ষমা করবেন ।I bag your pardon. (আই বেগ ইয়োর পারডন।)
- আমার ভুল উচ্চারণের জন্য ক্ষমা চাইছি। Please excuse my incorrect pronunciation. (প্লিজ একসকিউজ মাই ইনকারেকট প্রোনানসিয়েশন।)
- আপনাকে বাধা দেবার জন্য মাফ চাইছি।Forgive me for not interrrupting you, sir! (ফরগিভ মী ফর নট ইনটারাপ্টিং ইউ, স্যার।)
- মাফ করবেন, আপনাকে টেলিফোন করতে পারি নি।Forgive me for not giving you a ring. (ফরগিভ মী ফর নট গিভিং ইউ এ রিং।)
- আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন।Make my apologies. (মেক মাই এ্যাপলজিজ।)
- ঠিক আছে।That’s all right. (দ্যাটস অল রাইট।)
ক্রোধ ANGER (এ্যাংগার)
- দূর হও ।You should be ashamed of yourself. Get lost. (ইউ শুভ বী এ্যাসেমড অফ ইয়োরসেলফ। গেট লস্ট)
- তোমার লজ্জা পাওয়া উচিত You should be ashamed of yourself. (ইউ শুড বী এ্যাশমেড অফ ইয়োর সেলফ।)
- তুমি একজন নির্বিকার গ্রাহক। You are really a cool customer. (ইউ আর রিয়েলী এ কুল কাসটমার।)
- তুমি অত্যন্ত চঞ্চল মতি ।You are a very slippery character. (ইউ আর এ ভেরী স্লিপারি ক্যারাকটার।)
5.তোমার লজ্জা পাওয়া উচিত।Shame on you. (শেম অন ইউ
- তুমি অত্যন্ত সাংঘাতিক/ধূর্ত।You are a horrible man / You are just too cunning. (ইউ আর এ হরিবল ম্যান/ইউ আর জাসট টু কানিং।)
- আমি আর তোমার মুখদর্শন করতে চাই না।I don’t want to see your face again. (আই ডোন্ট ওয়ান্ট টু সী ইয়োর ফেস এগেন।)
- বক বক করো না । Don’t talk nonsense / Stop yapping. (ডোন্ট টক ননসেনস/ স্টপ ইয়াপিং।)
বাইরে OUT OF HOME (আউট অফ হোম)
- জুতো খুবই আট হয়েছে This pair of shoes is too tight. (দিস পেয়ার অফ সুজ ইজ টু টাইট।)
- এই রাস্তাটা কোনদিকে যায়।Where does this road lead to? (হ্যোয়ার ডাজ দিস রোড লীড টু?)
- এই রাস্তাটা রামপুর যায়।This road leads to Rampur (দিস রোড লীডস টু রামপুর।)
- আমার সাইকেলটা একটু ধরতো।Just hold my cycle. (জাস্ট হোল্ড মাই সাইকেল।)
- আমার রাত জাগতে হয়I have to keep awke at night. (আই হ্যাভ টু কীপ এ্যাওয়েক এ্যাট নাইট।)
- সব সময় বাঁ দিক দিয়ে চলবে।Always keept ot he left. (অলওয়েজ কীপ টু দি লেফট।)
- সব সময় ফুটপাত দিয়ে চলবে।Always walk onthe footpath. (অলওয়েজ ওয়াক অন দি ফুটপাত।)
- পকেটমার হতে সাবধান ।Beware of pickpockets. (বিওয়ের অফ পিকপকেটস।)
- নাটক দেখতে আমার ভাল লাগে না।I am not fond of going to the theatre. (আই এ্যাম নট ফন্ড অফ গোয়িং – টু দি থিয়েটার।)
ইংরেজি শেখার সেরা বই সাধারণতঃ তিন রকম ভাবে উচ্চারণ করা হয়
সাধারণতঃ তিন রকমভাবে উচ্চারণ করা হয় – ‘স’, ‘শ’ ও ‘জ’ এর মত।
[তবে এই স্থানে ‘জীবন’ এর ‘জ’ এর মত কাজ উচ্চারণ করলে ভুল হবে। সামান্য একটু ‘স’ এর আভাস থাকা দরকার।
শব্দের শেষে be, g, gg, ge, oe, ie, ee, y ইত্যাদি ও তারপরে S থাকলে উচ্চারণ জ এর মত হয় (ওপরে টীকা দ্রষ্টব্য)
Tribes (ট্রাইবজ)—জাতি (বহুবচন)
Stories (স্টোরিজ)—গল্পগুলো
Bags (ব্যাগজ)—থলিগুলো
Rupees (রূপীজ)—টাকা (বহুবচন)
Ages (এজেজ)—যুগ (বহুবচন)
Toys (টয়েজ)—খেলনাগুলো
Hearoes (হিরোজ)—বীরগণ, নায়কগণ
Eggs (এগজ)—ডিমগুলো
Rays (রেজ)—কিরণগুলো
ইংরেজি শেখার সেরা বই
শব্দের আম্ভে F, P, PE, TE ও তারপর S থাকলে উচ্চারণ ‘স’ এর মত হয়—
Roofs (রূপস) — ছাদগুলো
Kites (কাইটস)—ঘুড়িগুলো
Chips (চিপস)—টুকরোগুলো Ships (শিপস)—জাহাজগুলো
Hopes (হোপস)—আশা (বহুবচন)
Jokes (জোকস) পরিহাসগুলো
শব্দে যদি s বা ss থাকে ও তারপর IA বা ION হয়, তবে s এর উচ্চারণ শ এর মত হয় । যথা ঃ
Asia (এশিয়া)—মাহাদেশ এর নাম
Aggression (এ্যাগ্রোশন)—আক্রমণ
Pension (পেনশন) — পেনশন
Mansion (ম্যানশন)—প্রাসাদ, অট্টালিকা
Session (সেশন)—কার্যকাল, অধিবেশন
Russia (রাশিয়া)—–সোভিয়েত রাশিয়া
T এর উচাচরণ
স্থান বিশেষ T এর উচ্চারণ ‘শ’ ‘চ’ ‘থ’ ও ‘দ’ এর মত হয়—
শব্দে T এর পরে IA, IE, IO ইত্যাদি বর্ণ থাকলে T কে ‘শ’ এর মত উচ্চারণ করা হয়। যেমন—
Initial (ইনিশিয়াল)—প্রারম্ভিক
Portion (পোরশন) – ভাগ
Patient (পেশেন্ট)— রোগী
Promotion (প্রমোশন)—বুদ্ধি, পদোন্নতি
Illustration (ইলাষ্ট্রেশন)—চিত্র
Ration (রেশন)— অনুপাত
যদি শব্দ S এর পরে tion থাকে বা T এর পর ure থাকে তবে T এর উচ্চারণ ‘চ’ এর মত হয়।
Question (কোয়েশ্চন)—প্রশ্ন
Future (ফিউচার)—ভবিষ্যৎ
Culture (কালচার)—সংস্কৃতি
Capture (ক্যাপচার) –বন্দী করা
Nature (নেচার)—প্রকৃতি
Picture (পিকচার) – ছবি
ইংরেজি শেখার সেরা বই শব্দে T এর পরে IA, IE, IO ইত্যাদি বর্ণ থাকলে T কে ‘শ’ এর মত উচ্চারণ করা হয়। যেমন-
Initial (ইনিশিয়াল) – প্রারম্ভিক
Portion (পোরশন) — ভাগ
Patient (পেশেন্ট)—রোগী
Promotion (প্রমোশন)—বুদ্ধি, পদোন্নতি
Illustration (ইলাষ্ট্রেশন) — চিত্র
Ration (রেশন)— অনুপাত
কোচিং ছাড়াই স্পোকেন ইংলিশ pdf
কখন কখনও TH-টা হিসেবে উচ্চারিত হয়। যেমন—
Thames [টেমস্]——টেমস নদী
Thomas [টমাস]—ব্যকিনা
(Silent letters in words)
শব্দে অনুচ্চারিত অক্ষর
নিম্নলিখিত শব্দগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়ুন ও সামনে লেখা উচ্চারণের দিকে দৃষ্টি দিন কোটি ঠিক তা জেনে নিন
Bomb (বম
Cumb (কাম
Dumb (ডাম্
Thumb (থাম্
Tomb (টুম্
Lamb (ল্যাম
Debt (ডেট্
Doubt (ডাউট
বম্ব) — বোমা
কাম্ব)—চিরুনী
ডাম্ব)—বোবা
থাম্ব)—বুড়ো আঙ্গুল
টুম্ব]—সমাধি
ল্যাম্ব]—মেষ শাবক
ডেট্)—ধার
ডাক্ট)—সন্দেহ
ইংরেজি শেখার সেরা বই শব্দের প্রথম অক্ষর কি অনুচ্চারিত থাকে?
শব্দের প্রথম অক্ষরটিই Silent হয় নাকি কখন কখন? হ্যাঁ, হয় । নীচে
দেয়া শব্দগুলোর বানান ও উচ্চারণ ভালভাবে লক্ষ্য করুন।
Gnat (ন্যাট)— কটী বিশেষ, লড়াকু বিমান
Psychology (সাইকলজি) – মনোবিজ্ঞান
honour (অনার) সম্মান
write (রাইট) – লেখা
hour (আওয়ার)— ঘণ্টা
knowledge (নলেজ)—জ্ঞান
Pneumonia [নিউমোনিয়া]—ফুসফুস ঘটিত অসুখ
উপরে দেয়া শব্দের প্রথম অক্ষরগুলো silent থাকে, তাদের উচ্চারণ হয় না। এবার এ শব্দগুলোর উচ্চারণ করুণ –wrong, know, knitting, honest, psalm. (রং, নো, নিটিং, অনেস্ট, সাম)
Knitting-এ k ও দ্বিতীয়। t-এর উচ্চারণ হ’ল না, বলা হয় niting. সেই রকম psalm-এর P ও I-এর উচ্চারণ হয়ই না।
High এর উচ্চারণ হল হাই, ও right এর রাইট। এরকমভাবে নীচে প্রদত্ত শব্দগুলোর উচ্চারণ করুন।
sigh (দির্ঘশ্বাস ফেলা)
fight (লড়াই করা)
thigh (উরু)
thought(যদিও)
through (দ্বারা)
might (শক্তি)
night (রাত্রি)
tight (শক্ত)
fight (ভয়)
light (আলো)
bright (উজ্জ্বল)
silight (সামান্য)
fight (উড়ে যাওয়া)
dulight (আনন্দ)
knight (বীর পুরুষ)
sight (দৃশ্য)
এই শব্দগুলো আপনাদের পরিচিত। এখন বলুনতো এমন কোন দু’টি বর্ণ আছে যা সবকটি শব্দেই silent? ঠিক ধরেছেন— gh হ্যাঁ, knight— এ k অনুচ্চারিত silent.
[Forms of Small Speeches]
সংক্ষিপ্ত বাক্যের রূপ
মনের ভাব প্রকাশের জন্য ইংরেজিতে অনেক সময় পুরো বাক্যটা না বলে দুই একটি শব্দেই কাজ চলে যায়। উদাহরণত, Yes sir! [ইয়েস স্যার!] No sir! [নো স্যার] প্রভৃতি। বাক্যের এই সংক্ষিপ্ত রূপের সাথে ইংরেজি ভাষা শিখতে ইচ্ছুক প্রত্যেকেরই ভালভাবে পরিচয় থাকা দরকার। কাজটা একেবারেই সহজ, কারণ ব্যাকরণের মারপ্যাচ এগুলোতে থাকে না ।
আমি এই আসছি/সবে এসেছি।
Just coming. জাস্ট কামিং।
বেশ।/খুব ভাল।
Very well. ভেরি ওয়েল।
ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ
ঠিক আছে।
It’s fine/very good. ইটস্ ফাইন/ভেরি গুড।
আপনি যা বলেন/আপনার যেমন ইচ্ছে।
As you
like. এ্যাজ ইউ লাইক/
As you please. এ্যাজ ইউ প্লিজ।
আর কিছু [বলার আছে]?
Anything else? এনিথিং এলস?
থাক্ থাক্ যথেষ্ট হয়েছে।
That’s enough. দ্যাটস্ এনাফ্ ।
[এই অকিঞ্চনকে] সম্মান দেখানোর জন্য আপনাকে
Thanks for this honour. থ্যাঙ্কস্ ফর্ দিস্ অনার।
ধন্যবাদ [জানাই]।
আচ্ছা । O. K. ও. কে.
[নিশ্চয়ই] কেন হবে না?/কেন নয়?
Why not? হোয়াট নট?
একটুও না।
Not a bit নট এ বিট।
আচ্ছা চলি।
Ta-Ta টা-টা।
কাল দেখা হবে।
See you tomorrow. সি ইউ টুমরো।
হাঁ, হাঁ, নিশ্চয়ই।
Yes, by all means. ইয়েস, বাই অল মিস্।
অনেক হয়েছে।
Too much. টু মাচ্।
হাঁ, মশাই!
Yes sir! ইয়েস্ স্যার!
কখনই নয় ।
No, not at all. নো নট্ অ্যাট্ অল্।
তাতে কি হয়েছে/ঠিক আছে।
Never mind. নেভার মাইন্ড/
Doesn’t matter. ডাজন্ট ম্যাটার।
[বলার] কিছুই নেই ।
Nothing more. নাথিং মোর ।
তেমন/বিশেষ কিছু নয় ।
Nothing special. নাথিং স্পেশল ।
আসুন, আসুন!
Welcome! ওয়েলকাম্!
ঘরে বসে spoken english pdf
আমার ওপর ভরসা করতে পারেন।
Rest assured. রেস্ট অ্যাশিয়োরড।
নমস্কার/সালাম/সংশ্রী অকাল/সুপ্রভাত /শুভরাত্রি।
Good morning/ afternoon/ evening / night গুড মর্নিং/ আফটারনূন/ ইভনিং/ নাইট।
ইংরেজি শেখার সেরা বই
বিদায়!
Good bye! গুড়-বাই।
আবার আসবেন ।
Bye-bye! বাই-বাই ।
একটুও নয়!
Not the least! নট দ্যা লিস্ট!
আদেশসূচক বাক্য [Sentences denoting Command]
থামো।
Stop. স্টপ্।
বলো।
Speak. স্পিক।
শোনো ।
Listen. লিন।
এখানে অপেক্ষা করো!
Wait here! ওয়েট্ হিয়ার!
এদিকে এসো।
Come here. কাম হিয়ার।
এদিকে দেখো।
Look here. লুক্ হিয়ার।
এই নাও৷
Take it. টেক্ ইট।
কাছে এসো।
Come near. কাম্ নিয়ার।
বাইরে অপেক্ষা করো।
Wait outside. ওয়েট আউট্সাইড।
ওপরে যাও।
Go up. গো আপ্।
নিচে যাওঁ।
Go down. গো ডাউন ৷
নেমে যাও/নামো ।
Get down. গেট ডাউন ।
তৈরি হয়ে নাও ।
Be ready. বি রেডি/Get ready গে, রেডি।
চুপ করো।
Keep quiet. কিপ্ কোয়ায়েট্ ।
spoken english book bangla pdf
সাবধান। Be careful. বি কেয়ারফুল /Be cautious বি কশাস্ ।
আস্তে আস্তে যাও।
Go slowly. গো স্লোলি/ walk slowly. ওয়াক্ স্লোলি ।
এখনই যাও ৷
Go at once. গো অ্যাট ওয়ান্স ।
এখানে থামো ।
Stop here. স্টপ্ হিয়ার ।
সোজা চলে যাও ।
Go straight. গো স্ট্রেট।
এখান থেকে চলে যাও ।
Go away. গো এ্যাওয়ে/Get out. গেট্ আউট
ভালো করে পরিষ্কার কর ।
Clean properly. ক্লিন প্রপারলি ।
যেয়ো না ।
Don’t go. ডোন্ট গো ।
ভুলো না।
Don’t forget ডোন্ট ফরগেট।
এটাকে ভেঙো না ।
Don’t break it. ডোন্ট ব্রেক ইট ।
আমায় জ্বালাতন করো না ।
Don’t trouble/tease me. ডোন্ট ট্রাবল/টিস্ মি ।
আর একবার চেষ্টা করে দেখো। Try again. ট্রাই এগেন ।
শুরু করুন।
Go ahead. গো এ্যাহেড্ ।
নড়ো না।
Don’t move. ডো’ন্ট মোভ্ ৷
word book english to bangla pdf
[Imperative Mood] বিধেয়াত্মক ক্রিয়া আদেশ ও অনুরোধসূচক বাক্য
Sentences denoting order and request
সামনে দেখো ।
Look ahead. লূক এ্যাহেড্ ।
এগিয়ে যাও।
Go ahead. গো এ্যাহেড্ ।
আস্তে গাড়ি চালাও।
ওর নাম জিজ্ঞেস কর।
Drive slowly. ড্রাইভ স্লোলি ।
Ask his name. আফ্ হিজ্ নেম ৷
নিজের কাজ করো ।
Mind your business. মাইন্ড ইয়োর বিজনেস্ ।
ফিরে যাও ।
Go back. গো ব্যাক ।
ফিরে এস।
Come back. কাম্ ব্যাক ।
শুনুন তো।
Just listen. জাস্ট লিন্ ।
তাড়াতাড়ি এসো।
Come soon. কাম্ সুন ।
আমায় দেখতে দাও ।
Let me see. লেট্ মি সি ।
আমায় কাজ করতে দাও ।
Let me work. লেট্ মি ওয়ার্ক।
ওকে যেতে দাও ।
Let him pass. লেট্ হিম পাস ।
আমায় যেতে দাও ।
Let me go. লেট্ মি গো ।
তৈরি হও।
Be ready. বী রেডী।
ওর দেখাশোনা করো ।
Take care of him/her. টেক্ কেয়ার অফ্ হিম্/হার ।
একপাশে দাঁড়াও ।
Move aside. মুভ এ্যাসাইড
ভেবেচিন্তে বলো ।
Think before you speak. থিঙ্ক বিফোর ইউ স্পিক ।
নিশ্চয়ই আসবে।
Do come. ডু কাম্ ।
এগোও।
Move ahead. মুভ অ্যাহেড।
[Exclamation] বিস্ময়বাচক শব্দ বা বাক্য
ইংরেজি শেখার সেরা বই ইংরেজি ভাবপূর্ণ ভাষা এতে ছোট ছোট বাক্যকেও ভাববহুল করে উপস্থাপিত করা হয়। লোক ও ভাষাতে বিস্ময়সূচক [!] ভাবসহ কথাবার্তা বলতে অভ্যস্ত। এ ধরনের বাক্য বলাও যেমন সহজ, তেমনি শুনতেও ভাল লাগে। এগুলো রপ্ত করাও কষ্টসাধ্য নয়। ভালভাবে শিখে নিয়ে উচিত স্থানে প্রয়োগ করলে সহজে, স্বাভাবিক ইংরেজি বলতে সুবিধা হবে। 1. বাঃ বেশ!
Marvellous! মারভেলাস!
সাবাস!
Well done! ওয়েল ডান!
বাঃ, সুন্দর!
Beautiful! বিউটিফুল!
আরে [তাই নাকি?]
Oh! ওহ্!
হায়!
My God! মাই গড !
হায়, ভগবান !
Oh God! ওহ্ গড !
সুন্দর হয়েছে তো!
Done wonderfully! ডান ওয়ান্ডারফুলি!
নিশ্চয়ই
Of course! অফ্ কোর্স।
ঈশ্বরকে ধন্যবাদ !
Thank God! থ্যাঙ্ক গড!
ঈশ্বরের কৃপাতে!/কৃপায় !
By God’s grace! বাই গড্’স গ্রেস!
ঈশ্বর তোমার মঙ্গল করুন!
May God bless you! মে গড্ ব্লেস্ ইউ!
আপনাকেও!/তোমাকেও!
Same to you! সেম টু ইউ!
খুবই সুন্দর!
Excellent! এক্সেলেন্ট !
অত্যন্ত দুঃখের ব্যাপার!
How sad! হাউ স্যাভ্!
অত্যন্ত খুশির খবর!
How joyful! হাউ জয়ফুল!
অভূতপূর্ব বিজয়!
What a great victory! হোয়াট এ গ্রেট ভিক্টরি!
হে ভগবান! [আশ্চর্য ভাবার্থে]
Good heavens! গুড় হেভেন্স!
ইংরেজি শেখার সেরা বই
এই যে!/শুনুন! Hello! হ্যালো!
একটু তাড়াতাড়ি!
Hurry up, please! হারি আপ, প্লিজ!
কি ভীষণ!/কি ভয়ানক !
How terrible! হাউ টেরিবল!
ছিঃ অত্যন্ত পরিতাপের বিষয়!
How disgracefull! হাউ ডিগ্রেফুল!
[এটা] প্রলাপমাত্র/অসম্ভব!
How absurd! হাউ এ্যাস!
কি আস্পর্ধা!
How dare he! হাউ ডেয়ার হি!
কি মিষ্টি!
How sweet! হাউ সুইট!
কি সুন্দর!
How lovely! হাউ লালি !
তুমি এ কথা বলার সাহস কি করে পাও!
How dare you say that! হাউ ডেয়ার ইউ সে দ্যাট!
ওরে বাবা!
Oh dear! ওহ্ ডিয়ার!
ইংরেজি শেখার সেরা বই ক্ষমা করবেন?
I beg your pardon. আই বেগ ইয়োর পারডন ।
আমার ভুল উচ্চারণের জন্য ক্ষমা চাইছি।
Please excuse my incorrect pronunciation. প্লীজ এক্সকিউজ মাই ইন্কারেক্ট প্রোনানসিয়েশন।
আপনাকে বাধা দেবার জন্য মাফ চাইছি।
Forgive me for interrupting you, sir! ফরগিভ মী ফর ইনটারাপটিং ইউ, স্যার!
মাফ করবেন, আপনাকে টেলিফোন করতে পারিনি।
Forgive me for not giving you a ring. ফরগিভ মী ফর নট গিভিং ইউ, স্যার!
আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন।
Make my apologies. মেক মাই এ্যাপলজিস।
এতে ক্ষমা করার কি আছে। কিছু ভাববেন না।
Donøt apologies. It does not matter. ডোন্ট এ্যাপলজাইজ্ ইট ডাজনট ম্যাটার।
নিতান্তই ভুল হয়ে গেছে।
It was merely by mistake, ইট ওয়াজ নিয়ারলি বাই মিস্টেক।
আমি অত্যন্ত দুঃখিত।
I am very sorry. আই এ্যাম ভেরি সরি।
কোন ক্ষতি হয়নি। একটুও না।
There is no harm done not the least. দেয়ার ইজ নো হার্ম ডান্ নট দি লীস্ট।
যাই হোক না কেন। Come what may. কাম হোয়াট মে।
আমি তোমার কি ক্ষতি করেছি? What harm have I done to you? হোয়াট হার্ম হ্যাভ আই ডান্ টু ইউ?
তোমার স্বভাব বদলাতে হবে। You have to mend your ways. ইউ হ্যাভ টু মেল্ড ইয়োর ওয়েজ।
কেন মিথ্যে তার সাথে ঝগড়া করছ? Why do you pick a quarrel with him for nothing. হোয়াই ডু ইউ পিক এ কোয়ারেল উইথ হিম ফর নাথিং?
ইংরেজি থেকে বাংলা অনুবাদ ডিকশনারি
উত্তেজিত হয়ো না। Don’t be excited. ডোন্ট বী একসাইটেড।
যে করেই হোক ব্যাপারটা নিষ্পত্তি করে ফেলো। Settle the matter now somehow or the other. সেটে্ল দি ম্যাটার নাও সামহাও অর দি আদার।
তুমি কি পাগল হয়েছো? Are you in your senses? আর ইউ ইন ইয়োর সেন্সেস?
আমার সামনে থেকে দূর হও। Get out of my sight! গেট আউট অফ মাই সাইট।
আমাদের ব্যাপারে আপনার মাথা ব্যথার দরকার নাই । You have no concern with our affairs. ইউ হ্যাভ নো কনসার্স উইথ আওয়ার এ্যাফেয়ার্স।
কথা বাড়িও না । Don’t stretch matters. ডোন্ট স্ট্রেচ ম্যাটার্স।
নিপাত যাও । Go to hell. গো টু হেল।
এঁকে মধ্যস্থতা করতে দিন। Let him arbitrate between the two parties. লেট হি আরবিট্রেট বিটুইন দি পার্টিজ।
কলহ নিষ্পত্তি হয়ে গেছে। The quarrel is settled. দি কোয়ারেল ইজ সেড। Or The matter ends! দি ম্যাটার ইন্ডস্
এখন দু’জনে মিটমাট করে ফেলো। Now make up with each other. নাও মেক আপ ইউথ্ ঈচ আদার ।
th Day ষোলতম দিন
আপনি কি রেগে গেলেন? Are you angry? আর ইউ এ্যাঙ্গরি?
আমি তো কেবল পরিহাস করছিলাম। I was just joking. আই ওয়াজ জাস্ট জোকিং ।
মাফ করবেন, আমি সময়মত আসতে পারিনি। Please excuse me, I could not come in time. প্লীজ এক্সকিউজ মী, আই কুড্ নট কাম্ ইন্ টাইম ।
ইংরেজি শেখার সেরা বই বানান ও উচ্চারণের সহজ নিয়ম pdf
শুনে আমি দুঃখিত হলাম । I was pained to hear this. আই ওয়াজ পেন্ড টু হিয়ার দিস্।
কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। Excuse me if there has been any mistake. এক্সকিউজ মী ইফ্ দেয়া হ্যাজ বিন এনি মিস্টেক ।
একেবারে ঠিক । This is quite right. দিব ইজ কোয়াইট রাইট।
আপনার কথাই ঠিক। You are right. ইউ আর রাইট।
আমার কোন আপত্তি নেই । I have no objection. আই হ্যাভ নো অবজেকশন।
কিছু এসে যায় না। It does not matter. ইউ ডাজ নট ম্যাটার।
তাই হবে । It will be so. ইউ উইল বী সো ।
আমি রাজী । I agree. আই এ্যাগ্রী।
আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। I entirely agree with you. আই এনটায়াররি এ্যাগ্রী উইথ ইউ।
নিশ্চয়ই। সে হাই স্কুলে পাস করার সব আশাই ছেড়ে দিয়েছে। Of course, he gave up all hopes of passing high school. অফ কোরস, হী গেভ আপ অর হোপস অফ পাসিং হাই স্কুল।
হ্যাঁ, তা সত্যি। Yes, that is true. ইয়েস, দ্যাট ইজ টু।
এতো আনন্দের কথা। It is rather a matter of pleasure. ইট ইজ রাদার এ ম্যাটার অফ প্লীজার ।
আপনার উপদেশ স্বীকার করলাম। I shall act according to your advice. আই শ্যাল এ্যাকট এ্যাকর্ডিং টু ইয়োর এ্যাডভাইস।
আপনার নিয়ন্ত্রণ স্বীকার করলাম। I accept your invitation. আই এ্যাকসেপট ইয়োর ইনভাইটেশন।
ইংরেজি শেখার সেরা বই ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ ডিকশনারি
ধনগর্বে গর্বিত হয়ো না । Do not be proud of your riches. ডু নট বী গ্রাউন্ড ইয়োর রিচেস।
কাহাকেও প্রতারণর করিও না। Don’t cheat any body. ডোনট চীট এনিবডি ।
লম্বা ঘাসের ওপর পা ফেলো না । Do not trade on long grass. ডু নট ট্রেড অন দি লং গ্লাস।
জেদী হয়ো না । Don’t be obstinate. ডোনট বী অবস্টিনেট।
দুঃখিত, এটা আমার সাধ্যতীত । Sorry, I can’t afford. সরী, আই কানট এ্যাফোর্ড।
আমার কাছে খুচরো নেই । Sorry, I don’t have any change. সরী, আই ডোন্ট হ্যান্ড এনি চেজ।
আমি গান গাইতে জানি না ।
I don’t know how to sing. আই ডোনট নো হাও টু সিং ।
রাগ করবেন না। Don’t be angry. ডোন্ট বী এ্যাংগরি ।
কারও সাথে কর্কশ ভাষায় কথা বলো না। Do not use harsh words with anybody. ডু নট ইউজ হার্শ ওয়ার্ডস উইথ এনিবডি ।
কাপুরুষ হলো না। Do not play a coward. ডু নট প্লে কাওয়ার্ড ।
হঠকারিতা করো না । Do not be rash. ডু নট বী র্যাশ।
যা তোমার ইচ্ছা। As you like. ‘এ্যাজ ইউ লাইক।
আমি অনুমতি দিলাম । I consent to this. আই কনসেনট টু দিস।
পিতার আজ্ঞা পালন কর। Do your father’s bidding. ডু ইয়োর ফাদারস বিডিং।
নিজের ইচ্ছা জোর করে তোমার ওপর চালাচ্ছি না । I am not imposing myself on you. আই এ্যাম ইমপোজিং মাইসেলফ অন ইউ ।
মনে হয় তুমি আমার সাথে সহমত নও । You do not seem to agree with me. ইউ ডু নট সীম টু এ্যাগ্রী উইথ মী।
আপনারও কি এই অভিমত? Do you also hold this view? ডু ইউ অলসো হোলড দিস। ভিউ? Or, Are you of the same view? আর ইউ অফ দি সেম ভিউ? 15th Day পনেরোতম দিন
QUARREL (কোয়ারেল) অস্বীকৃতি
কেন মাথা খারাপ করছেন? Why are you losing your temper? হোয়াই আর ইউ লুজিঙ্গ ইয়োর টেম্পার?
সাবধান এ কথা আর মুখ থেকে উচ্চারণ করো না । Be ware, do not utter it again. বি ওয়্যার, ডু নট আটার ইট্ এগেন ।
spoken english book in bangladesh
তুমি অত্যন্ত রগচটা। You are very short tempered. ইউ আর ভেরে টেম্পারড্ ।
সে আমার ত্যাক্ত+বিরক্ত করে রেখেছে। He has got on my nerver. হী হ্যাজ গট অন মাই নার্ভস।
আপনি দয়ালু। You are so nice / You are awfully nice. ইউ আর সো নাইস / ইউ আর অফুলী নাইস।
আপনি সত্যিই আমায় খুব সাহায্য করেছেন। My dear man, you have been a great help. মাই ডিয়ার ম্যান, ইউ হ্যাভ বীন এ গ্রেট হেল্প।
14th Day চৌদ্দতম দিন
NEGATION (নেগেশন) নিষেধ
আমি আপনার বক্তব্য মানতে পারছি না। I can’t accept what you say. আই কান্ট এ্যাকসেপট হোয়াট ইউ সে ।
আমি এ বিষয়ে কিছুই জানি না । I know nothing in this connection, আই নো নাথিং ইন দিস কানেকশান।
এ রকম দুষ্টামি আর করো না। Don’t do such a mischief again. ডোন্ট ডু সাচ এ মিসচিফ এগেন।
তা নয়। It is not so. ইট ইজ নট সো ।
সে ছুটি পায়নি। He could not get leave. হী কুট নট গেট লীভ ।
আমার কোন অভিযোগ নেই। I have no complaint. আই হ্যাভ নো কমপ্লেইন্ট।
এটা হতেই পারে না। It can’t be so. ইট কান্ট বী সো।
না, আমি যেতে পারি না। No, I couldn’t go. নো, আই কুডনট গো।
আমি জানি না। I don’t know. আই ডোন্ট নো।
আমি কিছুই চাই না। I want nothing. আই ওয়ান্ট নাথিং।
কিছু না। Nothing. নাথিং।
ইংরেজি শেখার সেরা বই best spoken english book in bangladesh
আমি কি করে এ কাজ করতে পারি? How can I do this! হাউ ওক্যান আই ডু দিস?
আমি এ (কাজ) করতে পারব না। I cannot do this. আই কানট ডু দিস।
এ হতে পারে না। It cannot be. ইট ক্যানট বী
আমি মানি না । I do not agree. আই ডু নট এগ্রী।
এ সত্যি নয়। This is not true. দিস ইজ নট ট্র।
আমি প্রত্যাখান করি। I refuse. আই রিফিউজ।
তুমি এর অনুমতি দিও না। You should not allow this. ইউ শুড নট এ্যালাউ দিস।
অন্যের ভুল ধরো না। Do not find faults with others. ডু নট ফাইন্ড ফলস উইথ আদার।
সে আমার বিরক্তি উৎপাদন করে । He iritates me. হী ইরিটেটস মী।
সে কথা দিয়ে কতা রাখে না। He is not man of his words. হী ইজ নট এ ম্যান অফ হিজ ওয়ার্ডস।
সে আমাকে ঠকিয়েছে। He has cheated me. হী হ্যাজ চিটেড মী।
আমায় রাগিও না। Don’t let me loose my temper. ডোন্ট লেট মী লুজ মাই টেম্পার।
সে মূর্খ । He is a duffer. হি ইজ এ ডাফার
তুমি অনর্থক ক্রোধান্বিত হচ্ছ। You are getting besides yourself it with anger for nothing. উই আর গেটিং বিসাইডস ইওরসেলফ উইথ এ্যঙ্গার ফর নাথিং ।
ইংরেজি শেখার সেরা বই
স্নেহ-প্রশংসা AFFECTION (এ্যাফেকশন)
তুমি খুব সাহসের কাজ করেছ। That was very brave of you. দ্যাট ওয়াজ ভেরী ব্রেভ অফ ইউ ।
সাবাশ! Bravo/ Well done / Good show. ব্রাভো/ ওয়েল ডন/ গুড শো।
বাঃ, বেশ! That’s wonderful! দ্যাটস ওয়ান্ডারফুল !
তোমার কাজ প্রশংসাযোগ্য। Your work is praiseworthy. ইয়োর ওয়ার্ক ইজ প্রেজওর্দি ।
তুমি বৃথা সময় নষ্ট কর। You simply waste your time. ইউ সিম্পলি ওয়েস্ট ইয়োর টাইম ।
কে দায়ী । Who is to blame. হু ইজ টু ব্লেইম।
ক্রুদ্ধ হবেন না। Don’t be angry. ডোন্ট বী এ্যাঙ্গরি ।
আমি কি আপনাকে ব্যথা দিয়েছি? Have I hurt you. হ্যাভ আই হার্ট ইউ ।
কি লজ্জা । What a shame ! হোয়াট এ শেষ।
আমি বিশ্বাস করতেই পারিনি যে তুমি সৎ নও। I could not believe that you are not an honest person. আই কুড নট বিলীভ দ্যাট ইউ আর নট এ্যান অনেস্ট পারসন।
আমি কাকে বিশ্বাস করি? Whom should I trust. হোম শুড আই ট্রাস্ট ।
এটা আমার ভুল করা হয়েছে। It was not my fault. ইট ওয়াজ নট মাই ফল্ট ।
সত্যই এটা ভুল করে হয়েছে। Really it was by mistake. রিয়েলী ইট ওয়াজ বাই মিসটেক।
সে জ্বালাতন করে ছাড়ল। . He is thorough nuisance. হী ইজ এ থরো ন্যুইসেনস ।
সে গালগল্প করে সময় নষ্ট করে। He wastes his time in gossip. হী ওয়েসটস হিজ টাইম ইন গসিপ ।
সে আমায় ডুবিয়েছে। He has let me down. হী হ্যাজ লেট মী ডাউন।
চিন্তা করো না । Don’t worry. ডোন্ট ওয়ারি।
12nd Day বারোতম দিন
সান্ত্বনা CONSOLATION (কনসোলেনশন)
বড়ই দুঃখের ব্যাপার । It’s a pity. ইটস এ পিটি ।
ওকে সান্ত্বনা দাও। Console him. কনসোল হিম।
পৃথিবীর এটাই নিয়ম । Such indeed are the ways of the world. সাচ ইনডীড আর দি ওয়েজ অফ দি ওয়ার্ল্ড।
ঘরে বসে spoken english pdf
ভাগ্যের বিরুদ্ধে কে দাঁড়াবে ভাই । My brother who can stand against fate! মাই ব্রাদার, হু ক্যান স্ট্যান্ড এগেনস্ট ফেট।
আল্লাহ্র এই অভিপ্রেত ছিল। It was inexorable. ইট ওয়াজ ইনএগজোরেবল ।
যে দুঃখের লাঘব নাই, তা সহ্য করাই শ্রেয়। What cannot be cured must be endured. হোয়াট ক্যানট বী কিয়োরড মাস্ট বী এনডিওরড।
আল্লাহতে বিশ্বাস রাখ, দুঃখের দিনের অবসান নিশ্চয়ই হবে। Put your trust in Allah, misfortune will pass. ইয়োর ট্রাস্ট ইন গড, মিফরচুন উইল পাস।
আল্লাহ্ তোমায় এই নিদারুণ আঘাত সহ্য করার শক্তি দিন। We God give you strength to bear this terrible blow. মে গড গিভ ইউ স্ট্রে টু বেয়ার দিস টেরিবল ব্লো ।
আমরা অত্যন্ত দুঃখিত। We are deeply grieved, ইউ আর ডীপললী গ্রীভড।
আমাদের সহানুভূতি গ্রহণ কর । We sympathis with you. উই সিমপ্যাথিজ ইউথ ইউ।
আমাদের সমবেদনা প্রকাশ করছি। We offer our condolences. উই অফার আওয়ার কনডোলেনসেস ।
তাঁর পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যাথিত । We are deeply pained at the death of her father. উই আর ডীপলী পেনড এ্যাট দি ডেথ অফ হার ফাদার।
বিরক্তি ANNOYANCE (এ্যানয়েন্স)
এখনও তুমি কেন কাজটা আরম্ভ করনি? Why have you not begin the work yet? হোয়াই হ্যাভ ইউ নট বিগান দি ওয়ার্ক ইয়েট।
আপনি কথার মধ্যে কেন কথা বলেন? Why do yo cut my short. হোয়াই ডু ইউ কাট মাই শর্ট?
আপনি আমার দিকে চেয়ে আছেন কেন? Why do you stare at me? হোয়াই ডু ইট স্টেয়ার এ্যাট মী?
আপনি মিথ্যে রেগে যাচ্ছেন। You are angry for nothing. ইউ আর এ্যাঙ্গরী ফর নাথিং।
সারা পাড়াটা তোমায় ছিঃ ছিঃ করবে। You will degrade youself in the eyes of the whole locality. ইউ উইল ডিগ্রেড ইয়োরসেলফ দি আইজ ফ দি.হোল লোকালিটি ।
একটা ট্যাক্সি ভাড়া করো। Hire a taxi. হায়ার এ ট্যাক্সি।
কোটের বোতাম লাগাও । Button up the coat. বটন আপ দি কোট ।
আগুনটা জ্বালিয়ে রাখো। Keep the fire on. কীপ দি ফায়ার অন ।
ঘোড়াকে ঘাস দাও ৷ Feel the horse with grass. ফীল দি হর্স উইথ গ্রাস ।
নাক ঝেড়ে এসো। Go and blow your nose. গো এ্যান্ড ব্লো ইয়োর নোজ ।
আমাকে জানাতে ভুলো না। Do not fail to inform me.
জুতোর ফিতা শক্ত করে বাঁধো । Lace your shoes tightly. লেস ইয়োর শুড টাইলি ।
ENCOURAGEMENT উৎসাহিত করা
নিশ্চিন্তে থাকুন । Rest assured. রেস্ট এশিউরড।
চিন্তা ছাড় । Stop worrying. স্টপ ওয়রিং।
পুরুষ মানুষকে শিশুর মত কাঁদা শোভা পায় না । It is not manly to cry like a baby. ইট ইজ নট ম্যানলি টু ক্রাই লাইক এ বেবী।
তুমি কিসের জন্য উদ্বিগ্ন । What are you anxious about? হোয়াট আর ইউ এ্যাঙ্কশাস এ্যাবাউট?
ভয়ের কোন কারণ নেই। There is nothing to fear. দেয়ার ইজ নাথিং টু ফীয়ার।
আমার জন্য চিন্তা করো না। Don’t worry about me. ডোন্ট ওয়রি এ্যাবাউট মী।
ভয় পেয়ো না। Don’t be afraid. ডোন্ট বী এ্যাফ্রেড।
ইতস্ততঃ করো না । Don’t hesitate. ডোন্ট হেজিটেট।
চিন্তার কোন কারণ নেই । There is no need to worry. দেয়ার ইজ নো নীড টু ওয়রি।
আমি এর পরোয়া করি না। I don’t care for this. আই ডোন্ট কেয়ার ফর দিস।
কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করতে পার। You can ask me if there is any difficuly. ইউ ক্যান আসক মী ইফ দেয়ার ইজ এনি ডিফিকালটি।
যা দরকার নাও । Take whatever you need. টেক হোয়াট এভার ইউ নীড ।
তুমি অনর্থক উদ্বিগ্ন হচ্ছ। You are unnecessarily worreld. ইউ আর আননেসেসারিলী ওয়ারীড ।
আমি আপনার জন্য গর্বিত। I am proud of you. আই এ্যাম প্রাউড অফ ইউ।
সংকোচ করবে না। Don’t hesitate. ইট ডাজনট ম্যাটার।
তাতে কি হয়েছে? It doesn’t matter? ইট ডাজনট ম্যাটার।
ঘাবড়াবে না । Don’t get nervous. ডোন্ট গেট নারভাস।
Is it I you are calling? (10) Yes, I need you.
How many mangoes are there in the basket? There are then mangoes in the basket. ( 26 )
ইংরেজি শব্দের অর্থ বাংলা
Had anybody else Come? (18) Nobody came here.
How long will you stay there? (29) It is not yet definite.
INSTRUCTION/ ORDER (ii) (ইনস্ট্রাকশন/অর্ডার)
তুমি নিজেই যাও। Go yourself. গো ইয়োরসেলফ।
তৈরি হও। Be ready. বী রেডি ।
প্রদীপটি জ্বালাও । Light the lamp, লাইট দি ল্যাম্প।
লাইটটা জ্বেলে দাও । Switch on the light. সুইচ অন দি লাইট।
প্রদীপটি নিভিয়ে দাও । Put out the lamp. পুট আউট দি ল্যাম্প।
Wwitch of the light. সুইচ অফ দি লাইট ।
পাখাটা চালিয়ে দাও ৷ Switch on the fan. সুই অন দি ফ্যান ।
তাকে ডেকে পাঠাও। Send for him. সেভ ফর হিম।
এদের কাজ করতে দাও। Let these people do their work. রেট লীজ পিপল ডু দেয়ার ওয়ার্ক।
হাত ধোও । Wash your hands. ওয়াশ ইয়োর হ্যান্ডস ।
শীগগির এসো। Come soon. কাম সুন।
গাড়ি থামাও । Stop the car. স্টপ দি কার ।
ফিরে যাও। Go back. গো ব্যাক ।
দেরী করো না । Don’t delay. ডোন্ট ডিলে।
Read More: ইংরেজি শেখার সেরা বই