প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞানবিষয়ক কুইজ
শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা নিয়ে এলাম মজার বিজ্ঞানভিত্তিক কুইজ। কুইজগুলো তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের জ্ঞানের প্রশস্থতা বৃদ্ধি করার জন্য। কুইজগুলো জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান, মহাকাশ, পৃথিবী, প্রাণি, মানব শরীর এবং আরও অনেক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে ।
কুইজ প্ৰশ্ন উত্তৰ 2024 বাংলা কুইজগুলো বাস্তবিক বিজ্ঞান প্রশিক্ষণে সহায়তা করবে, সাথে প্রশ্ন ও উত্তরগুলো শিশুদের জ্ঞানের প্রসারে এবং বিভিন্ন বিষয়গুলোর একটি বৃহত্তর বোধগম্যতার দিকে ধাবিত করবে। প্রতিটি প্রশ্নের সাথে উত্তর সংযোজিত করা হয়েছে যাতে নিজেকে যাচাই করে নিতে পারে যে, কতটা উন্নতি করছে । এই মজাদার কুইজ প্ৰশ্ন উত্তৰ বিজ্ঞানভিত্তিক বইয়ের মাধ্যমে শিখা যাবে, বিজ্ঞানবিষয়ক নানান তথ্য। তাহলে শুরু করি এবং শিখি সর্বোত্তম শিখার পদ্ধতিতে ।
প্রশ্ন : ১। রক্তঝরা যুদ্ধের পর ১৯৭১ সালে কোন দেশ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ?
উত্তর : পাকিস্তান ।
প্রশ্ন : ২। ঢাকা বাংলাদেশের রাজধানী । এটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : বুড়িগঙ্গা ।
প্রশ্ন : ৩। বাংলাদেশকে ঋতুর স্বর্গ বলা হয়। বাংলাদেশে সচরাচর কয়টি ঋতু রয়েছে?
উত্তর : ছয়টি ।
প্রশ্ন : ৪। বাংলাদেশ কোন দুটি দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
উত্তর : ভারত ও মিয়ানমার।
প্রশ্ন : ৫। বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত রয়েছে । ইহার নাম কি?
উত্তর : কক্সবাজার ।
প্রশ্ন : ৬। বাংলাদেশের দক্ষিণ জল ভাণ্ডারের নাম কি?
উত্তর : বঙ্গোপসাগর ।
প্রশ্ন : ৭। ‘বাংলাদেশ’ শব্দের অর্থ কি?
উত্তর : বাঙালির জমি।
প্রশ্ন : ৮ বাংলাদেশের একটি (একমাত্র) নদী যেটির উৎপত্তি এবং অন্ত এদেশেই, নদীটির নাম কি?
উত্তর : সানগু ।
প্রশ্ন : ৯। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় ।
প্রশ্ন : ১০। বাংলাদেশে দুটি সমুদ্র বন্দর রয়েছে। একটি চট্টগ্রাম এবং অন্যটি?
উত্তর : মংলা ।
প্রশ্ন : ১১। বাংলাদেশের জাতীয় ভাষা কি?
উত্তর : বাংলা ।
প্রশ্ন : ১২। বাংলাদেশের মুদ্রা কি?
উত্তর : টাকা ।
প্রশ্ন : ১৩। বাংলাদেশ এবং ভারত মিলিয়ে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, বনটির নাম কি?
উত্তর : সুন্দরবন।
প্রশ্ন : ১৪। কোন প্রাকৃতিক বিপর্যয় নিয়মিত বাংলাদেশে প্রভাব বিস্তার করে ?
উত্তর : বন্যা এবং ঘূর্ণিঝড় ।
প্রশ্ন : ১৫। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা করেন কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান ।
প্রশ্ন : ১৬। বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কী?
উত্তর : বাংলাদেশের জাতীয় পতাকা আয়তাকার । দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ ঃ ৬।
প্রশ্ন : ১৭। জাতীয় সংগীত কয় লাইন গাওয়া হয়?
উত্তর : জাতীয় সংগীতের প্রথম ১০ লাইন গাওয়া হয় ।
প্রশ্ন : ১৮। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কি নামে বহুল পরিচিত?
উত্তর : মসজিদের শহর ।
প্রশ্ন : ১৯। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কি?
উত্তর : টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্য ।
প্রশ্ন : ২০। জুলাই মাসের মাঝামাঝি বাংলাদেশের আবহাওয়া সাধারণত কেমন হয়ে থাকে?
উত্তর : আর্দ্র, উষ্ণ এবং বৃষ্টি ।
প্রশ্ন : ২১। বাংলাদেশের রাজধানী কি?
উত্তর : ঢাকা ।
প্রশ্ন : ২২। বাংলাদেশর রণ সংগীতের রচয়িতা কে?
উত্তর : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।
প্রশ্ন : ২৩। কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৭১ সালের ২৬ মার্চ।
প্রশ্ন : ২৪। বিংশ শতাব্দীতে কোন দুটি দেশ বাংলাদেশকে শাসন করেছিল?
উত্তর : ব্রিটেন ও পাকিস্তান
প্রশ্ন : ২৫। ১৯৪৭ সালের স্বাধীনতার প্রথম অংশের পর বাংলাদেশ কি নামে পরিচিত ছিল?
উত্তর : পূর্ব-পাকিস্তান ।
প্রশ্ন : ২৬। বাংলাদেশের জাতীয় ফুল কি?
উত্তর : শাপলা ।
প্রশ্ন : ২৭। বাংলাদেশ মোট কয়টি দেশে কত ধরনের পণ্য রপ্তানি করে?
উত্তর : ১৮৬টি দেশে মোট ১৬৭ ধরনের পণ্য রপ্তানি করে ।
প্রশ্ন : ২৮। বাংলাদেশে বর্তমানে কয়টি ভিন্ন জাতের দোআঁশলা (উন্নত) ধান চাষ করা হয়?
উত্তর : ৫৩ ধরনের ।
প্রশ্ন : ২৯। শহীদ মিনারের নকশা কে তৈরি করেছিলেন।
উত্তর : শিল্পী হামিদুর রহমান ।
প্রশ্ন : ৩০। বীরশ্রেষ্ঠ “মতিউর রহমান”-এর উপর নির্মিত ছবিটির নাম কি?
উত্তর : “অস্তিত্বে আমার দেশ” ।
প্রশ্ন : ৩১। বাংলাদেশের কোন জেলাটি ভারত ও মিয়ানমার-এর সীমান্তের সাথে সংযুক্ত?
উত্তর : রাঙ্গামাটি।
প্রশ্ন : ৩২। দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ-পূর্বের কোন দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত?
উত্তর : মিয়ানমার।
প্রশ্ন : ৩৩। কোন বিপন্ন প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, যেটিকে এদেশের জাতীয় পশু বলেও স্বীকৃত?
উত্তর : রয়েল বেঙ্গল টাইগার ।
প্রশ্ন : ৩৪। জাতীয় স্মৃতিসৌধের নকশা কে তৈরি করেন?
উত্তর : স্থপতি সৈয়দ মইনুল হোসেন ।
প্রশ্ন : ৩৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উত্তর : মেহেরপুরে ।
প্রশ্ন : ৩৬। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদী সমগ্রের পানি কোথায় গিয়ে গড়িয়ে পরে?
উত্তর : বঙ্গোপসাগরে ।
প্রশ্ন : ৩৭। বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপটি কি ধরনের জলজদ্বীপ ?
উত্তর : প্রবাল বিশেষ ৷
প্রশ্ন : ৩৮। বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কো অনুযায়ী সুন্দরবনকে পৃথিবীর বিপন্ন প্রায় প্রাণি রয়েল বেঙ্গল টাইগারের বাড়ি বলা হয় । এই সুন্দরবন আসলে কি?
উত্তর : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনগুলোর মধ্যে একটি।
প্রশ্ন : ৩৯। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নকশা কে তৈরি করেছিলেন?
উত্তর : মোস্তফা হারুণ কুদ্দুস ।
প্রশ্ন : ৪০। বাংলাদেশের মা নদী কোনটি?
উত্তর : যমুনা নদী ।
প্রশ্ন : ৪১। সোনালি আঁশ বলা কোন ফসলকে?
উত্তর : পাটকে সোনালি আঁশ বলা হয় ।
প্রশ্ন : ৪২। বাংলাদেশের কয়টি চা বাগান আছে?
উত্তর : ১৫৬টি চা বাগান আছে ।
প্রশ্ন : ৪৩। বাংলাদেশে মোট কয়টি উপজেলা, জেলা এবং বিভাগ রয়েছে?
উত্তর : ৪৯৩টি উপজেলা, ৬৪টি জেলা ও ৮টি বিভাগ ।
প্রশ্ন : ৪৪। বাংলাদেশের সর্ব-উত্তর ও সর্ব-দক্ষিণ শহর কোনগুলো?
উত্তর : তেঁতুলিয়া ও টেকনাফ ।
প্রশ্ন : ৪৫। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোনটি? যেটি আবার বিশ্বের বৃহত্তম গ্রাম হিসাবেও পরিচিত।
উত্তর : সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম, ৪৮২.২৫ বর্গমাইল ।
প্রশ্ন : ৪৬। বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসাবেও পরিচিত। কতটি নদী রয়েছে এদেশে?
উত্তর : ৭০০টি নদী ।
প্রশ্ন : ৪৭। বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭১।
প্রশ্ন : ৪৮। স্বাধীনতা দিবস কখন পালিত হয়?
উত্তর : ২৬ মার্চ ।
প্রশ্ন : ৪৯। বিজয় দিবস কখন পালিত হয়?
উত্তর : ১৬ ডিসেম্বর ।
প্রশ্ন : ৫০। বাংলাদেশের ভাষা দিবস কখন পালিত হয়? যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও পরিচিত।
উত্তর : একুশে ফেব্রুয়ারি ।
প্রশ্ন : ৫১। বাংলাদেশের আয়তন কত?
উত্তর : ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার ।
প্রশ্ন : ৫২। বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ১৬,৩১,৮৭,০০০ (আনুমানিক)।
প্রশ্ন : ৫৩। বাংলাদেশের সর্বোচ্চ শিখর কি?
উত্তর : তাজিংডং (উচ্চতা : ৪,১৯৮.৪ ফুট)।
প্রশ্ন : ৫৪। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?
উত্তর : মহাস্থানগড় ।
প্রশ্ন : ৫৫। বাংলাদেশের জাতীয় খেলা কি?
উত্তর : কাবাডি
প্রশ্ন : ৫৬। বাংলাদেশের জাতীয় পাখি কি?
উত্তর : দোয়েল।
প্রশ্ন : ৫৭। বাংলাদেশের জাতীয় ফল কি?
উত্তর : কাঁঠাল ।
প্রশ্ন : ৫৮। বাংলাদেশের জাতীয় সংগীতটি কে লিখে ছিলেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : ৫৯। বাংলাদেশের পতাকা দেখতে কেমন?
উত্তর : গাঢ় সবুজের মাঝে টকটকে লাল বৃত্ত।
প্রশ্ন : ৬০। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
প্রশ্ন : ৬১। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে?
উত্তর : জেনারেল এম.এ.জি. ওসমানী ।
প্রশ্ন : ৬২। বাংলাদেশের প্রথম স্পীকার কে?
উত্তর : শাহ আব্দুল হামিদ ।
প্রশ্ন : ৬৩। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তর : এ.এস.এম. সায়েম ।
প্রশ্ন : ৬৪। বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস ৷
প্রশ্ন : ৬৫। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে?
উত্তর : মুসা ইব্রাহিম ৷
প্রশ্ন : ৬৬। বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে?
উত্তর : নিশাত মজুমদার।
প্রশ্ন : ৬৭। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর : ভোলা ॥
প্রশ্ন : ৬৮। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
উত্তর : ব্রহ্মপুত্র।
প্রশ্ন : ৬১। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর : মেহেরপুর ॥
প্রশ্ন : ৭০। বাংলাদেশের ক্ষুদ্রতম থানা কোনটি?
উত্তর : সূত্রাপুর, ঢাকা (১ বর্গমাইল)।