ভালোবাসার ছন্দ, এই পোষ্টের মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর রোমান্টিক এবং কষ্টের ছন্দ পাবেন ভালোবাসার মানুষকে খুশি করার জন্য অনেক মজাদার ছন্দ পাবে
Table of Contents
ভালোবাসার ছন্দ স্তব্ধ আর্তনাদ
তুমি অনাকাক্ষিত বৃষ্টি
যার হঠাৎ বর্ষণে,
আমি সিক্ত হয়েছি।
তুমি পুরো পৃথিবীর একমাত্র মানবী
যার প্রতিদিনের এক দৃষ্টি পাবার জন্য,
আমি বেঁচে থাকি।
তুমি আমার নীরব ভালবাসা,
যা অনুভব করা যায়,
ব্যক্ত করা যায় না ।
তুমি এক মায়াবী ভাবনা
যা আমাকে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে ।
তুমি ঐ দূর আকাশের লোভনীয় চাঁদ
যার, মোহনীয় সৌন্দর্য আমাকে প্রলোভিত করে।
তুমি আমার মন অরণ্যের অদৃশ্য পরী
যার দেখা পাওয়া কঠিন।
তুমি মনের অজান্তে গড়ে ওঠা,
একটি সুপ্ত ভালবাসা,
যার ভবিষ্যৎ অনিশ্চিত।
তুমি আমার অসম্পূর্ণ স্বপ্ন,
যা শুরু থেকে ভেঙে যায়।
তুমি পৃথিবীর বুকে একটু জায়গা
যার স্বত্বা অন্যকেউ।
তুমি এক গভীর শূন্যতা,
আমার পৃথিবীর,
যা কখনো পূরণ হবার নয় ।
তুমি আমার না পাওয়ার বেদনা,
যা কখনো নিঃশেষ হবার নয় ।
তুমি আমার স্তব্ধ আর্তনাদ,
যার সাড়া তুমি কখনো দেবেনা ।
তুমি প্রবাহিত শীতল হাওয়া
যা আমাকে ছুঁয়ে কাঁদিয়ে যায় ।
তুমি ঠিকানা বিহীন চিঠি,
যার গন্তব্য অজানা ৷
তুমি কাঠ-পেন্সিলে লিখা কোন কবিতা,
যা আমার মন দেয়াল থেকে মুছে ফেলতে হবে।
তুমি আমার চাওয়া স্রষ্ঠার কাছে,
যা কখনো পূরণ হবার নয় ।
ভালোবাসার ছন্দ
কান্নার স্পর্শে
শূন্যতা, নীরবতা, নিশ্চুপ যন্ত্রণা
এসবইতো তোমার অভাব ।
আর যখন এসব আমার পৃথিবীকে
শ্বাসরুদ্ধ আধারে আড়াল করতো,
অব্যস্ত আমি অকারন হেঁটে যেতাম
নিষ্ঠুর শহুরে ব্যস্ত পথে,
দূর অনেক দূর পর্যন্ত ।
যেন সেই আঁধার আমায় না ছুঁতে পারে।
কখনো আবার ব্যথিত অনুভবগুলো
অক্ষর দিয়ে সাজাতাম ৷
যেন তোমার অভাব কিছুটা সময় দেয় আমায়,
তোমাকে ভুলে থাকার ৷
আবার কখনো রাতের নীরবতাকে জাগিয়েছি,
আমার কান্নার স্পর্শে ।
যেন দু’চোখের বৃষ্টিতে
ভেতরের কষ্টগুলো বিলীন হয় ।
কিন্তু, ইদানিং কিছুতেই
তোমাকে ভুলে থাকা হচ্ছে না ।
বরং, দূরত্বের যন্ত্রণা,
আমার পৃথিবীকে করে দিচ্ছে স্তব্ধ।
ভালোবাসার ছন্দ
জীবনের শেষ কিছু মুহূর্তে
তোমাকে ভালবেসেছি তাই
বাঁচতে শিখেছিলাম।
তোমাকে ভুলে থাকতে গিয়ে
আজ, পৃথিবী হারালাম ।
তবুও, ভোলা হলোনা তোমায়,
তবুও, যে ভুলতে চাইনা তোমায়,
তবুও, যে তোমাকে প্রয়োজন
অন্তত, এ জীবনের শেষ কিছু মুহূর্তে ।
ভালোবাসার ছন্দ
কান্নার ছায়া
আমার আকাশে সূর্য চাঁদ
সবই আছে,
শুধু তার আলোটুকু তোমার কাছে ।
আমার পদচারণা এ ভূ-পৃষ্ঠের মাটিতে,
তবে তার গন্তব্য শুধুই তোমার জানা ।
আমার এ পৃথিবীতে অফুরন্ত সুখ আছে,
তবে তার অনুভূতিটুকু তোমার কাছে ।
তাইতো, জেগে থাকি আমি,
ব্যথার আধারে ঢাকা
আকাশের নীচে ।
তাইতো, ঘুরে ফিরি আবব্ধ মনের
ভাবনার সীমানায় ।
তাইতো, এ দেহের প্রাণে বেঁচে থাকে
অনুভূতিশূন্য কান্নার ছায়া ।
চাইবো তোমায় কোন একদিন
হয়তো, আমার ভালবাসার মেঘ
বৃষ্টি হয়ে ভেঁজাতে পারেনি তোমায় ।
তবুও, বলবো ভালবাসার বৃষ্টিতে
ভেজাতে চাই তোমায় কোন একদিন ।
হয়তো, আমার কন্ঠস্বর চাইতে পারেনি,
তোমার কাছ থেকে তোমায় ।
তবুও, বলবো চাইবো তোমায়,
কোন একদিন অনেক বেশি।
হয়তো, আমার স্বপ্নগুলো বাস্তবতা ছুঁতে পারেনি,
তবুও বলবো, আমার স্বপ্নগুলো তোমায় ছোয়াবো,
কোন একদিন।
ভালোবাসার ছন্দ
সন্ধ্যার ব্যথিত নীরবতা পর্যন্ত
জেগে রই আমি।
আর, জেঁগে রয়,
আমার নির্ঘুম স্বপ্ন,
কোন এমন দিনের প্রত্যাশায়,
যে দিনের ভোর শুরু হবে
অবিরাম শ্রাবনধারা দিয়ে।
আর, নিয়ে আসবে তোমার স্মৃতি,
যার, সাথে সঙ্গ দেবো,
সন্ধ্যার ব্যথিত নীরবতা পর্যন্ত।
ভালোবাসার ছন্দ
একাকী নিশ্চুপে
তুমি আসো কিবা নাইবা আসো,
তোমার দেখা পাই,
কিবা নাইবা পাই ।
তবুও, একটু তোমায় দেখার প্রলোভনে
আমি আসবোই যেখানে তোমার বিচরণ।
তুমি সঙ্গ দাও, কিবা নাইবা দাও ।
তবুও, আমি আসবোই তোমার ছায়ার কাছাকাছি,
আমার একাকীত্বকে ক্ষানেকটা সময় লুকানোর জন্য ।
তোমার ছায়ার আড়ালে ।
তুমি ভালবাস কিবা নাইবা বাসো,
আমি ভালবাসব শুধুই তোমায়,
একাকী নিশ্চুপে ।
ভালোবাসার ছন্দ
অজস্র রাত
তোমার দু’চোখে তাকিয়ে,
আমি পারবো অজস্র রাত জেগে থাকতে ।
যদি তুমি চাও
নিঃশেষ হয়ে যাবো অকারণ ।
হারিয়ে যাবো গন্তব্য বিহীন,
পথের পথিক হয়ে।
ভালোবাসার ছন্দ
দুঃস্বপ্ন
তুমি আকাশ,
আমি সে আকাশের মেঘগুলোও নই ।
তুমি মেঘ,
আমি সে মেঘের বৃষ্টিটুকুও নই ।
তুমি বৃষ্টি,
আমি সে বৃষ্টির জলটুকুও নই ৷
তুমি পথ,
আমি সে পথের ধূলোবালিও নই ৷
তুমি চাঁদ,
আমি সে চাঁদের জোছনাও নই ।
তুমি রাত,
আমি সে রাতের নীরবতাও নই ।
তুমি ভোর,
আমি সে ভোরের শিশির বিন্দুও নই ।
তাই, তোমাকে ভালবাসি জানানোর দুঃস্বপ্ন
কখনো দেখিনি ।
ভালোবাসার ছন্দ
বিনিময়ে
আমার ভালবাসার বিনিময়ে,
তুমি দিয়েছো আমায়,
তোমার সকল ঘৃণা।
তুমি দিয়েছো আমায়,
তোমার অবহেলা ।
আমার ভালবাসার বিনিময়ে
তুমি দিয়েছো আমায়,
জলহীন মাছের অস্থিরতা।
দিয়েছো আমায়,
ছন্নছাড়া জীবন।
দিয়েছো আমায় তোমার অভাব,
তুমি দাওনি শুধু তোমায় ।
আমার ভালবাসার বিনিময়ে
তুমি দিয়েছো আমায়,
নির্ঘুম রাত,
তারাহীন রাতের আকাশ,
আবেগহীন ভালবাসা,
অদ্ভুত মানসিকতা।
আমার ভালবাসার বিনিময়ে
তুমি দিয়েছো আমায়,
ঘ্রাণহীন ফুল, আলোহীন সুর্য, জোঁছনাহীন চাঁদ
তুমি দাওনি শুধু তোমায় ।
ভালোবাসার ছন্দ
সম্পূর্ণ আবেগ দিয়ে
কত প্রহরের জমানো ভালবাসা,
তোমার জন্য যতনে রেখেছি,
যা কখনো দেয়া হবেনা আর তোমায়, জানি।
কত প্রভাতের প্রথম দৃষ্টিতে
তোমায় দেখার ইচ্ছে রয়েছে এ মনে,
যা কখনো বাস্তবতা পাবেনা, জানি।
কত রোদেলা দুপুরের ছুঁয়ে যাওয়া বাতাসে
তোমার স্পর্শ চেয়েছি,
তোমাকে বোঝাতে পারবো না জানি।
কত বিকেলের সোনালি আলোতে
আমার দু’চোখ এঁকেছে তোমায়,
যা কখনো দেখানো হবে না তোমায়, জানি ।
সন্ধ্যার নীরবতায় যখন তোমাকে হারানোর কষ্ট এসে
আচ্ছন্ন করে আমায়,
তখন, কতটা অসহায়ের মত কাঁদি আমি,
আমার একাকীত্বের বীরহে,
জানানো হবে না আর তোমায়, জানি।
শুধু জানিনা, কেন জানাতে পারিনি তোমায়?
ভালবাসি হৃদয়ের সম্পূর্ণ আবেগ দিয়ে।
ভালোবাসার ছন্দ
শেষ কিছু মুহূর্ত
যদি সম্ভব হতো
চলে যেতাম অনেক যুগ পেছনে।
যেখানে ব্যস্ত আধুনিক সভ্যতা
লাঞ্ছিত হয় না বারংবার।
যেখানে হিংস্রতা আছে, তবে বেঁচে থাকার ।
যেখানে নীল আকাশ দেখা যায় বিশালতার মাঝে ।
যেখানে জোঁছনা ভেজা রাত জেগে রয়,
নীরবতার নীবিড়তায় ৷
যেখানে তপ্তদুপুর অলস কেটে যায়,
কোন পাহাড়ী মেঘের শীতল ছায়ায় ।
যেখানে বাস্তবতা কঠিন, তবে মানবসৃষ্ট নয়।
তাই, এই নিষ্টুর কৃত্রিম সভ্যতা,
আমায় আকৃষ্ট করে না ৷
তাই, যাবো আমি যাবোই,
যতটা দূর সম্ভব ।
হয়তো সেদিন হবে,
এ পৃথিবীতে আমার শেষ কিছু মুহূর্ত ।
ভালোবাসার ছন্দ
ব্যর্থ চাওয়া
জানি, হাজারো না পাওয়ার মাঝে,
তুমি হবে আমার আরেকটি ব্যর্থ চাওয়া।
তবুও, অবাধ্য মন করে তোমার স্মৃতিচারণ নিরন্তর ।
তবুও, বিরহের কান্না ভাসে দু’চোখের আঙিনায়,
ভালবাসা ফিরে আসে হৃদয়ের গহীনছায়ায়,
তবুও ব্যস্ত থাকার মিথ্যে অভিনয়ে,
অপেক্ষায় থাকি তোমার।
কখন আসবে তুমি
আমার ভাবনার জগৎ ছেড়ে বাস্তবতায়?
তবুও, প্রতিদিন নতুন করে ভালবাসি তোমায় ।
কারণ, তোমাকে শুধু পাবার জন্য নয়,
তোমাকে ভালবাসতে ভাললাগে
তাই, ভালবাসি ।
ভালোবাসার ছন্দ
ক্ষণিকের সান্তনা
তুমিহীন সবসুখ অর্থহীন মনে হয়।
তাইতো, দিগন্তবিহীন পথে,
দুরন্ত সময় বিলুপ্ত হয়ে যাচ্ছে।
তবুও, আমি নিথর হয়ে আছি,
তোমার মায়াজালে ।
যেখানে তোমার অদৃশ্য পদচারণা,
আমার দিয়ে যায় ক্ষণিকের সান্তনা,
তুমি কখনো আমার হবে।
ভালোবাসার ছন্দ
তোমার প্রতিচ্ছবি
ইচ্ছে করলেই
নির্জনে একাকী কাদঁতে পারি তোমার জন্য ।
ইচ্ছে করলেই
বিষন্ন মন নিয়ে একাকী ভাবতে পারি তোমায় ৷
ইচ্ছে করলেই
পারিতো সাজাতে এ হৃদয়ের প্রাঙ্গণে,
তোমার প্রতিচ্ছবি।
ইচ্ছে করলেই পারিনা
তোমাকে চাইতে তোমার কাছ থেকে ।
হয়তো, এ ব্যর্থতা
বাঁচিয়ে রাখবে তোমার স্মৃতি অনন্তকাল,
আমার অনুভবের অন্তহীন গভীরে ।
ভালোবাসার ছন্দ
ব্যক্তিত্ব থাকে না
আমি যখন হাঁটু গেড়ে বসতাম
তোমার সামনে ।
আর, তোমাকে চেয়ে কান্না করতাম তোমার কাছে,
তুমি বলতে আমায়,
কোন ব্যক্তিত্ব নেই আমার মাঝে ।
তাই, আজ বলতে চাই তোমায়,
সূর্য ছাড়া যেমন আকাশে আলো থাকেনা,
চাঁদ ছাড়া যেমন রাতের আঁধারে জোছনা থাকেনা,
বৃক্ষহীন পৃথিবীতে যেমন অক্সিজেন থাকেনা,
জলহীন নদীতে যেমন স্রোত থাকেনা,
মনহীন মানুষে যেমন মনুষত্ব থাকেনা,
হৃদয়হীন মানুষে যেমন ভালবাসা থাকে না,
তেমনি হয়তো, তুমি ছাড়া আমার মাঝে
ব্যক্তিত্ব থাকেনা ।
ভালোবাসার ছন্দ
তোমার স্পর্শ খুঁজে ফিরি
ব্যথিত মন নিয়ে,
একাকী কোন নির্জনে,
আমি এখনো প্রশ্ন করি তোমায় ৷
দূরে কতটা দূরে আছো তুমি?
তুমি এখনো কি কাউকে বলো?
আমি তোমার অভাব অনুভব করি।
যেমনটা বলতে আমায় ৷
হয়তো বলো, হয়তো না ।
তবে, আমি এখনো হাজারো সুখের বৃষ্টিতে,
বিষণ্ন মনে তোমার স্পর্শ খুঁজে ফিরি।
কারণ, তুমিহীন কোন সুখই,
আমার হৃদয়কে প্লাবিত করেনা।
ভালোবাসার ছন্দ
এক মুহূর্ত তোমায়
দিতে পারি,
মেঘহীন ঐ দূরের নীল আকাশ ।
দিতে পারি,
জোঁছনা ছোয়া রাত।
দিতে পারি,
শীতল স্পর্শ ধোয়া ভোর ।
দিতে পারি,
নির্জনে কোন আপনকে ভাবার সুখ ।
দিতে পারি,
মেঘাচ্ছন্ন বিকেলে কোন আপনজনের সঙ্গ ।
দিতে পারি,
কঠোর রোদে ছুঁয়ে যাওয়া শীতল হাওয়া ।
দিতে পারি,
ফেলে আসা অতীতের সুখময় স্মৃতি।
দিতে পারি,
তোমার সকল চাওয়া ৷
যদি তুমি আমায় দাও,
প্রতিদিন এক মুহূর্ত তোমায় ৷
আমার আকাশ ছেঁয়ে আছো শুধুই তুমি
ভালোবাসার ছন্দ
পুরনো স্মৃতির বৃষ্টিতে
তুমি ভালবাসা দাওনি,
তবুও বলবো, পেয়েছি ভালবাসা তোমার ৷
যদি বলো, কিভাবে?
তবে, বলবো তোমায় ৷
তোমাকে না পাবার বেদনাও,
আমার কাছে ভালবাসা মনে হয় ৷
তাইতো, তুমি চলে যাবার পরও,
প্রতিদিন তোমাকে না পাবার বেদনায়,
ব্যথিত হই ।
তোমায় ঘেরা পুরনো স্মৃতিগুলো,
আমার কাছে ভালবাসা মনে হয় ৷
তাইতো, প্রতিদিন প্রতিরাত,
আমি পুরনো স্মৃতির বৃষ্টিতে ভিজে,
ফিরে আসি বর্তমানে ৷
ভালোবাসার ছন্দ
সীমাহীন ভালবাসি
ভাল লাগেনা তোমায় ভালবাসা ।
ভাল লাগেনা তোমার কাছে আসা ।
ভাল লাগেনা তোমায় চাওয়া ।
ভাল লাগেনা তোমার কাছে যাওয়া,
যখন বোঝাতে পারিনা,
তোমায় আমি সীমাহীন ভালবাসি ।
ভাল লাগেনা, তোমার জন্য কবিতা লিখতে ।
ভাল লাগেনা, আমার ভাবনায় তোমায় দেখতে ।
ভাল লাগেনা, তোমার জন্য স্বপ্ন আঁকতে ।
ভাল লাগেনা, তোমায় ভেবে রাত্রি জাগতে ৷
যখন বোঝাতে পারিনা,
তোমায় আমি সীমাহীন ভালবাসি ৷
ভাল লাগেনা, তোমায় চেয়ে,
তোমার কাছে কাদতে ।
ভাল লাগেনা, তুমিহীন ব্যথিত মন নিয়ে,
অজানায় হাটতে।
ভাল লাগেনা, তোমার স্মৃতি আমায় করে পিছু,
ভাল লাগেনা, এ পৃথিবীর কিছু,
যখন বোঝাতে পারিনা তোমায় আমি,
সীমাহীন ভালবাসি ।
ভালোবাসার ছন্দ
জীবন পথের ব্যস্ততায়
জীবন পথে চলতে চলতে
ক্লান্ত তুমি যখন স্থির হয়ে বসবে,
তখনো, এ জীবন বলবে তোমায়,
এখনো যে অনেকটা পথ বাকী ।
তাই, তুমি আবারো ব্যস্ত হয়ে ওঠবে,
তোমার পথ অতিক্রম করতে।
যে পথের শেষে তুমি ভেবে রেখেছো
তোমার সাফল্য পাবে।
যে সাফল্য পেতে
তুমি ভুলে গেছ নিজেকে,
হারিয়ে ফেলেছো তোমার সুখের স্মৃতি।
আর, দূরে সরে গেছ স্বজনদের কাছ থেকে,
যারা তোমার অভাব অনুভব করে ।
তুমি কি মনে কর?
জীবন পথের ব্যস্ততায়,
নিজেকে ভুলে, সুখ স্মৃতি হারিয়ে,
স্বজনদের কাছ থেকে দূরে গিয়ে,
সাফল্য নামের যে সুখ আছে তা পাওয়া যায়?
না কখনোই না ।
পূর্ণ সাফল্যের সুখ সেখানেই-
যেখানে নিজেকে উপলব্ধি করার সুখ পাওয়া যায়,
যেখানে সুখ স্মৃতি কখনো হারায় না,
যেখানে স্বজনদের কাছে পাবার সুখ,
নিজ আত্মা দিয়ে স্পর্শ করা যায়।
আর নয়তো, সাফল্যের পরিতৃপ্তি মেলে না।
জীবন পথের ব্যস্ততা শেষে,
মেলে শুধুই হতাশা আর অস্থিরতা।
ভালোবাসার ছন্দ
তুমিহীন ব্যথা
দিনের আলো অনেক নিষ্ঠুর
আমাকে একটুও কাঁদতে দেয় না,
তোমাকে না পাবার ব্যথায় ।
তাইতো, রাতের গভীরতা
আমি এতটা ভালবাসি ।
প্রতিটি রাতের আঁধার আমাকে মুক্তি দেয়,
সারা দিনের তুমিহীন ব্যথা থেকে ।
আর, আমায় দেয় খানেকটা সামর্থ্য,
সুখী হবার ৷
যে খানেকটা সুখ নিয়ে
আমি সারাদিন অপেক্ষায় থাকি,
রাতের গভীরতায় তোমায় ভেবে কান্না করার জন্য,
যা প্রতিদিন বাঁচিয়ে রাখে আমায়।
ভালোবাসার ছন্দ
আমার এককীত্বে
আমি ভালবাসি তোমায় এখনো,
তুমি বিশ্বাস করোনা তা কখনো ৷
আমি তোমায় চাই এখনো,
তুমি দাওনা আমায় কিছু সময় তোমার কখনো ।
আমার একাকীত্বে, আমি কান্না করি এখনো,
তুমি শুনতে পাওনা তা কখনো
আমি তোমার অপেক্ষায় থাকি এখনো,
তুমি বোঝনা তা কখনো ।
আমি এখনো আমার কবিতায় তোমায় লিখি,
তুমি পড়ে দেখনা তা কখনো ৷
আমার স্মৃতিতে তুমি, শুধুই তুমি,
বিচরণ করো এখনো ৷
এ মনের পথে, তুমি এসে দেখনা তা কখনো ৷
তোমায় না পাওয়ার বেদনা,
আমায় নিয়ে যায় অনেক দূরে এখনো,
সে বেদনা তুমি অনুভব করো না কখনো।
ভালোবাসার ছন্দ
নির্ঘুম স্বার্থপর রাত্রিতে
তোমাকে জানার পূর্বেই
আমার অদৃষ্ট জেনেছে,
এ অদৃষ্টের বাহিরে তুমি ।
তবুও, প্রতিদিন তোমায় দেখতে পাওয়া
যেন, তোমাকে না পাবার সান্তনা মনে হতো ৷
কিন্তু আজ, কোথায় তুমি, কত দূরে, জানিনা ৷
আর এ অজ্ঞতা ও দু’চোখের তৃষ্ণা,
জাগ্রত রাখে আমায়,
কোনো নীল নীরব বেদনায় ৷
জাগ্রত রাখে আমায়,
কোন নির্ঘুম স্বার্থপর রাত্রিতে।
জাগ্রত রাখে আমায়,
অশ্রু শূন্য কান্নায়।
জাগ্রত রাখে আমায়,
আরো কিছু মুহূর্তে ।
যে মুহূর্তগুলো আমায়
অনুপ্রেরণা দেয়,
মৃত্যু পথযাত্রী হবার।
ভালোবাসার ছন্দ
যদি জানতে চাও
যদি জানতে চাও,
তুমিহীন দীর্ঘ সময়,
আমি কেমন ছিলাম?
তবে, জোঁছনাহীন চাঁদের গাঁয়ে, তাকিয়ে দেখো,
জানতে পারবে।
যদি জানতে চাও,
তোমায় দেখার জন্য কতটা তৃষ্ণার্ত হয়েছিল, আমার দু’চোখ?
তবে, গ্রীষ্মের কঠোর রোদে
কোন দুর্গম পাহাড়ী পথ,
পাড়ি দিয়ে দেখো,
জানতে পারবে।
যদি জানতে চাও,
তোমার অভাব কতটা অনুভব করেছি?
তবে, কোন আপনজনের সঙ্গ,
না পেয়ে দেখো, জানতে পারবে।
ভালোবাসার ছন্দ
দু’চোখের জল
জানলে না, তুমি
ভালবাসে তোমায় কেউ ৷
জানলে না, তুমি
কারো মন তোমায় ভাবে,
তোমার থেকে দূরে থেকেও।
জানলে না, তুমি
তোমাকে ভালবাসি বলতে না পারার বেদনায়,
কারো হৃদয় মেঘাচ্ছন্ন হয়ে থাকে ৷
জানলে না, তুমি
কারো দু’চোখের জল,
শুধু তোমারী ছবি আঁকে ।
ভালোবাসার ছন্দ
ভালবাসি তোমায় অদ্ভুতরকম
রাতের আঁধার যতটা অপেক্ষা করে
ভোরের আলোয় নিজেকে বিলীন করে দেয়ার জন্য,
তার চেয়েও বেশি অপেক্ষা করেছি,
তোমার ঐ আবেগধোয়া কন্ঠ শোনার জন্য ৷
তবুও, তুমি জানতে চাওনি,
কতটা রাত জেগেছি আমি অকারণ?
কতটা অসহায় হয়ে কেঁদেছি আমি,
আমার একাকীত্বে?
এ মনের অজানায় কতবার বলেছি নীরব কণ্ঠে,
ভালবাসি তোমায় অদ্ভুতরকম ।
ভালোবাসার ছন্দ
একাকীত্বের ছায়ায়
সারাক্ষণ কাঁদে মন তোমায় চেয়ে।
তবুও, বলবো না ভালবাসি ।
তোমায় না পাওয়ার হতাশায়,
আমি হারিয়ে যাচ্ছি,
একাকীত্বের ছায়ায় ।
তবুও, বলবো না ভালবাসি ।
তোমার অপেক্ষায়
আমার সুখগুলো বিলীন হয়ে যায়।
তবুও, বলবো না ভালবাসি ।
যদি না তুমি জানতে চাও,
কতটা ভালবাসি?
ভালোবাসার ছন্দ
কখনো আমায় ভালবাসবে
হয়তো, কখনো করো মনে,
তোমার হৃদয়ের এক কোণে,
আমিই ছিলাম।
হয়তো, কখনো কষ্টে কাঁদো,
আমায় দেয়া কষ্টগুলো
যখন স্মৃতির জানালায়,
উঁকি দিয়ে দেখ ।
হয়তো, কথা দাওনি ফিরে আসবে,
তবুও, জানি তোমার হৃদয়
কখনো আমায় ভালবাসবে।
ভালোবাসার ছন্দ
সুখ খুঁজে পাই
যতটা ভালবাসা চাও তুমি
তারচেয়ে অনেক বেশি ভালবাসা,
দিতে ইচ্ছে হয় তোমায় ৷
যতটা কাছে আসতে চাও তুমি
তারচেয়ে অনেক বেশি কাছে,
যেতে চাই তোমার ।
যতটা কষ্ট দাও তুমি
তারচেয়ে অনেক বেশি কষ্ট,
পেতে ইচ্ছে হয় আমার ৷
হয়তো, এর মাঝেই আমার সুখ খুঁজে পাই ।
ভালোবাসার ছন্দ
কাঁদে শূন্যতায়
তুমি ভালবাস না তাই
তোমার স্মৃতিও এখন আর,
সঙ্গ দেয় না আমায় ৷
তুমি পাশে থাকো না তাই
আমার সময় স্থির হয়ে যায়,
না পাওয়ার বেদনায় ৷
তুমি শোননা এ হৃদয়ের স্তব্ধ আর্তনাদ,
তোমায় চায় ।
তাই, সব পেয়েও এমন আমার,
কাঁদে শূন্যতায়।
ভালোবাসার ছন্দ
স্তব্ধ অনুভব
যতটা দিন হয় যে বিলীন
তুমি ততটাই দূরে যাও ।
সেই ব্যথায় ব্যথিত ভাষাহীন স্তব্ধ অনুভব,
আমার চেতনায় জেঁগে রয়,
সারা বেলার সবটুকু সময় ৷
তাই, ভাললাগার সবকিছুই দুঃবিসহ মনে হয়,
যখন আমার তুমি সঙ্গ দাও,
অনেক অনেক বহুদুরে।
ভালোবাসার ছন্দ
আকাঙ্খিত ভালবাসা
সীমাহীন সুখ, কখনো যদি আসে
আমার ঠিকানায়,
বিশ্বাস করো চাইবো না তার কিছুই,
যদি না তুমি আমার হও ।
কখনো যদি আমি
সুখ সাগরে প্লাবিত হই,
জেনে নিও বন্ধু, তখনো আমি
শূন্যতা অনুভব করবো,
যদি না, তুমি আমার হও
যখন তোমার সঙ্গ
তোমার কাছে চেয়ে পাবো না,
তখনো জাগ্রত কণ্ঠে,
বলে যাব অবিরত,
তুমি ছিলে, তুমিই থাকবে
আমার আকাঙ্খিত ভালবাসা হয়ে ।
কতটা ভালবাসা সুপ্ত আছে
যদি কখনো সুযোগ হয়
তবে জিজ্ঞেস করবো তোমায়
তুমি বোঝতো?
আমি তোমায় কতটা ভালবাসি?
যদি উত্তরটি কোন অজানা মেঘের আড়ালে
ঢেঁকে থাকে তোমার হৃদয় কোণে,
তবে, কোন এক মেঘলা ব্যস্ত দুপুরে এসো ।
আমি বলবো তোমায়,
তোমার অভাবে হাজারো রাত্রি জেঁগে
কান্না করার মাঝে
কতটা ভালবাসা সুপ্ত আছে ৷
আমি বলবো তোমায়,
তোমার পাশে দাঁড়িয়ে,
তোমাকে ভালবাসি জানানোর বৃথা চেষ্টায়
ব্যস্ত থাকার মাঝে,
কতটা ভালবাসা সুপ্ত আছে ৷
আমি বলবো তোমায়,
তোমাকে তোমার কাছে থেকে
চাইতে না পারার ব্যথায়,
কতটা ভালবাসা সুপ্ত আছে ৷
কখনো এসো, আমি বলবো তোমায়,
এমনো অনেক কথা ।
যেগুলো আমায় মুক্তি দেয় না
তুমিহীন ব্যথা থেকে ।
ভালোবাসার ছন্দ
ভাষাহীন বেদনা
তোমার মন আকাশে
যখন, বেদনাচ্ছন্ন কালো মেঘ দেখতে পাই
তখন মনে হয়,
আমি হারিয়েছি আমার সুখটুকু ।
তুমি যখন নীরবে তোমার কষ্টগুলো লুকাতে চাও
তখন মনে হয়,
এখনো কেন পারিনি তোমার আপন হতে?
যখন তোমার হৃদয়ের ভাষাহীন বেদনা
জল হয়ে ভেসে আসে,
তোমার দু’চোখের কোণে,
তখন মনে হয়
আমার সবটুকু চেষ্টা দিয়ে
যদি দেয়া যেত,
তোমার বেদনাসিক্ত হৃদয়ে
খানেকটা সুখ,
বিশ্বাস করো আমি ব্যর্থ হতাম না ।
ভালোবাসার ছন্দ
তৃষ্ণার্ত কণ্ঠস্বর
আমি মাঝিহীন পালতোলা নৌকার মত ।
আর, তোমার স্মৃতি হচ্ছে,
আমার চারপাশে প্রবাহমান সমীরণ ।
যা আমাকে বয়ে নিয়ে যাচ্ছে,
তোমার মনের ঠিকানায়
আমি আঁকাশের দুঃখ মেঘের মত।
শুধুই ভেঁসে চলছি,
বৃষ্টি হয়ে তোমায় ছুবো বলে ।
আমি কোন নির্ঘুম চোখের মত ।
শুধু তোমায় এঁকে যাচ্ছি,
আমার ভাবনায় ৷
আমি কোন তৃষ্ণার্ত কণ্ঠস্বর ।
যা তোমায় ডেকে ডেকে,
বাকহীন হয়েছে।
আমি কোন পথের ধারে,
দাঁড়িয়ে থাকা বৃক্ষের মত,
অপেক্ষা নামের পথের ধারে,
দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়,
যুগ যুগ ধরে।
ভালোবাসার ছন্দ
মেঘাচ্ছন্ন কষ্টগুলো
যদি ভেবে থাকো,
তোমার দুঃখ আমায় ব্যথিত করে না।
তবে জানাতে চাই তোমায়,
তোমার হাস্যোজ্জল দু’চোখে
আমার সুখ খুঁজে বেড়াই,
তোমার কষ্টগুলো আমায় ছুঁয়ে যায়।
তাই, তীব্র কষ্টের তীক্ততায়,
যখন তোমার দু’চোখের জল
বিলুপ্ত হবে প্রায়,
বন্ধু, তোমার মেঘাচ্ছন্ন কষ্টগুলো পাঠিয়ে দিও,
আমার ঠিকানায় ।
নীল আকাশের মত উদার হয়ে,
আমি আপন করবো তা নির্দ্বিধায় ৷
আর, তোমাকে পাঠাবো,
কোন বৃষ্টিস্নাত রাতের
বেহেলার সুর ।
অথবা, কোন পাহাড়ী ঝর্ণার পাশে জেগে ওঠা
রংধনুর মেলা।
নয়তো পাঠাবো, কোন নিভৃত রাতের
মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা,
যা তোমায় স্বস্তি দেবে।
ভালোবাসার ছন্দ
তবুও ভালবাসবো তোমায়
তোমার সকল ভাললাগায়
না হয়,
তোমার ঘৃণায় আমায় রেখো ।
তবুও, ভালবাসবো তোমায় ৷
তোমার সঙ্গ না হয়, তোমার অভাব দিও।
তবুও, ভালবাসবো তোমায় ৷
তুমি আমায় স্থিরতা, না হয়, অস্থিরতাই দিও।
তবুও, ভালবাসবো তোমায় ।
তুমি আমায় চাও, না হয় দুঃখ দাও ৷
তবুও, ভালবাসবো তোমায় ৷
ভালোবাসার ছন্দ
দুঃখহীন ভাগ্য
মেঘহীন ঐ নীল আকাশটা
যদি আমার হতো,
আমি তোমায় দিতাম ৷
চাঁদের জোছনা ছোয়া রাত,
যদি আমার হতো
আমি তোমায় দিতাম ৷
কুয়াশাচ্ছন্ন ভোর
যদি আমার হতো,
আমি তোমায় দিতাম ৷
কান্নাহীন দু’চোখ,
যদি আমার হতো,
আমি তোমায় দিতাম ।
আফসোস, তার কিছুই আমার নয়
শুধু আমি ছাড়া ।
ভালোবাসার ছন্দ
কান্নার রং দিয়ে
তুমি ভালবাসনা বলে,
তোমার স্মৃতি নিয়ে চলে যাব একা ।
যেখানে সুখ কখনো দেবে না দেখা ৷
তুমি ভালবাস না বলে,
অস্তিত্ববিহীন বেঁচে থাকবো ।
আর কান্নার রং দিয়ে,
তোমার ছবি আমি আঁকবো ৷
তুমি ভালবাস না বলে
প্রতিদিন, প্রতিমুহূর্তে আমার আত্মা,
স্পর্শহীনভাবে তোমায় ছুঁয়ে যাবে।
তুমি ভালবাস না বলে,
প্রতিদিন তোমার স্মৃতি
ভিজবে আমার চোখের জলে।
ভালোবাসার ছন্দ
ব্যর্থ চাওয়া
রাতের স্তব্ধতায়,
এ হৃদয়ের শূন্যতা,
আমার একাকীত্বকে
মনে করিয়ে দেয় অসংখ্যবার,
তুমি আমার ব্যর্থ চাওয়া ।
আমার স্মৃতিতে উকি দেয়,
তোমার হাস্যোজ্জল দু’চোখের পবিত্রতা।
আর, আমার ঘুমহীন দু’চোখে
তোমাকে দেখার তৃষ্ণা বাড়িয়ে দিয়ে যায়।
ভালোবাসার ছন্দ
তোমার আকৃষ্টতায়
স্বপ্ন দেখবো না
স্বপ্ন ভেঙ্গে যায়।
পুরনো স্মৃতি রাখবো না,
তা শুধুই কাঁদায় ।
ভালবাসবো না,
ভালবাসা ব্যর্থ আশা জাগায় ।
তোমাকে পাবার ।
জানি, তবুও অবুঝ মন,
স্বপ্ন দেখবে তোমার ।
তবুও, স্মৃতি আমায় জড়িয়ে রাখবে
তোমার আকৃষ্টতায় ।
তবুও, ভালবাসা ঘিরে রাখবে আমায় প্রতিক্ষণ
তোমাকে পাবার প্রয়োজনে ।
ভালোবাসার ছন্দ
তোমার গন্তব্যে
তুমি যখন ব্যস্ত থাকো
তোমার পৃথিবীতে,
এই আমি তখন হারাই,
আমার চেনা পৃথিবী থেকে
তোমার খেয়ালে ।
তুমি প্রতিদিন আমার পৃথিবীতে এসে
যখন ফিরে যাও তোমার গন্তব্যে,
তোমাকে বোঝাতে পারবো না,
কতটা শূন্যতা এ হৃদয়ে অনুভব করি।
আমিহীন সুখগুলো
যখন তোমার চারপাশে বিস্তৃত থাকে,
তোমার সুখগুলো ছুয়ে দেখার
আমার ইচ্ছে জাগে ।
ভালোবাসার ছন্দ
ভালবাসা?
ভালবাসা মানে
তোমার কাছ থেকে কষ্ট পাওয়া ।
ভালবাসা মানে
ব্যস্ততা ছেড়ে অনেক দূরে,
তোমায় নিয়ে হারিয়ে যাওয়া।
ভালবাসা মানে
তোমার জন্য নীরবে কান্না করা ৷
ভালবাসা মানে
তোমার সঙ্গ পাওয়া কোন রাত্রিতে, জোছনা ঝড়া ৷
ভালবাসা মানে
তোমায় চেয়ে, তোমার কাছে আর্তনাদ করা ।
ভালবাসা মানে
অস্থির হওয়া, তোমায় ছাড়া ।
ভালবাসা মানে
আমার সব কবিতায়, তোমায় বলা ।
ভালবাসা মানে
মেঘলা আকাশের নিচে, একসাথে পথ চলা ।
ভালবাসা মানে
তোমায় কাছে চাওয়া ।
ভালবাসা মানে
মন আকাশে হঠাৎ, দুঃখ ছায়া ।
ভালবাসা মানে
সারাক্ষণ তোমায় দেখা ।
ভালবাসা মানে
তোমায় ব্যর্থ চিঠি লেখা ।
ভালবাসা মানে
তোমার ঘৃণা, আমার জন্য ।
ভালবাসা মানে
এ হৃদয়ে তোমার স্থান,
থাকবে অক্ষুণ্ণ ।
ভালোবাসার ছন্দ
মেঘের ঠিকানা
ঐ চাঁদ জেগে থাকে,
রাতের আকাশের শূন্যতা ভরাট করার জন্য।
ঐ আকাশ জেগে থাকে,
মেঘের ঠিকানা হয়ে ।
আর আমি জেগে থাকি বন্ধু,
রাতের নীরবতায়
তোমার ভাবনায় বিলীন হওয়ার জন্য।
বাতাস প্রবাহিত হয়,
প্রকৃতিতে হারিয়ে যাওয়ার জন্য।
প্রকৃতি সেজে রয়,
পৃথিবীকে মুগ্ধ সৌন্দর্য দেয়ার জন্য ।
আর, আমার সময় প্রবাহিত হয়,
তোমায় অপলক দেখার প্রত্যাশায় ৷
আমার স্বপ্ন সেজে রয়,
তোমায় দেয়ার জন্য,
একটু তৃপ্ত সুখের স্পর্শ।
ভালোবাসার ছন্দ
অসমাপ্ত ভালবাসা
তোমার স্মৃতির মাঝেই,
আমার শেষ ঠিকানা গড়বো ।
তাইতো, অপ্রকাশিত বিষণ্নতার বিষক্রিয়ায়
আমার শেষ নিঃশ্বাস,
তোমাকে উৎস্বর্গ করলাম ।
তবে আমার অতৃপ্ত আত্মা
জানাবে তোমায় প্রতিদিন,
তুমি আমার অসমাপ্ত ভালবাসা ।
ভালোবাসার ছন্দ
আমার আকাশ ছেয়ে আছো শুধুই তুমি
তুমি আমি একই পৃথিবীতে বেঁচে আছি,
একই শহরে, শুধু পার্থক্য এই যে,
তোমার ব্যস্ততা শুধু তোমায় নিয়ে,
আর আমার ব্যস্ততা তুমি ছাড়া, অন্য কিছু না ।
তুমি আমি একই পৃথিবীতে বেঁচে আছি,
একই আকাশের নিচে
শুধু পার্থক্য এই যে,
তোমার আকাশে নীল মেঘ ছেয়ে আছে,
আর, আমার আকাশ ছেয়ে আছো শুধুই তুমি ।
তুমি আমি একই পৃথিবীতে বেঁচে আছি,
একই বাতাস, একই বৃষ্টি, একই রোদ্র স্পর্শে।
শুধু পার্থক্য এই যে,
আমি তোমার থেকে অনেক দূরে,
আর তুমি প্রতি মুহূর্ত আমার কাছে, অনেক কাছে,
একেবারে হৃদয়ের সুড়ঙ্গ দিয়ে আবেগে জেগে আছো ৷
তুমি আমি একই পৃথিবীতে বেঁচে আছি,
একই স্রষ্ঠার আশ্রয়ে ।
শুধু পার্থক্য এই যে,
তোমার প্রার্থনায় আমি ছাড়া সবই আছে,
আর আমার প্রার্থনায় তুমি ছাড়া কিছুই নেই, কিছুই না।
তোমার আমার এই পার্থক্যগুলো,
কখনো কখনো এতটাই অস্থির করে তোলে,
ইচ্ছে হয় এ দেহ ছেড়ে
আত্মা হয়ে কাছে এসে অদৃশ্য ভালবাসি তোমায় ।
ইচ্ছে হয় কোন এক বিনিদ্র রজনী
জোর করে ভালবাসি তোমায় ।
যেন তোমার দেয়া ঘৃণায়
ভুলে যেতে পারি তোমায় সহজে।
ভালোবাসার ছন্দ
অপেক্ষায় রইলাম
অতীতের কোন সুখের স্মৃতি নিয়ে
থমকে আছো তুমি,
ভাষাহীন বেদনায় ।
তবুও, দেখনা অফুরন্ত সুখ নিয়ে
অপেক্ষা করছে কেউ,
তোমার ঠিকানায় ।
কোন অবুঝকে স্তব্ধ স্বরে, ডেকে
সাড়া না পাওয়ার হতাশায়
তৃষ্ণার্ত হয়েছো তুমি ।
তবুও, সাড়া দাও না কোন হৃদয়ের,
অকৃত্রিম ভালবাসার আহ্বানে ।
তবুও, বলবো অপেক্ষায় রইলাম ।
ভালবাসি তোমায় অদ্ভুতরকম
এতটা জানো
তবুও কি বলতে হবে তোমায়?
ভালবাসি তো ।
তাই, আমার প্রশ্ন বলছি শোন ।
আমি তোমার মাঝে,
অকৃত্রিম সুখের নীল আকাশ দেখতে পাই ।
যে আকাশের বিশালতায়
আমি এঁকে যাই আমার স্বপ্ন ।
তবুও কি প্রকাশ করা প্রয়োজন?
ভালবাসি তোমায় অদ্ভুতরকম।
তুমি জেনেছো,
আমার পৃথিবীর, একমাত্র মানবী তুমি ।
যার, আবেগ ধোয়া কণ্ঠ শোনার জন্য,
আমি অপেক্ষায় থাকি ।
তবুও কি প্রকাশ করা প্রয়োজন?
ব্যক্তহীন ভালবাসি তোমায় ।
তুমি জেনেছো, তুমিহীন মুহূর্তগুলোতে,
কতটা, তোমার অভাব অনুভব করি ।
তবুও কি প্রকাশ করা প্রয়োজন?
তৃষ্ণার্ত ভালবাসি তোমায় ।
তুমি জেনেছো, নিজেকে স্বার্থহীন বিলীন
করে দিতে পারি, যদি তুমি চাও ।
তবুও কি প্রকাশ করা প্রয়োজন?
প্রাপ্তিহীন ভালবাসি তোমায় ।
অবেলায় বৃষ্টি
কথা দিচ্ছি, পৌঁছে যাব
যদি কখনো, মুগ্ধ হয়ে নীল আকাশ দেখ ।
আমি পৌঁছে যাব তোমার স্বরণে,
তোমার হাজারো বারণ তুচ্ছ করে ।
কখনো যদি, অবেলায় বৃষ্টি দেখে
মন ভালো হয়ে যায় তোমার,
কথা দিচ্ছি, আমি আসবো তোমার স্বরণে।
আমি আসবোই তোমার স্বরণে,
কখনো কাঁদাতে তোমায়, কখনো রাগাতে,
কখনো আবার, ক্লান্ত রাত, অযথা জাগাতে।
কথা দিচ্ছি, পৌঁছে যাব,
তোমার, ভাল না ভাললাগা সবগুলো মুহূর্তে।
যতটাই চেষ্টা কর না, কেন,
ব্যস্ততায়, বিরক্তিকর আমাকে ভুলে থাকতে,
কথা দিচ্ছি, পৌছে যাব-
আমি তোমার স্বরণে।
অন্তত একবার
যদি জানতাম
তোমায় না পেলে,
জীবনের প্রত্যেকটি রাত,
তোমায় ভেবে, জেগে থাকতে হবে।
তবে, অন্তত একবার,
তোমায় পাবার চেষ্টা করতাম ৷
যদি জানতাম,
তোমায় না পেলে,
সকল পাওয়া, তুচ্ছ মনে হবে।
তবে, অন্তত একবার,
তোমায় জানাতাম,
ভালবাসি তোমায় ।
যদি জানতাম
তোমাকে হারালে,
আমার বেঁচে থাকাটা,
যন্ত্রণা মনে হবে।
তবে, অন্তত একবার,
তোমায় জানাতাম,
ভালবাসি তোমায় ।
কখনো দেখবে তুমি
রাতের আকাশের চাঁদটাকে,
এখন, আর দেখা হয় না ।
এখন আর, ছুঁয়ে যাওয়া বাতাসে,
তোমায় অনুভব করা হয় না।
এখন আর, অধিকার নিয়ে,
তোমায় বোঝানো হয় না,
ভালবাসি তোমায়, সবচেয়ে বেশি।
তবুও, রাত জেগে ভাবনার মাঝে,
আমার অনুভবগুলো জ্বালিয়ে
আলোকিত করি, তোমার স্মৃতি ৷
হয়তো, সে আলোয়,
কখনো দেখবে তুমি,
ভালবাসি তোমায় সবচেয়ে বেশি।
অধিকার চাই
আমি স্বার্থহীন ভালবাসতে, জানিনা ।
তাইতো, এ মন অক্লান্ত চেয়ে যায়,
তোমার কাছে, তোমার কষ্টগুলো।
আমি স্বার্থহীন ভালবাসতে, জানিনা ।
তাইতো, আমার দু’চোখে
নির্ঘুম রাত কাটে,
তোমার দু’চোখে, কষ্টের স্রোত নয়,
অন্তহীন সুখের নীল আকাশ,
দেখতে চেয়ে।
আমি স্বার্থহীন ভালবাসতে, জানিনা ।
তাইতো, অধিকার চাই,
তোমার অসম্পূর্ণ স্বপ্নে,
পূর্ণতার বর্ণীল স্পর্শ দেয়ার ।
অপেক্ষায়
আমার এ মন, তোমার কণ্ঠে,
তোমার স্পর্শ পায় ৷
তুমিহীন মুহূর্তগুলো
তোমার অজানায় আমায় কাদায় ।
বোঝাতে পারিনা আমার একাকীত্ব,
কতটা তোমার অপেক্ষায় আছে ৷
বলতে পারি না, কতটা তোমায় ভালবাসি?
দেখাতে পারি না,
তুমিহীন এই আমি
কেমন আছি?