মেধা বিকাশে সাইন্স কুইজ প্রশ্ন ও উত্তর প্রতিযোগিতামূলক কুইজ নিয়ে এলো আমাদের এই পোস্ট
সাধারণ বিজ্ঞান শ্বাস-প্রশ্বাস
প্রশ্ন : ১। শ্বাস ক্রিয়া প্রধানত কোথায় হয়ে থাকে?
উত্তর : সকল জীবন্ত কোষের মধ্যে ।
প্রশ্ন : ২। কোষের কোথায় অবাত (অক্সিজেন ব্যতিত) শ্বাস ক্রিয়া হয়ে থাকে?
উত্তর : কোষের সাইটোপ্লাজম-এ ।
প্রশ্ন : ৩। ক্র্যাবস চক্র কোথায় পরিচালিত হয়ে থাকে?
উত্তর : মাইটোকন্ড্রিয়াতে ।
প্রশ্ন : ৪। ‘গ্লাইকোসিস বা গ্লুকোজ ভেঙে শক্তি আরহণের প্রথম ধাপ’ কোথায় সংঘটিত হয়ে থাকে ?
উত্তর : সাইটোপ্লাজম-এ ।
প্রশ্ন : ৫। এরোবিক শ্বাস-প্রশ্বাস-এর প্রধান ধাপগুলো কি?
উত্তর : (ক) গ্লাইকোসিস এবং (খ) ক্র্যাবস চক্র।
প্রশ্ন : ৬। কোনটি শ্বাস-প্রশ্বাসের প্রধান স্তর হিসাবে পরিচিত?
উত্তর : গ্লুকোজ (গ্লাইকোসিস)।
প্রশ্ন : ৭। ‘ইএমপি পথ’-এর পূর্ণরুপ কি?
উত্তর : এমবডেন মেয়ারহফ পারনাস পথ ৷
প্রশ্ন : ৮। কোন প্রতিক্রিয়া পথ ‘ইএমপি পথ’ (EMP) নামে পরিচিত?
উত্তর : গ্লাইকোসিস।
প্রশ্ন : ৯। কোন প্রতিক্রিয়া চক্র ‘টিসিএ’ (TCA) চক্র হিসাবে পরিচিত?
উত্তর : ক্র্যাবস চক্র।
প্রশ্ন : ১০। ‘টিসিএ’ (TCA) চক্রের পূর্ণরুপ কি?
উত্তর : ট্রাই-কার্বোক্সিলিক অ্যাসিড চক্র।
প্রশ্ন : ১১। ক্র্যাবস চক্রের অন্য নাম কি?
উত্তর : টিসিএ চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র।
প্রশ্ন : ১২। শ্বসন বা শ্বাস ক্রিয়া কোন ধরনের বিপাক ক্রিয়া?
উত্তর : তন্তুক্ষয় বা অপচিতি
প্রশ্ন : ১৩। বায়ুজীবী শ্বসনের রাসায়নিক সমীকরণ হচ্ছে-
উত্তর : C6H12O6 + 602 —> 6CO2 + 12H2O + 686 কিলোক্যালরি / অণু ।
প্রশ্ন : ১৪ । ১ মোলের গ্লুকোজকে সম্পূর্ণ অক্সিডেশনের ফলে কতটুকু শক্তি উৎপাদিত হয়?
উত্তর : ৬৮৬ কিলোক্যালরি।
প্রশ্ন : ১৫। কোষের শক্তির উৎস বলা হয় কোনটি কে?
উত্তর : মাইটোকন্ড্রিয়া ।
প্রশ্ন : ১৬। গ্লাইকোলাইসিসের পরে মোট কতগুলো এটিপি (এডিনসিন ট্রাইফসফেট) উৎপন্ন হয়?
উত্তর : ২টি এটিপি (ATP) অণু ।
প্রশ্ন : ১৭। ১ অণুর গ্লুকোজকে সম্পূর্ণ অক্সিডেশনের পরে মোট কতগুলো এটিপি (ATP) অণু উৎপন্ন হয়?
উত্তর : ৩৮টি এটিপি (ATP) অণু ।
প্রশ্ন : ১৮। কোন কোষের সমস্ত মাইটোকন্ড্রিয়া ধ্বংস হয়ে গেলে কোন শারীরিক ক্রিয়া ব্যাহত হবে?
উত্তর : বায়ুজীবী শ্বসন ।
প্রশ্ন : ১৯। আমাদের শরীরে কোন অংশ ল্যাকটিক অ্যাসিড অবাত অবস্থায় সংশ্লেষিত হয়?
উত্তর : পেশি কলা বা টিস্যু ।
প্রশ্ন : ২০। এরোবিক বা বায়ুজীবী শ্বসন কোথায় হয়ে থাকে?
উত্তর : জীবিত কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে ।
প্রশ্ন : ২১। অবাত বায়ুমণ্ডলে শ্বাস নিতে পারে কোন প্রাণিটি?
উত্তর : গোল্ডকীট (Ascaris) বা টেপকীট (Taenia)।
প্রশ্ন : ২২। ব্যাঙের ব্যাঙাচি শূককীটের শ্বাস যন্ত্রটি হলো –
উত্তর : তিন জোড়া বহিরাগত ফুলকা ।
প্রশ্ন : ২৩। কেঁচো কিসের সাহায্যে শ্বাস ক্রিয়া চালায়?
উত্তর : চামড়ার ।
প্রশ্ন : ২৪। তিমি মাছের শ্বাস ক্রিয়ার অঙ্গ কোনটি?
উত্তর : ফুসফুস।
প্রশ্ন : ২৫। কুমিরের শ্বাস ক্রিয়ার অঙ্গ কোনটি?
উত্তর : ফুসফুস।
প্রশ্ন : ২৬। তেলাপোকার শ্বাস ক্রিয়ার অঙ্গ কোনটি?
উত্তর : স্প্যাইরাকলস এবং ট্রাসিয়াল নেটওয়ার্ক।
প্রশ্ন : ২৭। কোন প্রাণির আনুষঙ্গিক শ্বাস ক্রিয়ার অঙ্গ রয়েছে ।
উত্তর : কই মাছ (আনাবাস / Anabas)
প্রশ্ন : ২৮। চিংড়ি শ্বাস-প্রশ্বাস নেয় কিসের সাহায্যে?
উত্তর : ফুলকা ।
প্রশ্ন : ২৯। কোন প্রাণির ফুসফুসের পাশে বায়ুথলি রয়েছে?
উত্তর : পাখি ।
প্রশ্ন : ৩০। মানুষের একটি শ্বাস ক্রিয়া রঞ্জকের নাম বল-
উত্তর : হিমোগ্লোবিন ।
প্রশ্ন : ৩১। হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন বহন করে?
উত্তর : অক্সিহিমোগ্লোবিন নামে একটি যৌগরূপে।
প্রশ্ন : ৩২। হিমোগ্লোবিন কার্বন-ডাইঅক্সাইড বহন করে?
উত্তর : কার্বামিন-ওহেমোগ্লোবিন নামে একটি যৌগরূপে ।
প্রশ্ন : ৩৩। দুটি শ্বাস ক্রিয়া পেশির নাম হচ্ছে—
উত্তর : পাঁজরের মধ্যবর্তী এবং মধ্যচ্ছদা মাংস পেশি ।
প্রশ্ন : ৩৪। চিংড়ির শ্বাস-প্রশ্বাসের রঞ্জক হচ্ছে-
উত্তর : হিমোচায়ানিন ।
প্রশ্ন : ৩৫। একটি উদ্ভিদের নাম বল যেটিতে নিউমেটাফরাস পাওয়া যায়-
উত্তর : সুন্দরি (সুন্দর বনে পাওয়া একটি লোনা পানির গাছ)।
প্রশ্ন : ৩৬। কোন ছত্রাক মদ্যপ (Alcoholic) উৎসেচন প্রক্রিয়ায় সাহায্য করে?
উত্তর : খামির (Saccharomyces)।
প্রশ্ন : ৩৭। উঁচু উদ্ভিদের কোন অংশে শুধুমাত্র অবাত শ্বসন হয়ে থাকে?
উত্তর : বীজ
প্রশ্ন : ৩৮। একটি উদ্ভিদের নাম বল যেটি অবাত শ্বসন সঞ্চালন করতে পারে।
উত্তর : খামির (Saccharomyces)।
সাধারণ বিজ্ঞান কোষ এবং কোষ বিভাজন
প্রশ্ন : ১। নিউক্লিওইড কোথায় পাওয়া যায়?
উত্তর : আদিকোষের মধ্যে ।
প্রশ্ন : ২। প্লাস্টিড কোথায় পাওয়া যায়?
উত্তর : ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ।
প্রশ্ন : ৩। মাইটোকন্ড্রিয়া কোথায় পাওয়া যায়?
উত্তর : সকল জীবিত কোষের সাইটোপ্লাজমের মধ্যে।
প্রশ্ন : ৪। রাইবোসোম কোথায় পাওয়া যায়?
উত্তর : নিউক্লিয়ার ঝিল্লি, ইউক্যারিওটিক কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং প্রোকারিওটিক কোষের সাইটোপ্লাজমে ।
প্রশ্ন : ৫। লাইসোসোম কোথায় পাওয়া যায়?
উত্তর : পশুর ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে ।
প্রশ্ন : ৬। জিন কোষের কোথায় অবস্থিত?
উত্তর : জিন ক্রোমোসোমের মধ্যে অবস্থিত ।
প্রশ্ন : ৭। কোথায় ডিএনএ অবস্থিত?
উত্তর : ডিএনএ ইউক্যারিওটিক কোষের ক্রোমোসোমে অবস্থিত। এটি আবার প্রোকারিওটিক কোষের নিউক্লিওডে অবস্থিত।
প্রশ্ন : ৮। ডিএনএ-এর কোন কোষ অরগানেল্পেত অবস্থিত?
উত্তর : মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড।
প্রশ্ন : ৯। ডিএনএ-এর পূর্ণরুপ কি?
উত্তর : ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড ।
প্রশ্ন : ১০। কোষের কোন অংশকে ‘কোষের মস্তিষ্ক’ বলা হয়?
উত্তর : নিউক্লিয়াস ।
প্রশ্ন : ১১। কোন কোষ বিভাজনে মা কোষ দুটি কন্যা কোষে বিভক্ত হয়?
উত্তর : মাইটোসিস।
প্রশ্ন : ১২। কোন কোষ বিভাজনে মা কোষ চারটি কন্যা কোষে বিভক্ত হয়?
উত্তর : মিয়োসিস ।
প্রশ্ন : ১৩। কোন কোষ বিভাজনে মা কোষের ক্রোমোসোম সংখ্যা এবং কন্যা কোষের ক্রোমোসোম সংখ্যা এক থাকে?
উত্তর : মাইটোসিস ।
প্রশ্ন : ১৪। কোন কোষ বিভাজনে মা কোষের ক্রোমোসোম সংখ্যা কমে তা কন্যা কোষে অর্ধেক হয়ে যায়?
উত্তর : মিয়োসিস ।
প্রশ্ন : ১৫। দুটি হ্যাপলোইড কোষের উদাহরণ হলো-
উত্তর : শুক্রাণু এবং ডিম্ব ।
প্রশ্ন : ১৬। একটি ট্রিপ্লোয়েড কোষের উদাহরণ দিন-
উত্তর : এঞ্জিওপার্মিক গাছপালার এন্ডোস্পার্ম নিউক্লিয়াস ।
প্রশ্ন : ১৭। একটি ক্রোমোসোমের কোন অংশে স্পাইন্ডল ফাইবার যুক্ত থাকে?
উত্তর : সেন্ট্রোমিয়ার ।
প্রশ্ন : ১৮। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিওলাস পুনরায় আবির্ভূত হয়?
উত্তর : টেলোফেজ ।
প্রশ্ন : ১৯। মিডবডি কি?
উত্তর : এনাফেসের সময় অন্তবর্তী ফাইবার বা আঁশগুলো পুরু হয়ে যায় এবং উল্লম্ব কলামের আকৃতিতে পরিণত, যা ঢেলোফেসে থেকে থাকে, এইগুলো মিডবিড হিসাবে পরিচিত।
২০ । কোষের কোন বিশেষায়িত গঠন পশুর কোষে স্পাইন্ডল বাটাকু গঠনে অংশ নেয়?
উত্তর : সেন্ট্রোসোম ।
প্রশ্ন : ২১। স্নায়ুকোষ কেন বিভক্ত করা যায় না?
উত্তর : স্নায়ুকোষের সেন্ট্রোসোমগুলো নিষ্ক্রিয় রয়েছে, তাই স্পাইন্ডল বাটাকু তৈরি হয় না এবং কোষ বিভাজিত হতে পারে না ।
প্রশ্ন : ২২। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার রেটিকুলাম (নেটওয়ার্ক গঠন) ক্রোমোসোমের আকৃতি ধারণ করে?
উত্তর : প্রোফেস ।
প্রশ্ন : ২৩। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো কোষের নিরক্ষীয় সমতলে অবস্থিত থাকে?
উত্তর : মেটাফেজ ।
প্রশ্ন : ২৪। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়?
উত্তর : মেটাফেজে ।
প্রশ্ন : ২৫। কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ নিউক্লিয়াসে সংশ্লেষিত হয়?
উত্তর : ইন্টারফেস ।
প্রশ্ন : ২৬। নিউক্লিয়ার বিভাজনের অন্য নাম কি ?
উত্তর : কেরোকিনেসিস ।
প্রশ্ন : ২৭। সাইটোপ্লাজমিক বিভাজনের অন্য নাম কি?
উত্তর : সাইটোকিনেসিস ।
প্রশ্ন : ২৮। কিভাবে সাইটোকিনেসিস একটি উদ্ভিদ কোষে আবির্ভূত হয়?
উত্তর : কোষ-প্লেট গঠন দ্বারা ।
প্রশ্ন : ২৯। কিভাবে সাইটোকিনেসিস একটি পশু কোষে আবির্ভূত হয়?
উত্তর : কোষের ঝিল্লি ছিদ্র করে।
প্রশ্ন : ৩০। কোন ধরনের কোষ বিভাজনে ক্রসিং ওভার হয়ে থাকে ?
উত্তর : মিয়োসিস।
প্রশ্ন : ৩১। একজন মানুষের দেহকোষে কতগুলো ক্রোমোসোম রয়েছে?
উত্তর : ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোসোম ।
প্রশ্ন : ৩২। মানুষের জনন কোষে কতগুলো ক্রোমোসোম থাকে?
উত্তর : ২৩টি ক্রামোসোম।
প্রশ্ন : ৩৩। মানব শরীরে কোন পরিপক্ক কোষ নিউক্লিয়াস ধারণ করে না?
উত্তর : লোহিত রক্তকোষ (Red Blood Cell) |
প্রশ্ন : ৩৪ । সেল-প্লেট গঠনের মাধ্যমে কোন কোষগুলোতে সাইটোকিনেসিস আবির্ভূত হয়ে থাকে?
উত্তর : উদ্ভিদ কোষে ।
প্রশ্ন : ৩৫। কোষ ঝিল্লি ছিদ্রের মাধ্যমে কোন কোষগুলোতে সাইটোকিনেসিসের আগমন ঘটে?
উত্তর : পশু কোষে ।
প্রশ্ন : ৩৬। একটি উদ্ভিদ কোষের ক্রোমোসোম সংখ্যা ১৪ । মাইটোসিসের কন্যা কোষের ক্রোমোসোম সংখ্যা কি হবে?
উত্তর : কন্যা কোষের ক্রোমোসোম সংখ্যা ১৪ই থাকবে ।
প্রশ্ন : ৩৭। মাইটোসিসের কোন পর্যায়ে বোন ক্রোমাটিডগুলো আলাদা অবস্থায় থাকে? বা, কোনো কিছুর বিন্দুতে কোন ক্রোমোসোমের ক্রোমাটিড জোড়া পৃথক অবস্থায় থাকে?
উত্তর : এনাফেস ।
প্রশ্ন : ৩৮। কোন ধরনের কোষ বিভাজনের ফলে দৈহিক কোষের সংখ্যা বৃদ্ধি পায়?
উত্তর : মাইটোসিস ।
প্রশ্ন : ৩৯। আরএনএ-এর পূর্ণরুপ কি?
উত্তর : রাইবোনিউক্লিক অ্যাসিড ।
প্রশ্ন : ৪০। ‘বংশবৃদ্ধি ধারার বাহক’ হিসাবে পরিচিত কোনটি?
উত্তর : জিন ।
প্রশ্ন : ৪১। পশুর কোষের কোষ বিভাজনের সময় কি হবে যদি এটি একটিও স্যানটোসোম বহন না করে?
উত্তর : মিটোটিক উপায়গুলোর অভাবে কোষ বিভাজিত হবে না।
সাধারণ বিজ্ঞান স্নায়ুতন্ত্র
প্রশ্ন : ১। উদ্ভিদের কি একটি স্নায়ুতন্ত্র আছে?
উত্তর : না, উদ্ভিদের কোন স্নায়ুতন্ত্র নেই ।
প্রশ্ন : ২। পশু যা স্নায়ুতন্ত্রের প্রথম স্পষ্ট হয়?
উত্তর : হাইড্রায় (বহু শীর্ষ জলাচর সর্পদানব বিশেষ), ফিলাম সিনিদারিয়া একজন সদস্য।
প্রশ্ন : ৩। স্নায়ুতন্ত্রের কাঠামোগত উপাদানগুলো কি?
উত্তর : নিউরোন’স এবং নিউরোগ্লিয়া ।
প্রশ্ন : ৪। স্নায়ুতন্ত্রের কাঠামোগত ও কার্যকরী ইউনিট কোনটি?
উত্তর : নিউরোন ।
প্রশ্ন : ৫। মেরুদণ্ডী স্নায়ুতন্ত্র মানব শরীরের কোথায় অবস্থিত?
উত্তর : শরীরের পৃষ্ঠদেশীয় অংশে ।
প্রশ্ন : ৬। অমেরুদণ্ডী স্নায়ুতন্ত্র মানব শরীরের কোথায় অবস্থিত?
উত্তর : শরীরের অঙ্কীয় বা উদরিক (পেটের) অংশে ।
প্রশ্ন : ৭। একটি নিউরোনের দীর্ঘ শাখাবিহীন অংশের নাম কি?
উত্তর : আক্সন (স্নায়ুকোষের লম্বা সুতোর মতো যে অঙ্গের মাধ্যমে কোষ থেকে স্পন্দন পরিবাহিত হয়)।
প্রশ্ন : ৮। আমাদের শরীরের দুটি তন্ত্রের নাম বল, যা বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের সমন্বয়ে সাহায্য করে।
উত্তর : স্নায়ুতন্ত্র এবং অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র ।
প্রশ্ন : ৯। একটি সাইটোপ্লাজমিক গঠনের নাম বল, যা শুধুমাত্র স্নায়ুকোন উপস্থিত ।
উত্তর : নিসল গ্রানিউলস (Nissl granules)।
প্রশ্ন : ১০। মস্তিষ্ক এবং মেরুদণ্ডে উপস্থিত তরলটির নাম কি?
উত্তর : সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ।
প্রশ্ন : ১১। মস্তিষ্কের আচ্ছাদনের নাম কি?
উত্তর : মেনিনজেস ।
প্রশ্ন : ১২। সেরিব্রাল গোলার্ধগুলোকে সংযুক্তকারী স্নায়ু বন্ধনির নাম কি?
উত্তর : করপাস কাল্লোসাম ।
প্রশ্ন : ১৩। মানবদেহে করোটি সম্বন্ধীয় স্নায়ুগুলার কতগুলো জোড়া রয়েছে?
উত্তর : ১২ জোড়া ।
প্রশ্ন : ১৪। মানবদেহে মেরুদণ্ডী স্নায়ুগুলোর কতগুলো জোড়া রয়েছে?
উত্তর : ৩১ জোড়া ।
প্রশ্ন : ১৫। মানুষের শরীরের দীর্ঘতম স্নায়ুর নাম কি?
উত্তর : সায়াটিক স্নায়ু ।
প্রশ্ন : ১৬। করোটি সম্বন্ধীয় স্নায়ু এবং মেরুদণ্ডী স্নায়ুগুলোর মোট কতগুলো জোড়া রয়েছে একটি ব্যাঙে?
উত্তর : ১০ জোড়া করোটি সম্বন্ধীয় স্নায়ু এবং ১০ জোড়া মেরুদণ্ডীয় স্নায়ু।
সাধারণ বিজ্ঞান হৃৎপিণ্ড এবং সংবহন তন্ত্র
প্রশ্ন : ১। হৃৎপিণ্ডের অভ্যন্তরে সাধারণ স্কোয়ামাস এপিথেলিয়ামের প্রলেপকে কি বলে?
উত্তর : এন্ডোকার্ডিয়াম ।
প্রশ্ন : ২। ফুসফুসের শিরা দ্বারা পরিবাহিত রক্ত কোথায় ফিরে আসে?
উত্তর : বাম-অলিন্দে ।
প্রশ্ন : ৩। বাম-নিলয় এবং বাম-নিলয় থেকে বেরিয়ে যাওয়া ধমনির মাঝে কপাটককে কি বলে?
উত্তর : মহাধমনির অর্ধচন্দ্র কারকপাটক ।
প্রশ্ন : ৪। হৃৎপিণ্ড কিসের দ্বারা গঠিত?
উত্তর : কার্ডিয়াক পেশির দ্বারা ।
প্রশ্ন : ৫। ডান-অলিন্দ এবং ডান-নিলয়ের মাঝে অবস্থিত কপাটকটি হচ্ছে-
উত্তর : ট্রাইকাস্পিড কপাটক ।
প্রশ্ন : ৬। হৃৎপিণ্ড থেকে রক্ত বহনকারী বাহককে কি বলে?
উত্তর : ধমনি ।
প্রশ্ন : ৭। সবচেয়ে ক্ষুদ্রতম রক্তবাহী নালিগুলো হলো-
উত্তর : কৈশিক (সূক্ষ্মনল)।
প্রশ্ন : ৮। কোথায় রক্তের চাপ বেশি থাকে?
উত্তর : ধমনিতে ।
প্রশ্ন : ৯। বাড়তি রক্তচাপ কিভাবে বোঝা যায়?
উত্তর : বাড়তি হৃদস্পন্দনহার, বাড়তি সীমান্তবর্তী প্রতিরোধে, রক্তের পরিমাণ বৃদ্ধিতে ।
প্রশ্ন : ১০। নাড়ি স্পন্দনের সরাসরি প্রতিফলন হচ্ছে-
উত্তর : হৃদস্পন্দন ।
প্রশ্ন : ১১। বাইকাস্পিড / মাইট্রাল এট্রিওভেন্ট্রিকুলার কপাটকের স্টেনোসিস (দেহ নালির সংকীর্ণ) কোথায় প্রাথমিকভাবে চাপ বৃদ্ধি করতে পারে?
উত্তর : ফুসফুসগত (Pulmonary) আবর্তনে ।
প্রশ্ন : ১২। সংখ্যায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া যোজক কলা যদি সিরাস ভিসসেরাল এবং পেরিএটাল পেরিকারডিয়ামকে যুক্ত করে তাহলে ফলশ্রুতিতে কি হতে পারে?
উত্তর : হৃদযন্ত্রের সাধারণ যান্ত্রিক কার্যকলাপে ব্যাঘাত ঘটতে পারে।
প্রশ্ন : ১৩। হৃদযন্ত্রের বাইরের করোনারি শিরাকে কি বলে যেটি রক্ত খালি করে ডান-আলিন্দে ফেলে?
উত্তর : করোনারি সাইনাস ।
প্রশ্ন : ১৪। বাড়ন্ত সিস্টোলিকের (হৃদসংকোচন সংক্রান্ত) পরিমাণের ফলে কি হতে পারে?
উত্তর : সংকোচন পরে নিলয়ের মধ্যে রক্ত অবশিষ্ট থাকবে।
প্রশ্ন : ১৫। একটি অতিকায় ক্ষুদ্র পিআর-ইন্টারভেল কার্ডিয়াক আউটপুট (সিও)-এর উপর কেমন প্রভাব ফেলতে পারে?
উত্তর : সিও হ্রাস পাবে কারণ এটি নিলয় ভরাটের সময় কমিয়ে দেয়।
প্রশ্ন : ১৬। যদি রক্তনালিতে কোন অস্বাভাবিক ক্লট বা রক্তপিণ্ড ভেঙে গুঁড়িয়ে রক্তের সাথে চলাচল শুরু করে তাহলে এই অবস্থাকে কি বলে?
উত্তর : ধমনিরোধী রক্তপিণ্ড।
প্রশ্ন : ১৭। মহাধমনিতে অতিমাত্রায় রক্তে চাপ হলে কার্ডিয়াক আউটপুটে (সিও) কি প্রভাব ফেলতে পারে?
উত্তর : সিও হ্রাস পাবে কারণ ফিরতি চাপের ফলে নিলয়তে রক্তের সঞ্চালন ব্যাহত হবে ।
প্রশ্ন : ১৮। সহানুভূতিশীল উদ্দীপনার ফলে হৃদযন্ত্রের গতি কেমন হয়?
উত্তর : হৃদস্পন্দন বেড়ে যায়।
প্রশ্ন : ১৯। কেন আমরা স্বাভাবিক হৃদস্পন্দন (লুব এবং ডিপ) অনুভব করি?
উত্তর : এট্রিওভেন্ট্রিকুলার এবং সেমিলুনার ভালভ বন্ধ হওয়ার ফলে।
প্রশ্ন : ২০। একটি গাড়ি দুর্ঘটনার পরে, পর্যাপ্ত রক্তক্ষরণের ফলে প্রাথমিকভাবে কি হতে পারে?
উত্তর : কার্ডিয়াক আউটপুট হ্রাসের ফলে রক্তচাপ কমে যাবে ।
প্রশ্ন : ২১। বাম-নিলয়ের মায়োকার্ডিয়ামটি ডান-নিলয়ের মায়োকার্ডিয়ামের তুলনায় পুরু যাতে এটি-
উত্তর : একটি বৃহত্তর চাপ সামলাতে পারে ।
প্রশ্ন : ২২। হৃদযন্ত্রের টিস্যুতে কম রক্ত সঞ্চালন সম্পর্কিত ব্যথা, সম্ভবতঃ করোনারি ধমনির একটি ক্ষণস্থায়ী খিঁচুনির ফলে হয়ে থাকে। এই অবস্থাকে কি বলে?
উত্তর : এনজিনা পেক্টোরিস ।
প্রশ্ন : ২৩। মহাধমনি তোরণের প্রথম শাখায় একটি থ্রোমবাস বা রক্তের পিণ্ড (জঘাট) কোন স্থানগুলোতে রক্তের প্রবাহকে প্রভাবিত করবে?
উত্তর : মাথা এবং ঘাড়-এর ডান-পাশ এবং ডান-দিকের বাহুর উপরের অংশে।
প্রশ্ন : ২৪। শরীরের দীর্ঘতম পৃষ্ঠস্থ শিরা হচ্ছে-
উত্তর : বৃহত্তম সাফিনাস শিরা ।
প্রশ্ন : ২৫। একটি বহিরাগত অস্থি সম্বন্ধীয় ধমনি কোথায় রক্ত সরবরাহ করে?
উত্তর : ঊরু-সম্বন্ধীয় ধমনিতে ।
প্রশ্ন : ২৬। হৃদযন্ত্রের কক্ষগুলোর মাঝে পর্দার আচ্ছাদনকে কি বলে?
উত্তর : এন্ডোকার্ডিয়াম ।
প্রশ্ন : ২৭। হৃদযন্ত্রে সিরাস পেরিকার্ডিয়ামের বহিরাগত সর্বশেষ স্তরকে কি বলে?
উত্তর : প্যারিটাল পেরিকার্ডিয়াম ।
প্রশ্ন : ২৮। হৃদযন্ত্রের প্রাকৃতিক গতির উৎসকে কি বলা হয়?
উত্তর : সিনোয়াট্রিয়াল নোড ।
প্রশ্ন : ২৯। ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে পাওয়া হৃদযন্ত্রের বৈদ্যুতিক সঞ্চালন নেটওয়ার্ককে কি বলা হয়?
উত্তর : পুরকিঞ্জ আঁশ ।
প্রশ্ন : ৩০। হৃদযন্ত্রের স্বাভাবিক গতি ধারক যদি কার্যসম্পাদনে ব্যর্থ হয় তাহলে-
উত্তর : ডান-অলিন্দের তলার নোডটি একটি দ্বিতীয় গতি ধারক হিসাবে কাজ করবে।
প্রশ্ন : ৩১। ধমনির কোন ঝিল্লিতে এন্ডোথেলিয়াম থাকে ?
উত্তর : টনিকা ইন্টারনা/ইন্টিমা ।
প্রশ্ন : ৩২। রক্ত এবং টিস্যু-এর মধ্যে গ্যাস এবং পুষ্টি বিনিময় কার প্রধান কাজ?
উত্তর : কৈশিক (capillaries)-এর।
প্রশ্ন : ৩৩। ধমনির কাজ কি?
উত্তর : সমস্ত ধমনি হৃৎপিণ্ড থেকে রক্ত দূরে বহন করে।
প্রশ্ন : ৩৪। পাচন তন্ত্র থেকে যকৃতে রক্ত সঞ্চালনের পথটিকে কি বলে?
উত্তর : হেপাটিক পোর্টাল সার্কিট ।
প্রশ্ন : ৩৫। নিকৃষ্ট মহাশিরা থেকে রক্ত হৃদযন্ত্রের কোথায় গিয়ে গড়িয়ে পরে?
উত্তর : ডান-অলিন্দে ।
প্রশ্ন : ৩৬। পালমোনারি ধমনির রক্ত কোথায় যায়?
উত্তর : ফুসফুসের দিকে ।
প্রশ্ন : ৩৭। ভ্রুণ অভ্যন্তরীণ প্রাচীরে অবস্থিত কোন গঠনের মধ্য দিয়ে ভ্রুণ রক্ত ফুসফুস সার্কিটের পার্শ্বপথ দিয়ে প্রবাহিত হবে?
উত্তর: দ্যা ফোরামেন ওভাল ।
প্রশ্ন : ৩৮। ডান-অলিন্দ এবং ডান-নিলয়ের মধ্যে কি অবস্থিত?
উত্তর : ট্রাইকাস্পিড এট্রিওভেন্ট্রিকুলার ভালভ ।
প্রশ্ন : ৩৯। ফুসফুসের শিরার কাজ কি?
উত্তর : হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে।
প্রশ্ন : ৪০। রক্তের বাহকগুলোর সীমান্তবর্তী প্রতিরোধক বাড়লে কি হবে?
উত্তর : রক্তের ঘনত্ব বাড়বে।
প্রশ্ন : ৪১। ত্বকে রক্ত প্রবাহ কি কারণে বাড়ে?
উত্তর : যখন বাইরের পরিবেশগত তাপমাত্রা বৃদ্ধি পায় ।
প্রশ্ন : ৪২। সাধারণত, ডান-নিলয় ত্যাগ করে রক্ত কোথায় প্রবাহিত হয়?
উত্তর : ফুসফুসগত সেমিলুনার ভালভ-এ।
প্রশ্ন : ৪৩। বাম-অলিন্দ ত্যাগ করে রক্ত কোথায় প্রবাহিত হয়?
উত্তর : বাইকাস্পিড/মিট্রাল এট্রিওভেন্ট্রিকুলার ভালভ-এ ।
প্রশ্ন : ৪৪। অক্সিজেনবিহীন রক্ত সাধারণত কোথায় পাওয়া যায়?
উত্তর : হৃৎপিণ্ডের ডান-দিকে
প্রশ্ন : ৫০। — এর বন্ধ হওয়া সাধারাণত বাম-নিলয়ে রক্তের উল্টো প্রবাহকে প্রতিরোধ করে ।
উত্তর : অরটিক সেমিলুনার ভালভ ।
প্রশ্ন : ৫১। — এর বন্ধ হওয়া সাধারাণত ডান-নিলয়ে রক্তের উল্টো প্রবাহকে প্রতিরোধ করে ৷
উত্তর : পালমোনারি সেমিনার ভালভ।
প্রশ্ন : ৫২। সর্বনিম্ন শিরাস্থ রক্তচাপ কোথায় থাকে?
উত্তর : ভেনা কাভা-এ ।
প্রশ্ন : ৫৩। এই গঠনগুলো সংবহনতান্ত্রিক প্রতিরোধের প্রধান নির্ধারক (যেখানে রক্ত প্রবাহের প্রতিরোধক সবচেয়ে বেশি)।
উত্তর : আরটেরিওলেস।
সাধারণ বিজ্ঞান পাচন তন্ত্র
প্রশ্ন : ১। পাচন তন্ত্রের কাজ কি?
উত্তর : শরীরে ব্যবহারের জন্য খাবার গ্রহণ করা এবং তা ভাঙা ।
প্রশ্ন : ২। যান্ত্রিক হজম শুরু হয় কোথায়?
উত্তর : মুখে (যখন দাঁত খাবারকে চিবায়)।
প্রশ্ন : ৩। শ্বেতসার খাবারের রাসায়নিক হজম শুরু হয় কোথায়?
উত্তর : মুখে (যখন মুখের লালা খাবারে মিশে)।
প্রশ্ন : ৪। আমিষের রাসায়নিক হজম শুরু হয় কোথায়?
উত্তর : পাকস্থলীতে।।
প্রশ্ন : ৫। শ্বাসনালি পেশিগুলো কোন প্রক্রিয়ায় নিম্ন স্তরের খাবারকে নিঃসৃত করে?
উত্তর : পেরিস্টালসিস
প্রশ্ন : ৬। যখন পেট ফাঁকা থাকে, তখন এটি ভাঁজ হয়ে যায়, এই ভাঁজগুলোকে কি বলে?
উত্তর : রাগাই ।
প্রশ্ন : ৭। পাকস্থলীতে পাচক রস-এর কাজ কি?
উত্তর : ব্যাকটেরিয়া নিধন, খাবার হজমে এক সাথে কাজ করা, হাইড্রোক্লোরিক এসিড অন্তর্ভুক্ত করা।
প্রশ্ন : ৮। পাকস্থলীতে-
উত্তর : উভয় রাসায়নিক এবং যান্ত্রিক হজম হয়ে থাকে ।
প্রশ্ন : ১০। পাকস্থলী ত্যাগের সময় খাবার কি অবস্থায় থাকে?
উত্তর : পাকস্থলীভুক্ত খাদ্যের পাকমণ্ড অবস্থায় ।
প্রশ্ন : ১১। খাদ্যের যান্ত্রিক ভাঙনের কারণ কি?
উত্তর : চিবুক ।
১২। শরীর থেকে বর্জ্যের অপসারণ প্রক্রিয়াকে কি বলে?
উত্তর : ইজেশন ।
প্রশ্ন : ১৩। পরিপাক নালি থেকে রক্তে খাদ্যের অনুশাষণ প্রক্রিয়াকে কি বলে?
উত্তর : শোষণ ।
প্রশ্ন : ১৪। পরিপাক নালির শুরু এবং শেষ কোথায়?
উত্তর : মুখ থেকে মলদ্বারে ।
প্রশ্ন : ১৫। খাদ্যের রাসায়নিক ভাঙনের কারণ কি?
উত্তর : অম্ল এবং রাসায়নিক পদার্থ।
প্রশ্ন : ১৬। পরিপাক নালির অন্তে খোলা মুখ যা দিয়ে কঠিন বর্জ্য নির্গমন হয়, সেটিকে কি বলে ?
উত্তর : মলদ্বার ।
প্রশ্ন : ১৭। বৃহৎ অন্ত্রের অন্তিম অংশকে কি বলা হয়?
উত্তর : রেকটাম ।
প্রশ্ন : ১৮। এটি একটি পাতলা আবরণ যা মুখে, পাকস্থলীতে এবং ক্ষুদ্র অন্ত্রে পাওয়া যায়, যাতে ছোট ছোট গ্রন্থি রয়েছে যেগুলোর সরিঃসৃত করে যা খাবার হজমে সাহায্য করে । এই আবরণটিকে কি বলে?
উত্তর : মিউকোসা ।
প্রশ্ন : ১৯। কোন অঙ্গটি বাইল নামে এক ধরনের শারীরিক রস উৎপন্ন করে?
উত্তর : লিভার বা যকৃত ।
প্রশ্ন : ২০। দেহের কোন অঙ্গটি খাবার ও তরলকে সংরক্ষণ করে এবং সেগুলোকে পরিপাক রসের সাথে মিশিয়ে তা ছোট অস্ত্রে পাঠায়?
উত্তর : পাকস্থলী ।
প্রশ্ন : ২১। কোন অঙ্গটি যকৃতের পাচক রসগুলোকে যতক্ষণ পর্যন্ত না অন্ত্রের প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে?
উত্তর : পল্লব ।
প্রশ্ন : ২২। পাচন তন্ত্রের কোন অংশটি শরীরের ভেতরের কঠিন বর্জ্য যেমন মল অপসারণ করে?
উত্তর : বৃহৎ অন্ত্রে ।
প্রশ্ন : ২৩। লম্বা নল যা মুখ থেকে পাকস্থলী পর্যন্ত খাদ্য বহন করে-
উত্তর : এসোফ্যাগাস ।
প্রশ্ন : ২৪। খাদ্য, পানি এবং খনিজ পদার্থের হজমকৃত অণুগুলো কোথায় শোষিত হয়?
উত্তর : ক্ষুদ্র অন্ত্রে ।
প্রশ্ন : ২৫। ক্ষুদ্র অন্ত্রে অনুমানিক ছোট আঙ্গুল সাদৃশ্য বস্তুকে কি বলে?
উত্তর : ভিলি
সাধারণ বিজ্ঞান পেশি তন্ত্ৰ
প্রশ্ন : ১। পেশিবহুল সিস্টেমের প্রধান কাজ কি?
উত্তর : চলাচলে সহায়তা করা ।
প্রশ্ন : ২। বিলেখিত পেশিতে সংকোচীতন্ত্রের কার্যকরী একক কোনটি?
উত্তর : সার্কোমার ।
প্রশ্ন : ৩। পেশি সংকোচনের ফলে কোন অংশটির কোনো পরিবর্তন হয় না?
উত্তর : মায়োসিস ।
প্রশ্ন : ৪। পেশি তন্ত্রের প্রধান অঙ্গগুলো কি?
উত্তর : কঙ্কাল পেশি এবং মসৃণ পেশি ।
প্রশ্ন : ৫। এটিপেইস (ATPase) কার্যকলাপে জড়িত কঙ্কাল পেশি-এর সংকোচী আমিষ হলো-
উত্তর : মায়োসিন
প্রশ্ন : ৬। পেশি সংকোচন-এর সহচরী অংশতত্ত্বকে প্রকাশ করেছিল?
উত্তর : এ.এফ. হাক্সলি এবং এইচ.ই. হাক্সলি ।
প্রশ্ন : ৭। কোন পেশিগুলো একটি গ্রন্থি বন্ধ করতে একযোগে কাজ করে?
উত্তর : ফ্লেক্সর।
প্রশ্ন : ৮। মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে?
উত্তর : ২০৬টি।
প্রশ্ন : ১০। লাল পেশি কিসে সমৃদ্ধ?
উত্তর : মায়োগ্লোবিন এবং সাইটোক্রোমে।
প্রশ্ন : ১১। সার্কোলেম্মা ঝিল্লি কোন অংশকে আবৃত করে?
উত্তর : পেশির আঁশগুলোকে ।
প্রশ্ন : ১২। যখন একটি পেশি একটি অংশকে অপরটির নিচে বেঁকে দেয় তখন তাকে কি বলা হয়?
উত্তর : ফ্লেক্সর।
প্রশ্ন : ১৩। পাঁজরের মধ্যবর্তী পেশি কোথায় অবস্থিত?
উত্তর : পাঁজরে ।
প্রশ্ন : ১৪। কোন স্বাধীন পেশিগুলো বিলেখিত?
উত্তর : কঙ্কাল
প্রশ্ন : ১৫। একটি শক্তিশালী বন্ধনি, অস্থিতিস্থাপক আঁশের কলা যেগুলো অস্থিময় সংযুক্তি দিয়ে পেশিকে সংযুক্ত করে?
উত্তর : কণ্ডরা ।
প্রশ্ন : ১৬। কোন পেশিগুলো দেহের কোন অংশকে প্রসারিত বা সোজা করে থাকে?
উত্তর : এক্সটেনসর ।
প্রশ্ন : ১৭। শরীরের কোন অংশ যেগুলো চলাচলকে নিয়ন্ত্রণ করে?
উত্তর : পেশি ।
প্রশ্ন : ১৮। প্রাণিদেহের একটি অংশ যা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের দ্বারা গঠিত যাকে কোষ বলা হয়, যেটির একটি অনুরূপ কাঠামো এবং কাজ রয়েছে, সেটিকে কি বলে?
উত্তর : কলা ।
প্রশ্ন : ১৯। মানবদেহের উপরের বাহুর পেশিকে কি বলে?
উত্তর : বাইসেপ্স ।
প্রশ্ন : ২০। যখন একটি পেশি লম্বা এবং পাতলা অবস্থায় থাকে, তখন এটিকে কি বলে?
উত্তর : মসৃণ পেশি (শান্ত অবস্থা)।
প্রশ্ন : ২১। যখন একটি পেশি ছোট এবং মোটা অবস্থায় থাকে তখন এটিকে কি বলে-
উত্তর : সংকোচী পেশি ।
প্রশ্ন : ২২। মানুষের শরীরের সবচেয়ে দীর্ঘতম হাড় কোনটি?
উত্তর : উরুর হাড়।
প্রশ্ন : ২৩। মানুষের মুখমণ্ডলে মোট কতগুলো হাড় রয়েছে?
উত্তর : ১৪টি।
প্রশ্ন : ২৪৷ মানুষের হাতে মোট কতগুলো হাড় রয়েছে?
উত্তর : ২৭টি।
প্রশ্ন : ২৫। কোন শারীরিক ব্যায়ামটিতে পেশিকে শক্তিশালীকরণ এবং বিস্তৃত- করণের সাথে নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাসের সামঞ্জস্য বজায় রাখা হয়?
উত্তর : যোগ ব্যায়াম ।
প্রশ্ন : ২৬। হাড়ের সাথে সংযুক্ত যে পেশিগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে সেগুলোকে বলা হয়-
উত্তর : কঙ্কাল পেশি ।
প্রশ্ন : ২৭। যে পেশিগুলোর দ্বারা মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গগুলো গঠিত এবং তা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, সেই পেশিগুলোকে বলা হয়-
উত্তর : মসৃণ পেশি ।
প্রশ্ন : ২৮। কোনো কিছুকে পোক্ত করা মানে হচ্ছে-
উত্তর : শক্তিবর্ধন ।
প্রশ্ন : ২৯। মানুষের শরীরের বৃহত্তম পেশি?
উত্তর : গুটিয়াস ম্যাক্সিমাস ।
প্রশ্ন : ৩০। রাবার ব্যান্ডের মতো অনুভূত এক ধরনের শারীরিক কলা (টিস্যু) যা দ্বারা পেশি গঠিত, এই কলাগুলোকে কি বলে?
উত্তর : পেশি আঁশ (ফাইবার) ।
প্রশ্ন : ৩১। শরীরের কোন অংশ রক্তকোষ উৎপাদন করে?
উত্তর : অস্থি মজ্জা ।
প্রশ্ন : ৩২। হৃৎপিণ্ডিক পেশিকে কি বলে?
উত্তর : কার্ডিয়াক পেশি ।
প্রশ্ন : ৩৩। কোন পেশিগুলো স্বায়ত্তশাসিত পেশি তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত?
উত্তর : স্পুট।