ধাঁধা উত্তর সহ ছবি, হাসির ধাঁধা উত্তর সহ এত সুন্দর ধাঁধা হয়তো কখনো আপনি দেখেননি অথবা শোনেননি আপনি অনেক আনন্দিত হবেন আমাদের এই ধাঁধা উত্তর সহ ছবি পোস্ট পড়লে আমাদের এই পোস্টে আমরা অনেক সুন্দর এবং মজাদার ধাঁধা দিয়ে তৈরি করেছে
Table of Contents
ধাঁধা উত্তর সহ ছবি
ধাঁধা উত্তর সহ ছবি সাধারণ বিজ্ঞান সঞ্চালন তন্ত্র
্রশ্ন : ১। মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি?
উত্তর : হৃৎপিণ্ড।
প্রশ্ন : ২। হৃৎপিণ্ডের ডান-পাশ থেকে হৃদযন্ত্র রক্তকে কোথায় সঞ্চালিত করে?
উত্তর : ফুসফুস-এ।
প্রশ্ন : ৩। হৃৎপিণ্ডের ডান-পাশ এবং বাম-পাশ কি দিয়ে বিভক্ত?
উত্তর : সেপ্টাম ।
প্রশ্ন : ৪। সত্য বা মিথ্যা? হৃৎপিণ্ড এবং শরীরে রক্তের চলাচলকে সঞ্চালন বলে।
উত্তর : সত্য ।
প্রশ্ন : ৫। দেহের সবচেয়ে বড় রক্ত বহর কোনটি?
উত্তর : মহাধমনি (Aorta)।
প্রশ্ন : ৬। শ্বেত রক্ত কোষে কি রয়েছে যা লোহিত কোষে নেই?
উত্তর : নিউক্লিয়াস ।
প্রশ্ন : ৭। রক্তজমাট কিসের কারণে হয়ে থাকে প্রধানত?
উত্তর : প্লাটিলেট।
প্রশ্ন : ৮। শ্বেত রক্ত কোষের কাজ কি?
উত্তর : উভয় সংক্রামক রোগ এবং অনুপ্রবেশকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দেহকে রক্ষা করা।
প্রশ্ন : ৯। ধমনি রক্তকে কোথায় বাহিত করে?
উত্তর : হৃৎপিণ্ড থেকে দেহে।
প্রশ্ন : ১০। হৃৎপিণ্ডে কতটি কক্ষ রয়েছে?
উত্তর : ৪টি।
ধাঁধা উত্তর সহ ছবি
প্রশ্ন : ১১। দেহের সবচেয়ে ছোট রক্তের সংবহকের নাম কি ?
উত্তর : কৈশিক নাড়ি ।
প্রশ্ন : ১২। সঞ্চালনের সাথে হৃৎপিণ্ড মানব শরীরে কি প্রদান করে?
উত্তর : অক্সিজেন, পুষ্টি, বজ্য থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায় ।
প্রশ্ন : ১৩। লোহিত রক্ত কণিকার প্রধান কাজ কি?
উত্তর : দেহে অক্সিজেন সরবরাহ করা ।
প্রশ্ন : ১৪। শিরা কোথায় রক্ত বহন করে নিয়ে যায়?
উত্তর : হৃৎপিণ্ডে।
প্রশ্ন : ১৫। হৃৎপিণ্ড মানবদেহের কোন অংশের মাঝামাঝিতে অবস্থিত?
উত্তর : বক্ষ বা বুকের ।
প্রশ্ন : ১৬। সঞ্চালন তন্ত্রের কাজ কি?
উত্তর : শরীরের রক্ত পরিবহন ব্যবস্থা ।
প্রশ্ন : ১৭। সঞ্চালন তন্ত্র কি দিয়ে গঠিত?
উত্তর : হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তনালি ।
প্রশ্ন : ১৮। প্লাজমাতে প্রায় কত শতাংশ পানি?
উত্তর : ৯০%।
প্রশ্ন : ১৯। মানবদেহের হৃৎপিণ্ড কি দিয়ে তৈরি?
উত্তর : পেশি।
প্রশ্ন : ২০। শিরায় রক্তের পুল তৈরির ফলে কি হয়?
উত্তর : শিরা স্থায়িভাবে স্ফীত বা বর্ধিত হয়ে যাবে ।
প্রশ্ন : ২১। টি-লিম্ফোসাইটস (T-lymphoctyes)-এর অন্য নাম কি?
উত্তর : টি-কোষ (T-Cells) |
প্রশ্ন : ২২। প্লাজমা কোথায় থাকে?
উত্তর : রক্তে।
প্রশ্ন : ২৩। হৃৎপিণ্ডের বাম এবং ডান-দিক – কাজ করে।
উত্তর : একযোগে ।
প্রশ্ন : ২৪। শ্বেত রক্ত কণিকার রঙ কেমন?
উত্তর : রঙহীন ।
প্রশ্ন : ২৫। মানবদেহে কোন রক্ত কণিকা বেশি পরিমাণে থাকে?
উত্তর : লোহিত রক্ত কণিকা ।
প্রশ্ন : ২৬। ফুসফুস যখন সংকোচিত হয় তখন দেহ থেকে কোনটি বেড়িয়ে যায়?
উত্তর : কার্বন-ডাইঅক্সাইড ।
প্রশ্ন : ২৭। হৃৎপিণ্ডের আকার প্রায় আমাদের-
উত্তর : মুষ্টিন্যায় ।
প্রশ্ন : ২৮। রক্তের কোন উপাদানগুলোকে সৈনিকের সাথে তুলনা করা যায়?
উত্তর : লোহিত রক্ত কণিকা ।
প্রশ্ন : ২৯। ধমনিকে শিরার সাথে যুক্ত করে কোনটি?
উত্তর : কৈশিক নাড়ি ।
প্রশ্ন : ৩০। প্ল্যাটিলেট প্লাগকে কি বলা হয়?
উত্তর : স্কেবস।
ধাঁধা উত্তর সহ ছবি
ধাঁধা উত্তর সহ ছবি, ভাইরাস, জীবাণু, রোগব্যাধি এবং স্বাস্থ্যবিধি
সাধারণ বিজ্ঞান ভাইরাস
প্রশ্ন : ১। ভাইরাস-এর অর্থ কি?
উত্তর : প্রাণিদেহের জন্য একটি বিষ ।
প্রশ্ন : ২। একটি প্রাণিদেহের রোগের নাম বল যা ভাইরাসের কারণে হয়ে থাকে ।
উত্তর : মাইক্সোভাইরাস ইনফ্লুয়েঞ্জা ।
প্রশ্ন : ৩। উদ্ভিদের একটি রোগের নাম বল যা ভাইরাসের কারণে হয়ে থাকে ।
উত্তর : তামাকের মোজাইক ভাইরাস বা টি.এম.ভি. ।
প্রশ্ন : ৪। মানবদেহের একটি ভাইরাসজনিত রোগের নাম বল ।
উত্তর : পক্স (পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এইডস)।
প্রশ্ন : ৫। উদ্ভিদের একটি ভাইরাসজনিত রোগের নাম বল ।
উত্তর : তামাকের মোজাইক রোগ। (ফুলকপির মোজাইক, শিমের মোজাইক ইত্যাদি)
প্রশ্ন : ৬। উদ্ভিদের ডিএনএ-তে থাকে এমন একটি ভাইরাসের নাম বল ।
উত্তর : ফুলকপি মোজাইক ভাইরাস ।
প্রশ্ন : ৭। উদ্ভিদের আরএনএ-তে থাকে এমন একটি ভাইরাসের নাম বল ।
উত্তর : তামাকের মোজাইক ভাইরাস ।
প্রশ্ন : ৮। প্রাণিদেহের ডিএনএ সংবলিত একটি ভাইরাসের নাম বল ।
উত্তর : ভারিওলা বা পক্স ভাইরাস ।
প্রশ্ন : ৯। উদ্ভিদের আরএনএ সংবলিত একটি ভাইরাসের নাম বল ।
উত্তর : মাইক্সোভাইরাস ইনফ্লুয়েঞ্জাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।
প্রশ্ন : ১০। এমন একটি ভাইরাসের নাম বল যেটি নিজের জীনগত বৈশিষ্ট্য আরএনএ থেকে ডিএনএ-তে রূপান্তরিত করে।
উত্তর : রেট্রো ভাইরাস ।
প্রশ্ন : ১১। সাইনোফেজ কি?
উত্তর : ফেজ ভাইরাস যা নীল-সবুজ জলজ উদ্ভিজ্জ বা সায়ানোফাইটা-এর কোষে আক্রমণ করে ।
প্রশ্ন : ১২। কোন ভাইরাসটি এইডস রোগের কারণ?
উত্তর : এইচআইভি ভাইরাস।
প্রশ্ন : ১৩। মানবদেহের তিনটি ভাইরাসজনিত রোগের নাম বল ।
উত্তর : পোলিও, ইনফ্লুয়েঞ্জা এবং এইডস ।
প্রশ্ন : ১৪। একটি উপকারী ভাইরাসের নাম বল ।
উত্তর : ব্যাকটেরিওফেজ ভাইরাস ।
প্রশ্ন : ১৫। ব্যাকটেরিওফেজ কি? একটি উদাহরণ দাও ।
উত্তর : এটি একটি ভাইরাস যা ব্যাকটেরিয়ার কোষকে আক্রমণ করে । উদাহরণ : টি২ ফেজ ।
প্রশ্ন : ১৬। এইডস-এর পূর্ণরুপ কি?
উত্তর : এইডস- একোয়ারড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম।
প্রশ্ন : ১৭। এইচআইভি-এর পূর্ণরুপ কি?
উত্তর : এইচআইভি – হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস।
প্রশ্ন : ১৮। রক্ত আদান-প্রদানের মাধ্যমে ছড়িয়ে পরতে পারে এমন ৩টি রোগের নাম বল ।
উত্তর : ম্যালেরিয়া, এইডস, হেপাটাইটিস ।
প্রশ্ন : ১৯। একটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার নাম বল-
উত্তর : ভিব্রিও কলেরা ।
প্রশ্ন : ২০। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম ।
উত্তর : রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাকটার, ক্লাস্ট্রিডিয়াম ।
প্রশ্ন : ২১। একটি ক্ষতিকারক প্রোটোজোয়ার নাম বল ।
উত্তর : এন্টামিবা হিস্টোলিটিকা।
প্রশ্ন : ২২। একটি উপকারী ফাঙ্গাসের নাম বল ।
উত্তর : খামির (Saccharomyces cerevisiae) ।
প্রশ্ন : ২৩। খামির-এর একটি উপযোগিতা হচ্ছে-
উত্তর : এটি ডেলা এবং রুটি তৈরিতে ব্যবহৃত হয়। এটি ইথাইল অ্যালকোহল উৎপাদনে ব্যবহার করা হয়।
প্রশ্ন : ২৪। এন্টামিবা কেন একটি ক্ষতিকার প্রোটোজোয়া হিসাবে পরিচিত?
উত্তর : এন্টামিবা একটি অ্যামোরিয়াসিস নামে একটি রোগ সৃষ্টি করে, তাই একে ক্ষতিকারক প্রোটোজোয়া হিসাবে গণ্য করা হয় ।
প্রশ্ন : ২৫। একটি ক্ষতিকারক ছত্রাকের নাম বল ।
উত্তর : পুচ্চিনিয়া গ্রামিনিস ট্রাইটিসি ক্ষতিকারক ছত্রাক ।
প্রশ্ন : ২৬। কোন প্রোটোজোয়াটি ম্যালেরিয়া রোগের কারণ?
উত্তর : প্লাজমোডিয়াম ভিভ্যাক্স মানব শরীরে ম্যালেরিয়া সৃষ্টি করে ।
প্রশ্ন : ২৭। কোন পোকা ম্যালেরিয়াল প্যারাসাইটের একটি ভেক্টর হিসাবে কাজ করে?
উত্তর : মহিলা এনোফিলিস মশা ।
প্রশ্ন : ২৮। কোন প্রোটোজোয়াটি অ্যামোরিয়াসিস রোগের কারণ?
উত্তর : এন্টামিবা হিস্টোলিটিকা মানবদেহের অ্যামোবিয়াসিস-এর কারণ ।
প্রশ্ন : ২৯। আলুতে লেটব্লাইট সৃষ্টিকারী ছত্রাক কোনটি?
উত্তর : ফাইটোফথোরা ইনফেসটান’স
প্রশ্ন : ৩০ । গমের কালো স্টেম রাস্ট (Stem rust) সৃষ্টিকারী ছত্রাক কোনটি?
উত্তর : পুচ্চিনিয়া গ্রামিনিস ট্রাইটিসি ।
প্রশ্ন : ৩১। মানবদেহে কলেরা সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি?
উত্তর : ভিব্রিও কলেরা ।
প্রশ্ন : ৩২। মানবদেহে টাইফয়েড সৃষ্টিকারী জীবাণুটির নাম কি?
উত্তর : সালমোনেলা টাইফোসা বা সালমোনেলা টাইফি । Pe
প্রশ্ন : ৩৩। মানবদেহে যক্ষ্মা সৃষ্টিকারী জীবাণুটির নাম কি?
উত্তর : মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা ।
প্রশ্ন : ৩৪। মাটির উর্বরতা বৃদ্ধি করে এমন একটি ব্যাকটেরিয়ার নাম বল ।
উত্তর : রাইজোবিয়াম (Rhizobium)।
প্রশ্ন : ৩৫। একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম বল ।
উত্তর : রাইজোবিয়াম (Rhizobium)।
প্রশ্ন : ৩৬। একটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম বল ।
উত্তর : রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাকটার, ক্লাস্ট্রিডিয়াম।
প্রশ্ন : ৩৭। একটি স্বাধীন জীবন্ত নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম বল।
উত্তর : অ্যাজোটোব্যাকটার।
প্রশ্ন : ৩৮। একটি মিথোজীবী নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নাম বল।
উত্তর : রাইজোবিয়াম (Rhizobium)।
প্রশ্ন : ৩৯। একটি গোলাকার ব্যাকটেরিয়াকে কি বলে?
উত্তর : ক’কাস (Coccus) |
প্রশ্ন : ৪০। লৌহ আকৃতির একটি ব্যাকটেরিয়ামকে কি বলে?
উত্তর : ব্যাসিলাস ।
প্রশ্ন : ৪১। পাকানো আকৃতির ব্যাকটেরিয়ামকে কি বলে?
উত্তর : স্পাইরিলাম ।
প্রশ্ন : ৪২। পেনিসিলিন কি?
উত্তর : এটি একটি জৈবপদার্থ, যা ছত্রাক পেনিসিলিয়াম নোটাটামে গচ্ছিত থাকে, এটি একটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে।
প্রশ্ন : ৪৩। পেনিসিলিন-এর আবিষ্কারক কে?
উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং।
প্রশ্ন : ৪৪। কোন ছত্রাক থেকে পেনিসিলিন পাওয়া যায়?
উত্তর : পেনিসিলিয়াম নোটাটাম ।
প্রশ্ন : ৪৫। রাইজোবিয়াম (Rhizobium) কি?
উত্তর : এটি একটি মিথোজীবী নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যা লেগুমিনাস গাছের মূলে বসবাস করে ।
প্রশ্ন : ৪৬। ভ্যাকসিন কি?
উত্তর : বহিরাগত অনুপ্রবেশকারী জীবাণু থেকে প্রাণিদেহকে রক্ষার্থে ব্যবহৃত ঔষধ ।
প্রশ্ন : ৪৭। বি.সি.জি টিকা কোন রোগ থেকে আমাদের দেহকে রক্ষা করে?
উত্তর : যক্ষ্মা ।
প্রশ্ন : ৪৮। ডি.পি.টি. টিকা কোন রোগ থেকে আমাদের দেহকে রক্ষা করে?
উত্তর : ডিফথেরিয়া, পারটুসসিস এবং টেটানাস ।
প্রশ্ন : ৪৯। কোন ছত্রাক এফ্লোটক্সিন (aflatoxin) নামক টক্সিন উৎপাদনে সক্ষম?
উত্তর : অ্যাসপারগিলাস ।
প্রশ্ন : ৫০। অ্যাসপারগিলোসিস কি?
উত্তর : এটি মুরগির ফুসফুসজনিত একটি রোগ যা অ্যাসপারগিলাস দ্বারা সৃষ্ট।
ধাঁধা উত্তর সহ ছবি, সাধারণ বিজ্ঞান হরমোন
প্রশ্ন : ১। প্রাণির শরীরে রাসায়নিক সমন্বয়কারী কোনটি?
উত্তর : হরমোন।
প্রশ্ন : ২। প্রাণিদেহে রাসায়নিক ধাবক বা দূত কোনটি ?
উত্তর : হরমোন ।
প্রশ্ন : ৩। কোন হরমোন গ্রন্থিটি মানুষের মস্তিষ্কে অবস্থিত?
উত্তর : পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস ।
প্রশ্ন : ৪। কোন হরমোন গ্রন্থিটি মানবদেহের গলায় অবস্থিত?
উত্তর : থাইরয়েড গ্রন্থি ।
প্রশ্ন : ৫। কোন সন্ধি টিস্যুটি অগ্ন্যাশয়ে থাকে?
উত্তর : আইসলেট অফ ল্যাঙ্গারহেন ।
প্রশ্ন : ৬। কোন সন্ধি গ্রন্থিটি মানবদেহের কিডনির উপরে অবস্থিত?
উত্তর : অ্যাড্রিনাল গ্রন্থি ।
প্রশ্ন : ৭। কোন হরমোন গ্রন্থিটি ‘মাস্টার গ্ল্যান্ড’ নামে পরিচিত?
উত্তর : পিটুইটারি গ্রন্থি।
প্রশ্ন : ৮। কোন হরমোন গ্রন্থিটিতে আয়োডিন প্রধান উপাদান হিসেবে সংরক্ষিত থাকে?
উত্তর : থাইরোক্সিন।
প্রশ্ন : ৯। মানবদেহে কোন হরমোনের অতিমাত্রায় উপস্থিতির কারণে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়?
উত্তর : ইনসুলিন ।
প্রশ্ন : ১০। কোন হরমোনের অভাবে ক্রেটিনিস্ম (cretinism) রোগ হয়?
উত্তর : থাইরোক্সিন ।
প্রশ্ন : ১১। দেহে কোন হরমোনের অতিমাত্রায় উপস্থিতি ‘বামনত্ব’ বা’dwarfism’-এর কারণ?
উত্তর : সোমাটোট্রোফিক হরমোন বা STH ।
প্রশ্ন : ১২। দেহে কোন হরমোনের অতিমাত্রায় উপস্থিতি ‘জাইগানটিস্ম (gigantism)’ রোগের কারণ?
উত্তর : সোমাটোট্রোফিক হরমোন বা STH ।
প্রশ্ন : ১৩। দেহে কোন হরমোনের অতিমাত্রায় উপস্থিতি অ্যাক্রোমিগালি (দেহের অঙ্গ-প্রত্যঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি) রোগের কারণ?
উত্তর : সোমাটোট্রোফিক হরমোন বা STH ।
প্রশ্ন : ১৪। দেহে কোন হরমোনের অতিমাত্রায় উপস্থিতি ‘ডায়াবেটিস ইন্সিপিডাস’ (Diabetis Insipidus) রোগের কারণ?
উত্তর : অ্যান্টিডিয়োরেটিক হরমোন বা ADH ।
প্রশ্ন : ১৫। দেহে কোন হরমোনের অতিমাত্রায় উপস্থিতি ‘গলগণ্ড’ বা ‘ goiter or Grave’s disease’ রোগের কারণ?
উত্তর : থাইরোক্সিন ।
প্রশ্ন : ১৬। অ্যাড্রিনাল করটেক্সকে উত্তেজিত করে কোন হরমোনটি?
উত্তর : অ্যাড্রিনোকোর্টিকোট্রোফিক হরমোন বা ACTH।
প্রশ্ন : ১৭। কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থিকে উত্তেজিত করে?
উত্তর : থাইরয়েড উত্তেজক হরমোন বা TSH ।
প্রশ্ন : ১৮। কোন হরমোনটি ডিম্বাশয়ের উন্নয়নকে ত্বরান্বিত করে?
উত্তর : গোনাডোট্রোফিক (Gonadotrophic) হরমোন বা GTH।
প্রশ্ন : ১৯। জরুরি অবস্থায় কোন হরমোনটি হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে?
উত্তর : অ্যাড্রিনালিন ।
প্রশ্ন : ২০। কোন হরমোন প্রাণিদেহে বি.এম.আর. (BMR) বৃদ্ধি করে?
উত্তর : থাইরোক্সিন ।
প্রশ্ন : ২১। কোন হরমোন টেডগোল লার্ভার আকৃতির পরিবর্তনকে নিয়ন্ত্রণ করে?
উত্তর : থাইরোক্সিন ।
প্রশ্ন : ২২। কোন হরমোন অ্যাড্রিনালিন-এর বিপরীতমুখী কাজ সঞ্চালন করে থাকে?
উত্তর : নর-অ্যাড্রিনালিন ।
প্রশ্ন : ২৩। কোন হরমোন ইনসুলিনের বিপরীতমুখী কাজ সঞ্চালন করে থাকে?
উত্তর : গ্লুকাগন ।
প্রশ্ন : ২৪। এসটিএইচ (STH)-এর পূর্ণরুপ কি?
উত্তর : সোমাটোট্রোফিক হরমোন (Somatotrophic hormone)।
প্রশ্ন : ২৫। টিএসএইচ (TSH)-এর পূর্ণরুপ কি? (TI)
উত্তর : থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (Thyroid stimulating hormone)।
প্রশ্ন : ২৬। এসিটিএইচ (ACTH)-এর পূর্ণফর্ম লিখুন।
উত্তর : অ্যাড্রিনোকোর্টিকোট্রফিক হরমোন (Adrinocorticotro- phic hormone)।
প্রশ্ন : ২৭। জিটিএইচ (GTH)-এর পূর্ণরুপ কি?
উত্তর : গোনাডোট্রোফিক হরমোন (Gonadotrophic hormone)।
প্রশ্ন : ২৮। এফএসএইচ (FSH)-এর পূর্ণফর্ম লিখুন ।
উত্তর : ফলিকেল স্টিমুলেটিং হরমোন (Follicle stimulating hormone)।
প্রশ্ন : ২৯। এমএসএম (MSM)-এর পূর্ণরুপ কি?
উত্তর : মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন (Melanocyte stimulating hormone) |
প্রশ্ন : ৩০। এলএইচ (LH)-এর পূর্ণরুপ কি?
উত্তর : লুটেইনিসিং হরমোন (Luteinising hormone)।
প্রশ্ন : ৩১। এলটিএইচ (LTH)-এর পূর্ণরুপ কি?
উত্তর : লুটেওট্রোফিক হরমোন (Luteotrophic hormone)।
প্রশ্ন : ৩২। আইসিএসএইচ (ICSH)-এর পূর্ণরুপ কি?
উত্তর : ইন্টারস্টাটিয়াল সেল স্টিমুলেটিং হরমোন (Interstitial cell stimulating hormone) |
প্রশ্ন : ৩৩। এসিটিএইচ (ACTH)-এর অন্য নাম কি?
উত্তর : কর্টিকোট্রোফিন বা কর্টিকোট্রোফিক হরমোন বা সিটিএইচ (Corticotrophin or corticotrophic hormone or CTH)
প্রশ্ন : ৩৪। এলএইচ (LH)-এর অন্য নাম কি?
উত্তর : আইসিএসএইচ বা ইন্টারস্টীটিয়াল সেল স্টিমুলেটিং হরমোন (ICSH or Interstitial cell stimulating hormone)।
প্রশ্ন : ৩৫। জিটিএইচ (GTH)-এর অন্য নাম কি?
উত্তর : গোনাডোট্রোফিন (Gonadotrophin)।
প্রশ্ন : ৩৬। এলটিএইচ (LTH)-এর অন্য নাম কি?
উত্তর : প্রোলাকটিন (Prolactin) ।
প্রশ্ন : ৩৭। এমএসএইচ (MSH)-এর অন্য নাম কি?
উত্তর : ইন্টারমেডিন (Intermedin)।
প্রশ্ন : ৩৮ । উদ্ভিদের শরীরে উপস্থিত একটি হরমোনের নাম বল।
উত্তর : অক্সিন ।
প্রশ্ন : ৩৯। একটি স্থানীয় হরমোনের নাম বল যেটি হজম ক্রিয়ায় অংশ নেয়।
উত্তর : গ্যাসট্রিন (Gastrin)।
প্রশ্ন : ৪০। গোনাডোট্রোফিক হরমোন কোন গ্রন্থিতে সংরক্ষিত থাকে?
উত্তর : অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থি ।
প্রশ্ন : ৪১। গলগণ্ড রোগ কেন হয়?
উত্তর : দেহে থাইরক্সিন হরমোনের অতিমাত্রায় উপস্থিতির ফলে ।
প্রশ্ন : ৪২। মানবদেহের কোন গ্রন্থিটিতে থাইরক্সিন হরমোন সংরক্ষিত থাকে?
উত্তর : থাইরয়েড গ্রন্থি ।
প্রশ্ন : ৪৩। ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ।
উত্তর : ডায়াবেটিস মেলিটাস ।
প্রশ্ন : ৪৪। উদ্ভিদের একটি রাসায়নিক সমন্বয়কের নাম বল ।
উত্তর : অক্সিন ।
প্রশ্ন : ৪৫। একটি উদ্ভিদ হরমোনের নাম বল, যা কলিওপটাইলে (coleoptile) উৎপাদিত হয় ।
উত্তর : অক্সিন ।
প্রশ্ন : ৪৬। একটি উদ্ভিদ হরমোনের নাম বল, যা একটি ছত্রাক থেকে আবিষ্কৃত হয়েছে ।
উত্তর : জিবারেলিন (Gibberellin)।
প্রশ্ন : ৪৭। এমন একটি উদ্ভিদ হরমোনের নাম বল, যা অগ্রস্থিত আধিপত্যকে বর্ধিত করে।
উত্তর : অক্সিন।
প্রশ্ন : ৪৮। একটি গ্রহণীয় উদ্ভিদ হরমোনের নাম বল, যা ফুলের পূর্ণবিকাশে সাহায্য করে।
উত্তর : ফ্লোরিজেন।
প্রশ্ন : ৪৯। এমন একটি হরমোনের নাম বল, যা ফল পাকতে সাহায্য করে ।
উত্তর : ইথেলিন ।
প্রশ্ন : ৫০। আইএএ (IAA)-এর পূর্ণরুপ কি?
উত্তর : ইন্ডোল অ্যাসিটিক এসিড ।
প্রশ্ন : ৫১। আইবিএ (IBA)-এর পূর্ণরুপ কি?
উত্তর : ইন্ডোল বুটিক এসিড ।
প্রশ্ন : ৫২। এনএএ (NAA)-এর পূর্ণফর্ম লিখুন ।
উত্তর : নেপথালিন অ্যাসিটিক এসিড
প্রশ্ন : ৫৩। ২, ৪-D পূর্ণরুপ কি ?
উত্তর : ২, ৪-ডিক্লোরোফেনক্সি অ্যাসিটিক এসিড ।
প্রশ্ন : ৫৪। ২, ৪, ৫-T-এর পূর্ণরুপ কি?
উত্তর : ২, ৪, ৫- ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক এসিড।
প্রশ্ন : ৫৫। কয়েকটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম বল ।
উত্তর : অক্সিন, জিবারেলিন, সাইটোকিনিন ।
প্রশ্ন : ৫৬। একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম বল ।
উত্তর : ইন্ডোল বুটিক এসিড (আই.বি.এ.)।
প্রশ্ন : ৫৭। কয়েকটি গ্রহণীয় উদ্ভিদ হরমোনের নাম বল ।
উত্তর : ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন ইত্যাদি ।
প্রশ্ন : ৫৮। কোন হরমোন উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধ করে?
উত্তর : কিনিন (kinin) |
প্রশ্ন : ৫৯। বীজবিহীন ফলের (parthenocarpic fruits) বিকাশে সাহায্য করে এমন একটি হরমোনের নাম বল ।
উত্তর : অক্সিন ।
প্রশ্ন : ৬০। এমন একটি উদ্ভিদ হরমোনের নাম বল, যেটি বীজে অঙ্কুরোদ্গামের সূচনা করে ।
উত্তর : জিবারেলিন।
প্রশ্ন : ৬১। উদ্ভিদের পাতা এবং ফলের অপরিপক্ক অবস্থায় ঝরে যাওয়াকে প্রতিরোধ করে কোন হরমোনটি?
উত্তর : অক্সিন ।
প্রশ্ন : ৬২। গাছপালার ক্রান্তীয় চলাচলকে নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি?
উত্তর : অক্সিন ।
প্রশ্ন : ৬৩। পারথেনোকারপি কি?
উত্তর : ডিম্বাণুর উর্বরতা-সাধন ছাড়াই বীজহীন ফলের গঠনকে পারথেনোকারপি বলে ।
প্রশ্ন : ৬৪। কোন হরমোনটি উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে?
উত্তর : কিনিন (kinin) ।
প্রশ্ন : ৬৫। পরিপক্ক ‘কোটিলেডন্স এবং এন্ডোসপার্মস’-এ কোন হরমোনটি উপস্থিত ?
উত্তর : জিবারেলিন ।
প্রশ্ন : ৬৬। ফসলের মাঠে আগাছা নিয়ন্ত্রণে কোন হরমোনটি প্রয়োগ করা হয়?
উত্তর : ২, ৪, ডিক্লোরোফেনক্সি অ্যাসিটিক এসিড ।
প্রশ্ন : ৬৭। নারিকেল এন্ডোসপার্মে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়?
উত্তর : সাইটোকিনিন ।
প্রশ্ন : ৬৮। ফুলের তোড়ায় ফুলকে সজীব রাখার জন্য কোন হরমোনটি ব্যবহার করা হয়?
উত্তর : সাইটোকিনিন ।
ধাঁধা উত্তর সহ ছবি
ধাঁধা উত্তর সহ ছবি সাধারণ বিজ্ঞান বিবর্তন
প্রশ্ন : ১। কত বছর পূর্বে পৃথিবীতে জীবনের সূচনা হয়েছিল?
উত্তর : প্রায় ৩.৫ বিলিয়ন বছর আগে ।
প্রশ্ন : ২। জীবনের সূচনা কোথায় হয়েছিল?
উত্তর : সমুদ্রের পানিতে ।
প্রশ্ন : ৩। কোন যুগে পৃথিবীতে প্রাণের সূচনা হয়?
উত্তর : আরিওজোয়িক যুগে ।
প্রশ্ন : ৪। কোন যুগে পৃথিবীতে মানুষের আগমন ঘটে?
উত্তর : সিঞ্জোয়িক যুগে ।
প্রশ্ন : ৫। কোন রাসায়নিক যৌগটিকে জীবনের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর : নিউক্লিওপ্রোটিন ।
প্রশ্ন : ৬। একই মূল এবং অনুরূপ কাঠামোগত উপাদান থাকা সত্ত্বেও কোন অঙ্গগুলোর কাজ ভিন্ন হয়ে থাকে?
উত্তর : অনুরূপ অঙ্গ (Homologous organs)
প্রশ্ন : ৭। কোন অঙ্গগুলোর মূল এবং কাঠামোগত উপাদান ভিন্ন হওয়া সত্ত্বেও একই ধরনের কাজ সঞ্চালন করে থাকে?
উত্তর : অনুকরণীয় অঙ্গ (Analogous organs ) ।
প্রশ্ন : ৮। মানবদেহের দুটি উলম্ব অঙ্গের নাম বল ।
উত্তর : উপাঙ্গ এবং ককিক্স (Coccyx)।
প্রশ্ন : ৯। উদ্ভিদের দুটি উলম্ব অঙ্গের নাম বল ।
উত্তর : মৌল কাণ্ডের আঁশপাতা এবং আমগাছের পুংকেশর।
প্রশ্ন : ১০। আর্থ্রোপোডা এবং অ্যানিলিডা-এর মাঝে সংযোগকারীকে কি বলে?
উত্তর : পেরিপ্যাটাস ।
প্রশ্ন : ১১। উভচর এবং সরীসৃপ-এর মাঝে সংযোগকারীকে কি বলে?
উত্তর : স্পিনোডন ।
প্রশ্ন : ১২। সরীসৃপ এবং এভিস (পাখি)-এর মাঝে সংযোগকারীকে কি বলে?
উত্তর : আরকিওপটারিক্স (Archaeopteryx)।
প্রশ্ন : ১৩। সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মাঝে সংযোগকারীকে কি বলে?
উত্তর : প্ল্যাটিপাস ।
প্রশ্ন : ১৪। একটি অনুপস্থিত সংযোগকারীর নাম বল ।
উত্তর : আরকিওপটারিক্স (Archaeopteryx)।
প্রশ্ন : ১৫। টেরিডোফাইটা (Pteridophyta) এবং জিমনোসপার্ম (gymnosperm)-এর মধ্যে একটি সংযোগকারীর নাম বল ।
উত্তর : টেরিডোসপার্ম ।
প্রশ্ন : ১৬। উদ্ভিদের একটি জীবন্ত জীবাশ্মের নাম বল ।
উত্তর : জিঙ্কো বিলোবা
প্রশ্ন : ১৭। একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর : লিমুলাস ।
প্রশ্ন : ১৮। একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও ।
উত্তর : স্পিনোডন ।
প্রশ্ন : ১৯। একটি জীবাশ্মের উদাহরণ হচ্ছে-
উত্তর : আরকিওপটারিক্স (Archaeopteryx)।
প্রশ্ন : ২০। কোন যুগে আরকিওপটারিক্স (Archaeopteryx) পৃথিবীতে বসবাস করেছিল?
উত্তর : জুরাসিক যুগে ।
প্রশ্ন : ২১। বিবর্তনের উপর দল্যামার্ক’-এর লিখিত বিখ্যাত বইটির নাম কি?
উত্তর : ‘ফিলোসফি জুলোজিক’।
প্রশ্ন : ২২। ‘অঙ্গের ব্যবহার এবং সামঞ্জস্য’- এই আইনকে প্রবর্তন করেছেন ?
উত্তর : ল্যামার্ক ।
প্রশ্ন : ২৩। অর্জিত চরিত্রের উত্তরাধিকার প্রাপ্ত (Inheritance of acquired characters)’- এই আইনকে প্রবর্তন করেছেন?
উত্তর : ল্যামার্ক ।
প্রশ্ন : ২৪। ‘অর্জিত চরিত্রের উত্তরাধিকার প্রাপ্ত (Inheritance of acquired characters)’- এই আইনটিকে ভুল প্রমাণিত করেন কে?
উত্তর : উইসমান ।
প্রশ্ন : ২৫। উইসমানের প্রস্তাবিত ধারণাটির নাম বল ।
উত্তর : জার্মপ্লাজম ধারণা ।
প্রশ্ন : ২৬। ‘প্রাকৃতিক নির্বাচন (Natural selection)’ তত্ত্বের প্রস্তাবক কে?
উত্তর : চার্লস ডারউইন ।
প্রশ্ন : ২৭। ডারউইনের ‘বিবর্তন’ নিয়ে লেখা বইটির নাম কি ।
উত্তর : ‘প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তি (Origin of species by means of Natural Selection)’ |
প্রশ্ন : ২৮। ‘অস্তিত্বের সংগ্রাম (Struggle for existance)’- ধারণাটির প্রস্তাব কে করেছিলেন?
উত্তর : চার্লস ডারউইন ।
প্রশ্ন : ২৯। ‘পরিবর্তন’-এর ধারণাটির প্রস্তাবক কে?
উত্তর : হুগো ডে-ভ্রিয়েস।
প্রশ্ন : ৩০। যোগ্যতমের বেঁচে থাকা (Survival of the fittest) – ধারণাটির প্রস্তাবক কে?
উত্তর : চার্লস ডারউইন ।
ধাঁধা উত্তর সহ ছবি সাধারণ বিজ্ঞান অভিযোজন
প্রশ্ন : ১। আংশিকভাবে ডুবে থাকা একটি জলজ উদ্ভিদের নাম উল্লেখ কর।
উত্তর : পদ্ম ।
প্রশ্ন : ২। একটি ভাসমান জলজ উদ্ভিদের নাম উল্লেখ কর।
উত্তর : কচুরিপানা ।
প্রশ্ন : ৩। একটি ডুবন্ত জলজ উদ্ভিদের নাম উল্লেখ কর ।
উত্তর : হাইড্রিলা ।
প্রশ্ন : ৪। পদ্মের বোঁটায় কোন ধরনের টিস্যু পাওয়া যায়?
উত্তর : এরিনশিমা টিস্যু।
প্রশ্ন : ৫ ৷ পদ্ম পাতার কোন পৃষ্ঠ পত্ররন্ধ্র (stomata) বহন করে?
উত্তর : পৃষ্ঠদেশীয় পৃষ্ঠ ।
প্রশ্ন : ৬। বায়বীয় মূল আছে এমন একটি উদ্ভিদের নাম উল্লেখ কর ।
উত্তর : সুন্দরী ।
প্রশ্ন : ৭। লবণাক্ত জলাভূমিতে জন্মে এমন একটি উদ্ভিদের নাম উল্লেখ কর।
উত্তর : সুন্দরী ।
প্রশ্ন : ৮। সুন্দরী গাছের একটি অভিযোজিত বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : বায়বীয় মূলের উপস্থিতি ।
প্রশ্ন : ৯। সুন্দরী গাছের একটি অভিযোজিত অঙ্গের নাম উল্লেখ কর ।
উত্তর : বায়বীয় মূল ।
প্রশ্ন : ১০। কোন উদ্ভিদে জরায়ুঅঙ্কুরোদ্গম (viviparous germination) ঘটে?
উত্তর : রাইজোফোরা (Rhizophora)।
প্রশ্ন : ১১। সুন্দরী কোন জাতীয় গাছ?
উত্তর : হ্যালোফাইট।
প্রশ্ন : ১২। কোন উদ্ভিদের বায়বীয় মূল দেখা যায়?
উত্তর : সুন্দরী।
প্রশ্ন : ১৩। বায়বীয় মূল কোন জৈবিক কার্যকে সঞ্চালিত করে?
উত্তর : বায়ুমণ্ডল থেকে বায়ু শোষণ ।
প্রশ্ন : ১৪। কেন ক্যাকটাসের কাটা হয়ে থাকে?
উত্তর : পাতার পরিবর্তনের ফলে ।
প্রশ্ন : ১৫। কেন ক্যাকটাসের পাতা কাঁটাতে পরিবর্তিত হয়?
উত্তর : স্বেদনের ফলে পানি নিঃসরণকে প্রতিরোধ করতে ।
প্রশ্ন : ১৬। কোন অঙ্গটি ক্যাকটাসে পিল্লোক্লেড-এ রূপান্তরিত হয়ে থাকে?
উত্তর : কাণ্ড ।
প্রশ্ন : ১৭। কেন ক্যাকটাসের কাণ্ড এবং পাতার পৃষ্ঠে মোমের মতো প্রলেপ থাকে?
উত্তর : স্বেদন প্রতিরোধে ।
প্রশ্ন : ১৮। একটি উদ্ভিদের নাম উল্লেখ কর যাতে ফাইলোক্লাড আছে।
উত্তর : ক্যাকটাস
প্রশ্ন : ১৯। মিষ্টি মটর উদ্ভিদের কোন অঙ্গ লতা প্রতানে পরিবর্তিত হয়ে থাকে?
উত্তর : যৌগিক পাতার প্রান্তিক কচি পাতায় ।
প্রশ্ন : ২০। একটি উদ্ভিদের নাম উল্লেখ কর যাতে লতা প্রতান রয়েছে।
উত্তর : মিষ্টি মটর গাছ ।
প্রশ্ন : ২১। তেলাপোকার দেহে হাঁটার জন্য কত জোড়া পা রয়েছে?
উত্তর : তিন জোড়া ।
প্রশ্ন : ২২। প্রাথমিক স্তরে বাসকারী একটি জলজ প্রাণির নাম বল ।
উত্তর : মৃগেল মাছ ।
প্রশ্ন : ২৩। দ্বিতীয় স্তরে বাসকারী একটি জলজ প্রাণির নাম বল ।
উত্তর : তিমি মাছ ।
প্রশ্ন : ২৪। মাছের প্রধান সঞ্চরণ বা চলন অঙ্গ কোনগুলো?
উত্তর : মাছের পাখনা ।
প্রশ্ন : ২৫। চলাচলে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে কোন পাখনাগুলো?
উত্তর : পুচ্ছ পাখনা ।
প্রশ্ন : ২৬। পানিতে মাছের প্লাবতা বা ভাসমান অবস্থা বজায় রাখতে সাহায্য করে কোন অঙ্গটি?
উত্তর : সন্তরণ বা সাঁতারু থলি।
প্রশ্ন : ২৭। একটি মাছের নাম বল যার সন্তরণ বা সাতারু থলি নেই।
উত্তর : হাঙর মাছ ।
প্রশ্ন : ২৮। দুটি মাছের নাম বল যাদের আনুষঙ্গিক শ্বাস-প্রশ্বাস অঙ্গ আছে।
উত্তর : কই (আনাবাস), মাগুর (ক্লারিয়াস)।
প্রশ্ন : ২৯। একটি জলীয় স্তন্যপায়ী প্রাণির নাম বল ।
উত্তর : তিমি মাছ ।
প্রশ্ন : ৩০। প্রাথমিক পৃষ্ঠ বা পাখা দিয়ে উড়া একটি পাখির নাম বল।
উত্তর : কবুতর।
প্রশ্ন : ৩১। ঐচ্ছিক পৃষ্ঠ বা পাখা দিয়ে উড়া একটি প্রাণির নাম বল ।
উত্তর : উড়ন্ত গিরগিটি (ড্রাকো ভোলান্স)।
প্রশ্ন : ৩২। উড্ডয়নে সাহায্য করা হাড়ের অভিযোজন বৈশিষ্ট্য কি?
উত্তর : এটি একই সাথে নমনীয় এবং ওজনে হালকা হয়।
প্রশ্ন : ৩৩। এমন একটি প্রাণির নাম উল্লেখ কর যাদের নারী প্রজনন তন্ত্রে দ্বিপক্ষীয় প্রতিসাম্য নেই ৷
উত্তর : কবুতর বা যেকোনো পাখি ।
প্রশ্ন : ৩৪ । একটি উড্ডয়নে সক্ষম স্তন্যপায়ী প্রাণির নাম বল ।
উত্তর : বাদুড় ।
প্রশ্ন : ৩৫। কবুতরের পাখায় বড় পালকগুলোর নাম কি এবং এগুলো সংখ্যায় কত?
উত্তর : রিমাইজেস; প্রতিটি পাখার মধ্যে ২৩টি রিমাইজেস থাকে ।
প্রশ্ন : ৩৬। কবুতরের পুচ্ছের বড় পালকগুলোর নাম কি এবং এগুলো সংখ্যায় কত?
উত্তর : রেকট্রিসেস; ১২টি রেকট্রিসেস থাকে ।
প্রশ্ন : ৩৭। কবুতরের পাচন তন্ত্রে কোন অঙ্গগুলো অনুপস্থিত?
উত্তর : দাঁত, পেট এবং পিত্তকোষ ।
প্রশ্ন : ৩৮। কবুতরের মহিলা প্রজনন তন্ত্রে কোন অঙ্গটি অনুপস্থিত ?
উত্তর : ডান ডিম্বাশয় ।
প্রশ্ন : ৩৯। কবুতরের মল-নিঃসারণ তন্ত্রে কোন অঙ্গটি অনুপস্থিত?
উত্তর : মূত্র সংক্রান্ত উপাঙ্গ ।
প্রশ্ন : ৪০। কবুতরের শ্বাস তন্ত্রে মোট কতগুলো বায়ুথলে থাকে?
উত্তর : নয়টি ।
প্রশ্ন : ৪১। কোন প্রাণিদেহে ‘কিল হাড়’ থাকে?
উত্তর : পাখি ।
প্রশ্ন : ৪২। বাদুড়ের পাখায় চর্ম সারের ন্যায় অংশকে কি বলে?
উত্তর : পেটাজিয়াম ।
প্রশ্ন : ৪৩। একটি প্রাণির নাম বল, যারা ফসোরিয়াল (fossorial) অভিযোজন করে থাকে ।
উত্তর : ছোট ইঁদুর ।
প্রশ্ন : ৪৪। একটি প্রাণির নাম বল যারা মরুভূমিতে বাঁচতে অভ্যস্ত ।
উত্তর : উট ।
প্রশ্ন : ৪৫। মরুভূমিতে বাস করে এমন একটি পশুর নাম বল, যারা তাদের ত্বক দিয়ে পানি এবং আর্দ্রতা শোষণ করতে পারে ।
উত্তর : মৌ’লক হরিডাস (Moloch horridus)