রোমান্টিক ধাঁধা উত্তর সহ এই মজাদার জোকস পড়লে আসতে হাঁসতে ফেটে ব্যথা হয়ে যাবে
হাসির ধাঁধা উত্তর সহ
ঐতিহাসিক হেঁয়ালী
আগুন জ্বেলে পশু মাংস পুড়িয়ে কারা খায়।
উলঙ্গ হইয়া তারা বনে জঙ্গলে বেড়ায়৷
এটাই কি?
এইটা হইলোগিয়া আদিম মানুষ।
কোন স্থানে খুঁড়ে পুরাতন ঘরবাড়ী পায়।
অঙ্কশাস্ত্র যন্ত্রপাতি কোথায় বল পায়৷৷
এটাই কি?
এইটা হইলোগিয়া মহেঞ্জোদারো।
কত বছর আগে মানুষ নগর পত্তন করে ।
ইতিহাস ধরে দাদা বল বরাবরে॥
এটাই কি?
এইটা হইলোগিয়া ৫০০০ বছর ।
মহেঞ্জোদারে পরে।
ভারতবর্ষ অধিকার কারা বল করে৷
এটাই কি?
এইটা হইলোগিয়া আৰ্য্য।
কোন গ্রন্থ সবচেয়ে হয় পুরাতন।
কোন্ যুগে তাহার হইল রচনা॥
এটাই কি?
এইটা হইলোগিয়া ঋগবেদ বৈদিক যুগে।
ভারতে কোন দুটি মহাকাব্য আছে।
বিচার করিয়া ভাই বল সভা মাঝে॥
এটাই কি?
এইটা হইলোগিয়া রামায়ণ ও মহাভারত ।
পথে যেতে বনের মাঝে জন্মিল সন্তান ।
সিদ্ধিলাভ করেছিল বল তার কি নাম এটাই কি?
এইটা হইলোগিয়া বুদ্ধদেব ।
মা ছিল মাসীর কোলে মানুষ হয়েছিল। ইতিহাসে মাসীর নাম কি আছে বল॥
এটাই কি?
এইটা হইলোগিয়া গৌতমী ।
কোন্ গণৎকার সিদ্ধার্থের হাত দেখেছিল।
সন্ন্যাস হইবে কালে সেই বলে গেল॥
এটাই কি?
এইটা হইলোগিয়া সিদ্ধেশ্বর বাবাজী ৷
সিদ্ধার্থের একজন পুত্র জন্মেছিল
ইতিহাসে আছে কি নাম তার বল৷
এটাই কি?
এইটা হইলোগিয়া রাহুল।
সিদ্ধার্থের সারথি লয়ে রথে চলে যায়।
সারিথর কিবা নাম বল মহাশয়৷
এটাই কি?
এইটা হইলোগিয়া ছন্দক ।
কোথায় সিদ্ধার্থ গিয়ে তপস্যা করেছিল।
গাছের গোড়ায় বসেছিলেন কে জান বল৷ এটাই কি?
এইটা হইলোগিয়া গয়ার কাছে নৈরঞ্জনা নদীর তীরে।
কোন্ মেয়েটি সিদ্ধার্থকে পায়েস খেতে দেয়।
পায়েস খেয়ে যুবরাজ দেহে বল পায়৷
এটাই কি?
এইটা হইলোগিয়া সুজাতা।
অহিংসা পরম ধর্ম কেবা প্রচার করে।
রাজ ঐশ্বর্য্য যেবা হেলায় ত্যাগ করে৷ এটাই কি?
এইটা হইলোগিয়া বুদ্ধদেব।
বুদ্ধদেব প্রচারিত কোন ধর্ম হল ।
ধর্মগ্রন্থের নাম কিবা ছিল বল।
এটাই কি?
এইটা হইলোগিয়া বৌদ্ধধর্ম ও ত্রিপিটক।
পরলোকে বুদ্ধদেব আশি বছরে যায়।
কোন স্থানে দেহ রাখে বল মহাশায় ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বৌদ্ধগয়া।
কত বছর ধরে বুদ্ধে ধর্ম প্রচার করে।
ঠিক কথা বলে যাবে ইতিহাস ধরে। এটাই কি?
এইটা হইলোগিয়া পঁয়তাল্লিশ বছর ।
বুদ্ধদেহের প্রথম কয়জন শিষ্য হল ।
কাশীর কাছে সারনাথ সিদ্ধ হয়েছিল। এটাই কি?
এইটা হইলোগিয়া পাঁচজন ।
কোন রাজার নামে স্তম্ভ হয়ে ছিল।
ভারত রাষ্ট্রের প্রতীক তাহা হয়ে গেল৷ এটাই কি?
এইটা হইলোগিয়া অশোক।
কলিঙ্গ রাজ্যেতে কেবা শ্রেষ্ঠ রাজা হয়।
সর্বাঙ্গ সুন্দর তিনি বল মহাশয়
এটাই কি?
এইটা হইলোগিয়া অশোক।
কোন ধর্মে অশোক রাজা দীক্ষা নিয়েছিল ।
সৎভাবে থাকতে তিনি ধর্ম প্রচারিত।
এটাই কি?
এইটা হইলোগিয়া বুদ্ধদেবের ধর্ম ।
খ্রীষ্টান ধর্ম যেইজন প্রচার করে ৷
কোন তারিখে জন্ম তার বল ডিসেম্বরে৷ এটাই কি?
এইটা হইলোগিয়া ২৫শে।
যীশুর মাতা কেবা ছিল বলতে কি পার ৷
পিতা বা কেবা ছিল কি নামটি বল৷ এটাই কি?
এইটা হইলোগিয়া মেরী ও যোসেফ।
কার কাছে যীশু দীক্ষা লাভ করে।
ধর্মভ্রাতা সেই বলে পরস্পরে৷
এটাই কি?
এইটা হইলোগিয়া যোহন।
প্যালেষ্টাইনের শাসক কেবা ছিল।
যীশুর বিনাদোষে ক্রুশ বিদ্ধ করিল। এটাই কি?
এইটা হইলোগিয়া পাইলট ।
যীশুর ব্যাপার দেখে কোন লোক বল ।
ব্রাহ্মণ হইয়া অসুর হয়ে গেল।
এটাই কি?
এইটা হইলোগিয়া ইহুদী পুরোহিত।
হাতে পেরেক পায় পেরেক গেঁথে যখন দিল
ঈশ্বরকে বলে এদের ক্ষমা করা ভাল ॥
কোন মহাজন এই কথা বলেছিল।
ক্রুশবিদ্ধ হয়ে যিনি মারা গেল।
এটাই কি?
এইটা হইলোগিয়া যীশুখৃষ্ট।
dhadha bangla question and answer
খৃষ্টানদের ধর্মপুস্তক কিবা হল ।
যীশুখৃষ্ট যে কথাগুলি প্রচারিত।
এটাই কি?
এইটা হইলোগিয়া বাইবেল ।
প্রতশ কত শিষ্য সঙ্গে নিল যীশু ।
যে না বলতে পারো সেই হবে পশু॥ এটাই কি?
এইটা হইলোগিয়া বারোজন।
মুসলমান নীতি কেবা প্রচার করে ।
আল্লাহ্ আকবর বলে কত নরে৷ এটাই কি?
এইটা হইলোগিয়া হজরত মহম্মদ ।
হযরত মহম্মদের মাতা কেবা ছিল।
কোন বিধবাকে তিনি বিবাহ করিল। এটাই কি?
এইটা হইলোগিয়া আমিনা খাদিজা বিবি।
ভারতের প্রধান তিনিটি নদী আছে।
তাহাদের, কিবা নাম বল সভা মাঝে৷ এটাই কি?
এইটা হইলোগিয়া সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র।
বাংলায় মহাভারত কেবা লিখেছিল।
সংস্কৃতি হতে সেই উদ্ধার করিল। এটাই কি?
এইটা হইলোগিয়া কাশীরাম দাস ।
বাংলায় রামায়ণ কে রচনা করে।
কল্পনা করিয়া কিছু দিল তার পরে এটাই কি?
এইটা হইলোগিয়া কৃত্তিবাস ।
মহেঞ্জোদাড়ো কেবা আবিষ্কার করে।
কি নাম তাহার বল পরস্পরে৷
এটাই কি?
এইটা হইলোগিয়া রাখালদাস বন্দোপাধ্যায়।
গ্রীষ্মাবাস কোথায় অবস্থিত হল ।
ভারতের রাজারা যায় যেখানে ভাল৷ এটাই কি?
এইটা হইলোগিয়া দার্জিলিং ।
বাস্তব হেঁয়ালী
বার মাসের কচি মেয়ে তের মাসে পড়ে।
ডাইনে বাঁয়ে গন্ডা ছেলে প্রসব করে এটাই কি?
এইটা হইলোগিয়া কলাগাছ ।
চারি দিকে সমভাবে যেদিকেই কাট ।
ধীরে ধীরে বেড়ে যায় নাহি হয় ছোট॥ এটাই কি?
এইটা হইলোগিয়া পুকুর।
দিয়ে যদি থাকি শ্বশুরে কুলেই দিই।
আর যদি দিই পরপুরুষেই দিই৷
বাপের ঘরে দিব করে লজ্জা করেছি।
তুমি আমার নিজের লোক তোমায় দেব কি৷
এটাই কি?
এইটা হইলোগিয়া ঘোমটা ৷
খাদ্য নয় কিন্তু সর্বলোকে খায় ।
বুড়োবুড়ি খ্যায়া করে হায় হায় ।
যুবক খাইলে পরে ইতিউতি চায় ।
বালকে খাইয়া ধরা কাঁদিয়া ফাটায়৷৷ এটাই কি?
এইটা হইলোগিয়া আছাড়।
প্রাণ নাই তাহার কিন্তু চলে ভাই ।
চাইলে তাই নিকট জীবন জুড়াই৷
হস্তপদ কিছু মৃদু গতি চলে।
এমন কি বস্তু বল আছে ধরাতলে৷
এটাই কি?
এইটা হইলোগিয়া ছায়া।
যে পথে চাহি না যেতে তবু যেতে হয়৷
অসময়ে গেলে পরে করে হায় হায়৷
যত তারে দূরে রাখি পিছু পিছু যায় ।
সময়েতে বন্ধুরূপে আলিঙ্গন দেয়৷৷ এটাই কি?
এইটা হইলোগিয়া শপথ।
দু অক্ষরে হয় এক বড় ফল।
তাহা ছাড়া নাচে গানে হয় গন্ডগোল
অক্ষর উল্টে দিলে লতা হয়ে যাই।
কোন বস্তু তাহা বল দেখি ভাই ৷ এটাই কি?
এইটা হইলোগিয়া তাল।
বিয়ের সময় দাদা দেয় একবার ।
সারাজীবন বৌদি দেয় বার বার
এটাই কি?
এইটা হইলোগিয়া সিঁদুর।
ফুটোর মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করে।
কখনো বোজে, কখনো খুলে থাকে সব ঘরে।
এটাই কি?
এইটা হইলোগিয়া তালাচাবি।
দেখতে সাদা দুধের বর্ণ ।
কে বলতে পারে ফলের জন্ম
এটাই কি?
এইটা হইলোগিয়া ডিম ।
কোন ফলের বীজ নাই দেখি ভাই ।
ফলের ভিতর থেকে ভাঙলে দেখতে পাই৷৷
এটাই কি?
এইটা হইলোগিয়া নারিকেল।
যার বোঁটা কেটে দিলে দিনে দিনে বাড়ে।
ফল কিবা অন্য বস্তু বহল সত্বরে৷
এটাই কি?
এইটা হইলোগিয়া মানব নাড়ী।
কোন ফলের পাঁচটি মুখ আছে।
যা দিয়ে সতত পিযুষ বার হচ্ছে।
এটাই কি?
এইটা হইলোগিয়া স্তন ৷
কাহার দুই দিক কাটিলে বেড়ে যায়।
কেমন তোমার বুদ্ধি আছে বল মহাশয়৷৷ এটাই কি?
এইটা হইলোগিয়া গর্ত।
নেই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে।
কহেন কবি কালিদাস পথে যেতে যেতে৷
এটাই কি?
এইটা হইলোগিয়া গরুর লেজ।
এখান থেকে দিলাম সাড়া ।
সাড়া গেল বামু পাড়া৷৷
এটাই কি?
এইটা হইলোগিয়া শঙ্ক্ষধ্বনি ।
দুই বর্ণ নাম তার গাত্রবস্ত্ৰ হয়।
কখনো গাছ অর্থে ব্যবহৃত হয়৷
এক অর্থ বাসস্থান অনেকেই বলে ।
এক অর্থে মাছ খালে বিলে চলে৷
এটাই কি?
এইটা হইলোগিয়া শাল।
দাদা যারে মামা বলে মামাও বলে মামা।
ছেলেও তাকে মামা বলে আমিও বলি মামা ।
নীচ শুদ্র কি সন্ন্যাসী সবাই বলে মামা।
ভুমগুলে কেবা আছে এমন ধারা মামা এটাই কি?
এইটা হইলোগিয়া চাঁদমামা, সূৰ্য্যমামা ।
বাবারে বাবা বলে মামা বলে বাবা ।
মেসো পিসে ভাগ্নে জামাই সবে বলে বাবা ।
ভগ্নীপতি বলে বাবা ভাগ্নে বলে বাবা ।
দেখে দেখে অবশেষে আমিও বলি বাবা ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বাবা তারকনাথ ।
আঠির উপর কাঠি তার উপরে মাটি ।
আমি উপরে ছাই ।
মানুষ তাকে খায়, পেট কভু ভরে নাকি ।
তবু খেতে চাই ।
এটাই কি?
এইটা হইলোগিয়া তামাক খাওয়া ।
চিন্তার ধাঁধা উত্তর সহ
স্ত্রী অঙ্গের সর্বরূপ দেখে থাকে স্বামী ।
কোন রূপ নাহি দেখে বল দেখি শুনি ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বিধবা ।
যখন দৃষ্টিপথে পড়েছে আমার ।
তখন ধরে আমি মেরেছি আছাড়।
এটাই কি?
এইটা হইলোগিয়া সর্দি।
হেসে হেসে আসছো তুমি ঠাট্টা করতে মাকে ।
আমার শ্বশুর বিয়ে করছে তোর শ্বশুরের মাকে।
এটাই কি?
এইটা হইলোগিয়া শাশুড়ী।
একদন্ত ধরে কিন্তু গণপতি নয়।
দীর্ঘাকৃতি দেহ তার কচি কথা কয়।
দুই পদ পাতালেতে প্রবেশে তাহার ।
বলিলে পন্ডিতে হবে হেঁয়ালির সার।
এটাই কি?
এইটা হইলোগিয়া ঢেকি ।
একটি আশ্চর্য্য ব্যাধি মানুষের হয়।
এত করে নাই-ধুই চুল ভিজে রয়। এটাই কি?
এইটা হইলোগিয়া নাভি ।
হাত নাই পা সকলেরে ধরে।
অসহ্য যাতনায় শির নুইয়া পড়ে।
এটাই কি?
এইটা হইলোগিয়া মাথা ধরা।
গরম কালে প্রাণ ভরে খায় ।
নাহি ভরে পেট তবু আরো খেতে চায়৷৷
এটাই কি?
এইটা হইলোগিয়া বাতাস।
সকলের হাতে আছে তবু বলি নাই ।
হাত বাড়ালে তার নাগাল নাহি পাই।
এটাই কি?
এইটা হইলোগিয়া কনুই।
এক গ্লাস জল আছে দুটি রুটি।
কোন গাছের ফল বল করি খাঁটি।
এটাই কি?
এইটা হইলোগিয়া নারিকেল।
এখান থেকে দিলাম দৃষ্টি ।
ঐ গাছটি বড় মিষ্টি ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ইক্ষু।
হায় তরমুজ করব কি ।
বোঁটা নাই তার ধরব কি ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ডিম ।
থালা পূর্ণ সুপারী।
গুণতে পারে না ব্যাপারী।
এটাই কি?
এইটা হইলোগিয়া আকাশের তারা।
উপর থেকে পড়ল ছুরি।
ছুরি বলে ঘুরে মরি।
এটাই কি?
এইটা হইলোগিয়া বাঁশপাতা।
ঢোকে না ঢোকাও কেন পরের মেয়ে কাদাও।
যা ভাবছ তা নয় কবি কালিদাস কয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া হাতের চুড়ি।
বেগদা বেগদা মাটি কেটে লাগালাম চারা।
ফল নাই ফুল নাই পাতাতেই ভরা।
এটাই কি?
এইটা হইলোগিয়া পানগাছ।
তুমি খাও আমি খাই মুখের নিকটে পাই।
পেট নাহি ভরে তবু মনে হয় আমি খাই।
এটাই কি?
এইটা হইলোগিয়া চুম্বন ।
তিন অক্ষরে নাম তার লক্ষ্মীমন্তের ঘরে।
মূল ছাড়া হলে বাণিজ্য সফরে।
এটাই কি?
এইটা হইলোগিয়া পায়রা।
সদ্য দেখি তলতলে পাকা টকটকে লাল।
দেখে আসি দেশের ভাই গড়ে চিরকাল এটাই কি?
এইটা হইলোগিয়া হাঁড়ি।
বন বাদাড়ে মোর লুকিয়ে ছিল টিয়া।
বেরিয়ে পড়ে সোনার টোপর মাথায় দিয়ে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া আনারস।