Quiz Questions And Answers Bangla – 250 সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা

সাইন্স কুইজ Quiz Questions And Answers Bangla মেধা বিকাশে প্রশ্ন ও উত্তর সহ আমাদের এই পোস্টে অনেকগুলো বাংলা কুইজ প্রশ্ন উত্তর দিয়ে আপডেট করা হয়েছে আপনি অনেক সহজে এবং অল্প সময়ের আমাদের এই পোস্ট এর মাধ্যমে শিখতে পারবেন Quiz Questions And Answers Bangla প্রতিযোগিতামূলক কুইজ

Quiz Questions And Answers Bangla Image

Quiz Questions And Answers Bangla

Quiz Questions And Answers Bangla সাধারণ বিজ্ঞান সালোকসংশ্লেষণ

প্রশ্ন : ১। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তাদের খাদ্য সংশ্লেষণ করে?
উত্তর : সালোকসংশ্লেষণ ।

প্রশ্ন : ২। সালোকসংশ্লেষণ কোথায় হয়ে থাকে?
উত্তর : পাতার মেসোফিল টিস্যুতে ।

প্রশ্ন : ৩। পাতার রঙ সবুজ হয় কেন?
উত্তর : ক্লোরোফিল-এর উপস্থিতির কারণে ।

প্রশ্ন : ৪। সালোকসংশ্লেষণে শক্তির উৎস কি?
উত্তর : সূর্যালোক

প্রশ্ন : ৫। সালোকসংশ্লেষণ-এর দুটি ধাপের নাম হলো-
উত্তর : আলোক পর্যায় এবং গাঢ় পর্যায় ।

প্রশ্ন : ৬। আলোক পর্যায় কোথায় হয়?
উত্তর : ক্লোরোপ্লাস্টের গ্রানায় ।

প্রশ্ন : ৭। গাঢ় পর্যায় কোথায় হয়ে থাকে?
উত্তর : ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়।

প্রশ্ন : ৮। শক্তির চলক বলা হয় কোনটিকে?
উত্তর : এটিপি (ATP)-কে।

প্রশ্ন : ৯। এডিপি (ADP)-এর পূর্ণরুপ কি?
উত্তর : অ্যাডিনোসাইন ডাইফসফেট (Adenosine diphosphate)।

প্রশ্ন : ১০। এটিপি (ATP)-এর পূর্ণরুপ কি?
উত্তর : অ্যাডিনোসাইন ট্রাইফসফেট (Adenosine triphosphate)।

প্রশ্ন : ১১। কোন পর্যায়ের প্রতিক্রিয়া ‘ব্ল্যাকম্যান প্রতিক্রিয়া’ নামে পরিচিত?
উত্তর : গাঢ় প্রতিক্রিয়া ।

প্রশ্ন : ১২। ফটোলাইসিস কে আবিষ্কার করেন?
উত্তর : রবিন হিল ।

প্রশ্ন : ১৩। ‘হিল বিকারক’ কি?
উত্তর : এনএডিপি (NADP)।

প্রশ্ন : ১৪। এনএডিপি (NADP)-এর পূর্ণফর্ম লিখুন ।
উত্তর : নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট (Nicotinamide adenine dinucleotide phosphate) |

প্রশ্ন : ১৫। সালোকসংশ্লেষণে একটি ইলেকট্রনগ্রহীতার নাম বল ।
উত্তর : নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট প্লাস (Nicotinamide adenine dinucleotide phosphate plus) |

প্রশ্ন : ১৬। RuBP (আরইউবিপি)-এর পূর্ণরুপ কি ?
উত্তর : রিবুলস বিসফসফেট (Ribulose bisphosphate)।

প্রশ্ন : ১৭। সালোকসংশ্লেষণের একটি হাইড্রোজেন বহনকারীর নাম বল ।
উত্তর : এনএডিপি (NADP)।

প্রশ্ন : ১৮। পিজিএ (PGA)-এর পূর্ণরুপ কি?
উত্তর : ফসফোগ্লিসারিক এসিড (Phosphoglyceric acid)।

প্রশ্ন : ১৯। সালোকসংশ্লেষের প্রধান উপাদানের নাম হলো-
উত্তর : গ্লুকোজ (C6H12O6 ) ।

প্রশ্ন : ২০। গ্লুকোজ অণুতে হাইড্রোজেন পরমাণুর উৎস কি?
উত্তর : পানি বা H2O

প্রশ্ন : ২১। গ্লুকোজ অণুতে অক্সিজেন পরমাণুর উৎস কি?
উত্তর : কার্বন-ডাইঅক্সাইড বা CO2 ।

প্রশ্ন : ২২। গ্লুকোজ অণুতে কার্বন পরমাণুর উৎস কি?
উত্তর : কার্বন-ডাইঅক্সাইড বা CO2 ।

প্রশ্ন : ২৩। সালোকসংশ্লেষণে উৎপন্ন হওয়া অক্সিজেনের উৎস কি?
উত্তর : পানি ।

প্রশ্ন : ২৪। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় একটি জৈব-অণুঘটকের নাম বল ।
উত্তর : ক্লোরোফিল ।

প্রশ্ন : ২৫। ক্লোরোফিল ব্যতীত অন্য একটি সালোকসংশ্লেষক রঞ্জকের নাম বল।
উত্তর : ক্যারোটিন বা জেনথোফিল ।

Quiz Questions And Answers Bangla

প্রশ্ন : ২৬। সালোকসংশ্লেষণে যুক্ত এমন একটি প্রাণির নাম বল।
উত্তর : ইউগ্লেনা বা ক্রিসমিবা ।

প্রশ্ন : ২৭। সালোকসংশ্লেষণ করে না এমন একটি উদ্ভিদের নাম বল ।
উত্তর : কুসকুটা বা রাফটেসিয়া বা ফাঙ্গাস ।

প্রশ্ন : ২৮। ক্লোরোফিলে উপস্থিত ধাতব উপাদানের নাম কি?
উত্তর : ম্যাগনেসিয়াম

প্রশ্ন : ২৯। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় একটি এনজাইমের নাম বল
উত্তর : আরইউবিপি কার্বোক্সিলেজ

প্রশ্ন : ৩০। সালোকসংশ্লেষণের একটি সহকারী-এনজাইমের নাম বল।
উত্তর : এনএডিপি বা এডিপি

প্রশ্ন : ৩১। সালোকসংশ্লেষণ কোন ধরনের প্রতিক্রিয়া- উপচিতি না তন্তুক্ষয়?
উত্তর : উপচিতি ।

প্রশ্ন : ৩২। কেন সালোকসংশ্লেষণকে উপচিতি বলা হয়?
উত্তর : যে প্রক্রিয়ায় উদ্ভিদের শুষ্ক বৃদ্ধি পায়।

প্রশ্ন : ৩৩। পিজিএএলডি (PGAld)-এর পূর্ণরুপ কি?
উত্তর : ফসফোগ্লিসারালডিহাইড (Phosphoglyceraldehyde)।

প্রশ্ন : ৩৪ । সালোকসংশ্লেষণের জন্য জলজ উদ্ভিদ কোথা হতে কার্বন- ডাইঅক্সাইড (CO2) সংগ্রহ করে?
উত্তর : পানি থেকে দ্রবীভূত কার্বন-ডাইঅক্সাইড (CO2)।

প্রশ্ন : ৩৫। বায়ুমণ্ডলে কোন প্রক্রিয়ায় কার্বন-ডাইঅক্সাইড (CO2) এবং অক্সিজেন (O2)-এর সামগ্রিকতা বৃদ্ধি পায়?
উত্তর : প্রশ্বাসের ফলে CO2 বৃদ্ধি এবং সালোকসংশ্লেষণের ফলে O2 বৃদ্ধি পায় ।

প্রশ্ন : ৩৬। বায়ুমণ্ডলে কোন প্রক্রিয়ায় কার্বন-ডাইঅক্সাইড (CO2) এবং অক্সিজেন (O2)-এর সামগ্রিকতা হ্রাস পায় ?
উত্তর : শ্বাস ক্রিয়ার ফলে O2 এবং সালোকসংশ্লেষণের ফলে CO2 বৃদ্ধি পায় ৷

প্রশ্ন : ৩৭। নিম্ন লিখিত প্রতিক্রিয়াটির নাম কি?
ChlorophylI
[H2O
→ H+ + OH]
Sunlight
উত্তর : পানিতে আলো-বিকিরণের অভাবে পচন বা পৃথগীভবন ।

প্রশ্ন : ৩৮। নিম্ন লিখিত প্রতিক্রিয়াটির নাম কি?
[ADP + Pi
ChlorophyII Sunlight
→ ATP]
উত্তর : ফসফোগ্লিসারালডিহাইড ।

প্রশ্ন : ৩৯। নিম্ন লিখিত প্রতিক্রিয়াটির নাম কি?
[CO2 +
RuBP RuBP carboxylase 2PGA]
উত্তর : কার্বন বিশোষণ ।

প্রশ্ন : ৪০। সালোকসংশ্লেষণের উপাদানগুলো কি?
উত্তর : কার্বন-ডাইঅক্সাইড (CO2), পানি (H2O), ক্লোরোফিল এবং সূর্যালোক ।

প্রশ্ন : ৪১। সালোকসংশ্লেষণের অবশিষ্ট অংশগুলো কি?
উত্তর : C6H12O6 (গ্লুকোজ), H2O, ও O2 ।

প্রশ্ন : ৪২। উদ্ভিদে গ্লুকোজ কোন প্রকারে সংরক্ষিত থাকে?
উত্তর : অদ্রবণীয় মাড়ের আকারে ।

প্রশ্ন : ৪৩। কোন অঙ্গে বা অঙ্গগুলোতে উদ্ভিদ তাদের খাদ্য সংরক্ষণ করে রাখে?
উত্তর : শিকড়, ডাল, ফল ইত্যাদি ।

প্রশ্ন : ৪৪। একটি ব্যাক্টেরিয়ার নাম বল যা সালোকসংশ্লেষণ করে থাকে?
উত্তর : সিউডোমোনাস (Pseudomonas ) ।

প্রশ্ন : ৪৫। সালোকসংশ্লেষণে পানি (H2O) ব্যতীত অন্য একটি হাইড্রোজেন দাতার নাম বল ।
উত্তর : H2S, NH3 |

প্রশ্ন : ৪৬। কোন ধরনের সালোকসংশ্লেষণের সময় অক্সিজেনের উদ্ভব হয় না?
উত্তর : ব্যাকটেরিয়াল সালোকসংশ্লেষণের সময় ।

প্রশ্ন : ৪৭। RuBP পুনঃসংশ্লেষণের প্রতিক্রিয়া পথ কে আবিষ্কার করেছেন?
উত্তর : ক্যালভিন, বেনসন এবং ব্যাশাম ।

প্রশ্ন : ৪৮। উদ্ভিদের অঙ্গটির নাম বল যেটির সাহায্যে CO2 এবং O2 গ্রহণ করে।
উত্তর : পাতার স্টোমাটা ।

প্রশ্ন : ৪৯। একটি 3C এবং একটি 6C যৌগের নাম বল ।
উত্তর : ফসফোগ্লিসারিক এসিড (PGA) একটি 3C যৌগিক, এবং গ্লুকোজ (C6H12O6) একটি 6C যৌগিক হয় ।

প্রশ্ন : ৫০। সালোকসংশ্লেষণ শব্দটির প্রবর্তক কে?
উত্তর : বার্নিস ।

Quiz Questions And Answers Bangla সাধারণ বিজ্ঞান উদ্ভিদ

্রশ্ন : ১। উদ্ভিদ জীবনের বৈজ্ঞানিক গবেষণা কি নামে পরিচিত?
উত্তর : উদ্ভিদবিদ্যা।

প্রশ্ন : ২। সূর্যালোক থেকে শক্তি ব্যবহার করে, উদ্ভিদের কার্বন- ডাইঅক্সাইডকে খাদ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তর : সালোকসংশ্লেষণ ।

প্রশ্ন : ৩। সত্য বা মিথ্যা? সঠিক অবস্থানে বাঁশ গাছ মাত্র এক দিনে ৬০ সে.মি. (২৪ ইঞ্চি) পর্যন্ত বাড়তে পারে ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৪। ফুলের পরাগধানী থেকে রন্ধ্রে পরাগের চলাচলকে কি বলে?
উত্তর : পলিনেশন ।

প্রশ্ন : ৫। অ্যাম্বার বা তৃণমণি গাছের জীবাশ্ম থেকে তৈরি?
উত্তর : রজন বা রেসিন ।

প্রশ্ন :৬। সত্য বা মিথ্যা? গাছপালার আবির্ভাবের আগেই মানুষ পৃথিবীতে ছিল?
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন :৭। বিশ্বব্যাপী উৎপাদনের সর্বোচ্চ পর্যায়ে কোন শস্য রয়েছে? (ইঙ্গিত : চাল হচ্ছে দ্বিতীয়)
উত্তর : ভুট্টা।

প্রশ্ন :৮। একটি লতা পাতার বা অধিরোহী উদ্ভিদ অন্য কোন নামে পরিচিত?
উত্তর : ভাইন ।

প্রশ্ন :৯। সত্য বা মিথ্যা? পিচার (Pitcher) উদ্ভিদ মাংসাশী হয়।
উত্তর : সত্য।

প্রশ্ন :১০। জাপানি শব্দ ‘শাকুরা’ অর্থ মুকুল কোন ধরনের গাছ?
উত্তর : চেরিগাছ ।

প্রশ্ন :১১। বাড়ির বাগানে বেড়ে উঠা ফুল গাছ ‘ইমপেসিয়েন্ট ওয়ালেরিয়ানা’-এর জনপ্রিয় নাম কি?
উত্তর : বিজি লিজি (Busy Lizzie)।

প্রশ্ন :১২। একজন মালী ডিব্বার বা ডিবল দিয়ে কি কাজ করে থাকে ?
উত্তর : চারা এবং ছোট গাছ রোপণ করে ।

প্রশ্ন :১৩। চার্লস ডারউইন এই মাংসাশী উদ্ভিদের বর্ণনা করেছেন। বিশ্বের সবচেয়ে বিস্ময়কর উদ্ভিদ। এই উদ্ভিদের নাম কি?
উত্তর : ভিনাস ফ্লাইট্র্যাপ ।

প্রশ্ন :১৪। ‘লাভ আপেল’-এর মূল নাম হচ্ছে-
উত্তর : টমেটো ।

প্রশ্ন :১৫। ‘ডেথ ক্যাপ’ কিসের সবচেয়ে বিষাক্ত বৈচিত্র্য?
উত্তর : মাশরুম ৷

প্রশ্ন :১৬। একটি ফুলের স্ত্রী প্রজনন অঙ্গের নাম কি ?
উত্তর : পুষ্পের গর্ভকেশর ।

প্রশ্ন :১৭। ‘কুমকোয়াত’ কোন ধরনের ফলের একটি জাপানি ছোট বৈচিত্র্য?
উত্তর : কমলা ।

প্রশ্ন :১৮। শৈবাল বল্গা হরিণের বহুল পরিচিত কেন?
উত্তর : বল্গা হরিণের মুখ্য শীতকালীন খাবার ।

প্রশ্ন :১৯। হ্যারি হুইটক্রফট একজন প্রজননবিদ, তিনি কেন প্রখ্যাত ছিলেন?
উত্তর : গোলাপের গবেষণার জন্য।

Quiz Questions And Answers Bangla

প্রশ্ন :২০। ‘সেন্ট প্যাট্রিক ডে’-এর সাথে সম্পর্কিত ত্রিপত্র বিশেষ গাছের নাম কি?
উত্তর : শ্যামরক (shamrock)।

প্রশ্ন :২১। গাছের কোন অংশকে বোতলের ছিপি তৈরিতে ব্যবহার করা যেতে পারে?
উত্তর : বাকল ।

প্রশ্ন :২২। বিশ্বের সবচেয়ে বড় এবং উঁচু গাছ কোনটি?
উত্তর : ক্যালিফোর্নিয়া রেডউড ।

প্রশ্ন :২৩। শরৎকালে পাতা ঝরা গাছগুলোকে কোন সাধারণ নামে ডাকা হয়?
উত্তর : ক্ষণস্থায়ী।

প্রশ্ন :২৪। কোন টিস্যু গাছের ছালের নিচে কাঠের গঠনে সাহায্য করে?
উত্তর : জাইলেম ।

প্রশ্ন :২৫। ফুলের উদ্ভিদের কোথায় পুরুষ গ্যামেট তৈরি হয়?
উত্তর : পরাগ শস্যে ।

প্রশ্ন :২৬। কোন খাদ্য শস্য জন্মাতে পানির ব্যবহার অপরিহার্য?
উত্তর : চাল ।

প্রশ্ন :২৭। সুজি তৈরিতে কোন শস্য ব্যবহার করা হয়?
উত্তর : গম ।

প্রশ্ন :২৮। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়?
উত্তর : ডিম্বাশয় ।

প্রশ্ন :২৯। তেল তৈরিতে ফুলের উদ্ভিদের কোন অংশটি ব্যবহৃত হয়?
উত্তর : বীজ ।

প্রশ্ন :৩০। অলঙ্কারের ন্যায় সাজিয়ে গাছের ছাটাই এবং বেড়া দেয়ার পদ্ধতিকে কি বলা হয়?
উত্তর : টপিয়ারি

প্রশ্ন :৩১। রাউঅ্যান (Rowan) গাছের অন্য নাম কি?
উত্তর : মাউন্টেইন এশ ।

প্রশ্ন :৩২। উদ্ভিদ বিজ্ঞানী ড. লিওনার্ড ফুচেস-এর নামানুসারে কোন ফুলের নামকরণ করা হয়েছে?
উত্তর : ফুচসিয়া।

প্রশ্ন :৩৩। ইউ, সোঁদাল বীজ বেরি জাতীয় গাছের মধ্যে মিল রয়েছে কোথায়?
উত্তর : সবগুলোই বিষাক্ত ।

প্রশ্ন :৩৪। এন্টিরহিনাম (Antirrhinum)-এর জনপ্রিয় নাম কি?
উত্তর : স্ন্যাপড্রাগন ।

প্রশ্ন :৩৫। বৌদ্ধ ধর্মের পবিত্র ফুল কি?
উত্তর : পদ্ম ।

প্রশ্ন :৩৬। ইতালীয় ভাষায় ‘সুন্দরী নারী’ থেকে নামকরণ করা হয় কোন গাছটির?
উত্তর : বেলাডোনা ।

প্রশ্ন :৩৭। যে গাছগুলো প্রতিবছর পাতা ঝরিয়ে নতুন পাতা গজায় সেগুলোকে কি বলে?
উত্তর : প্যারেনিয়াল বা ক্ষণস্থায়ী ।

প্রশ্ন :৩৮। ফুলের কোন তরল কীট-পতঙ্গকে আকর্ষিত করে?
উত্তর : মকরন্দ বা নেক্টার ।

প্রশ্ন :৩৯। কিভাবে একটি গাছের বয়স অনুমান করা হয়?
উত্তর : চক্রের সংখ্যা দিয়ে ।

Quiz Questions And Answers Bangla সাধারণ বিজ্ঞান উদ্ভিদের গতিবিধি

প্রশ্ন :১। একটি উদ্ভিদের নাম বল, যার মধ্যে এমবোয়েড (amoeboid-স্থান পরিবর্তনে সমর্থ) গতিবিধি উল্লেখযোগ্য।
উত্তর : মাইক্রোমাইসিটিস (Myxomycetes)।

প্রশ্ন :২। একটি উদ্ভিদের নাম বল, যার মধ্যে সিলিয়ারি (ciliary- চতুর্দিকে বেড়ে উঠা) গতিবিধি উল্লেখযোগ্য ।
উত্তর : ওডোগোনিয়ামের জুস্পরস (Zoospores of Oedogonium-একটি জলজ উদ্ভিজ্জ) ।

প্রশ্ন :৩। একটি উদ্ভিদের নাম বল, যার মধ্যে ফ্লেগেলার (flagellar-একে বেঁকে বেড়ে উঠা) গতিবিধি উল্লেখযোগ্য ।
উত্তর : ক্লামাইডোমোনাস (Chlamydomonas)।

প্রশ্ন :৪। ফটোনেস্টিক (photonastic- বাহ্যিক উদ্দীপকের কারণে আলোর দিকে হয়ে চলাচল করা) গতিবিধির একটি উদাহরণ দাও ।
উত্তর : পদ্ম ফুলের পাপড়ি, সকালে সূর্যের আলোতে প্রসারিত এবং সন্ধ্যায় আবার সংকোচিত হয় ।

প্রশ্ন :৫। দুটি গাছের নাম বল যারা গতিবিধিতে সমর্থ ।
উত্তর : ক্লামাইডোমোনাস (Chlamydomonas) এবং ভোলাক্স (Voluox) |

প্রশ্ন :৬। উদ্ভিদের দুটি স্বতঃস্ফূর্ত আন্তঃকোষিক গতিবিধি উল্লেখ কর ।
উত্তর : কিছু উদ্ভিদ কোষে প্রোটোপ্লাজমের ঘূর্ণন এবং সঞ্চলন ।

প্রশ্ন :৭। সংবেদনশীল উদ্ভিদের ঝিল্লিগুলো স্পর্শ করলে কোন ধরনের গতিবিধি প্রত্যক্ষ হয়?
উত্তর : সিসমোনাস্টিক গতিবিধি ।

প্রশ্ন :৮। উদ্ভিদের অঙ্কুর আলোর উৎস বা সূর্যের দিকে বাঁকানো থাকে, এটি কোন ধরনের গতিবিধি?
উত্তর : ইতিবাচক ফটোট্রপিক গতিবিধি ।

প্রশ্ন :৯। মাংসাশী উদ্ভিদ ‘সানডিউ’-এর কর্ষিকা পোকামাকড়ের দিকে ঝুঁকে যায় যখন পোকামাকড়-এর সংস্পর্শে আসে। এটি কোন ধরনের গতিবিধি?
উত্তর : কেমোনাস্টিক গতিবিধি ।

প্রশ্ন :১০। টেলিগ্রাফ উদ্ভিদের পার্শ্বীয় পাতাগুলো সর্বদা উপর এবং নিচে প্রসারিত হয়, এটা কোন ধরনের গতিবিধি?
উত্তর : তারতম্যের গতিবিধি (movement of variation)।

প্রশ্ন :১১। পরাগ নল ডিম্বাণুর দিকে এগিয়ে যায়, যাকে বলে?
উত্তর : কেমোট্রপিক গতিবিধি ।

প্রশ্ন :১২। পাট গাছের পাতাগুলো উষ্ণ গরমে সূর্যের আলোয় উন্মুক্ত হয় এবং রাতে ঠান্ডা তাপমাত্রায় আবার বন্ধ হয়ে যায় — এটি কোন ধরনের গতিবিধি?
উত্তর : নাইচটিনাস্টিক গতিবিধি ।

প্রশ্ন :১৩। একটি ঘটপত্রী উদ্ভিদের পল্লবে কোন ধরনের গতিবিধি লক্ষ্য করা যায়, যখন কোনো পোকামাকড় আটকা পড়ে?
উত্তর : কেমোনাস্টিক গতিবিধি

প্রশ্ন :১৪। বৈদ্যুতিক প্রবাহের উদ্দীপনা দ্বারা প্ররোচিত গতিবিধি কেমন হতে পারে?
উত্তর : গ্যালভানোটেক্টিক গতিবিধি ৷

প্রশ্ন :১৫। পানির স্রোতের উদ্দীপনার কারণে কোন ধরনের গতিবিধি ঘটতে পারে?
উত্তর : রিওট্যাক্টিক গতিবিধি

প্রশ্ন :১৬। কোন ধরনের ক্রান্তীয় গতিবিধি স্পর্শের কারণে গড়ে থাকে?
উত্তর : হ্যাপটোট্রপিক বা থিগমোট্রপিক গতিবিধি ।

প্রশ্ন :১৭। ফটোট্রপিজম-এর অন্য নাম কি?
উত্তর : হেলিওট্রপিজম ।

Quiz Questions And Answers Bangla সাধারণ বিজ্ঞান উদ্ভিদ সঞ্চালন

প্রশ্ন :১। কোন উদ্ভিদ টিস্যু খাদ্য পরিবহন করে ?
উত্তর : ফ্লোয়েম টিস্যু।

প্রশ্ন :২। গাছপালার সঞ্চালনকারী টিস্যুগুলোকে কি বলে?
উত্তর : জাইলেম এবং ফ্লোয়েম ।

প্রশ্ন :৩। উদ্ভিদের কোন টিস্যু মাটি থেকে পাতায় পানি পরিবহন করে?
উত্তর : জাইলেম টিস্যু।

প্রশ্ন :৪। উদ্ভিদের ঊর্ধ্বমুখী তরল সরবরাহ কোন টিস্যুর সাহায্যে পরিচালিত হয়?
উত্তর : জাইলেম টিস্যু।

প্রশ্ন :৫। ফ্লোয়েমের কোন উপাদানগুলো খাদ্য স্থানান্তরে অংশ নেয়?
উত্তর : সিভ নল এবং সহচর কোষ ।

প্রশ্ন :৬। উদ্ভিদের ঊর্ধ্বমুখী তরল সরবরাহে জাইলেম-এর কোন উপাদানগুলো অংশ নেয়?
উত্তর : ট্রাকিড এবং ভেসেল বা ট্রাকিয়া ।

প্রশ্ন :৭। জাইলেম-এর জীবন্ত উপাদানের নাম হচ্ছে—
উত্তর : জাইলেম পেরেনকাইমা ।

প্রশ্ন :৮। ফ্লোয়েম নিষ্প্রাণ উপাদানের নাম হচ্ছে।
উত্তর : ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার।

প্রশ্ন :৯। উদ্ভিদ ও প্রাণিদের মধ্যে সঞ্চালন ঘটে কিসের সাহায্যে।
উত্তর : পানির মাধ্যমে।

প্রশ্ন :১০। খাবার সংশ্লেষণের জায়গা থেকে উদ্ভিদ শরীরের বিভিন্ন অংশে তা পৌঁছানোর কাজ করে কোন কলা বা টিস্যুটি?
উত্তর : ফ্লোয়েম টিস্যু।

প্রশ্ন :১১। সহচর কোষের কাজ কি?
উত্তর : খাবারের পরিবহনে সিয়েভ নলকে সাহায্য করা।

প্রশ্ন :১২। অঙ্গটির নাম উল্লেখ কর যার সাহায্যে উদ্ভিদ স্বেদন (ত্বক দিয়ে নিঃসরণ) করে থাকে?
উত্তর : পাতা ।

প্রশ্ন :১৩। ফ্লোয়েমের কোন উপাদানটি খাবার পরিবহনে প্রধান ভূমিকা পালন করে?
উত্তর : সিভ নল ।

প্রশ্ন :১৪। কোন অঙ্গগুলোর মাধ্যমে উদ্ভিদ সংশ্লেষণ হতে পারে?
উত্তর : স্টোমাটা, ল্যান্টিকেল এবং কিউটিকল ।

প্রশ্ন :১৫। উদ্ভিদের ঊর্ধ্বমুখী তরল সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার দুটি কারণ উল্লেখ কর?
উত্তর : (i) মাটিতে পানির সংকট।
(ii) মাটির তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে হ্রাস পেলে ।

প্রশ্ন :১৬। কোন শারীরিক প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ তাদের শরীর থেকে অতিরিক্ত পানি বের করে ফেলে?
উত্তর : স্বেদন (ত্বক দিয়ে নিঃসরণ)।

প্রশ্ন :১৭। পাট কোন ধরনের আঁশ?
উত্তর : বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার।

Quiz Questions And Answers Bangla সাধারণ বিজ্ঞান উদ্ভিদের রেচনক্রিয়া

প্রশ্ন :১। উদ্ভিদের কার্বন ধারণকারী বর্জ্য পণ্যের একটি উদাহরণ দাও ।
উত্তর : কষ।

প্রশ্ন :২। উদ্ভিদের একটি বর্জ্যের উদাহরণ দাও যার অর্থনৈতিক মূল্য রয়েছে।
উত্তর : কষ, এটি চামড়া জাতীয় পণ্য তৈরিতে ব্যবহার করা হয় ।

প্রশ্ন :৩। কোন জৈবিক প্রক্রিয়ায় অতিরিক্ত পানি উদ্ভিদ শরীর থেকে বিয়োজিত হয় ৷
উত্তর : স্বেদন ।

প্রশ্ন :৪। অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন একটি উপক্ষার (নাইট্রোজেন সম্বলিত জৈবিক পদার্থ)-এর উদাহরণ দাও ।
উত্তর : কুইনাইন, এটি ম্যালেরিয়াল বিরোধী ঔষুধ তৈরিতে ব্যবহৃত হয় ।

প্রশ্ন :৫। কোন গাছপালা পাতা ঝেড়ে ফেলার মাধ্যমে তাদের বজ্য দ্রব্যগুলো ত্যাগ করে?
উত্তর : রেশমি তুলা, আল্বিজ্জি (সিরিশ) ইত্যাদি ।

প্রশ্ন :৬। কোন গাছপালা ফল ঝেড়ে ফেলার মাধ্যমে তাদের বর্জ্য দ্রব্যগুলো ত্যাগ করে?
উত্তর : লেবু, কমলা ইত্যাদি ।

প্রশ্ন :৭। আমরা টার্টারিক এসিড কোথা থেকে পাই?
উত্তর : তেঁতুল থেকে

প্রশ্ন :৮। উদ্ভিদের বর্জ্য পণ্য ত্যাগ করার যেকোনো একটি প্রক্রিয়ার নাম উল্লেখ কর।
উত্তর : পাতা ঝেড়ে ফেলা বা ছাল ঝেড়ে ফেলা ইত্যাদি।

প্রশ্ন :৯। আমরা সাইট্রিক এসিড কোথা থেকে পাই?
উত্তর : লেবু, কমলা ইত্যাদি থেকে।

প্রশ্ন :১০। আমরা ম্যালিক এসিড কোথা থেকে পাই?
উত্তর : আপেল থেকে ।

প্রশ্ন :১১। কোন গাছপালাগুলো বাঁকল ঝেড়ে ফেলার মাধ্যমে তাদের বর্জ্য দ্রব্যগুলো ত্যাগ করে?
উত্তর : টার্মিনালিয়া (অর্জুন), সিডিয়াম (পেয়ারা) ইত্যাদি ।

প্রশ্ন :১২। রাফাইড কি ধারণ করে?
উত্তর : ক্যালসিয়াম অক্সালেটের স্ফটিক বা কণা ।

প্রশ্ন :১৩। কোন গাছপালা রাফাইড ধারণ করে?
উত্তর : আরুম, জলজ-লেটুস ইত্যাদি ।

প্রশ্ন :১৪। সিস্টোলিথ-এ কি থাকে?
উত্তর : ক্যালসিয়াম কার্বোনেটের স্ফটিক বা কণা ।

প্রশ্ন :১৫। কোন গাছপালা রাফাইড ধারণ করে?
উত্তর : বটগাছ, রাবার গাছ ইত্যাদি ।

প্রশ্ন :১৬। রাফাইড কোন কোষে সংরক্ষিত থাকে?
উত্তর : আইডিওব্লাস্ট কোষে ।

প্রশ্ন :১৭। ‘সিস্টোলিথ’ কোন কোষে সংরক্ষিত থাকে?
উত্তর : লিথোসিস্ট কোষে ।

Quiz Questions And Answers Bangla

প্রশ্ন :১৮। আস্কিকুলার রাফাইড কোথায় পাওয়া যায়?
উত্তর : আরুমের (Arum) পাতায় এবং ডালপালায়।

প্রশ্ন :১৯। স্পিরাফাইড কোথায় পাওয়া যায়?
উত্তর : জলজ লেটুস-এর পাতা এবং ডালপালায় ।

প্রশ্ন :২০। কোথা হতে আমরা প্রয়োজনীয় তেল পেয়ে থাকি?
উত্তর : লেবু, কমলার চামড়া ইত্যাদি থেকে ।

প্রশ্ন :২১। কোন উদ্ভিদ থেকে আমরা বাণিজ্যিক রাবার পাই?
উত্তর : ফিকাস ইলাস্টিকের (রাবার উদ্ভিদ) তরুক্ষীর থেকে।

প্রশ্ন :২২। পাপাইন (পেঁপে হইতে প্রাপ্ত পরিপাককারক উৎসেচক বিশেষ)-এর উৎস কি?
উত্তর : পেঁপে উদ্ভিদের তরুক্ষীর।

প্রশ্ন :২৩। আমরা কোন উদ্ভিদ থেকে রেসিন পাই?
উত্তর : পাইন গাছের জননালি থেকে।

প্রশ্ন :২৪। কোন গাছ থেকে আমরা ট্যানিন বা কষ পাই?
উত্তর : চা গাছের পাতা এবং মাইরোবালানের ফল থেকে ।

প্রশ্ন :২৫। একটি বীজের নাম বল, যা বর্জ্য পদার্থ ধারণ করে।
উত্তর : নক্স ভোমিকা (কুচিলা ফল) এর বীজ, যার মধ্যে স্ট্রাইসনিন থাকে ।

প্রশ্ন :২৬। উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম বল, যা শিকড়ের মধ্যে পাওয়া যায় ।
উত্তর : রেসেরপাইন যারা রাওউলফিয়া সার্পেনটিনার শিকড়ে পাওয়া যায়।

প্রশ্ন :২৭। উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম বল, যা পাতায় পাওয়া যায় ।
উত্তর : কষ, চা গাছের পাতায় পাওয়া যায় ।

প্রশ্ন :২৮। উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম বল, যা বাঁকলে থাকে ।
উত্তর : কুইনাইন যা সিনকোনা উদ্ভিদের বাঁকলে থাকে ।

প্রশ্ন :২৯। কফি বীজে কোন বর্জ্য পদার্থ থাকে ?
উত্তর : ক্যাফেইন ।

প্রশ্ন :৩০। ধুতুরা গাছের পাতা ও ফলে কোন বর্জ্য পদার্থ বিদ্যমান?
উত্তর : ধাতুরাইন ।

প্রশ্ন :৩১। উদ্ভিদ বর্জ্য পদার্থের উদাহরণ হিসেবে নিকোটিনের প্রধান উৎস কি?
উত্তর : তামাক পাতা ।

প্রশ্ন :৩২। কোন উদ্ভিদে শ্বেত-তরুক্ষীর দেখা যায়?
উত্তর : বটগাছ, আকন্দ, রাবার গাছ ইত্যাদি।

প্রশ্ন :৩৩। কোন উদ্ভিদে পানি সাদৃশ্য তরুক্ষীর দেখা যায়?
উত্তর : তামাক এবং কলা গাছে।

প্রশ্ন :৩৪। কোন উদ্ভিদে হলদে রঙের তরুক্ষীর দেখা যায়?
উত্তর : শিয়াল কান্ত ।

Quiz Questions And Answers Bangla সাধারণ বিজ্ঞান প্রাণি এবং পক্ষীকুল

প্রশ্ন :১। পূর্ণবয়স্ক একটি পান্ডার প্রধান খাবার কি, যা এটির দেহের প্রায় ৯৯% খাবারের জোগান দেয়?
উত্তর : বাশ ।

প্রশ্ন :২। সত্য না মিথ্যা? একটি ইঁদুর ১০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
উত্তর : মিথ্যা – পোষা ইঁদুর আড়াই বছর এবং বন্য ইঁদুর মাত্র চার মাস পর্যন্ত বাঁচতে পারে ।

প্রশ্ন :৩। মাত্রাতিরিক্ত মাকড়সার ভয় বা ফোবিয়াকে কি বলে?
উত্তর : আরাকনোফোবিয়া ।

প্রশ্ন :৪। বিশ্বের সবচেয়ে বড় জাতের বিড়াল কোনটি?
উত্তর : বাঘ, যা ওজনে ৩০০ কিলোগ্রাম (৬৬০ পাউন্ড) পর্যন্ত।

প্রশ্ন :৫। সত্য না মিথ্যা? কুমিরের কোনো ঘাম-গ্রন্থি নেই, তাই তারা তাপ অপসারণের জন্য মুখ ব্যবহার করে থাকে।
উত্তর : সত্য- তারা প্রায়ই ঠান্ডা হওয়ার জন্য উন্মুক্ত মুখ নিয়ে ঘুমায় ।

প্রশ্ন :৬। প্রজাপতি কি এক ধরনের পোকামাকড় ?
উত্তর : হ্যাঁ ।

প্রশ্ন :৭। স্ত্রী-হাতিকে কি বলা হয়?
উত্তর : গরু ।

প্রশ্ন :৮। সত্য না মিথ্যা? বাদুড়রা স্তন্যপায়ী ।
উত্তর : সত্য।

প্রশ্ন :৯। মৌমাছি পৃথিবীর প্রতিটি মহাদেশে পাওয়া যায় শুধু -মহাদেশ ছাড়া।
উত্তর : এন্টার্কটিকা ।

প্রশ্ন :১০। সত্য না মিথ্যা? বিড়াল দিনে গড়ে ১৩ থেকে ১৪ ঘণ্টা ঘুমিয়ে থাকে ।
উত্তর : সত্য।

প্রশ্ন :১১। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির স্থলজ প্রাণি কোনটি?
উত্তর : চিতা (যার গতি ৭৫-১২০ কি.মি. পর্যন্ত হতে পারে)।

প্রশ্ন :১২। ‘মৃগী’ কোন জাতের প্রাণি?
উত্তর : একটি মহিলা হরিণ ।

প্রশ্ন :১৩। সত্য না মিথ্যা? বনবিড়াল তৃণভোজী প্রাণি ।
উত্তর : মিথ্যা – তারা মাংসাশী প্রাণি ।

প্রশ্ন :১৪। সিংহের একটি দলকে কি বলা হয়?
উত্তর : প্রাইডস (Prides)।

প্রশ্ন :১৫। ডলফিন মাছ কি স্তন্যপায়ী প্রাণি?
উত্তর : হ্যাঁ ।

প্রশ্ন :১৬। বিশ্বের সবচেয়ে বড় স্থলজ প্রাণি কোনটি ?
উত্তর : হাতি – বৃহত্তমটি প্রায় ১২ হাজার কিলোগ্রাম! (২৬,০০০ পাউন্ড) পর্যন্ত হয় ।

প্রশ্ন :১৭। সত্য না মিথ্যা? সাপের চামড়া সাধারণত অমসৃণ এবং ভেজা হয়।
উত্তর : মিথ্যা- সাপের চামড়া মসৃণ এবং শুষ্ক ।

প্রশ্ন :১৮। পৃথিবীর একমাত্র মহাদেশ, যেখানে জিরাফ বন্য পরিবেশে বাস করে-
উত্তর : আফ্রিকা।

প্রশ্ন :১৯। মৌমাছির কত জোড়া পাখা থাকে?
উত্তর : ২ জোড়া।

প্রশ্ন :২০। পৃথিবীর শ্রেষ্ঠ বর্গভুক্ত স্তন্যপায়ী প্রাণি কোনটি?
উত্তর : গরিলা ।

প্রশ্ন :২১। হাঙ্গর কি একটি মাছ না একটি স্তন্যপায়ী প্রাণি?
উত্তর : একটি মাছ।

প্রশ্ন :২২। শজারুর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে-
উত্তর : তাদের দেহের উপর মাথার চুলের মতো দেখতে কাঁটা থাকে ।

প্রশ্ন :২৩। সত্য না মিথ্যা? পেঁচা সাধারণত শুধু দূরদর্শী হয়, তাদের সামনে এক ইঞ্চি দূরত্বের বস্তু তারা দেখতে পায় না ।
উত্তর : সত্য ।

প্রশ্ন :২৪। প্রাপ্তবয়স্ক স্ত্রী-ঘোড়ার নাম কি?
উত্তর : অশ্ব ।

প্রশ্ন :২৫। ছাগলের বাচ্চাকে বলা হয়-
উত্তর : কিডস ।

প্রশ্ন :২৬। লম্বায় পৃথিবীর সর্বোচ্চ প্রাণি কোনটি?
উত্তর : জিরাফ – গড় উচ্চতা প্রায় ৫ মিটার (১৬ ফুট) এবং রেকর্ড সর্বোচ্চ উচ্চতা প্রায় ৬ মিটার (২০ ফুট) হয়েছিল ।

প্রশ্ন :২৭। সত্য বা মিথ্যা? খরগোশ জন্মান্ধ হয় কিন্তু বড় হওয়ার সাথে দৃষ্টিশক্তি বৃদ্ধি পেতে থাকে ।
উত্তর : সত্য ।

প্রশ্ন :২৮। পুরুষ সিংহের দেহের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
উত্তর : কেশর বা বাবরি চুল ।

প্রশ্ন :২৯। একটি মাকড়সার ক’টি পা থাকে?
উত্তর : ৮টি ।

প্রশ্ন :৩০। এটি বিশ্বাস করা হয় যে কুমির প্রজাতিটি পৃথিবীতে প্রায় বছর ধরে বসবাস করছে।
উত্তর : ২০০ মিলিয়ন ।

প্রশ্ন :৩১। জন্মের পর একটি মুরগির বাচ্চাকে রাখা হয়-
উত্তর : ব্রুডার-এ ।

প্রশ্ন :৩২। কোন প্রাণি সকল জীবন্ত প্রাণির মধ্যে সবচেয়ে উচ্চ তরঙ্গের শব্দ তৈরি করতে পারে?
উত্তর : কুঁজপিঠে তিমি ।

প্রশ্ন :৩৩। কোন প্রাণিটির বৈজ্ঞানিক নাম ‘বাফো বাফো’?
উত্তর : সাধারণ ব্যাঙ।

প্রশ্ন :৩৪ ৷ কোন পাখিটি প্রায়ই ‘ম্যান-ও-ওয়ার’ নামে অভিহিত?
উত্তর : ফ্রিগেট পাখি ৷

প্রশ্ন :৩৫। সমস্ত পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী কোনটি?
উত্তর : সুইফট পাখি ৷

প্রশ্ন :৩৬। পশু রাজ্যে সবচেয়ে মোটা পশমের উভচর স্তন্যপায়ী হলো-
উত্তর : সামুদ্রিক উদ।

প্রশ্ন :৩৭। হাঙ্গর মাছের দেহে মোট কতগুলো হাড় রয়েছে?
উত্তর : ০ হাড়; তাদের তরুণাস্থি থাকে ।

প্রশ্ন :৩৯। কোন বৃহৎ সামুদ্রিক স্তন্যপায়ী কেচলট নামেও পরিচিত?
উত্তর : স্পার্ম তিমি ।

প্রশ্ন :৪০। পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণি কোনটি?
উত্তর : আফ্রিকান হাতি ।

প্রশ্ন :৪১। কঙ্কালবিহীন একটি জলজ প্রাণির নাম উল্লেখ কর ।
উত্তর : জেলিফিশ ।

প্রশ্ন :৪২। প্রাণিজগতে ব্যাঙ কোন স্তরের স্থলাবিসিক্ত প্রাণি?
উত্তর : আম্ফিবিয়ান বা উভচর ।

প্রশ্ন :৪৩। একটি বিড়াল কত বছর পর্যন্ত বাঁচে?
উত্তর : ২০ বছর ।

প্রশ্ন :৪৪। পৃথিবীর একমাত্র পাখি যে পিছন দিকে উড়তে পারে—
উত্তর : হামিং বার্ড ।

প্রশ্ন :৪৫। পৃথিবীর সবচেয়ে বড় সাপ হচ্ছে—
উত্তর : অজগর ।

প্রশ্ন :৪৬। উত্তর থেকে দক্ষিণ মেরুতে পারি দিয়ে আবার ফিরে আসে কোন পাখি?
উত্তর: সুমেরু বা সীটার্ন ।

প্রশ্ন :৪৭। পৃথিবীতে কোন পাখির ডিম সবচেয়ে বড়?
উত্তর : উট পাখি ।

প্রশ্ন :৪৮। একটি অক্টোপাসের মোট কতটি হৃৎপিণ্ড থাকে?
উত্তর : ৩টি।

প্রশ্ন :৪৯। কোন সামুদ্রিক প্রাণিদেহের মোট আটটি কর্ষিকা থাকে?
উত্তর : অক্টোপাস ।

প্রশ্ন :৫০। ডলফিন কোন জাতীয় প্রাণি?
উত্তর : স্তন্যপায়ী ।

প্রশ্ন :৫১। দৈহিক উচ্চতার দিক থেকে কুকুরের উচ্চতর জাত কোনটি?
উত্তর : আইরিশ উলফহাউন্ড ।

প্রশ্ন :৫২। মৌমাছির জোড়া ডানা থাকে?
উত্তর : দুই ।

প্রশ্ন :৫৩। পৃথিবীতে কারিগর পাখি কোনটি?
উত্তর : বাবুই পাখি ।

প্রশ্ন :৫৪। একটি প্রজাপতির মোট কতটি পা থাকে?
উত্তর : ৬টি ।

প্রশ্ন :৫৫। প্রাণিটির নাম কি, যা তার দেহের চেয়ে দীর্ঘতর একটি জিভ রয়েছে?
উত্তর : চেমলিওন (এক জাতীয় গিরগিটি)।

প্রশ্ন :৫৬। একটি উট একবারে সর্বোচ্চ কতটুকু পানি পান করতে পারে?
উত্তর : ১০০ লিটার পর্যন্ত ।

প্রশ্ন :৫৭। বিশ্বের সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণি কোনটি?
উত্তর : কোলোসসাল স্কুইড

প্রশ্ন :৫৮। কেঁচো কিসের সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালায়?
উত্তর : চামড়ার ।

প্রশ্ন :৫৯। গন্ধ শুকার জন্য সাপ নিজের দেহের কোন অঙ্গটি ব্যবহার করে?
উত্তর : জিহ্বা ।

প্রশ্ন :৬০। একমাত্র স্তন্যপায়ী প্রাণি যার পায়ের পাতায় চুল থাকে?
উত্তর : মেরু অঞ্চলের ভাল্লুক ।

প্রশ্ন :৬১। কবুতর কোন প্রক্রিয়াটির সাহায্যে নিজেদের সঠিক পথে পরিচালিত করে?
উত্তর : শব্দ তরঙ্গ এবং পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে ।

প্রশ্ন :৬২। একটি জোঁকের দেহে মোট কয়টি মস্তিষ্ক থাকে?
উত্তর : ৩২টি।

প্রশ্ন :৬৩। উট কত দিন পর্যন্ত পানি ছাড়া থাকতে পারে?
উত্তর : ৩০ দিন

প্রশ্ন :৬৪। জীবন্ত প্রাণিদের মধ্যে কোন প্রাণিটি উচ্চ তরঙ্গের শব্দ উৎপন্ন করতে পারে?
উত্তর : হাম্পব্যাক তিমি

প্রশ্ন :৬৫। সকল পোকামাকড় কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
উত্তর : আর্থোপোডা (Arthropoda)।

প্রশ্ন :৬৬। রাঙ্গাথিভু পাখিদের অভয়ারণ্য কোন স্থানের নিকটে অবস্থিত?
উত্তর : মাইসর ।

প্রশ্ন :৬৭। সবচেয়ে বেশি বেঁচে থাকা পোষা বিড়ালটি কত বছর বেঁচে ছিল?
উত্তর : ৩৬ বছর ।

প্রশ্ন :৬৮। একটি গ্রেভি জেব্রার উভয়পৃষ্ঠে কতগুলো ডোরাকাটা দাগ থাকে?
উত্তর : ৮০টি ।

প্রশ্ন :৬৯। একটি ঘোড়ার মুখে মোট কতগুলো দাঁত থাকে?
উত্তর : চল্লিশ টি ।

প্রশ্ন :৭০। পৃথিবীর কোন প্রাণিটির শ্রবণ শক্তি সর্বাপেক্ষা তীক্ষ্ণ ?
উত্তর : মথ বা প্রজাপতির ন্যায় পতঙ্গের ।

প্রশ্ন :৭১। পৃথিবীর একমাত্র দ্বীপ কোনটি, যেখানে বাঘের বসবাস বিদ্যমান?
উত্তর : সুমাত্রা ।

প্রশ্ন :৭২। একটি সুবিশাল স্কুইডের দেহে মোট কয়টি বাহু থাকে?
উত্তর : ৮টি বাহু এবং খাবারের জন্য ২টি লম্বা কর্ষিকা ।

প্রশ্ন :৭৩। বাঘের অভয়ারণ্য বা পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বাঘের বসবাস?
উত্তর : ভারতে ।

Quiz Questions And Answers Bangla সাধারণ বিজ্ঞান প্রাণি সঞ্চারণ বা বিচলন

প্রশ্ন :১। অ্যামিবা’র বিচলন বা সঞ্চারণ অঙ্গ কোনটি?
উত্তর : সিউডোপোডিয়া (Pseudopodia)।

প্রশ্ন :২। অ্যামিবা’র সঞ্চারণ ব্যবস্থার নাম কি?
উত্তর : অ্যামিবোয়েড বিচলন তন্ত্র (Amoeboid movement system)।

প্রশ্ন :৩। প্যারামেসিয়াম (Paramoecium)-এর বিচলন বা সঞ্চারণ অঙ্গের নাম কি?
উত্তর : চিলিয়া (Cilia)।

প্রশ্ন :৪। ইউগ্লেনা (Euglena)-এর বিচলন বা সঞ্চারণ অঙ্গের নাম কি?
উত্তর : ফ্ল্যাজেলা (Flagella)।

প্রশ্ন :৫৷ কোন রক্তকোষটিতে অ্যামিবোয়েড সঞ্চারণ বা বিচলন দেখা যায়?
উত্তর : নিউট্রোফিল (ডব্লিও.বি.সি.) (Neutrophil (WBC)।

প্রশ্ন :৬। কোন প্রাণি সেতাই (setae- চুলের ন্যায় অঙ্গ)-এর সাহায্যে সঞ্চারণ কাজ সম্পন্ন করে?
উত্তর : কেঁচো ।

প্রশ্ন :৭। কোন প্রক্রিয়ার সাহায্যে কেঁচো তার বিচলন বা সঞ্চারণ সম্পন্ন করে ।
উত্তর : হামাগুড়ি ।

প্রশ্ন :৮। কোন প্রক্রিয়ার সাহায্যে তেলাপোকা তার বিচলন বা সঞ্চারণ সম্পন্ন করে।
উত্তর : হামাগুড়ি এবং উড়ন্ত ।

প্রশ্ন :৯। কোন অঙ্গের সাহায্যে তেলাপোকা হামাগুড়ি দেয়?
উত্তর : তিন জোড়া পা-এর সাহায্যে।

প্রশ্ন :১০। কোন অঙ্গের সাহায্যে তেলাপোকা উড়ে থাকে?
উত্তর : দ্বিতীয় পাখা জোড়া দ্বারা । (প্রথম জোড়া পাখা উড়াতে ব্যবহৃত হয় না)।

প্রশ্ন :১১। মাছের বিচলন বা সঞ্চারণ অঙ্গের নাম কি?
উত্তর : ফিন্স ।

প্রশ্ন :১২। মাছের বিচলন বা সঞ্চারণে ব্যবহৃত অঙ্গের নাম কি?
উত্তর : মায়োটম পেশি (Myotome muscles)।

প্রশ্ন :১৩। মাছের দেহের কোন অঙ্গটি পানিতে প্লাবতা বজায় রাখতে সাহায্য করে?
উত্তর : সাঁতারু-থলে (Swim-bladder)।

Quiz Questions And Answers Bangla

প্রশ্ন :১৪। কোন প্রাণিগোষ্ঠীর সঞ্চারণে এক্সোস্কেলিটন সাহায্য করে থাকে?
উত্তর : আথ্রোপোডস (arthropodes) (পোকামাকড়, কাকড়া, শসা ইত্যাদি)।

প্রশ্ন :১৫। মাছের জোড়া-পাখনাগুলোর নাম উল্লেখ কর ।
উত্তর : পেক্টোরাল পাখনা এবং পেলভিক পাখনা (Pectoral fins and pelvic fins)।

প্রশ্ন :১৬। মাছের বিজোড়-পাখনাগুলোর নাম উল্লেখ কর ।
উত্তর : ডরসাল পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ বা লেজের পাখনা (Dorsal fin, anal fin and caudal fin)।

প্রশ্ন :১৭। ধীরগতিতে চলাচলের জন্য মাছকে কোন পাখনা সাহায্য করে?
উত্তর : পেক্টোরাল পাখনা ।

প্রশ্ন :১৮। কোন পাখনাটি মাছের চলাচলে দিক পরিবর্তনে সহায়তা করে?
উত্তর : পুচ্ছ পাখনা ।

প্রশ্ন :১৯। কোন অঙ্গগুলো মাছকে পানিতে ভাসতে সাহায্য করে?
উত্তর : জোড়া পাখনা এবং সাঁতারু-থলে ।

প্রশ্ন :২০। মানব প্রজাতির সঞ্চারণ ব্যবস্থার নাম কি?
উত্তর : বাইসেন্স ফ্যামোরিস (Biceps femoris)।

প্রশ্ন :২১। একটি ফ্লেক্সর (flexor) পেশির নাম উল্লেখ কর।
উত্তর : বিপেডাল বিচরণ বা সঞ্চারণ (Bipedal locomotion )।

প্রশ্ন :২২। একটি এক্সটেন্সর (extensor) পেশির নাম উল্লেখ কর।
উত্তর : অ্যান্টেরিওর টিবিয়ালিস (Anterior tibialis)।

প্রশ্ন :২৩। উড়তে সাহায্য করে পাখির এমন একটি পেশির নাম উল্লেখ কর ।
উত্তর : প্যাকটোরালিস মেজর (Pectoralis major) ।

প্রশ্ন :২৪। দুটি প্রাণির নাম উল্লেখ কর যারা পায়ের আঙুলের মধ্যবর্তী পাতলা সংযোজক চামড়া দিয়ে সাঁতরায় ।
উত্তর : ব্যাঙ এবং হাঁস ।

প্রশ্ন :২৫। শামুকের সঞ্চারণ অঙ্গের নাম উল্লেখ কর?
উত্তর : পেশিজাত পা (Muscular foot) ।

প্রশ্ন :২৬। তারা মাছের সঞ্চারণ অঙ্গের নাম উল্লেখ কর?
উত্তর : টিউব ফিট ।

প্রশ্ন :২৭। সমুদ্রের কচ্ছপের সঞ্চারণ অঙ্গের নাম উল্লেখ কর?
উত্তর : ফ্লিপার্স বা ডানা (Flippers)।

প্রশ্ন :২৮। তিমি মাছের সঞ্চারণ অঙ্গগুলোর নাম উল্লেখ কর?
উত্তর : ফ্লিপার্স বা প্যাডেলস ।

প্রশ্ন :২৯। কোন প্রাণি বা প্রাণিদ্বয় সঞ্চারণে অক্ষম?
উত্তর : স্পঞ্জ, কোরাল (প্রবাল), প্রাপ্তবয়স্ক অ্যাসসিডিয়া

প্রশ্ন :৩০। যদি মাছের সবগুলো ডানা তার দেহের সাথে বেঁধে দেয়া হয়, তা হলে কি হবে?
উত্তর : মাছ সাঁতার এবং তার শরীরের ভারসাম্য বজায় রাখতে পারবে না ।

প্রশ্ন :৩১। হাইড্রা-এর সঞ্চারণ অঙ্গের নাম উল্লেখ কর ।
উত্তর : কর্ষিকা

প্রশ্ন :৩২। একটি হাইড্রা কিভাবে তার সঞ্চারণ প্রক্রিয়া সম্পন্ন করে ?
উত্তর : লুপিং, স্যামসোলিং, ক্লাইম্বিং, গ্লাইডিং ইত্যাদি দ্বারা (looping, somersaulting, climbing, gliding etc)।

Quiz Questions And Answers Bangla Read More: প্রতিযোগিতামূলক কুইজ

Scroll to Top