হাসির ধাঁধা উত্তর সহ

হাসির ধাঁধা উত্তর সহ এই মজাদার জোকস পড়লে আসতে হাঁসতে ফেটে ব্যথা হয়ে যাবে

হাসির ধাঁধা উত্তর সহ

হাসির ধাঁধা উত্তর সহ কঠিন ধাঁধা

আমাদের ছোট মামা ।
গায়ে কত দিল জামা ।
এটাই কি?
এইটা হইলোগিয়া পেঁয়াজ ।

ঘরের মধ্যে ঘর।
নাচে কনে বর।
এটাই কি?
এইটা হইলোগিয়া মশারী ।

কাঁচায় তুলতুল পাকায় সিঁদুর।
যে না বলতে পারে সে ধেড়ে ইঁদুর। এটাই কি?
এইটা হইলোগিয়া মাটির হাঁড়ি।

চিৎ করে ফেলে উপুর হয়ে করে।
এমন করা করে গয়না শুদ্ধ নড়ে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া শিল নোড়া।

চার অক্ষরে নাম তার সর্বলোকে খায় ।
শেষ অক্ষর বাদ দিলে মোল্লার নাম হয় ।
এটাই কি?
এইটা হইলোগিয়া আনারস।

তিন অক্ষর নামে পশুর নামে রয়।
প্রথম অক্ষর লোকে ধন হয়ে যায়।
এটাই কি?
এইটা হইলোগিয়া গোধন ।

দুই অক্ষর নাম মাটি থেকে হয়।
বড় শক্ত কিন্তু পাকা ঘরে রয়।
অক্ষর উল্টে দিলে ভর্তি হয়ে যায়।
এমন কি বস্তু বল মহাশয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া ইট।

বুকের ওপর দুটো কি বল আছে।
দুটো কিন্তু গোল বইতে বলছে।
এটাই কি?
এইটা হইলোগিয়া ভাওয়েল।

তিন অক্ষরে নাম সর্বলোকে খায়।
প্রথম অক্ষরে বাদে সব হয়ে যায় ।
শেষ অক্ষর বাদে ফল হয় জানি ।
তাহার কি নাম বল গুণমণি ।
এটাই কি?
এইটা হইলোগিয়া আমড়া ।

চার অক্ষরে নাম তার হয় গ্রামের নাম।
শেষ দুই অক্ষর বাদ হয় ফলের নাম॥
প্রথম অক্ষরে দুই অক্ষর লোপে নীচেতে বোঝায় ।
চার অক্ষরে কথা কিবা বল মহাশয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া
মজার জোক্‌স ধাঁধার আসর-৩
জামতলা ।

চারিদিকে বাল ঝুপসি মাঝখানে ছেঁদা।
কহেন তহি কালিদাস ছেনে খাই মন্ড এটাই কি?
এইটা হইলোগিয়া ফেপসা। (তালের আঁটি)

এমনি কি পশু বল পৃথিবীতে রয়।
তার মত ঘ্রাণশক্তি কারো নাহি রয়।
সেইরূপ একবার সরোবরে ছিলেন।
ধর্মপুত্র যধিষ্টির যখন স্বর্গযাত্রা করেন ।
ধর্মরাজ কুকুর রূপ ধারণ করিয়া যুধিষ্টিরকে
পথ দেখিয়ে নিয়ে যান ৷
এটাই কি?
এইটা হইলোগিয়া কুকুর।

তিন অক্ষরে নাম তার লিখিবার হয়।
প্রথম অক্ষর লোপে পরিমাণ বুঝায় ৷
দ্বিতীয় অক্ষর লোপে কৰ্ম বুঝায় ৷
কিবা নাম তাহার হল মহাশয়৷
এটাই কি?
এইটা হইলোগিয়া কাগজ।

একটা খানি ডালে ।
কৃষ্ণ ঠাকুর নাচে৷
এটাই কি?
এইটা হইলোগিয়া কাঁচা লঙ্কা ।

তিন অক্ষরে নাম সর্বলোকে জানে ৷
কোন গুণ নাহি তার হয় নামের মানে আদি অক্ষর লোপে কিছু গুণ রয়।
কি নাম তার হয় বল মহাশয়৷৷
এটাই কি?
এইটা হইলোগিয়া বেগুন।

তিন অক্ষরে নাম তার মহাদেবের গায় ৷
আদ্য অক্ষরে লোপে ভূৱে ভাৰ্য্যা হয়। এটাই কি?
এইটা হইলোগিয়া বিভূতি ।

চার অক্ষরে নাম গন্ডগোল বাঁধায়
প্রথম দুই অক্ষর বাদে তাল হয়ে যায়৷
শেষ দুই অক্ষর বাদে শিবের নাম হল ।
আজকাল বেশী চলে কি নাম তার বল৷
এটাই কি?
এইটা হইলোগিয়া হরতাল।

হাসির ধাঁধা উত্তর সহ মজার

চার অক্ষরে নাম অনেকের ঘরে থাকে।
প্রথম দুই অক্ষর বাদে মারি যাকে তাকে । এটাই কি?
এইটা হইলোগিয়া আলমারি।

চার অক্ষরে নাম সর্বলোকে জানে।
ভরণ পোষণ প্রথম অক্ষরের মানে
দ্বিতীয় অক্ষর মানে গতিদাতা হয়।
সর্বশক্তিমান তিনি বল কেবা হয়৷
এটাই কি?
এইটা হইলোগিয়া ভগবান ।

বর ও বরযাত্রী ঠকানোর হেঁয়ালী ও ধাঁধাঁ
সাগরে জলে নগরে ফেরে মা ছুলে ছেলে মরে
এমন ছেলে অর্ধভূত, জন্মাইয়া খায় না মায়ের দুধ।
এটাই কি?
এইটা হইলোগিয়া লবণ ।

তুমি থাক জলে, আমি থাকি ডালে।
তোমার আমার দেখা হবে মরণের কালে।
এটাই কি?
এইটা হইলোগিয়া মাছ ও লঙ্কা।

রঙ ডুবডুব কাগজের ফোটা।
যে না বলতে পারে হয় জগদুর্গার পাঁঠা
এটাই কি?
এইটা হইলোগিয়া সোনা কুচ ৷

সমুদ্রে জল নাই পদ্ম কেন ভাসে।
বৃন্দাবনে কৃষ্ণ নাই রাধা কেন হাসে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ধ্রুবতারা মেঘ।

বাটির মধ্যে বাটি তার মধ্যে আঁটি।
বুক ফেটে আলো ছুটে কান ফাটে হাঁকে।
এটাই কি?
এইটা হইলোগিয়া পানিফল

জলেতে জন্মিয়া যে জল নষ্ট করে।
স্বভাবত দুই শিং দুই দিকে ধরে।
অঙ্গের উঠালে ছাল হয় রূপবান।
কি নাম তাহার হয় বলহ ধীমান।
এটাই কি?
এইটা হইলোগিয়া জামা ।

গলা আছে তলা নাই, হাত আছে নাই পা
কি নাম তার হয় বল বিচারিয়া ।
রামায়ণে আছে ভাই পাইবে খুঁজিয়া ।
এটাই কি?
এইটা হইলোগিয়া আয়নার ঘোষ।

শুনিতে আশ্চৰ্য্য ভাই অতি বিপরীত
থাকিতে গৃহে নিজের স্ত্রী রতিতে বঞ্চিত।
এটাই কি?
এইটা হইলোগিয়া মহাদেব।

বড়ই আশ্চর্য্যের ব্যাপার শাস্তের প্রমাদ।
স্বামী হয়ে স্ত্রীর স্তনকে করেছিল পান।
মুখের কাছে পাও তুমি খাও আমি খাই
খেলে শুধু মন ভরে পেট ভরে না ভাই ।
এটাই কি?
এইটা হইলোগিয়া চুমু খাওয়া ।

যেতে তাড়াতাড়ি আসতে ধরি।
পথের মাঝে পড়ে এক মহাবীর।
এটাই কি?
এইটা হইলোগিয়া পায়খানা।

শোন হে সদাশিব কোন
দেবতার পোঁদে জিভ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ধানগাছ ।

ধরেই এক আছাড় মারে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া সিকনী ।

এটির ভিতর ওটি দিয়ে মাগ ভাতারে রয় শুয়ে।
বাইরে ছিল যারা ঠেলাঠেলি করে তারা। এটাই কি?
এইটা হইলোগিয়া ঘরে খিল দেওয়া।

রূপসী চার রঙ, খেপে গেলে এক রঙ ।
এটাই কি?
এইটা হইলোগিয়া চালতা।

মহাদেবের গর্ভ হয়, পুরাণেতে আছে।
বল দেখি সেই গর্ভে কেবা জন্মিয়াছে? এটাই কি?
এইটা হইলোগিয়া খিলি পান ।

রামের জন্মের বহু বৰ্ষ আগে ৷
রামলীলা কেবা লেখে বল অনুরাগে।
এটাই কি?
এইটা হইলোগিয়া নারদা।

সরস্বতীর স্বামীর নাম কে বলতে পারে।
জানিব তাহার ভক্তি আছে বড়।
এটাই কি?
এইটা হইলোগিয়া বাল্মিকী।

কোন জামাই শ্বাশুড়ীর স্বামী হয়েছিল।
কোন দেবতার সাথে যুদ্ধে জয়ী হল?
এটাই কি?
এইটা হইলোগিয়া নারায়ণ।

রুহিতাশ রাজ যখন অযোধ্যাতে ছিল
কোন দেবতার সাথে যুদ্ধে জয়ী হল?
এটাই কি?
এইটা হইলোগিয়া রামচন্দ্র, বসুন্ধরার কন্যা সীতা সভার সম্বন্ধে পৃথিবীর জামাতা ।

পুত্রহস্তে পিতার কোথায় মৃত্যু হয়েছিল
পিতার হস্তে পুত্র কেবা মারা গেল?
এটাই কি?
এইটা হইলোগিয়া অগ্নি ৷

পাথরেতে পদ দিতে হল রমণী
রমণীর নাম কি বল দেখি শুনি?
এটাই কি?
এইটা হইলোগিয়া অর্জুন, অভিমুন্য।

আঠাশ মাস মাতৃগর্ভে ছিল কোন জন
বিস্তারিয়া সব কথা করহ এখন।
এটাই কি?
এইটা হইলোগিয়া অহল্য।

কোন রাজার তিনটি রমণী ছিল।
এটাই কি?
এইটা হইলোগিয়া দশরথ।

তিনজনের গর্ভে কে সন্তান জন্ম নিল ।
কোন নারী দর্শনে পূণ্য হয় হল।
আলিঙ্গনে মোক্ষলাভ শাস্ত্ৰ তাই বলে ।
চুম্বন করিলে হয় পবিত্র জীবন
কোন নারী আছে হেন জগতে এমন ৷ এটাই কি?
এইটা হইলোগিয়া গঙ্গা।

দাদা একবার বৌদি দেয় বারবার
ইহার কি অর্থ হয় হল দেখি ভাই
নতুবা জানিব আমি তোমার বুদ্ধি নাই । এটাই কি?
এইটা হইলোগিয়া সিন্দুর পরানো ।

থাকতে ঘরে আপন স্বামী
ভাইয়ের প্রেমে মজলো রমণী ।
এটাই কি?
এইটা হইলোগিয়া রাধা।

হাসতে হাসতে নারী পরপুরুষের বাসে
দেবার সময় উঃ উঃ করে দেওয়া হলে হাসে।
এটাই কি?
এইটা হইলোগিয়া শাঁখা পরানো ।

এইমাত্র হঠাৎ একটা কথা শুনা গেল।
ঐ মেয়েটার মুখ থেকে একটা বেরিয়ে এল।
এটাই কি?
এইটা হইলোগিয়া কলার কাঁদি ।

হাসির ধাঁধা উত্তর সহ মজার মজার

গড়ের মাঠে দেখে এলাম মশার পেটে হাতী ।
হাজার ছেলের মা দেখেছি হিজড়ে পোয়াতী ।
এটাই কি?
এইটা হইলোগিয়া মাছ ধরা ঘূনী ৷

জনকের আজ্ঞা পেয়ে কোন যোগীবরে।
জননীর মস্তক কাটে ভূমিতলে পড়ে
মিথ্যা নয় সত্য ইহা শাস্ত্রে জানি। এটাই কি?
এইটা হইলোগিয়া পরশুরাম।

সাত ভাতারী সাবিত্রী এয়ো।
ভাই ভাতারী বলে গেছে বাপ ভাতারী যেয়ো ।
এটাই কি?
এইটা হইলোগিয়া কুন্তী, দৌপদী, সুভদ্রা, সন্ধ্যা ।

সুখাদ্য জিনিস বটে সর্বলোকে খায়।
অনিচ্ছায় বাধ্য হয়ে পড়ে যে ধরায়।
বুড়াতে খাইলে করে হায় হায় ।
যুবক খাইলে লজ্জায় মরে যায়।
এটাই কি?
এইটা হইলোগিয়া আছাড় খাওয়া

সমুদ্র জল নাই গ্রামে লাগে ঢেউ
বাপের বিয়ে হয় নাই ছেলে এনেছে বউ ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বিভান্ডক মুনির পুত্র, ঋষিশৃঙ্গ মুনি ।

আমার এমন কপাল মন্দ ঐ ছেলেটির সাথে
সতীন বেটা দেওরূপো ।
এটাই কি?
এইটা হইলোগিয়া অভিমন্যু ।

নাই তাই খাচ্ছ তুমি থাকলে কোথায় পেতে ।
কহে কবি কালিদাস পথে যেতে যেতে।
এটাই কি?
এইটা হইলোগিয়া লেজ কাটা গরু।

গলাতে খায় সে গলাতে উদগারে।
কোমরে নীচে মুখ আসে বাহির করো।
আহারের কালে তার শুঘোর শব্দিনী। এটাই কি?
এইটা হইলোগিয়া কলুর ঘানী ।

মাতৃগর্ভে না হইল জনম তাহার ।
পিতার গর্ভে জন্ম তার জগতের বিচার । এটাই কি?
এইটা হইলোগিয়া মান্ধাত ।

কাঁচায় তুলতুল পাকায় সিঁদুর ।
যে না বলতে পারে তার বাবার বাবা ধেয়ে ইঁদুর।
এটাই কি?
এইটা হইলোগিয়া মাটির হাঁড়ি ।

জলে জন্ম স্থলে কর্ম মালাকারে গড়ে।
ঠাকুর নয় ঠুকুর নয় মাথার উপর চড়ে।
এটাই কি?
এইটা হইলোগিয়া টোপর ।

কোন নারী এরূপ করেছিল কাজ।
পতিকে দেখায় ঘরে বিধবার সাজ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ভগবতী ।

আগে যায় ফিরে চায় ওটি তোমার কি ।
ওর শ্বশুরকে আমার শুশুর বাবা, বলেছে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া শ্বাশুড়ী।

ঘরের ভিতর ঘর,
নাচে কনে বর ।
এটাই কি?
এইটা হইলোগিয়া মশারী ।

অষ্টচরণ ষোল হাটু মাছ ধরতে যায় লাটু ।
শুকনো ভূমিতে পেতে জাল মাছ ধরে চিরকাল।
এটাই কি?
এইটা হইলোগিয়া মাকড়শা রূপ নারায়ণ করেন।

তিনজনার তেইশ কান বিচার করে খাবেন পান।
যদি না বলেন হাত দেবেন না পানে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া রাবণ মন্দোদরী শঙ্ক্ষ।

রামায়ণে লেখা আছে অতি সত্ত্বর।
স্বামী স্ত্রীতে দুইজনে বাইশ হাত হন ।
কি নাম তাদের হয় বলহ সত্বর।
বুদ্ধিমান বলি তারে পাইয়া উত্তর। এটাই কি?
এইটা হইলোগিয়া রাবণ ও মন্দোদরী।

কোন ফলের বীজ নেই দাদা ।
বলিতে না পারো যদি আস্ত তুমি গাধা ৷
এটাই কি?
এইটা হইলোগিয়া নারিকেল।

উপর থেকে নামলো বুড়ি সাদা কাপড় পরে।
ভোজনে বসিল বুড়ি ঘাড় নেড়ে নেড়ে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বক।

তোমার বাড়ী গেলাম,
খুলে দিয়ে বসলাম।
এটাই কি?
এইটা হইলোগিয়া জুতা।

মাতা পুত্র দুইজনাকে একই জায়গায় পোষ
সুখাদ্য না দেয় তারে কটু তার দোষ।
যাহা দেয় তাহা খায় করিয়া চর্বণ
এটাই কি?
এইটা হইলোগিয়া শিলনোড়া ।

চার ঘরা রসে আঢাকা উপুড় করা।
এটাই কি?
এইটা হইলোগিয়া গরুর চারটি বাঁট।

টানলেই ছোট হয় ৷
এটাই কি?
এইটা হইলোগিয়া সিগারেট।

সবাকার শিরে ধরে কেশে ।
হাত নাই নাই পা তবে ধরে কিসে।
এটাই কি?
এইটা হইলোগিয়া মাথা ধরা।

হে হে হে,
তোর কাছ দিয়ে গেল কে?
এটাই কি?
এইটা হইলোগিয়া বাতাস।

জলজন্তু নহে কিন্তু জল মধ্যে রয়।
মনুষ্য প্রভৃতি সবে বক্ষে করে লয়।
পদ নাই কিন্তু তার পরনের গতি।
কানে ধরি কসে সেই তার পতি।
এটাই কি?
এইটা হইলোগিয়া নৌকা ।

কোনগাছে ঝুলে কোন দেশ বাজে ।
কোন দেশে দধি ঘিয়ে তেলে ভাজে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া লঙ্কা, কাশী, পুরী ।

চৌদ্দপুরুষ ডাকে মামা আমি ডাকি তাই ।
সকলের মামা তিনি কেবা বল ভাই ।
চাঁদমামা ।

তিন অক্ষরে নাম তার সর্ব ঘরে রয় ।
প্রথম অক্ষর ছেড়ে দিলে সর্বলোকে খায় ৷
মধ্যম অক্ষর কেটে দিলে হরিণগুণ গায় ।
শেষ অক্ষর না থাকিলে সবাইকে কামড়ায় ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বিছানা ।

এরা বাপবেটা ওরা বাপবেটা তালতলা দিয়ে যায়।
একটি তাল পড়লে ওরা সমানভাবে খায় ৷
এটাই কি?
এইটা হইলোগিয়া বাপ, ছেলে নাতি।

বাপে নাহি জন্ম দিল জন্ম দিল পরে।
যখন পুত্রের জন্ম হল মা ছিল না ঘরে।
কেবা সেই জন্ম দাতা কেবা সেই জন।
তাহার পিতার নামে পালায় শমন।
এটাই কি?
এইটা হইলোগিয়া কুশ।

না বলি আদ্য অক্ষর পাশে দিল রায়।
ন অক্ষর লেখি শেষে পড় তার পায়।
এটাই কি?
এইটা হইলোগিয়া নারায়ণ।

হাসতে হাসতে আসছো তুমি ঠাট্টা করতে মোরে ।
আমার শ্বশুর বিয়ে করেছে তোমার শ্বশুরের মাকে ।
ভেবে দেখ মোর সঙ্গে কি সম্বন্ধ হয় ৷
উপহাসের পাত্রী কিনা জানিবে নিশ্চয় ।
এটাই কি?
এইটা হইলোগিয়া জামাই শাশুড়ী ।

বলি ও ভাল মানুষের ঝি, তোমার ব্যাপারটা কি?
তুমি দিতে দিতে থেমে গেলে ছি ছি ছি।
এটাই কি?
এইটা হইলোগিয়া ঘোমটা ।

পিতা পুত্র এক নারী করে আলিঙ্গন
উভয় ঔরস জাত উভয় নন্দন।
এটাই কি?
এইটা হইলোগিয়া বলপুত্র যুধিষ্ঠির সূর্যপুত্র কর্ন ।

এস বাবা বস ভাই
বাড়ীর সব ভাল তো বোনাই ।
এটাই কি?
এইটা হইলোগিয়া সীতা লক্ষ্মণকে বলেছিলেন।

উসকো খুসকো পরশ গায়।
এটাই কি?
এইটা হইলোগিয়া হনুমান।

জাতিতে রাক্ষস আমি হিংসা নাহি করি ।
শুনিলে নিজ মান নিজে ভয়ে মরে।
ধার্মিক বলিয়া আমি হয়েছি অমর।
ভেবে দেখ কে আমি হে পাঠকবর।
এটাই কি?
এইটা হইলোগিয়া বিভীষণ ।

জন্ম দিয়ে পালালো মা হল বনবাসী ।
যার ছেলে তার হল ঝাল খেল পাড়াপড়শী ।
এটাই কি?
এইটা হইলোগিয়া কাকের বাসায় কোকিলের ডিম।

স্বামী স্ত্রী দুজনে বঞ্চিত সঙ্গমে।
তথাপি তাদের বংশ বাড়ে ক্রমে ক্রমে ।
দুর্গার অভিশাপ না যায় খন্ডন ।
বল দেখি সেই জীব হয় কোন জন ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ময়ূরী।

স্বামী স্ত্রী বাইশ হাত রামায়ণে শুনি।
তারা দুজন কেবা ছিল বল গুণমণি।
এটাই কি?
এইটা হইলোগিয়া রাবণ ও মন্দোদরী।

সাত ভাই নারী হেরি মোহিত হইল।
নারী অভিশাপে তারা নারী হয়ে গেল।
এটাই কি?
এইটা হইলোগিয়া সপ্তর্ষি।

রামায়ণে উত্তম চরিত্র বল কার।
মানব পশুর মধ্যে হল দুইবার।
এটাই কি?
এইটা হইলোগিয়া ভরত হনুমান ।

ষোল বৎসর কোন মুনি মাতৃগর্ভে ছিল।
মাতৃগর্ভে থাকি জ্ঞান বিদ্যা শিখেছিল।
এটাই কি?
এইটা হইলোগিয়া শুকদেব।

নয় মাস নয় দিন গর্ভ ধরে।
কলিযুগে তের মাস কেবা গর্ভ ধরে। এটাই কি?
এইটা হইলোগিয়া শ্রীগৌরাঙ্গ।

কোন দেবীর মন্দিরেতে আজও প্রমাণ ।
আলো কেহ জ্বালে নাই সদা আলোকময় ।
মায়ের নাসাতে এক আছে যে নোলক ।
তাহাতে মন্দির হয় আজও আলোক ।
এটাই কি?
এইটা হইলোগিয়া কন্যাকুমারী ।

পঞ্চম মাসের গর্ভবতী ছিল সীতা দেবী
তাঁর সঙ্গে বনে যায় কোন গুণবতী?
এটাই কি?
এইটা হইলোগিয়া তিলোত্তমা ।

মহাভারতের মধ্যে কেবা মহাবীর।
যে বলিতে পারে সেই হবে বীর ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ভীম।

দুই রানীর গর্ভে এক সন্তান জন্মিল ।
তাহার কি নাম বুঝে বল ।
এটাই কি?
এইটা হইলোগিয়া জরাসন্ধ।

ব্রহ্মার নাভিপদ্মে কেবা জন্ম নিল ।
কারুকার্য্যে অভিজ্ঞ জানি ভাল ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বিশ্বকর্মা।

শিব ঠাকুরের মস্তকে কেবা বর্তমান ৷
যাঁর ভক্ত মহাদেব বিদিত ভূবন।
এটাই কি?
এইটা হইলোগিয়া উদনাগরুপে শ্রীকৃষ্ণ ।

Scroll to Top