বুদ্ধির ধাঁধা উত্তর সহ 70 Dhada Bangla হয়তো কখনো দেখেননি

বুদ্ধির ধাঁধা উত্তর সহ Dhada Bangla এই মজাদার জোকস পড়লে আসতে হাঁসতে ফেটে ব্যথা হয়ে যাবে বুদ্ধির ধাঁধা উত্তর সহ

মেধা বিকাশে বুদ্ধির ধাঁধা উত্তর সহ আছে আমাদের এই পোস্ট আপনি অনেক সহজে উত্তর সহ ধাঁধা শিখতে পারবো

বুদ্ধির ধাঁধা উত্তর সহ

বুদ্ধির ধাঁধা উত্তর সহ

বুদ্ধির ধাঁধা উত্তর সহ

রাধারাণীর বামভাগে কাহার জনম ।
সেই রমণীর নাম বলহ এখন ৷
এটাই কি?
এইটা হইলোগিয়া লক্ষ্মী ।

আশ্চর্য্য কথা শুনে বিপরীত।
স্ত্রী থাকতে ঘরে রতিতে বঞ্চিত।
এটাই কি?
এইটা হইলোগিয়া আয়ান ঘোষ ।

মুনি অভিশাপে কেবা আসিয়া অবনী।
দেখিতে অশ্বিনী হয় রাত্রিতে কামিনী।
এটাই কি?
এইটা হইলোগিয়া উৰ্বশী।

ভগিনীর প্রেমে কেবা মত্ত হয়েছিল।
হরণ করিয়া তার লইয়া পলাইল।
এটাই কি?
এইটা হইলোগিয়া অর্জুন।

কালিমায়ের হাতে কার মাথা আছে।
শাস্ত্র যদি জানা থাকে বল সবার কাছে।
এটাই কি?
এইটা হইলোগিয়া করালদৈত্যের।

দুজন আছে দেবতা।
তাহাদের এগার মাথা ।
এটাই কি?
এইটা হইলোগিয়া পঞ্চানন, ষড়ানন ।

গোমেধ যজ্ঞের মাংস কে চুরি করে।
তাহাতে পেঁয়াজ হয় বল বারে বারে।
এটাই কি?
এইটা হইলোগিয়া দুর্গা।

পথে যেতে মাঝে জন্মিল সন্তান ।
সিদ্ধিলাভ সারথি বল তার কি নাম?
এটাই কি?
এইটা হইলোগিয়া বুদ্ধদেব।

সিদ্ধার্থ সারথি লয়ে রথে চড়ে যায়।
সারধির নাম কিবা বল মহাশয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া ছন্দক।

প্রথম কত শিয্য সঙ্গে নিল শিশু
যে না বলতে পারে সে হবে পশু
ডাইনে বামে গন্ডা ছেলে প্রসব করে।
এটাই কি?
এইটা হইলোগিয়া বারোটি কলাগাছ।

বুড়োবুড়ি খাইয়া করে হায় হায়
যুবক খাইলে পড়ে এদিক ওদিক চায়।
এটাই কি?
এইটা হইলোগিয়া আছাড়।

কোন ফলের বীজ নাই বল দেখি ভাই।
ভিতরে শাঁস থাকে ভাঙ্গলে দেখতে পাই ।
এটাই কি?
এইটা হইলোগিয়া নারিকেল।

বুদ্ধির ধাঁধা উত্তর সহ কঠিন ধাঁধা

দাদা তারে মামা বলে মামা বলে মামা।
ছেলেরাও তাকে মামা বলে আমিও বলি মামা
নীচ শুভ্র সন্ন্যাসী সবাই বলে মামা
ভুমগুলে কেবা আছে এমন ধারা মামা?
এটাই কি?
এইটা হইলোগিয়া চাঁদমামা, সূৰ্য্যমামা।

বাবা যারে বলে বাবা মামা বলে বাবা
মেসো পিসে বলে বাবা শালিও বলে বাবা
দেখে শুনে সবার শেষে আমি বলি বাবা ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ভোলাবাবা।

ঢোকে না ঢোকাও কেন কাঁদে পরের মেয়ে
ভাবছো কেন জল পড়ে চোখ বেয়ে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া হাতের চুড়ি ।

বেগড় বেগড়া মাটি কেটে লাগালে চারা
ফুল নাই ফল নাই পাতায় ভরা।
এটাই কি?
এইটা হইলোগিয়া পানগাছ।

আমাদের ছোট্ট মামা,
গায়ে তার কত জামা ।
এটাই কি?
এইটা হইলোগিয়া পেঁয়াজ ।

চিৎ করে ফেলে উপর করে করে
এমন করা করে গয়না শুদ্ধ নড়ে ।
এটাই কি?
এইটা হইলোগিয়া শিলনোড়া।

তিন অক্ষরে নাম তার সর্বলোকে খায়
প্রথম অক্ষর বাদ দিলে মরা হয়ে যায় ।
শেষ অক্ষর বাদ দিলে ফল জানি তাহার কিবা নাম বল গুণমিণ ।
এটাই কি?
এইটা হইলোগিয়া আমড়া ।

চার অক্ষরের নাম তার হয় গ্রামের নাম
শেষ দুই অক্ষর বাদে হয় ফলের নাম।
প্রথম দুই অক্ষর বাদে নীচেতে বোঝায়
চার অক্ষরে কথা কিবা বল মহাশয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া আমতলা।

চার অক্ষরে নাম সর্বলোকে জানে ভরণপোষণ সর্বলোকে মানে
দ্বিতীয় মানে দিনদাতা হয়
সর্বশক্তিমান তিনি বলো কেবা হয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া ভগবান ।

অড়লের মধ্যে জড়লের বাসা
ডিম পাড়লো খাসা এই পরীক্ষা তুই সাক্ষী
তুই থাকতে ডিম পাড়লো কোন পক্ষী?
এটাই কি?
এইটা হইলোগিয়া নারকেল।

একটুখালি ডালে
কেষ্ট ঠাকুর দোলে ৷
এটাই কি?
এইটা হইলোগিয়া বেগুন ৷

চাগীর সঙ্গেতে বিবাহ হয়েছে
তার পরশেতে ছাগী রমণী সেজেছে।
এটাই কি?
এইটা হইলোগিয়া পর্বতমান্য ঋষি।

দুই ভাই সমান দর্শনে সমানেই বীর ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বানদেব।

রাম মারে বড় ভাইকে দিয়ে তার তীর।
এটাই কি?
এইটা হইলোগিয়া বালী ও সুগ্রীব।

জন্মমাত্র কোন জন যুদ্ধ করেছিলে।
রাম রাবনে আছে লেখা ভেবে চিন্তে বলো ।
এটাই কি?
এইটা হইলোগিয়া মহিরাবণ।

কোন মাসে রাবণ পুঁতে কাঁচকলা ।
সবংশে মরল তার নাতিপুতি চেলা ।
এটাই কি?
এইটা হইলোগিয়া শ্রাবণ মাসে।

কাঁচকলার জন্ম কোথায় হয়েছিল?
পূরাণে লেখা আছে চিন্তা করে বল ।
এটাই কি?
এইটা হইলোগিয়া দক্ষযজ্ঞে বানে ।

রমণীর মুখ লক্ষ্মণ দেখে নাই
কোন বাণে শুর্পনখার কান কাটে ভাই?
এটাই কি?
এইটা হইলোগিয়া দৰ্পণ।

বিশ্বস্রবার ঔরসে রাবণ জন্মায়
কাহার ঔরসে বল বিভীষণ হয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া ব্রহ্মার চরুযজ্ঞে।

কালীমায়ের বলে
যে চোখে দেখা যায় ।
এটাই কি?
এইটা হইলোগিয়া তরণী।

রাবণ রাজা চন্ডীপাঠ কখন করেছিল
যার ফলে সবংশ নিধন হইল ।
এটাই কি?
এইটা হইলোগিয়া রাত্রিকারে।

তরণীর অস্ত্রগুরু হয় কোন জন ।
সীতার পিতার পিতা কিন্তু রামের শত্রু হন।
এটাই কি?
এইটা হইলোগিয়া রাবণ।

রাম যখন ত্রেতাযুগে কৃষ্ণ হয়েছিল
বাঁশরী লইয়া বামে কাহারে রাখিল।
এটাই কি?
এইটা হইলোগিয়া অজানা গুলো ।

গগ্নীপতিকে কেবা বাবা বলেছিল।
জন্মকালে মাতা যার নাহি ছিল।
এটাই কি?
এইটা হইলোগিয়া কুশ।

বুদ্ধির ধাঁধা উত্তর সহ ছবি

লবন দৈত্যকে বধ করে কোন জন রামায়ণে আছে লেখা করহ প্রমাণ ।
এটাই কি?
এইটা হইলোগিয়া শত্রুর।

হনুমান মারিবার জন্য দুই ভাই ।
জল মধ্যে নিয়ে গেল কেবা তাই।
এটাই কি?
এইটা হইলোগিয়া লবকুশ।

গাছের পাতা খেয়ে গর্ভ কার হল।
বল দেখি কেবা বলতে পারো।
এটাই কি?
এইটা হইলোগিয়া শচীমাতা ।

কোন নারীর পাছার পাঁটি গাঁপ আছে বল ।
রামায়ণে আছে বুঝে সুঝে বল।
এটাই কি?
এইটা হইলোগিয়া গঙ্গা ৷

স্বামী থাকে সামনে নাং থাকে পিছনে।
কি নাম তাহার বল বিচারিয়া।
এটাই কি?
এইটা হইলোগিয়া নারায়ণ তুলসী ।

ঐ দেখ ঐ মেয়েটা দাঁড়িয়ে রয়ে গেল ।
ঐ মেয়েটার বগল দিয়ে ছেলে বেরিয়ে এল ।
এটাই কি?
এইটা হইলোগিয়া কলাগাছ।

মলতে মলতে ঠেলল ভাতার ভিতর পুরে দিল।
বুড়ো দেয় বার বার ছোকরা দেয় একবার।
এটাই কি?
এইটা হইলোগিয়া ছুচে সূতা পরানো।

দেখতে লাল গোড়ায় বল কেলালে গন্ধ ৷
এটাই কি?
এইটা হইলোগিয়া পিঁয়াজ ।

করি করি মনে করি করা হয় না।
এমন চালাক মেয়ে যাকে তাকে দেব না ।
এটাই কি?
এইটা হইলোগিয়া সরস্বতী বিদ্যা দেওয়া ।

কাপড় তোলো তো
তোলো না হলে ঢুকে যাব ।
এটাই কি?
এইটা হইলোগিয়া পুপুই ঘাস ৷

তেল কুচকুচ পাতা, ফল ধরে আটা।
পাকলে অমৃত হয় তার বীজ গোটা ।
কাঁঠাল ।

ঘরের ভিতর ঘর।
নাচে কনে বর।
এটাই কি?
এইটা হইলোগিয়া মশারী ।

হায় তরমুজ বল কি
বোঁটা নেই তো ধরব কি?
এটাই কি?
এইটা হইলোগিয়া ডিম ৷

বাচ্চা কি সে এমন ।
মায়ের পেটে নেয়নি
জনম রাশ দেখেনি কেমন ।
খায় না কিছু চেষ্টা ভীষণ,
জল খেযে চায় দং মন।
এটাই কি?
এইটা হইলোগিয়া চৌবাচ্চা ।

ঝাঁকড়া ঝাঁকড়া গাছটি।
ফল ধরে তার বারোটি।
পাকা হয় একটি
এটাই কি?
এইটা হইলোগিয়া বার মাস ও বছর।

দিনেতে মরণ তার বাঁচে রাত্রিকালে ।
মরণের পরে রাখে ডুবাইয়া তেলে ।
জীবন পাইয়া দীপ্তি প্রকাশে যখন ।
অন্ধকার নাহি দেখেত হার বরণ ।
এটাই কি?
এইটা হইলোগিয়া প্রদীপ ।

এইটা হইলোগিয়া
কার সাধ্য এক মুখে মহিমা প্ৰদীপ বাজায় বাজনা নিজে নিজের।
হাঁড়িকাঠে ফেলা হয় ঠ্যাং দুটি ধরে।
ছ্যাড়া ছ্যাড়া ঢাকি বাদ্য করে ।
এমন প্রদীপ নাম যে বলে যে বোকা।
এটাই কি?
এইটা হইলোগিয়া পাঁঠা ।

কহেন কবি কালিদাস পথে যেতে যেতে।
নাই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে।
এটাই কি?
এইটা হইলোগিয়া লেজহীন ধেড়ে গরু ।

নয়ন থাকিতে হইয়া আপনি ৷
লৌহের মুরুর শর্ভ বিনাশেন যিনি ।
রাজকন্যা রাজমাতা হয় হল ত্বরা করি।
এটাই কি?
এইটা হইলোগিয়া গান্ধারী ।

বিধাতা নির্মিত ঘর অতি সুগঠন ।
তার মধ্যেতে থেকে করি বিচরণ।
হস্ত পদ নাহি তার মাংস শিশু প্রায়।
জলের ভিতরে থাকে কিবা জন্তু হয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া শামুক।

সন্ধ্যাকালে জন্ম তার প্রভাতে মরণ ।
মাথার উপরে সদ্য করে বিচরণ
স্বর্ণকার মনোরম দেহের গঠন।
এক পথে গতি তার নেই কোনদিন।
এটাই কি?
এইটা হইলোগিয়া নক্ষত্র তারা।

নপুংসক বেশ পুরুষ হইয়া ।
বঞ্চিলেন বার মাস যে দেশে থাকিয়া ।
তাহার রাজার পুত্রের প্রশ্নের কারণ।
ত্বরা করি আদি দাও মোদের ভরণ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বিরাটরাজার পুত্র।

দলস্কন্ধ বিখ্যাত ত্রিভুবনে।
তাঁর মিত্র যে হইল সীতা উদ্ধারণে।
তাহার জ্যৈষ্ঠের নামে যে বস্তু নির্ণয় ।
তারে কি পাঠাইলে কাৰ্য্যসিদ্ধি হয়।
এটাই কি?
এইটা হইলোগিয়া বালী অপরাধে বালুকা ।

সূর্য্যবংশে জন্ম তার অজ রাজার নাতি ।
দশরথ পুত্র বটে লক্ষ্মণের জ্যৈষ্ঠ বল দেখি বিচারিয়া হেঁয়ালীর শ্রেষ্ঠ ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ভরত।

প্রবেশি মাতার গর্ভে বল কোন জন ।
খন্ড খন্ড করি গর্ভ করিল ছেদন।
তাহাতে জম্মিল উনপঞ্চাশ পবন ।
বল দেখি বুদ্ধিমান কেবা সেইজন।
এটাই কি?
এইটা হইলোগিয়া দেবরাজ ইন্দ্র।

চৌদ্দ পুরুষ ডাকে মামা আমিও ডাকি তাই।
সকলের মামা তিনি কেবা বল ভাই।
এটাই কি?
এইটা হইলোগিয়া সূৰ্য্যমামা।

আগে যায ফিরে চায় ওটি তোমার কে?
ওর শ্বশুরকে আমার শ্বশুর বাবা বলেছে।
এটাই কি?
এইটা হইলোগিয়া শাশুড়ী ও বৌ ।

গণপতি নহে সে একদন্ত তিনি ৷
কাটিতে মুখটি তার লম্বা দেহ জানি।
দুটি পদ পাতালেতে তাহার প্রবেশ।
দন্তাঘাতে বহু কাজ করেছি অক্লেশ।
এটাই কি?
এইটা হইলোগিয়া ঢেঁকি ৷

পৌরাণিক হেঁয়ালী
স্বামী স্ত্রী বার হাত রামায়ণে শুনি ।
তার দু’জন কেবা ছিল বল গুণমণি।
এটাই কি?
এইটা হইলোগিয়া রাবণ ও মন্দোদরী।

জন্মকালে পৃথিবীতে প্রলয় সৃষ্টি হল ।
ব্রাহ্মণের পুত্র কিন্তু রাক্ষস সেই হল ।
নিজ কন্যাকে যখন হরণ করিল ।
জামাতার হাতে সেই প্রাণ দেখি দিল ।
কি নাম তাহার বল দেখি ভাই ।
বলিতে পারিলে পন্ডিত বলিবে সবাই।
এটাই কি?
এইটা হইলোগিয়া রাবণ।

বন্ধ হাতের রাজকন্যা কেবা হয়েছিল।
দুই ভাগ হয়ে দুজনার ভার্য্যা হল।
তাহাদের কিবা নাম বল জ্ঞানী মানি।
যে কথা অদ্ভুত রামায়ণে শুনি ।
এটাই কি?
এইটা হইলোগিয়া মন্দোদরী ও তারা।

কোন নারী পাখী হয়ে নদী পার হয়।
রামের পরম ভক্ত রামায়ণে কয় ।
তার বংশ ধ্বংস শ্রীরাম করিল
কেবা হেন নারী বল ত্রেতাযুগে ছিল।
এটাই কি?
এইটা হইলোগিয়া সরমা।

রামায়ণের কথা এটা মিথ্যা কথা নয়।
হাজারটি হাত তার এক মাথা হয়।
মহাবীর ছিল সেই সর্বলোকে জানে।
বল কি তাহার নাম যদি থাকে মনে।
এটাই কি?
এইটা হইলোগিয়া কাৰ্ত্তবীর্যাজুন।

কোন মুণি তিনবার রামনাম বুলি ।
পিতার অভিশাপে চন্ডালত্ব পেলি ।
এটাই কি?
এইটা হইলোগিয়া বামদেব।

Scroll to Top