1000+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf – জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বাংলা

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf, সাধারণ জ্ঞান সাইন্স কুইজ প্রশ্ন উত্তর মেধাবিকাশে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে পারবেন এমন কিছু কুইজ আছে আমাদের এই পোস্টে যা আপনি সব জায়গায় পাবেন না তাই আমরা মনে করি আমাদের এই পোস্ট সর্বোচ্চ এবং সবার উপকারে আসবে কুইজ প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর pdf মেধাবিকাশে

Table of Contents

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf রাসায়নিক উপাদানসমূহ

  • সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf কুইজের এই বিভাগটি সাজানো হয়েছে পৃথিবীতে থাকা প্রায় সবগুলো উপাদানের রাসায়নিক সংকেতের সাথে পরিচয় করিয়ে দিতে এবং উপাদানগুলোর সাংকেতিক চিহ্ন যেগুলো বিভিন্ন ধরনের মিশ্রণকে সহজে প্রকাশ করতে সাহায্য করে ।
  • উপাদান = সংকেত
  • ১। হাইড্রোজেন = H
  • ২। হিলিয়াম = He
  • ৩। লিথিয়াম = Li
  • ৪। বেরিলিয়াম = Be
  • ৫। বোরন = B
  • ৬। কার্বন = C
  • ৭। নাইট্রোজেন = N
  • ৮। অক্সিজেন = O
  • ৯। ফ্লোরিন = F
  • ১০। নিওন = Ne
  • ১১। সোডিয়াম = Na
  • ১২। ম্যাগনেসিয়াম = Mg
  • ১৩। অ্যালুমিনিয়াম = Al
  • ১৪। সিলিকন = Si
  • ১৫। ফসফরাস = P
  • ১৬। সালফার = S
  • ১৭। ক্লোরিন = Cl
  • ১৮। আর্গন = Ar
  • ১৯। পটাশিয়াম = K
  • ২০। ক্যালসিয়াম = Ca
  • ২১। স্ক্যান্ডিয়াম = Sc
  • ২২। টাইটানিয়াম = Ti
  • ২৩। ভ্যানাডিয়াম = V
  • ২৪। ক্রোমিয়াম = Cr
  • ২৫। ম্যাঙ্গানিজ = Mn
  • ২৬। আয়রন = Fe
  • ২৭। কোবাল্ট = Co
  • ২৮। নিকেল = Ni
  • ২৯। কপার = Cu
  • ৩০। জিঙ্ক = Zn
  • ৩১। গ্যালিয়াম = Ga
  • ৩২। জার্মেনিয়াম = Ge
  • ৩৩। আর্সেনিক = As
  • ৩৪। সেলেনিয়াম = Se
  • ৩৫। ব্রোমাইন = Br
  • ৩৬। ক্রিপটন = Kr
  • ৩৭। রুবিডিয়াম = Rb
  • ৩৮। স্ট্রন্টিয়াম = Sr
  • ৩৯। ইথ্রিয়াম = Y
  • ৪০। জিরকোনিয়াম = Ag
  • ৪১। নিওবিয়াম = Nb
  • ৪২। মোলিদেনাম = Mo
  • ৪৩। টেকনেটিয়াম = Tc
  • ৪৪। রুথেনিয়াম = Ru
  • ৫। রুডিয়াম = Rh
  • ৪৬। প্যালাডিয়াম = Pd
  • ৪৭। সিলভার = Ag
  • ৪৮। ক্যাডমিয়াম = Cd
  • ৪৯। ইন্ডিয়াম = In
  • ৫০। টিন = Sn
  • ৫১। অ্যান্টিমনি = Sb
  • ৫২। টেলুরিয়াম = Te
  • ৫৩। আয়োডিন = I
  • ৫৪। জেনন = Xe
  • ৫৫। সিজিয়াম = Cs
  • ৫৬। ব্যারিয়াম = Ba
  • ৫৭। ল্যানথানাম = La
  • ৫৮। সিরিয়াম = Ce
  • ৫৯। প্রাসিওডিয়াম = La
  • ৬০। নিওডিমিয়াম = Nd
  • ৬১। প্রমেথিয়াম = Pm
  • ৬২। স্যামারিয়াম = Sm
  • ৬৩। ইউরোপিয়াম = Eu
  • ৬৪। গ্যাডোলিনিয়াম = Gd
  • ৬৫। টারবিয়াম = Tb
  • ৬৬। ডিসপ্রোসিয়াম = Dy
  • ৬৭। হোলমিয়াম = Ho
  • ৬৮। এরবিয়াম = Er
  • ৬৯। থুলিয়াম = Tm
  • ৭০। ইয়েটারবিয়াম = Yb
  • ৭১। লুটেটিয়াম = Lu
  • ৭২। হ্যাফনিয়াম = Hf
  • ৭৩। ট্যানটালুম = Ta
  • ৭৪। টাংস্টেন = W
  • ৭৫। রেনিয়াম = Re
  • ৭৬। অসমিয়াম = Os
  • ৭৭। ইরিডিয়াম = Ir
  • ৭৮। প্ল্যাটিনাম = Pt
  • ৭৯। গোল্ড = Au
  • ৮০। মার্কারি = Hg
  • ৮১। থ্যালিয়াম = TI
  • ৮২। লেড = Pb
  • ৮৩। বিসমাথ = Bi
  • ৮৪। পোলোনিয়াম = Po
  • ৮৫। আস্টাটাইন = At
  • ৮৬। রাজন = Rn
  • ৮৭। ফ্রানসিয়াম = Fr
  • ৮৮। রেডিয়াম = Ra
  • ৮৯। অ্যাক্টিনিয়াম = Ac
  • ৯০ ৷ থোরিয়াম = Th
  • ৯১। প্রোটেক্টিনিয়াম = Pa
  • ৯২। ইউরেনিয়াম = U
  • ৯৩। নেপচুনিয়াম = Np
  • ৯৪। প্লুটোনিয়াম = Pu
  • ৯৫। আমেরিসিয়াম = Am
  • ৯৬। কিউরিয়াম = Cm
  • ৯৭। বার্কেলিয়াম = Bk
  • ৯৮। ক্যালিফোর্নিয়াম = Cf
  • ৯৯। আইনস্টাইনিয়াম = Es
  • ১০০। ফার্মিয়াম =Fm
  • ১০১। মেন্ডেলেভিয়াম = Md
  • ১০২। নোবেলিয়াম = NO
  • ১০৩। লরেনসিয়াম = Lr
  • ১০৪। রাদারফোর্ডিয়াম = Rf
  • ১০৫। ডাবনিয়াম = Db
  • ১০৬। সিবর্জিয়াম = Sg
  • ১০৭। বোহরিয়াম = Bh
  • ১০৮। হাসিয়াম = Hs
  • ১০৯। মিইটনারিয়াম = Mt
  • ১১০। ডার্মস্টেডিয়াম = Ds
  • ১১১। রোন্টজেনিয়াম = Rg
  • ১১২। ইউনান্ট্রিয়াম = Uut
  • ১১৩। ফ্লেরোবিয়াম = Fl
  • ১১৪। কপারনিসিয়াম = Cn
  • ১১৫। ইউনানপেন্টিয়াম = Uup
  • ১১৬। লিভামোরিয়াম = Lv
  • ১১৭। ইউনানসেপ্টিয়াম = Uus
  • ১১৮। ইউনানঅক্টিয়াম = Uuo

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf বস্তুর অবস্থান

প্রশ্ন : ১। একটি কঠিন পদার্থের তরলের রূপান্তরকে বলা হয়-
উত্তর : গলিয়ে যাওয়া ।

প্রশ্ন : ২। সত্য না মিথ্যা? তরল পদার্থকে সঙ্কুচিত করা সহজ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৩। যখন একটি গ্যাস তরলে পরিবর্তিত হয় তখন তাকে বলা হয়-
উত্তর : ঘনীভূতকরণ

প্রশ্ন : ৪। সত্য না মিথ্যা? গ্যাসের কণাগুলো শক্তভাবে একে অপরের সাথে যুক্ত থাকে ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৫। যখন একটি কঠিন পদার্থ গলনাঙ্কের শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন সেটি হয়ে যায়-
উত্তর : তরল ।

প্রশ্ন : ৬। সত্য না মিথ্যা? প্লাজমা একটি বস্তুর অবস্থান ৷
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৭। যখন একটি গ্যাস ঘনীভূত হওয়ার শেষ পর্যায়ে পৌঁছায়, তখন এটি পরিণত হয়—
উত্তর : তরলে ।

প্রশ্ন : ৮। সত্য বা মিথ্যা? কঠিন পদার্থ যে পাত্রে রাখা হয় তার আকৃতি গ্রহণ করে না।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৯। একটি কঠিন পদার্থের সরাসরি গ্যাসে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়-
উত্তর : সাবলিমিনেশন।

প্রশ্ন : ১০। সত্য না মিথ্যা? গ্যাসকে সঙ্কুচিত করা কঠিন।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ১১। বস্তুর মোট কয়টি অবস্থান রয়েছে?
উত্তর : ৫টি।

প্রশ্ন : ১২। কোন অবস্থানে কণাগুলো সবচেয়ে দূরে অবস্থান করে?
উত্তর : প্লাজমা।

প্রশ্ন : ১৩। কোন অবস্থানে কণাগুলো সবচেয়ে নিকটে এক সাথে অবস্থান করে?
উত্তর : কঠিন অবস্থায় ৷

প্রশ্ন : ১৪। উপরের ছবিতে কণাগুলোর অবস্থান দেখে বলুন বস্তুটির অবস্থান?
উত্তর : গ্যাস।

প্রশ্ন : ১৫। উপরের ছবিতে কণাগুলোর অবস্থান দেখে বলুন বস্তুটির অবস্থান?
উত্তর : প্লাজমা।

প্রশ্ন : ১৬। বৃষ্টি বস্তুর কোন অবস্থাকে বুঝায়?
উত্তর : তরল ।

প্রশ্ন : ১৭। বস্তুর কোন অবস্থানের আকার বা আয়তন নেই?
উত্তর : গ্যাস।

প্রশ্ন : ১৮। উপরের ছবিতে কণাগুলোর অবস্থান দেখে বলুন বস্তুটির অবস্থান?
উত্তর : কঠিন অবস্থান ।

প্রশ্ন : ১৯। পানি বস্তুর কোন অবস্থানকে নির্দেশ করে?
উত্তর : কঠিন, তরল এবং গ্যাসীয় ।

প্রশ্ন : ২০। উপরের ছবিতে কণাগুলোর অবস্থান দেখে বলুন বস্তুটির অবস্থান?
উত্তর : তরল অবস্থান ।

প্রশ্ন : ২১। বস্তুর কোন অবস্থানে কণাগুলো একদিকে চলাচল করে?
উত্তর : তরল অবস্থায় ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf পরমাণু

প্রশ্ন : ১। সত্য না মিথ্যা? প্রোটন ঋণাত্মক চার্জ ধারণ করে ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ২। সত্য না মিথ্যা? পরমাণু নিউট্রনের তুলনায় বড় ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৩। সত্য না মিথ্যা? প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের অংশ। 196
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৪। সত্য না মিথ্যা? ইলেকট্রন ধনাত্মক চার্জ ধারণ করে ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৫। সত্য না মিথ্যা? ইলেকট্রন নিউক্লিয়াসের অংশ নয় ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৬। সত্য না মিথ্যা? প্রোটন পরমাণুর তুলনায় বড় ৷
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৭। সত্য না মিথ্যা? উপ-পরমাণুর কণা পরমাণুর মধ্যে থাকে ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৮। সত্য না মিথ্যা? নিউক্লিওন বা কেন্দ্রক-কণা, নিউট্রন এবং প্রোটনের একটি সমষ্টিগত নাম ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৯। সত্য না মিথ্যা? নিউট্রন ঋণাত্মক চার্জ ধারণ করে।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ১০। সত্য না মিথ্যা? একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের চেয়ে বেশি হয়ে থাকে ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ১১। কণা দিয়ে গঠিত সকল পদার্থকে বলা হয়-
উত্তর : পরমাণু ।

প্রশ্ন : ১২। পরমাণু প্রোটন, নিউট্রন এবং – নামক অংশ দ্বারা গঠিত।
উত্তর : ইলেকট্রন ।

প্রশ্ন : ১৩। প্রতিটি প্রোটন একটি বৈদ্যুতিক চার্জ ধারণ করে।
উত্তর : ধনাত্মক ।

প্রশ্ন : ১৪। প্রতিটি ইলেকট্রন একটি – বৈদ্যুতিক চার্জ ধারণ করে।
উত্তর : ঋণাত্মক ।

প্রশ্ন : ১৫। প্রতিটি নিউট্রনেরই একটি বৈদ্যুতিক চার্জ থাকে ।
উত্তর : নিরপেক্ষ

প্রশ্ন : ১৬। একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং থাকে ।
উত্তর : নিউট্রন ।

প্রশ্ন : ১৭। ইলেকট্রন নিউক্লিয়াসের নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে ।
উত্তর : বাইরে ।

প্রশ্ন : ১৮। একটি উপাদান সংখ্যা দ্বারা নির্ধারণ করা হয় (যা পারমাণবিক সংখ্যা হিসাবেও পরিচিত)।
উত্তর : প্রোটনের ।

প্রশ্ন : ১৯। আধুনিক পর্যাবৃত্ত সারণি পারমাণবিক সংখ্যা দ্বারা তৈরি হয়।
উত্তর : ক্রমবর্ধমান

প্রশ্ন : ২০। একটি — দুই বা ততোধিক পরমাণুর সমযোজী বন্ধনকে বোঝায় ।
উত্তর : আয়ন’স ।

প্রশ্ন : ২১। পরমাণুর কেন্দ্রে রয়েছে-
উত্তর : নিউক্লিয়াস ।

প্রশ্ন : ২২। পরমাণুর কোন অংশ ধনাত্মক চার্জ ধারণ করে।
উত্তর : প্রোটন।

প্রশ্ন : ২৩। নিউট্রনে কোন ধরনের চার্জ বিদ্যমান?
উত্তর : প্রথমে ধনাত্মককে এবং তারপর ঋণাত্মককে পরিবর্তিত করে।

প্রশ্ন : ২৪। পারমাণবিক নিউক্লিয়াসের চারপাশে ঘুরা ঋণাত্মক চার্জ যুক্ত কণাগুলো হলো-
উত্তর : ইলেকট্রন।

প্রশ্ন : ২৫। যে পরমাণুতে সমান সংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রন বিদ্যমান তাকে বলা হয়-
উত্তর : আইসোটোপ ।

প্রশ্ন : ২৬। অতিরিক্ত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের কারণে ইলেকট্রনিক চার্জ যুক্ত হওয়া পরমাণুকে বলা হয়—
উত্তর : আয়ন’স ।

প্রশ্ন : ২৭। কোন পরমাণুতে কতগুলো বিদ্যমান থাকে, তার উপর পারমাণবিক সংখ্যা নির্ধারিত হয়?
উত্তর : প্রোটন ।

প্রশ্ন : ২৮। প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার দ্বারা পারমাণবিক নির্ধারিত হয়।
উত্তর : ওজন ।

প্রশ্ন : ২৯। পরমাণুগুলো যখন ইলেকট্রন ভাগ করে ন্যায়, তখন তাকে বলা হয়-
উত্তর : রাসায়নিক বন্ধন ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf অণু

প্রশ্ন : ১। সমযোজী বন্ধনে আবদ্ধ দুই বা ততোধিক পরমাণু দিয়ে গঠিত হয়-
উত্তর : অণু ।

প্রশ্ন : ২। পরমাণু প্রোটন, নিউট্রন এবং – নামক অংশ দ্বারা গঠিত।
উত্তর : ইলেকট্রন ।

প্রশ্ন : ৩। প্রতিটি প্রোটন একটি
উত্তর : ধনাত্মক ।

প্রশ্ন : ৪। প্রতিটি ইলেকট্রন একটি বৈদ্যুতিক চার্জ ধারণ করে ।
উত্তর : ঋণাত্মক ।

প্রশ্ন : ৫। প্রতিটি নিউট্রন একটি বৈদ্যুতিক – চার্জ ধারণ করে।
উত্তর : নিরপেক্ষ ।

প্রশ্ন : ৬। একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং
উত্তর : নিউট্রন থাকে ।

প্রশ্ন : ৭। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে।
উত্তর : বাইরের ।

প্রশ্ন : ৮। আধুনিক পর্যাবৃত্ত সারণি পারমাণবিক সংখ্যা দ্বারা তৈরি হয় ।
উত্তর : ক্রমবর্ধমান ।

প্রশ্ন : ৯। কণা দিয়ে গঠিত সকল পদার্থকে বলা হয়-
উত্তর : পরমাণু ।

প্রশ্ন : ১০। রাসায়নিক পদার্থের মধ্যে প্রবেশ করতে পারে এমন কোন পদার্থের ক্ষুদ্র একক এবং যারা রাসায়নিক উপায়ে বিভাজিত করা যায় না, তা হলো-
উত্তর : পরমাণু।

প্রশ্ন : ১১। একটি পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে ?
উত্তর : প্রোটন এবং নিউট্রন ।

প্রশ্ন : ১২। কোন ধরনের বন্ধন পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ করতে সাহায্য করে?
উত্তর : সমযোজী ।

প্রশ্ন : ১৩। এই রাসায়নিক প্রক্রিয়াটি সম্পূর্ণকর : HCl + NaOH →
উত্তর : NaCl + HOH ।

প্রশ্ন : ১৪। একটি পৃথক পানি অণু – দ্বারা একত্রিত থাকে ।
উত্তর : সমযোজী বন্ধন ।

প্রশ্ন : ১৫। অনেক পানির অণু দুর্বলভাবে – দ্বারা আবৃত থাকে ।
উত্তর : হাইড্রোজেন বন্ধন ।

প্রশ্ন : ১৬। অণুগুলো পানিতে পৃথক হয়ে হাইড্রোজেন আয়ন মুক্ত করে দেয়।
উত্তর : অম্লের।

প্রশ্ন : ১৭। দীর্ঘ অণু কার্বোহাইড্রেট মোনোমার্স দ্বারা গঠিত ।
উত্তর : মনোস্যাকারাইড।

প্রশ্ন : ১৮। শক্তি এবং গঠনের জন্য প্রাথমিকভাবে ব্যবহৃত হয় কোন জৈবিক দীর্ঘ অণু?
উত্তর : কার্বোহাইড্রেট।

প্রশ্ন : ১৯। একটি পরমাণুর পারমাণবিক ওজন – -এর সংখ্যা এবং -এর সংখ্যার সমষ্টির সমান।
উত্তর : প্রোটন, নিউট্রন ।

প্রশ্ন : ২০। পারমাণবিক ওজনে প্রতিটি উপাদানের মান একই হয়।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ২১। কোন পরমাণুর রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে-
উত্তর : বাইরের আবরণে ইলেকট্রন সংখ্যা দ্বারা।

প্রশ্ন : ২২। বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ একটি পরমাণুতে, – -এর সংখ্যা এবং -এর সংখ্যা সমান হয় ।
উত্তর : প্রোটন, ইলেকট্রন ।

প্রশ্ন : ২৩। একটি কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা ৬ এবং পারমাণবিক ওজন ১২। সুতরাং এই কার্বন পরমাণুতে প্রোটন আছে।
উত্তর : ৬টি ।

প্রশ্ন : ২৪। হলো এমন পরমাণু যার মধ্যে একই সংখ্যক প্রোটন থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে ।
উত্তর : আইসোটোপ ।

প্রশ্ন : ২৫। একটি ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা ১৭ এবং পারমাণবিক ওজন ৩৫। সুতরাং, যখন ক্লোরিন ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয় তখন তাতে বৈদ্যুতিক চার্জ থাকে।
উত্তর : ঋণাত্মক ১।

প্রশ্ন : ২৬। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ১৭ এবং এটির সর্বশেষ আবরণে কতগুলো ইলেকট্রন থাকে?
উত্তর : ৭টি ।

প্রশ্ন : ২৭। অণু, K + Cl-, – বন্ধন দ্বারা একত্রিত থাকে।
উত্তর : আয়োনিক ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf ধাতু

প্রশ্ন : ১। সোনার রাসায়নিক প্রতীক হলো—
উত্তর : (Au)।

প্রশ্ন : ২। সত্য না মিথ্যা? ইস্পাত একটি রাসায়নিক উপাদান ৷
উত্তর : মিথ্যা- (সঙ্কর ধাতু)।

প্রশ্ন : ৩। পৃথিবীতে সর্বত্র পাওয়া সাধারণ ধাতু হচ্ছে-
উত্তর : লোহা ।

প্রশ্ন : ৪। সত্য না মিথ্যা? সোডিয়াম একটি অতীব প্রতিক্রিয়াশীল ধাতু ।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৫। অলিম্পিক খেলায় কোন তিন ধরনের পদক বিজয়ীদের ক্রমানুসারে প্রদান করা হয়?
উত্তর : স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ ।

প্রশ্ন : ৬। সত্য বা মিথ্যা? ধাতুর সাথে ধাতু বন্ধন একটি ধাতব বন্ধন হিসাবে পরিচিত।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৭। ব্রোঞ্জ কোন দুটি ধাতু থেকে তৈরি করা হয়?
উত্তর : কপার এবং টিন ।

প্রশ্ন : ৮। বাম থেকে মাঝখানে থাকা পর্যায় ক্রমিক সারণির উপাদানটি কি?
উত্তর : ধাতু ।

প্রশ্ন : ৯। সত্য না মিথ্যা? খাটি রুপা ওজনে ৫০ শতাংশের কম রুপা দ্বারা তৈরি।
উত্তর : মিথ্যা- ৯২ শতাংশের বেশি

প্রশ্ন : ১০। কোন ধাতুর রাসায়নিক প্রতীক চন?
উত্তর : লেড ।

প্রশ্ন : ১১। পৃথিবীর প্রথম ‘মেটাল ব্যান্ডের’ (ধাতব বাদ্যযন্ত্র দিয়ে গান গাইয়ে দল) নাম কি?
উত্তর : ব্ল্যাক সাব্বাথ ।

প্রশ্ন : ১২। পৃথিবীর প্রথম ‘ডেথ মেটাল’ ব্যান্ডের নাম কি?
উত্তর : আয়রন মেইডেন ।

প্রশ্ন : ১৩। একসময় সবার প্রিয় ‘গ্ল্যাম মেটাল’ ব্যান্ড কোনটি ছিল?
উত্তর : স্ল্যাড ।

প্রশ্ন : ১৪। সবচেয়ে বড় ‘ডেথ মেটাল’ ব্যান্ড কোনটি?
উত্তর : সাফোকেশন ।

প্রশ্ন : ১৫। বিশ্বের সবচেয়ে সফল ‘ব্যান্ড’ বলা হয়-
উত্তর : বিটলস- কে ।

প্রশ্ন : ১৬। সবচেয়ে সফল ‘হেভি মেটাল’ ব্যান্ড?
উত্তর : মেটালিকা ।

প্রশ্ন : ১৭। বিশ্বের বৃহত্তম ‘মেটালিকার’ ব্যান্ড কোনটি ?
উত্তর : বুলেট ফর মাই ভ্যালেনটাইন ।

প্রশ্ন : ১৮। ‘বাইটিং হেডস অফ বেটস’ নামে সুপরিচিত কে?
উত্তর : ‘ওজি অসবোর্ণ’ ।

প্রশ্ন : ১৯। ইতিহাসের প্রথম গানের মঞ্চে শক্তিশালী স্লাইড করেছিলেন কে?
উত্তর : লেড জীপেলিন ।

প্রশ্ন : ২০। লোহা একটি ভালো বৈদ্যুতিক পরিচালক, নমনীয় এবং চৌম্বকীয় । লোহা কোন ধরনের উপাদান?
উত্তর : ধাতু ।

প্রশ্ন : ২১। পৃথিবীর একমাত্র ধাতু কোনটি যা সাধারণ তাপমাত্রায় তরলাবস্থায় থাকে?
উত্তর : মার্কারি ।

প্রশ্ন : ২২। সিলিকন একটি অর্ধপরিবাহী এবং এতে উভয় ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য রয়েছে। সিলিকন কোন ধরনের উপাদান?
উত্তর : মেধাতুকল্প।

প্রশ্ন : ২৩। পর্যায় ক্রমিক সারণির ডান পাশে কোন উপাদানগুলো থাকে?
উত্তর : অধাতু ।

প্রশ্ন : ২৪। পৃথিবীর সবচেয়ে নমনীয় ধাতু হলো-
উত্তর : সোনা ।

প্রশ্ন : ২৫। পৃথিবীর সবচেয়ে নিখুঁত ধাতু কোনটি?
উত্তর : সোনা ।

প্রশ্ন : ২৬। পৃথিবীর সবচেয়ে হাল্কা ধাতু কোনটি?
উত্তর : লিথিয়াম

প্রশ্ন : ২৭। পৃথিবীর সবচেয়ে প্রতিক্রিয়াশীল ধাতব হলো কোনটি?
উত্তর : সিজিয়াম ।

প্রশ্ন : ২৮। ঠান্ডা পানির সাথে খুব সহজেই প্রতিক্রিয়াশীল ধাতু কোনটি?
উত্তর : সোডিয়াম ।

প্রশ্ন : ২৯। কেন বাড়ির বৈদ্যুতিক তার তৈরিতে তামা ব্যবহার করা হয়?
উত্তর : কারণ কপার বিদ্যুতের অনেক ভালো পরিবাহক ।

প্রশ্ন : ৩০। একটি তামার পাত্র ধোঁয়ার পরেও চমকায় বা নতুনের মতো দেখায় কেন?
উত্তর : কপারে দ্যুতি থাকায় ।

প্রশ্ন : ৩১। অবক্ষয় বা করোঝন দ্বারা কি বোঝায়?
উত্তর : ধাতুর যৌগ উৎপাদনে ধাতুর সাথে গ্যাসের প্রতিক্রিয়া ।

প্রশ্ন : ৩২। জাহাজকে ঘন ঘন রাঙ্গানোর কারণ কি?
উত্তর : সমুদ্রের পানি দ্বারা সৃষ্ট ধাতু ক্ষয়রোধ করতে ।

প্রশ্ন : ৩৩। স্বর্ণ ও প্ল্যাটিনাম কে উত্তম উপাদান বলা হয় কেন?
উত্তর : কারণ এরা বাতাস, পানি, এসিড ও তাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না।

প্রশ্ন : ৩৪। লোহা, কার্বন, নিকেল, ক্রোমিয়াম একটি সঙ্কর ধাতু হচ্ছে—
উত্তর : স্টেইনলেস স্টিল।

প্রশ্ন : ৩৫। রাং ঝালাই করা (Galvanized) ধাতুতে কোন পাতলা পাতের প্রলেপ দেয়া হয়?
উত্তর : জিঙ্ক ।

প্রশ্ন : ৩৬। একটি ধাতুর সাথে অক্সিজেন মিশে তৈরি হয়?
উত্তর : অক্সাইড ।

প্রশ্ন : ৩৭। বিস্ফোরক বারুদে কোন অধাতু ব্যবহৃত হয়?
উত্তর : সালফার ।

প্রশ্ন : ৩৮। লোহার সাথে অন্য কোন উপাদানের মিশ্রণে আয়রন তৈরি হয়?
উত্তর : অক্সিজেন ।

প্রশ্ন : ৩৯। কোন ধাতু প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়?
উত্তর : সোনা ।

প্রশ্ন : ৪০। একটি ধাতুর তার বাঁকানোর ক্ষমতা নির্দেশ করে ধাতুটির-
উত্তর : নমনীয়তা ।

প্রশ্ন : ৪১। সত্য না মিথ্যা। ধাতু সাধারণত তাপ এবং বিদ্যুতের ভালো একটি পরিবাহক।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৪২। যে সকল ধাতু বায়ুর সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়, সেগুলোকে সংরক্ষণ করা হয়-
উত্তর : কেরোসিনে ডুবিয়ে ।

প্রশ্ন : ৪৩। ব্রোঞ্জে কোন ধাতু রয়েছে?
উত্তর : তামা ও টিন ।

প্রশ্ন : ৪৪। একটি নিষ্প্রভ, ভঙ্গুর এবং বিদ্যুতের বাজে পরিবাহক।
উত্তর : অধাতু ।

প্রশ্ন : ৪৫। উপধাতু সুপরিচিত বিদ্যুতের হিসেবে।
উত্তর : অর্ধ-পরিবাহক ।

প্রশ্ন : ৪৬। সত্য না মিথ্যা? সমস্ত ধাতুর চৌম্বকীয় শক্তি রয়েছে।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৪৭। যদি একটি ধাতু – হয়, তাহলে এটিকে তারে রূপান্তর করাও সম্ভব।
উত্তর : নমনীয় ।

প্রশ্ন : ৪৮। যদি কোনো পদার্থ সহজেই ভেঙে যায়, তবে তাকে বলা হয়-
উত্তর : ভঙ্গুর পদার্থ ।

প্রশ্ন : ৪৯। সত্য না মিথ্যা? ধাতুর রঙ সাধারণত ধূসর রুপালি হয়।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৫০ । সত্য না মিথ্যা? অধাতু সাধারণত বিদ্যুতের ভালো পরিবাহক।
উত্তর : মিথ্যা ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf,

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf অম্ল ও ক্ষার বিষয়ক

প্রশ্ন : ১। সত্য না মিথ্যা? ক্ষার লিটমাস কাগজকে নীল রঙে পরিবর্তন করে ।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ২। সত্য না মিথ্যা? অ্যামোনিয়া একটি এসিড ।
উত্তর : মিথ্যা।

প্রশ্ন : ৩। সত্য বা মিথ্যা? অম্লের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ‘ক্ষয়কারী এবং ক্ষারীয় স্বাদ যুক্ত’।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৪। সত্য না মিথ্যা? সালফিউরিক এসিড একটি শক্তিশালী অম্ল হিসাবে সুপরিচিত।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৫৷ সত্য না মিথ্যা? ক্ষারীয় মিশ্রণে pH স্তর ৭-এর নিচে থাকে।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৬। সত্য না মিথ্যা? সালফিউরিক এসিডের রাসায়নিক সংকেত H2SO4।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৭। সত্য না মিথ্যা? লেবুতে সাইট্রিক অম্ল বিদ্যমান ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৮। সত্য না মিথ্যা? ক্ষার এক ধরনের অম্ল।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৯। সত্য না মিথ্যা? অম্লের একটি মিশ্রণে pH স্তর ৭-এর উপর থাকে ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ১০। সত্য না মিথ্যা? নিরপেক্ষ মিশ্রণে PH স্তর শূন্য (০) থাকে ।
উত্তর : মিথ্যা- ৭।

প্রশ্ন : ১১। সত্য না মিথ্যা? অম্ল লিটমাস কাগজকে লাল রঙে পরিবর্তন করে ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ১২। সত্য না মিথ্যা? অম্ল বা এসিড ল্যাটিন শব্দ এসিডাস (acidus-UK) থেকে এসেছে।
উত্তর : সত্য।

প্রশ্ন : ১৩। সত্য না মিথ্যা? সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সমীকরণ হলো – NaH।
উত্তর : মিথ্যা- NaOH.

প্রশ্ন : ১৪। সত্য না মিথ্যা? একটি cation ইলেকট্রন তুলনায় আরও প্রোটন সঙ্গে একটি আয়ন, এটি একটি ইতিবাচক চার্জ প্রদান ।
উত্তর : সত্য

প্রশ্ন : ১৫। সত্য না মিথ্যা? অ্যাসিটিক এসিড ভিনেগারে অম্ল এবং শক্তিশালী গন্ধ প্রদান করে।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ১৬। সত্য না মিথ্যা? অ্যানিয়ন একটি আয়ন যাতে প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে এবং এটি ঋণাত্মক চার্জ যুক্ত।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ১৭। সত্য না মিথ্যা? মৌমাছি বিষের মধ্যে ‘ফরমিক এসিড’ বিদ্যমান।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ১৮। সত্য না মিথ্যা? সোডিয়াম হাইড্রক্সাইড একটি দুর্বল ক্ষার হিসেবে পরিচিত।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ১৯। সত্য না মিথ্যা? ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড-এর সংক্ষিপ্ত রূপ হলো— ডিএনএ ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ২০। সত্য না মিথ্যা? পটাসিয়াম হাইড্রোক্সাইড-এ পটাসিয়াম, অক্সিজেন এবং হিলিয়াম রয়েছে।
উত্তর : মিথ্যা- হিলিয়াম নয়, হাইড্রোজেন থাকে ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf পদার্থবিজ্ঞান

প্রশ্ন : ১। আতস কাচের ধরন বা আকার কেমন হয়?
উত্তর : উত্তল বা প্রতিসরণ ।

প্রশ্ন : ২। বৈদ্যুতিক প্রতিরোধ শক্তি পরিমাপের আদর্শ একক কি?
উত্তর : ওহম’স (Ohms)।

প্রশ্ন : ৩। একজন ব্যক্তি যিনি পদার্থবিজ্ঞান চর্চা করেন তাকে কোন নামে সম্বোধন করা হয়?
উত্তর : পদার্থবিদ ।

প্রশ্ন : ৪। ধাতু উচ্চ তাপে প্রসারিত হয় এবং অতিমাত্রার ঠান্ডায়-
উত্তর : সংকোচিত হয় ।

প্রশ্ন : ৫। কোন প্রখ্যাত বিজ্ঞানী প্রথম মানুষকে গতির তিনটি ধারার সাথে পরিচয় করিয়ে দেন?
উত্তর : স্যার আইজাক নিউটন ।

প্রশ্ন : ৬। বাস্তবিক অভিজ্ঞতার জন্য উড়োজাহাজের পাইলটদেরকে প্রশিক্ষণদানে কম্পিউটার ভিত্তিক কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
উত্তর : ফ্লাইট সিমুলেটর ।

প্রশ্ন : ৭। বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক হলো-
উত্তর : ওয়াট’স

প্রশ্ন : ৮। মহাবিশ্ব প্রারম্ভের আদর্শ তাত্ত্বিক ধারণাকে বলা হয়-
উত্তর : বিগ ব্যাং থিউরি ।

প্রশ্ন : ৯। মহাকাশ গবেষণায় ব্যবহৃত হাবল’স টেলিস্কোপের নামকরণ করা হয় কার নামে?
উত্তর : এডউইন হাবল ।

প্রশ্ন : ১০। একটি বৈদ্যুতিক বাল্বের ভেতরে থাকা তারকে বলা হয়-
উত্তর : ফিলামেন্ট ।

প্রশ্ন : ১১। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জেমস ম্যাক্সওয়েল কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর : স্কটল্যান্ড ।

প্রশ্ন : ১২। সত্য না মিথ্যা? ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব দীর্ঘ হওয়ার কারণে মানুষের চোখে দৃশ্যমান নয়?
উত্তর : সত্য।

প্রশ্ন : ১৩। পৃথিবী যখন চন্দ্র এবং সূর্যের মাঝে চলে আসে, তখন এই ধরনের গ্রহণকে বলা হয়-
উত্তর : সূর্যগ্রহণ ।

প্রশ্ন : ১৪। সত্য না মিথ্যা? লৌহ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় ৷
উত্তর : সত্য ।

প্রশ্ন : ১৫। পৃথিবীর শক্তির প্রাথমিক উৎস কি?
উত্তর : সূর্য ।

প্রশ্ন : ১৬। সত্য না মিথ্যা? একটি বৈদ্যুতিক পরিচালক বা পরিবাহকের উচ্চ প্রতিরোধ ক্ষমতা থাকে?
উত্তর : মিথ্যা- (কম) ।

প্রশ্ন : ১৭। বৈদ্যুতিক তরঙ্গ পরিমাপের সাধারণ একক কি?
উত্তর : অ্যাম্পিয়ার (Amperes)।

প্রশ্ন : ১৮। কোন বিজ্ঞানী ‘আপেক্ষিক তত্ত্বের’ জন্য সুপরিচিত?
উত্তর : স্যার আলবার্ট আইনস্টাইন ।

প্রশ্ন : ১৯। পৃথিবী কোন ছায়াপথে অবস্থিত ?
উত্তর : আকাশগঙ্গা ছায়াপথে ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf উষ্ণ এবং অনুষ্ণ

প্রশ্ন : ১। সত্য না মিথ্যা? ১০০ ডিগ্রি সেলসিয়াস (২১২ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ২। পানিকে যখন শীতলাবস্থায় নেয়া হয়, তখন তা প্রসারিত না সংকুচিত হয়?
উত্তর : প্রসারিত হয়।

প্রশ্ন : ৩। সত্য না মিথ্যা? পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় ৪২.৪ ডিগ্রি সেন্টিগ্রেড (১০৮.৩ ডিগ্রি ফারেনহাইট)।
উত্তর : মিথ্যা- ৫৭.৮ ডিগ্রি সেন্টিগ্রেড (১৩৬ ডিগ্রি ফারেনহাইট)।

প্রশ্ন : ৪। সত্য না মিথ্যা? সূর্য থেকে তাপ সঞ্চালনের দ্বারা পৃথিবীতে প্রবেশ করে?
উত্তর : মিথ্যা- (রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে)।

প্রশ্ন : ৫। কত ডিগ্রি তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
উত্তর : ০ ডিগ্রি সেলসিয়াস (৩২ ডিগ্রি ফারেনহাইট)।

প্রশ্ন : ৬। সত্য না মিথ্যা? কেলভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট এই সবগুলো তাপমাত্রা পরিমাপের একক ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৭। সত্য না মিথ্যা? ১০০ কেলভিন পরম শূন্য তাপমাত্রাকে প্রকাশ করে।
উত্তর : মিথ্যা- (০ কেলভিন)।

প্রশ্ন : ৮। কোন পদার্থগুলো তাপ সঞ্চালন করে না?
উত্তর : অন্তরক বা ইন্সুলেটর ।

প্রশ্ন : ৯। সত্য না মিথ্যা? শক্তির একটি রূপ হলো তাপ ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ১০। কত তাপমাত্রায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড সমান হয়?
উত্তর : ৪০ ডিগ্রি ।

প্রশ্ন : ১১। যে তাপমাত্রায় কোনো বস্তুর অণুর চলাচল বন্ধ হয়ে যায় তাকে বলা হয়?
উত্তর : সম্পূর্ণ বা পরম শূন্য ।

প্রশ্ন : ১২। কোন অবস্থায় সর্বোচ্চ গতিসম্পন্ন শক্তি মানুষের শরীরে বিদ্যমান থাকবে?
উত্তর : ডেস্ক বা টেবিল থেকে পতন অবস্থায় ।

প্রশ্ন : ১৩। এই ছবিটি অণুগুলোর কোন অবস্থাকে নির্দেশ করে?
উত্তর : কঠিন

প্রশ্ন : ১৪। সত্য না মিথ্যা? ঠান্ডা অবস্থা সবসময় গরম অবস্থায় রূপান্তরিত হয়।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ১৫। কত ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে?
উত্তর : ২১২ ডিগ্রি সেলসিয়াস।

প্রশ্ন : ১৬। পরম শুন্য তাপমাত্রা সমান কত ডিগ্রি সেলসিয়াস?
উত্তর : – ২৭৩ ডিগ্রি সেলসিয়াস ।

প্রশ্ন : ১৭। বিকিরণ-এর একটি উদাহরণ উল্লেখ কর?
উত্তর : এক্স-রে ।

প্রশ্ন : ১৮। এন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর কোন মেরুতে অবস্থিত?
উত্তর : দক্ষিণ ।

প্রশ্ন : ১৯। আইনস্টাইনের সঙ্গে বাংলাদেশি কোন বিজ্ঞানী বিশ্বখ্যাত একটি সূত্র আবিষ্কার করেন?
উত্তর : সত্যেন্দ্রনাথ বসু

প্রশ্ন : ২০। এন্টার্কটিকা মহাদেশ সম্পূর্ণভাবে-
উত্তর : সমুদ্র দ্বারা বেষ্টিত জমি ।

প্রশ্ন : ২১। এন্টার্কটিকা মহাদেশীয় অঞ্চলের ভূমির প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর : (প্রায়) সম্পূর্ণ বরফে আবৃত ।

প্রশ্ন : ২২। এন্টাকটিকার স্থানীয় মানুষদের কি বলা হয়?
উত্তর : এন্টার্কটিকায় কোনো স্থানীয় মানুষ নেই ।

প্রশ্ন : ২৩। এন্টার্কটিকায় রয়েছে বিশ্বের বৃহত্তম-
উত্তর : হিমায়িত মরুভূমি।

প্রশ্ন : ২৪। এন্টার্কটিকা বিশ্বের সবচেয়ে ঠান্ডা মহাদেশ হওয়ার সাথে একে বলা হয়-
উত্তর : সর্বাধিক বায়ু প্রবাহিক মহাদেশ।

প্রশ্ন : ২৫। এন্টার্কটিকা মহাদেশে কি সবসময় ঠান্ডা আবহাওয়া বিরাজমান ছিল?
উত্তর : না, এর আবহাওয়া গ্রীষ্মমণ্ডলীয় থেকে রূপান্তরিত ।

প্রশ্ন : ২৬। এন্টার্কটিকার বৃহত্তম স্থলজ প্রাণিটির দৈর্ঘ্যে কত?
উত্তর : প্রায় ১৩ মিলিমিটার লম্বা ।

প্রশ্ন : ২৭। কখন মানুষ সর্বপ্রথম এন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করে?
উত্তর : ১৮২০ খ্রিস্টাব্দে ।

প্রশ্ন : ২৮। মানুষের শরীরে সাধারণ ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে-
উত্তর : ভাইরাস ।

প্রশ্ন : ২৯। সত্য না মিথ্যা? ঠান্ডা বা হাঁচি কাশি একটি ছোঁয়াচে রোগ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৩০। সত্য না মিথ্যা? ঠান্ডায় আক্রান্ত হলেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা বাধ্যতামূলক ।
উত্তর : মিথ্যা।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf বিদ্যুৎ এবং তরঙ্গ

প্রশ্ন : ১। বৈদ্যুতিক তরঙ্গ কিসের সাহায্যে পরিমাপ করা হয়?
উত্তর : অ্যামিটার ।

প্রশ্ন : ২। সত্য না মিথ্যা? ব্যাটারিতে রাসায়নিক বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৩। বিদ্যুতের ক্ষেত্রে, ডিসি (DC) পূর্ণরুপ কি ?
উত্তর : ডাইরেক্ট কারেন্ট ।

প্রশ্ন : ৪। বৈদ্যুতিক বাল্বের ভেতরের তারকে বলা হয়?
উত্তর : ফিলামেন্ট ।

প্রশ্ন : ৫। Conductors বা বৈদ্যুতিক পরিবাহকের প্রতিরোধ ক্ষমতা কেমন?
উত্তর : কম ।

প্রশ্ন : ৬। সত্য না মিথ্যা? অ্যালবার্ট আইনস্টাইন প্রথম ‘বৈদ্যুতিক ক্ষেত্রের’ ধারণাটি প্রকাশ করেন ।
উত্তর : মিথ্যা- (মাইকেল ফ্যারাডে)।

প্রশ্ন : ৭। বৈদ্যুতিক প্রতিরোধের সাধারণত পরিমাপক হলো-
উত্তর : ওহম’স (Ohms)।

প্রশ্ন : ৮। বিদ্যুতের ক্ষেত্রে, এসি (AC)-এর পূর্ণরুপ কি?
উত্তর : বিকল্প বা অল্টারনেটিং কারেন্ট ।

প্রশ্ন : ৯। বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক কি?
উত্তর : ওয়াট’স (Watts)।

প্রশ্ন : ১০। সত্য না মিথ্যা? কম তাপমাত্রায় একটি ব্যাটারি সংরক্ষণ করে সেটির ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।
উত্তর : সত্য।

প্রশ্ন : ১১। একটি সাধারণ যন্ত্র যা একটি বিদ্যুৎ ক্ষেত্রের চালু এবং বন্ধ নিয়ন্ত্রণ করে, যন্ত্রটিকে বলা হয়-
উত্তর : সুইচ।

প্রশ্ন : ১২। বৈদ্যুতিক তরঙ্গ পরিমাপের একক কোনটি?
উত্তর : অ্যাম্পিয়ার।

প্রশ্ন : ১৩। এই বৈদ্যুতিক চাপ বা ইএমএফ পরিমাপের একক কি?
উত্তর : ভোল্ট ।

প্রশ্ন : ১৪। উপাদান যার মাধ্যমে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে, তা হলো-
উত্তর : কন্ডাকটর বা পরিবাহক।

প্রশ্ন : ১৫। একটি সার্কিটকে বলা হয় বৈদ্যুতিক তরঙ্গ ভ্রমণের পথ। একটি বিরতিহীন পথকে বলা হয়-
উত্তর : বন্ধ বর্তনী ।

প্রশ্ন : ১৬। যদি চলমান পথে একটি বিরতি থাকে, তাহলে বর্তনীটি অসম্পূর্ণ। পথের মাঝে এই বিরতিকে বলা হয়-
উত্তর : ওপেন সার্কিট বা খোলা বর্তনী ।

প্রশ্ন : ১৭। যে উপাদানগুলো বৈদ্যুতিক চার্জের স্বাভাবিক চলাচলকে ব্যাহত করে সেগুলোকে বলা হয়-
উত্তর : ইনসুলেটর ।

প্রশ্ন : ১৮। সত্য না মিথ্যা? আকাশে বাজ পরার মূল কারণ হলো মেঘের ভেতর বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হওয়া, যা স্ট্যাটিক বা স্থির বিদ্যুৎ নামেও পরিচিত।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ১৯। সত্য না মিথ্যা? সমান্তরাল বর্তনীতে শুধুমাত্র একটি পথ থাকে ।
উত্তর : মিথ্যা।

প্রশ্ন : ২০। সত্য না মিথ্যা? তরঙ্গ সবসময় ঋণাত্মক বিদ্যুদ্বাহক থেকে ধনাত্মক বিদ্যুদ্বাহকে ভ্রমণ করে ।
উত্তর : মিথ্যা ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf আলো এবং রঙ

প্রশ্ন : ১। দ্রুত ভ্রমণ করে কোনটি, শব্দ না আলো?
উত্তর : আলো ।

প্রশ্ন : ২। শূন্যস্থানে কোনটি দ্রুত ভ্রমণ করতে পারে, আলো না শব্দ?
উত্তর : আলো ।

প্রশ্ন : ৩। কোন প্রকারের তরঙ্গ সর্বাপেক্ষা দীর্ঘ?
উত্তর : রেডিও বা বেতার তরঙ্গ ।

প্রশ্ন : ৪। শব্দের গতিবেগ কত?
উত্তর : প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট ।

প্রশ্ন : ৫। আলোর গতিবেগ কত?
উত্তর : প্রতি সেকেন্ডে ১৮৬,০০০ মাইল ।

প্রশ্ন : ৬। আলোর তুলনায় দ্রুত ভ্রমণ করতে পারে কোনটি?
উত্তর : কিছুই না ।

প্রশ্ন : ৭ । আলো কোন ধরনের কণা দ্বারা গঠিত?
উত্তর : ফোটন ।

প্রশ্ন : ৮। কোনটি প্রাথমিক রঙ নয়?
উত্তর : সবুজ ।

প্রশ্ন : ৯। হলুদ এবং লাল রঙের মিশ্রণ কোন রঙ উৎপন্ন করে?
উত্তর : কমলা ।

প্রশ্ন : ১০। হলুদ, লাল, এবং হালকা নীল রঙের মিশ্রণ কোন রঙ উৎপন্ন করবে?
উত্তর : সাদা ।

প্রশ্ন : ১১। হলুদ, লাল, এবং নীল রঙের মিশ্রণ কোন রঙ উৎপন্ন করবে?
উত্তর : বাদামি ।

প্রশ্ন : ১২। রশ্মি বাঁকিয়ে এক পদার্থ থেকে অপরটিতে স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়?
উত্তর : প্রতিসরণ।

প্রশ্ন : ১৩। যদি একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সংক্ষিপ্ত হয়, তবে এটি কোন ধরনের কম্পাঙ্ক বহন করে?
উত্তর : উচ্চ কম্পাঙ্ক ।

প্রশ্ন : ১৪। একটি নিম্ন কম্পাঙ্ক-তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়?
উত্তর : দীর্ঘ ।

প্রশ্ন : ১৫। সমানুপাতিকহারে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে প্রতিফলিত করে কোন রঙের বস্তু?
উত্তর : সাদা ।

প্রশ্ন : ১৬। কোন রঙের আলোর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য থাকে?
উত্তর : লাল ।

প্রশ্ন : ১৭। সূর্য থেকে আলোর পৃথিবীপৃষ্ঠে আসতে কতক্ষণ সময় নেয়?
উত্তর : ৮ মিনিট

প্রশ্ন : ১৮। একটি উত্তল কাচের মাধ্যমে বস্তু কেমন আকারে তা প্রদর্শিত হবে?
উত্তর : বড় ।

প্রশ্ন : ১৯। একটি অবতল কাচের মাধ্যমে বস্তু কেমন আকারে তা প্রদর্শিত হবে?
উত্তর : ছোট ।

প্রশ্ন : ২০। সত্য না মিথ্যা? লেজারের আলোতে তরঙ্গ স্তর সমান বা একই থাকে?
উত্তর : সত্য

প্রশ্ন : ২১। কোন রঙের বস্তু সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে নেয়?
উত্তর : কালো ।

প্রশ্ন : ২২। শব্দ কিসের মাধ্যমে দ্রুত ভ্রমণ করতে পারে, বাতাস না পানি?
উত্তর : পানির মাধ্যমে ।

প্রশ্ন : ২৩। সত্য না মিথ্যা? বস্তুর ঘনত্ব যত বেশি হবে শব্দের গতি সে বস্তুর মধ্য দিয়ে তত কম হবে।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ২৪। ডপলার প্রভাব বা ইফেক্ট বলতে কি বোঝায়?
উত্তর : কোনো বস্তু দ্বারা উৎপন্ন শব্দের কম্পাঙ্ক বা স্বনতীক্ষ্ণতা পরিবর্তিত হয় যখন সেই বস্তুটি আপনার পার্শ্ব অতিক্রম করে।

প্রশ্ন : ২৫। শব্দের মাত্রা পরিমাপের একক কি?
উত্তর : ডেসিবেল ।

প্রশ্ন : ২৬। প্রায় কত কম্পাঙ্কের মধ্যে থাকা শব্দ মানুষ শুনতে পায়?
উত্তর : ২০ হার্টজ থেকে ২০,০০০ হার্টজ।

প্রশ্ন : ২৭। ‘অ্যাকো’ শব্দের দ্বারা কি বোঝায়?
উত্তর : প্রতিফলিত শব্দ তরঙ্গ ।

প্রশ্ন : ২৮। সূর্যালোক সব রঙ ধারণ করে থাকে, কিন্তু এতে বেশির ভাগই হলো-
উত্তর : হলুদ ।

প্রশ্ন : ২৯। মানুষ কোন আলোতে সবচেয়ে সংবেদনশীল?
উত্তর : হলুদ-সবুজ ।

প্রশ্ন : ৩০। আলো একটি সবুজ কাচের শাসির এবং একটি স্বচ্ছ কাচের শাসির উপর যদি আলোকিত হয়, তবে কোন কাচের তাপমাত্রা বেশি হবে?
উত্তর : সবুজ কাচ ।

প্রশ্ন : ৩১। টেলিভিশনে রঙ্গিন ছবি দেখার মূল কারণ হলো—
উত্তর : সংযোজন ।

প্রশ্ন : ৩২। আলোক চিত্রে বিভিন্ন রঙ প্রদর্শিত হওয়ার মূল কারণ—
উত্তর : বিযোজন ।

প্রশ্ন : ৩৩। একটি টেনিস বল খুব সহজেই দেখা যায় যদি এর রঙ হয়-
উত্তর : হলুদ-সবুজ ।

প্রশ্ন : ৩৪ । আলোর বিভিন্ন রঙ বিভিন্ন অনুরূপ আলোর-
উত্তর : কম্পাঙ্কের সাথে সংগতিপূর্ণ ।

প্রশ্ন : ৩৫। সম্পূরক রঙ সেই দুটি রঙ কে বলা হয়, যাদের-
উত্তর : এক সাথে যোগ করা হলে সাদা আলো উৎপাদিত হবে।

প্রশ্ন : ৩৬। নীল এবং হলুদ রঙ একসঙ্গে মেশানো হলে সবুজ রঙের সৃষ্টি হয়। এর মূল কারণ হলো—
উত্তর : নীল এবং হলুদ রঙগুলোর মধ্যে, সবুজ রঙ ছাড়া সবগুলো রঙই শোষিত হয়ে থাকে ।

প্রশ্ন : ৩৭। বিযোজনের জন্য প্রয়োজনীয় তিনটি রঙ হলো-
উত্তর : ম্যাজেন্টা, সবুজে-নীল, এবং হলুদ ।

প্রশ্ন : ৩৮। হালকা ম্যাজেন্টা একটি মিশ্রণ ।
উত্তর : লাল এবং আবছা-নীল-এর ।

প্রশ্ন : ৩৯। একটি অস্বচ্ছ বস্তুর রঙ যে আলোর সাহায্যে নির্ধারণ করা হয়, তা হলো-
উত্তর : প্রতিফলিত।

প্রশ্ন : ৪০। লাল কাগজের একটি পাতার রঙ কালো দেখাবে কোন আলোতে তা আলোকিত করা হলে?
উত্তর : সবুজে-নীল আলো দ্বারা ।

প্রশ্ন : ৪১। ইলেক্ট্রো ম্যাগনেটিক তরঙ্গের ধরন কেমন হয়?
উত্তর : তির্যক বা আড়াআড়িভাবে অবস্থিত ।

প্রশ্ন : ৪২। সত্য না মিথ্যা? একটি বস্তুর উপাদান যা নির্বাচনের মাধ্যমে রঙের আলোকে শুষে নেয় তাকে রঞ্জক বলা হয় ৷
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৪৩। সত্য না মিথ্যা? আকাশের রঙ নীল হওয়ার কারণ বায়ুর অণুগুলো নীল আলো শোষণ করে থাকে ।
উত্তর : মিথ্যা ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf কাজ ও শক্তি

প্রশ্ন : ১। শক্তি কি এবং কিভাবে এটি কাজের সাথে সম্পর্কিত?
উত্তর : শক্তি কাজ করার ক্ষমতাকে নির্দেশ করে এবং কাজ শক্তির স্থানান্তরকে বোঝায় ।

প্রশ্ন : ২। শক্তি পরিমাপের একক হলো-
উত্তর : জুল’স (Joules)।

প্রশ্ন : ৩। কাজ পরিমাপের বৈজ্ঞানিক সূত্রটি উল্লেখ কর ।
উত্তর : বল × দূরত্ব।

প্রশ্ন : ৪। কাজের একক ধরা হয় কোনটিকে?
উত্তর : নিউটন মিটার এবং জুল’স ।

প্রশ্ন : ৫। যদি তুমি কোনো বস্তুর উপর ৮০০ নিউটনের বল প্রয়োগ করায় বস্তুটি ১০ মিটার দূরে যায়, তাহলে তুমি কতটুকু কাজ করলে?
উত্তর : ৮,০০০ জুল’স ।

প্রশ্ন : ৬। যখন গতিশক্তি এক মার্বেল থেকে অন্যটিতে স্থানান্তরিত হয়, তখন দ্বিতীয় মার্বেল কিরূপ শক্তি সঞ্চয় করে?
উত্তর : গতিশক্তি ।

প্রশ্ন : ৭। যখন শক্তি স্থানান্তরিত হয় তখন কি হয়?
উত্তর : এর রূপ পরিবর্তিত হয় ।

প্রশ্ন : ৮। একটি রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় ।
উত্তর : ব্যাটারিতে।

প্রশ্ন : ৯। যখন শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়, তখন সে শক্তিতে কি ঘটে?
উত্তর : রূপান্তর।

প্রশ্ন : ১০। সত্য না মিথ্যা? কাজ তখনই সম্পন্ন হয়, যখন বল প্রয়োগের ফলে একটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে।
উত্তর : সত্য।

প্রশ্ন : ১১। একটি চলমান বস্তুতে কোন ধরনের শক্তি বিদ্যমান থাকে?
উত্তর : গতিশক্তি।

প্রশ্ন : ১২। শক্তির পরিবর্তন কিভাবে ঘটে?
উত্তর : শক্তি যখন এক বস্তু থেকে অন্য একটি বস্তুতে স্থানান্তরিত হয় ।

প্রশ্ন : ১৩। সত্য না মিথ্যা? তাপ শক্তি শক্তির একটি রূপ ।
উত্তর : মিথ্যা।

প্রশ্ন : ১৪। শক্তি এবং কাজের এস.আই. (SI) একক কি?
উত্তর : জুল’স ।

প্রশ্ন : ১৫। জুল’স/সেকেন্ডের সমতুল্য শক্তির এস.আই. (SI) একক হলো-
উত্তর : ওয়াটস ।

প্রশ্ন : ১৬। মহাকর্ষীয় ক্ষেত্রে একটি বস্তুর অবস্থানের সাথে যুক্ত সঞ্চিত শক্তি হলো-
উত্তর : মহাকর্ষীয় সম্ভাব্যতা।

প্রশ্ন : ১৭। প্রসারিত করা যায় বা ঝরঝরে একটি বস্তুর বহিরাবয়বের সাথে যুক্ত সঞ্চিত শক্তি হলো-
উত্তর : ইলাস্টিক সম্ভাব্যতা ।

প্রশ্ন : ১৮। বল যখন কোনো নির্দিষ্ট দূরত্বে কার্যকর হয় তখন সে শক্তির স্থানান্তরকে বলা হয়-
উত্তর : কাজ ।

প্রশ্ন : ১৯। একটি কাজ কত দ্রুত সম্পন্ন হয়েছে বা শক্তি স্থানান্তরিত হয়েছে তার পরিমাপক হচ্ছে-
উত্তর : শক্তি ।

প্রশ্ন : ২০। গতিশক্তি এবং সম্ভাব্য শক্তির সমষ্টি হলো-
উত্তর : মোট যান্ত্রিক শক্তি ।

প্রশ্ন : ২১। স্তর যেখানে উচ্চতা এবং সম্ভাব্য মহাকর্ষীয় শক্তি শূন্যতে রাখা হয়, তা হলো-
উত্তর : রেফারেন্স বা উদ্ঘাত স্তর।

প্রশ্ন : ২২। কোন ধরনের আদর্শ বল (গুলো) যা কোনো তন্ত্রের মোট যান্ত্রিক শক্তির পরিবর্তন ঘটাতে পারে না?
উত্তর : রক্ষণশীল বল, মহাকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, ইত্যাদি ।

প্রশ্ন : ২৩। কোন ধরনের বল একটি তন্ত্র থেকে শক্তি যোজন বা অপসারণ করে যখন তা কার্যকর হয়।
উত্তর : অ-রক্ষণশীল বল ।

প্রশ্ন : ২৪। রক্ষণশীল বলের ধারার সারমর্ম উল্লেখ কর ।
উত্তর : শক্তি বিভিন্নভাবে রূপান্তরিত হতে পারে বা বিভিন্ন স্থানে স্থানান্তরিত হতে পারে কিন্তু শক্তির মোট পরিমাণ পরিবর্তন হয় না ।

প্রশ্ন : ২৫। সত্য না মিথ্যা? চলমান একটি বস্তুর গতিপথে বল সবসময় ধনাত্মক রূপে কার্যকর
উত্তর : সত্য ।

প্রশ্ন : ২৬। সত্য না মিথ্যা? কাইনেটিক বা গতিশক্তি একটি অভিমুখ সমন্বিত রাশির পরিমাণ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ২৭। সত্য না মিথ্যা? একটি চলন্ত বস্তুর সম্ভাব্য মহাকর্ষীয় শক্তি সবসময় শূন্য হয় ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ২৮। সত্য না মিথ্যা? যখন যান্ত্রিক শক্তি সংরক্ষণ করা হয়, তখন তুমি যে গতিশক্তি নিঃশেষ কর তা সবসময় সম্ভাব্য মহাকর্ষীয় শক্তির সমান হবে।
উত্তর : মিথ্যা।

প্রশ্ন : ২৯। সত্য না মিথ্যা? বস্তুর স্থানচ্যুতি ঘটানোয় উলম্বে কার্যকর একটি বল ঋণাত্মক কাজ করে।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৩০। সত্য না মিথ্যা? শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যেতে পারে।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৩১। সত্য না মিথ্যা? একটি বস্তুকে ধ্রুবক গতিতে উত্তোলনের জন্য প্রয়োগকৃত বল বস্তুর ওজনের সমান।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৩২। সত্য না মিথ্যা? অভিকেন্দ্রিক বল সর্বদা একটি শূন্য বস্তুর উপর কাজ করে।
উত্তর : সত্য ৷

প্রশ্ন : ৩৩। সত্য না মিথ্যা? একটি প্রাচীরকে তুমি যতবেশি ধাক্কা দিবে ততবেশি তুমি কাজ করে থাকবে ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৩৪ । সত্য না মিথ্যা? কম সময়ে একই পরিমাণের কাজ সম্পন্ন করতে প্রয়োজন অতিরিক্ত শক্তির প্রয়োগ ।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৩৫। সত্য না মিথ্যা? শক্তি এবং ওয়াটস-এর এস.আই. ইউনিট, জুলস গুণন সেকেন্ডের’ সমতুল্য।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৩৬। সত্য না মিথ্যা? শক্তি এবং জুলস-এর এস.আই. ইউনিট, ‘নিউটন গুণন মিটার’-এর সমতুল্য ।
উত্তর : সত্য।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf বৃত্তাকার গতি এবং মাধ্যাকর্ষণ বল

প্রশ্ন : ১। একটি মডেল বিমান একটি শক্ত সরু লাঠির সাথে দড়ি দিয়ে বাঁধা এবং বিমানটি অনুভূমিক চক্রের মধ্যে উড়ে। তৎক্ষণাৎ যদি দড়িটি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বিমানটি কোন দিকে উড়ে যাবে?
উত্তর : চক্রের স্পর্শক হয়ে সরু পথে উড়ে যাবে ।

প্রশ্ন : ২। একটি উপগ্রহ কক্ষপথে অবস্থিত হওয়ার কারণ—
উত্তর : মাধ্যাকর্ষণ একটি অভিকেন্দ্রিক বল হিসাবে কাজ করে ।

প্রশ্ন : ৩। অভিকেন্দ্রিক বলের সম্পর্ক প্রকাশ করা যেতে পারে-
উত্তর : F = mv2/r মাধ্যমে ।

প্রশ্ন : ৪। কৌণিক বেগ মাপা হয় কিভাবে?
উত্তর : প্রতি সেকেন্ড রেডিয়েন্স হিসেবে ।

প্রশ্ন : ৫। কৌণিক বেগ গতি থেকে অগ্রাধিকার পাওয়ার মূল কারণ হলো-
উত্তর : গতি ব্যাসার্ধের উপর নির্ভর করে ।

প্রশ্ন : ৬। একটি গাড়ি যদি বক্রাকার স্থানকে প্রদক্ষিণ করে, তাহলে গাড়িটির অভিকর্ষণ বলের উৎস কি?
উত্তর : ঘর্ষণ ।

প্রশ্ন : ৭। একটি মেয়ের ভর ৩০ কেজি এবং সে ৫ মিটার ব্যাসার্ধের একটি স্থানকে প্রতি ৫ সেকেন্ড পর প্রদক্ষিণ করে। মেয়েটি কতটুকু অভিকেন্দ্রিক বল প্রয়োগ করল?
উত্তর : ২৩৬ N

প্রশ্ন : ৮। ১ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে ০.৫ মাইল/সেকেন্ড বেগে ব্রুনো নামের একটি বাদুড় উড়ে। তার ত্বরণ কত?
উত্তর : ০.২৫ ms-2।

প্রশ্ন : ৯। সত্য না মিথ্যা? একটি রোলার-কোস্টার লুপের সর্বোচ্চ, মাধ্যাকর্ষণ এবং স্বাভাবিক বলের বিন্দু বিপরীতমুখী হয়ে থাকে ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ১০। পৃথিবীতে মাধ্যাকর্ষণের সার্বজনীন ধারাকে প্রণয়ন করেন?
উত্তর : নিউটন ।

প্রশ্ন : ১১। সত্য না মিথ্যা? ভর যুক্ত যেকোনো বস্তুই একটি মাধ্যাকর্ষীয় ক্ষেত্র দ্বারা বেষ্টিত থাকে ।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ১২। ঘর্ষণ একটি বস্তুর গতির কার্যকর থাকে।
উত্তর : বিপরীতে ।

প্রশ্ন : ১৩। তুমি যদি চাঁদে গমন কর, তাহলে চন্দ্রপৃষ্ঠে তোমার ওজনের পরিবর্তন আসবে?
উত্তর : হ্যা।

প্রশ্ন : ১৪। ওজন পরিমাপের একক কি?
উত্তর : নিউটন (N)।

প্রশ্ন : ১৫। ভর এবং ওজন ভিন্ন হয় কিভাবে?
উত্তর : বস্তুর উপাদানের পরিমাণের উপর নির্ভর করে তার ভর এবং মাধ্যাকর্ষণ বলের উপর বস্তুর ওজন নির্ভর করে ।

প্রশ্ন : ১৬। দূরত্ব বৃদ্ধির সাথে মাধ্যাকর্ষণের অবস্থা কেমন হয়?
উত্তর : দ্রুত হ্রাস পায় ।

প্রশ্ন : ১৭। মহাকাশে একটি বস্তুর ভর বা ওজন উভয় কি পরিবর্তিত হয়?
উত্তর : শুধুমাত্র ওজন পরিবর্তিত হয়।

প্রশ্ন : ১৮। পৃথিবীতে মহাকর্ষিক ত্বরণের (g)-এর মান কত?
উত্তর : ৯.৮১ m/s^2|

প্রশ্ন : ১৯। দুটি বস্তুর মধ্যে মাধ্যাকর্ষণ বলের মাত্রা প্রভাবিত করে কোন দুটি কারণ?
উত্তর : ভর এবং দূরত্ব।

প্রশ্ন : ২০। দুটো বস্তুর মধ্যে দূরত্ব যত বৃদ্ধি পায় মাধ্যাকর্ষণের বেগ তত-
উত্তর : হ্রাস পায় ।

প্রশ্ন : ২১। দুটি বস্তুর ভরের গুণফল যত বৃদ্ধি পায়, মাধ্যাকর্ষণের বেগ তত-
উত্তর : বৃদ্ধি পায় ।

প্রশ্ন : ২২। দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে, তাদের মধ্যে-
উত্তর : চার গুণ দুর্বল মাধ্যাকর্ষণ বেগ পরিলক্ষিত হবে।

প্রশ্ন : ২৩। দ্বিগুণ ভর যুক্ত দুটি বস্তুর মধ্যে—
উত্তর : দ্বিগুণ শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি থাকে ।

প্রশ্ন : ২৪। সূর্যের চেয়ে পৃথিবীতে আমাদের জন্য মাধ্যাকর্ষণ বল বেশি কারণ-
উত্তর : পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থানের কারণে ।

প্রশ্ন : ২৫। যদি পৃথিবীর ভর অর্ধেক হ্রাস পায়, তা হলে তোমার ভরের অবস্থা কি হবে?
উত্তর: কোনো পরিবর্তন হবে না, কারণ ভর মহাকর্ষীয় শক্তি দ্বারা প্রভাবিত হয় না ৷

প্রশ্ন : ২৬। যদি পৃথিবীর ওজন অর্ধেক হ্রাস পায়, তা হলে তোমার ওজনের অবস্থা কি হবে?
উত্তর : হ্রাস হবে, কারণ মহাকর্ষীয় বা মাধ্যাকর্ষীয় শক্তি হ্রাস পাবে।

প্রশ্ন : ২৭। একটি বস্তুর কোন বৈশিষ্ট্য বিভিন্ন মহাকর্ষীয় ক্ষেত্ৰতে অপরিবর্তিত থাকে?
উত্তর : ভর ।

প্রশ্ন : ২৮ । গ্রহগুলো কোন আকৃতিতে সূর্যকে প্রদক্ষিণ করে?
উত্তর : উপবৃত্তাকারে ।

প্রশ্ন : ২৯। একটি উপবৃত্ত দুটি বিন্দুর চারপাশে আঁকা হয় । বিন্দুগুলোকে বলা হয়-
উত্তর : ফোসি বা অধিশ্রয় (Foci)।

প্রশ্ন : ৩০। যখন একটি গ্রহ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, তখন উপবৃত্তাকার কক্ষপথে একটি অধিশ্রয় হয়ে যায়-
উত্তর : সূর্য ।

প্রশ্ন : ৩১। সূর্যের চারপাশের প্রদক্ষিণে কখন গ্রহের গতি সবচেয়ে বেশি থাকে?
উত্তর : যখন এটি সূর্যের সন্নিকটে থাকে এবং মাধ্যাকর্ষণ শক্তিশালী থাকে ।

প্রশ্ন : ৩২। সৌরজগতে সূর্য থেকে গ্রহগুলোর গড় দূরত্ব এবং কাক্ষিক সময় কত?
উত্তর : এটির প্রতিটি গ্রহের জন্য প্রায় সমান ।

প্রশ্ন : ৩৩। কেপলারের দ্বিতীয় ধারা কিসের বিবরণ দেয়?
উত্তর : গতি /দূরত্ব যা গ্রহ ভ্রমণ করে ।

প্রশ্ন : ৩৪। কেপলারের প্রথম ধারা কিসের বিবরণ দেয়?
উত্তর : এটি বলে যে, গ্রহগুলোর কক্ষপথের আকৃতি ডিম্বাকার হয় ।

প্রশ্ন : ৩৫। সৌরজগতে কোন গ্রহটিতে দিন পঞ্জিকা অনুসারে সবচেয়ে সংক্ষিপ্ত বছর হয়?
উত্তর : বুধ ।

প্রশ্ন : ৩৬। একটি মেরি-গো-রাউন্ডের কেন্দ্র থেকে দূরে অবস্থিত ব্যক্তি কেমন অভিজ্ঞতা অনুভব করবে?
উত্তর : অধিকতর অভিকেন্দ্রিক ত্বরণ এবং স্পর্শিনী বেগ ।

প্রশ্ন : ৩৭। অপকেন্দ্রিক বল বলতে কি বোঝায় ?
উত্তর : কল্পিত বল যা একক বৃত্তাকার গতিসম্পন্ন বস্তুর রৈখিক ভরবেগ মাত্র।

প্রশ্ন : ৩৮। কেন পৃথিবীর উপগ্রহগুলো পৃথিবীর নিকটবর্তী হয় না, যদিও পৃথিবী তাদের আকর্ষিত করে?
উত্তর : উপগ্রহগুলো যত কাছে আসে পৃথিবী বক্ররেখা হারে তত দূরে সরে যায় ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf ডাইনোসর

প্রশ্ন : ১। ট্রাইসেরাটপ্স-এর কতগুলো শিং ছিল?
উত্তর : তিনটি ।

প্রশ্ন : ২। সত্য না মিথ্যা? ডাইনোসর আভিধানিক অর্থ হলো ‘ভয়ানক গিরগিটি’।
উত্তর : সত্য।

প্রশ্ন : ৩। জুরাসিক বা ক্রিটাসিয়াস যুগের মধ্যে কোনটি আগে হয়েছিল?
উত্তর : জুরাসিক যুগ ।

প্রশ্ন : ৪। ডিপ্লোডোকাস কোন প্রজাতির খাদক ছিল?
উত্তর : তৃণভোজী ।

প্রশ্ন : ৫। সত্য না মিথ্যা? টাইরেনোসারাস সরেক্স ছিল পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম ডাইনোসর ।
উত্তর : মিথ্যা ।

প্রশ্ন : ৬। সত্য না মিথ্যা? গুয়ানোডন (Iguanodon) তিনটি ডাইনোসরের একটি ছিল যা থেকে গডজিলার আকৃতি অনুপ্রাণিত।
উত্তর : সত্য ।

প্রশ্ন : ৭। থেরোপডস যেমন এলোসোরাস এবং কার্নোটারোস কয়টি পায়ের উপর ভর দিয়ে চলাচল করত ?
উত্তর : দুইটি ।

প্রশ্ন : ৮। সত্য না মিথ্যা? প্রায় ৫০০ বছর আগে ঘটেছে এমন ঘটনায় অধিকাংশ ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়।
উত্তর : মিথ্যা (৬৫ মিলিয়ন বছর আগে)।

প্রশ্ন : ৯। এপোটোসোরাস অন্য কোন নামে পরিচিত?
উত্তর : ব্রন্টোসোরাস।

প্রশ্ন : ১০। টরেনটোভিত্তিক এনবিএ বাস্কেটবল দলের লোগোতে কোন প্রজাতির ডাইনোসরের ছবি দেখা যায়?
উত্তর : রেপ্টর (ভেলোসিরেক্টর)।

প্রশ্ন : ১১। সত্য না মিথ্যা? প্রতিটি মহাদেশে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে।
উত্তর : সত্য।

প্রশ্ন : ১২। ১৯৯৩ সালে কোন ডাইনোসর ভিত্তিক বইকে কেন্দ্র করে নির্মিত চলচিত্র ব্যাপক সফলতা অর্জন করে?
উত্তর : জুরাসিক পার্ক ।

প্রশ্ন : ১৩। সত্য না মিথ্যা? এঙ্কিলোসোরাসের (Ankylosaurus) হাগ প্লেটে কিছু হাড় ছিল যা তারা শরীরের বর্ম হিসাবে ব্যবহার করত ।
উত্তর : সত্য।

প্রশ্ন : ১৪। সোরোপডস যেমন ব্রাসিয়োসোরাস এবং ডিপ্লোসোরাস কয়টি পায়ের উপর ভর দিয়ে চলাচল করত?
উত্তর : চারটি ।

প্রশ্ন : ১৫। সত্য না মিথ্যা? পেন্টসোরাটোপস ছিল প্রথম ডাইনোসর যাকে আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয় ।
উত্তর : মিথ্যা (১৯২৪ সালে; মিগালোসোরাস- Megalosaurus)

প্রশ্ন : ১৬। জুরাসিক বা ট্রায়াসিক যুগের মধ্যে কোনটি প্রথমে অতিবাহিত হয়েছিল?
উত্তর : ট্রায়াসিক যুগ ।

প্রশ্ন : ১৭। সত্য না মিথ্যা? মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ডাইনোসর হিসেবে সকল আলোসোরাসকে তালিকাভুক্ত করে।
উত্তর : মিথ্যা- (স্টিগোসোরাস-কে)।

প্রশ্ন : ১৮। একটি পরিপূর্ণ স্পাইনোসোরাস এবং ডিনোনাইসাসের মধ্যে কোনটির ওজন বেশি ধারণা করা হয়?
উত্তর : স্পাইনোসোরাস ।

প্রশ্ন : ১৯। জীবাশ্ম এবং প্রাগৈতিহাসিক জীবন নিয়ে গবেষণাকারীকে বলা হয়-
উত্তর : প্যালিওনটোলোজিস্ট

প্রশ্ন : ২০। সত্য না মিথ্যা? পাখি ডাইনোসর থেকে বিবর্তিত।
উত্তর : সত্য।

Read More: সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf

Scroll to Top